কোটি টাকার প্রেম
কোটি টাকার প্রেম[১] ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। ছবিটির প্রাধান চরিত্র গুলোতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, মিজু আহমেদ, আবুল হায়াত, রিনা খান, অমল বোস, সিরাজ হায়দার, রেহানা জলি, ডন সহ আরও অনেকে।[২]
কোটি টাকার প্রেম | |
---|---|
পরিচালক | সোহানুর রহমান সোহান |
প্রযোজক | এসএসকে ওয়ার্ল্ড মাল্টিমিডিয়া প্রোডাকশন |
রচয়িতা | অনন্য মামুন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শওকত আলী ইমন |
চিত্রগ্রাহক | আসাদুজ্জামান মজনু |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
পরিবেশক | পিংকি ফিল্মস |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনামিশা সওদাগর শহরের নামকরা সন্ত্রাসী। অস্ত্রবাজি করে মানুষের মনে ভয় জাগানোই তার একমাত্র কাজ। সেই মিশাই এক সময়ে ভালোবেসে ফেলেন অপু বিশ্বাসকে। অপুকে বিয়ে করার জন্য পাগল হয়ে যান তিনি। কিন্তু অপু মনে প্রাণে ঘৃণা করেন মিশাকে। মিশার হাত থেকে বাঁচার জন্য ঘর থেকে পালিয়ে যান অপু। মিশা খুঁজতে থাকেন অপুকে, কিন্তু পান না। বাধ্য হয়েই অপুকে খুঁজে বের করার জন্য খবরের কাগজে কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন তিনি।’
ছবিতে শাকিব খান একজন উদীয়মান সংগীতশিল্পী। নিজের বাবাকে সন্তুষ্ট করার জন্য শাকিবের প্রয়োজন কোটি টাকা। ঘটনা প্রবাহে অপু শাকিবকে ভালোবেসে ফেলেন। আর শাকিব কোটি টাকা পাবার জন্য অপুকে তুলে দিতে চান মিশার হাতে।’
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- শাকিব খান - জীবন
- অপু বিশ্বাস - আলো
- মিশা সওদাগর - বিল্লাহ
- মিজু আহমেদ
- রিনা খান
- অমল বোস
- নাসরিন
- সিরাজ হায়দার - জীবনের বাবা
- আবুল হায়াত - আলোর বাবা
- রেহানা জলি - আলোর মা
- ডন
সংগীত
সম্পাদনাকোটি টাকার প্রেম ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
গানের তালিকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কোটি টাকার প্রেম নিয়ে আসছেন শাকিব-অপু"। ১৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১১।
- ↑ ‘কোটি টাকার প্রেম’ মুক্তি পাচ্ছে ২৪ জুন আর্কাইভইজে আর্কাইভকৃত ১৫ জুলাই ২০১২ তারিখে তথ্যসুত্রঃbdnews24.com তথ্যসংগ্রহঃজুন ২০/১১