মুজিব পরদেশী
মুজিব পরদেশী বাংলাদেশি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি লোকগীতি ধারার শিল্পী হিসেবেই বিশেষ পরিচিত। তাঁর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা।
মুজিব পরদেশী | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশি |
নাগরিকত্ব | ১৯৭১-বর্তমান: বাংলাদেশ |
পেশা | গায়ক ও সুরকার |
পরিচিতির কারণ | লোক সঙ্গীত, চলচ্চিত্র সঙ্গীত |
জন্ম ও পরিবার
সম্পাদনাতাঁর পিতার নাম ইউসুফ আলী মোল্লা। তিনি পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশী করাচীতে জন্মগ্রহণ করেন।[১] ৬ বোন,৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন।[১] ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
সঙ্গীতজীবন
সম্পাদনাকরাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন।[১] শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান[১], ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ'র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তি আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন।[২][৩] তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন[১]
জনপ্রিয় গানসমূহ
সম্পাদনামুজিব পরদেশী জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হল:
- কলমে নাই কালি,
- আমি বন্দী কারাগারে,[৪]
- তোমায় আমি হলেম অচেনা,
- আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া[৫],
- আমি যার লাগি হইলাম অনুরাগী গো প্রাণসজনী,
- আমার জনম গেলো কাঁদিতে,
- আমারে নি পড়ে তোমার মনে?
- আমার সোনা বন্ধু রে
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "'নতুন স্টাইল'–এর গান করলেন মুজিব পরদেশী"। প্রথম আলো। ২০১৯-১০-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৫।
- ↑ "কারাগার থেকে গানে ফিরলেন মুজিব পরদেশী — bdlive24"। ৭ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৬।
- ↑ Pratidin, Bangladesh। "আমার পকেট খালি ছিল : মুজিব পরদেশী | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin। সংগ্রহের তারিখ ২০১৮-০২-২৭।
- ↑ BanglaNews24.com। "দুই যুগ পর নতুন গানে মুজিব পরদেশী"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-২৭।
- ↑ "আবার সেই মুজিব পরদেশী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-১১-০৬।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |