আম্মাজান
আম্মাজান কাজী হায়াৎ পরিচালিত ১৯৯৯ সালের বাংলাদেশী অপরাধধর্মী নাট্য চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছেন ও কাহিনী লিখেছেন মনোয়ার হোসেন ডিপজল এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী হায়াৎ। এতে নাম ভূমিকায় (আম্মাজান) অভিনয় করেছেন শবনম[৩] এবং তার পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন মান্না। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আমিন খান, ডিপজল, মিজু আহমেদ প্রমুখ।[৪]
আম্মাজান | |
---|---|
পরিচালক | কাজী হায়াৎ |
প্রযোজক | মনোয়ার হোসেন ডিপজল |
রচয়িতা | কাজী হায়াৎ (সংলাপ) |
চিত্রনাট্যকার | কাজী হায়াৎ |
কাহিনিকার | ডিপজল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল |
চিত্রগ্রাহক | হারুন আল রশিদ |
সম্পাদক | আমজাদ হোসেন |
পরিবেশক | অমি বনি কথাচিত্র |
মুক্তি | ২৫ জুন ১৯৯৯[১] |
স্থিতিকাল | ১৪৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳১.০৪ কোটি[২] |
আয় | ৳২০ কোটি[২] |
আম্মাজান ১৯৯৯ সালের ২৫ জুন বাংলাদেশে মুক্তি পায়।[৫] এটি ওই বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র। ২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাজী হায়াৎ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন এবং চলচ্চিত্রটি বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও মান্নার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারসহ মোট পাঁচটি পুরস্কার লাভ করে।
অভিনয়শিল্পী
সম্পাদনা- শবনম - আম্মাজান / জাহানারা আহমেদ
- মান্না - বাদশাহ
- সোহেল - কিশোর বাদশাহ
- মৌসুমী - রিনা
- আমিন খান - মিজান, রিনার কলেজের বন্ধু ও প্রেমিক।
- ডিপজল - কালাম, বাদশাহের বন্ধু ও পরে খুনী।
- মিজু আহমেদ - আজিজ আহমেদ খান, বিরোধী দলীয় নেতা ও রিনার বাবা।
- সিরাজ হায়দার - লাল মিয়া, বাদশাহের বাবা।
- দারাশিকো - মোজাম্মেল আহমেদ
- দুলারী চক্রবর্তী - রেহানা
- সাদেকুর রহমান হিরু - নবাব, বাদশাহের একান্ত সহচর।
- মোঃ ইসমাইল আহমেদ
- ইমরান নাজিম
- আন্না - কুসুম, বাদশাহের পালিত বোন ও নবাবের স্ত্রী।
- জ্যাকি আলমগীর
- কালা আজিজ
নির্মাণ
সম্পাদনাঅভিনয়শিল্পী নির্বাচন
সম্পাদনাকাজী হায়াৎ আম্মাজানের চরিত্রে অভিনয়ের জন্য শাবানা কে অনুরোধ করেছিলেন, শাবানা প্রথমে সম্মতি দিলেও পরে অভিনয় করেননি। তার বদলে শবনম আম্মাজানের চরিত্রে অভিনয় করেন।[৬] এই ছায়াছবির প্রযোজক ডিপজল প্রাথমিকভাবে মান্নাকে নিতে চাননি। কাজী হায়াতের অনুরোধে মান্নাকে এই চলচ্চিত্রে নেয়া হয়। এছাড়াও হুমায়ূন ফরিদিকেও একটি চরিত্রের জন্য বিবেচনা করা হয়েছিল, কিন্তু পরে তাঁকে নেয়া হয়নি।[৭]
সঙ্গীত
সম্পাদনাআম্মাজান চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এবং গীত লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ছবিতে পাঁচটি গান রয়েছে। আইয়ুব বাচ্চুর কণ্ঠে "আম্মাজান" গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে।[৮] এছাড়া আইয়ুব বাচ্চু ও শাকিলা জাফরের কণ্ঠে "তোমার আমার প্রেম" গানটি শ্রোতাপ্রিয় হয়।[৯]
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "আম্মাজান" | আইয়ুব বাচ্চু | ০৫:৫৪ |
২. | "র্যাগ ডে" | খালিদ হাসান মিলু, কনক চাঁপা | : |
৩. | "তোমার আমার প্রেম একজনমের নয়" | আইয়ুব বাচ্চু, শাকিলা জাফর | : |
৪. | "স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি" | আইয়ুব বাচ্চু | ০৪:১০ |
৫. | "ও ছেমরি তোর কপাল ভালো" | আগুন | : |
নির্মাণ ব্যয় ও আয়
সম্পাদনাচলচ্চিত্রটি নির্মাণে এক কোটি চার লক্ষ টাকা ব্যয় হয়। মুক্তির আগের দিন এই ছবির প্রযোজক প্রযোজনা ও সঙ্গীত সত্ব বিক্রি করে এক কোটি নয় লাখ টাকা আয় করেন। মুক্তির আগের দিনই চলচ্চিত্রটি দুই লাখ টাকা মুনাফা করে।[২][৭]
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রনাট্যকার - কাজী হায়াৎ[১০]
- বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র - আম্মাজান
- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - মান্না
- বিজয়ী: শ্রেষ্ঠ কাহিনিকার - কাজী হায়াৎ
- বিজয়ী: শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা - কাজী হায়াৎ
- বিজয়ী: শ্রেষ্ঠ গীতিকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
- বিজয়ী: শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী - আইয়ুব বাচ্চু
- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - মান্না
অন্যান্য তথ্য
সম্পাদনা৩৫ মিমি ফরম্যাটে ধারণকৃত এই চলচ্চিত্রের ষাটটি প্রিন্ট করা হয়েছিল।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Movie List 1999"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ‘আম্মাজান’ সিনেমার আয় ২০ কোটি টাকা : ডিপজল। Songbad Prokash। ২০২৩-০৫-১৯। ২০২৪-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৯।
- ↑ "Shabnam to return to films after 12 years"। দ্য ডেইলি স্টার। ৬ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ "ফিল্ম আর্কাইভ"। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০।
- ↑ "আমার চোখে বাচ্চুর মুখটাই ভাসছিল : বুলবুল"। Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০২।
- ↑ "আরো খবর"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০২।
- ↑ ক খ গ "যে কারণে মান্নার 'আম্মাজান' ছবিটি ফিরিয়ে দিয়েছিলেন শাবানা"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৭।
- ↑ "মা, আম্মা, আম্মাজান এবং তাদের উৎসর্গে কিছু বাংলা সিনেমার গান!"। বাংলা মুভি ডেটাবেজ। ৯ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ "মৌসুমীর ঠোঁটে জনপ্রিয় ১০ গান"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৮০। আইএসবিএন 984-70194-0045-9।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আম্মাজান (ইংরেজি)