স্বাগতম বার্তা

সম্পাদনা

প্রিয় Farabi, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষা’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


তানভির আলাপ অবদান ১২:১৪, ২৭ মে ২০১০ (UTC)

মুহাম্মাদ

সম্পাদনা

মুহাম্মাদ বিষয়ক লেখাগুলো মুহাম্মাদ নিবন্ধে যোগ করুন, এর জন্য আলাদা নিবন্ধ তৈরি করবেন না।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:১৪, ২৯ মে ২০১০ (UTC)

"আল্লাহ" নিবন্ধের তথ্য মুছে ফেলা

সম্পাদনা

একসাথে অনেক তথ্য মুছে ফেলার আগে তা নিবন্ধের আলাপ পাতায় আলোচনা সাপেক্ষে করুন। সেই সাথে আপনার সম্পাদনার একটি বর্ণনা সম্পাদনা সারাংশ অংশে দিন। আল্লাহ নিবন্ধে আপনার সম্পাদনাটি গঠনমূলক ছিলো না, তাই সেটি বাতিল করা হয়েছে। — তানভিরআলাপঅবদান ↓ ১১:৫৬, ৮ জুন ২০১০ (UTC)

দরুদ দ্রুত অপসারণ

সম্পাদনা
 
দরুদ নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদ বিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষর বিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেনো আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ্য করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যাক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়া অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি নির্বিঘ্নে আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।— তানভিরআলাপ১২:১৩, ১৭ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ধর্মীয় বিষয়ে নিবন্ধ লেখার জন্য পরামর্শ

সম্পাদনা

ধর্মীয় বিষয়গুলো নিয়ে লিখতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তবে লেখার সময় নিরপেক্ষতা, বিষয়সংশ্লিষ্টতা, ও বিশ্বকোষীয় ধাঁচ বজায় রাখুন। মুহাম্মদ নিবন্ধে আপনি দুইবার অবিশ্বকোষীয় ও অপ্রেযোজ্য কবিতা যোগ করেছিলেন, যা বাতিল করা হয়েছে। উইকিপিডিয়ার নিবন্ধ ধর্ম বইয়ের প্রবন্ধ নয়। তাই লেখার সময় সেটি খেয়াল রাখার অনুরোধ, ধন্যবাদ। — তানভিরআলাপ০৯:৪৬, ২২ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

বারবার অনুরোধ সত্ত্বেও আপনি মুহাম্মদ নিবন্ধে অগঠণমূলক সম্পাদনা করে চলেছেন। আপনাকে আবারও অনুরোধ করছি, মুহাম্মদ নিবন্ধে অনুল্লেখ্য কবিতা যোগ টাইপের স্প্যামিং বন্ধ করুন। ধন্যবাদ। ‍‍‍— তানভিরআলাপ১১:৪৯, ২৪ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

লেখালেখি সম্বন্ধে কতিপয় পরামর্শ

সম্পাদনা

Farabi, উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। তবে কাজগুলোকে একটু গুছিয়ে নিয়ে করলে তা হবে যথেষ্ট সুন্দর আর তাতে আপনার নিবন্ধটি ভালো নিবন্ধের দিকে অগ্রসর হবে। যেকোনো নিবন্ধে তথ্যসূত্র যথাসম্ভব বিস্তারিত দিন। তথ্যসূত্র এভাবে দিন: <ref>বিস্তারিত তথ্যসূত্র, লেখকের নাম, পৃষ্ঠা নম্বর, প্রকাশকাল, নিবন্ধের নাম ইত্যাদি</ref>। ধরা যাক, আপনি একটা বই পড়তে বসলেন, সেখানে বলা আছে মুহম্মদ জাফর ইকবাল একজন পাগল। সাথে সাথে আপনি খুঁজতে লাগলেন বইটি কে লিখেছে, কে প্রকাশ করেছে ইত্যাদি। কিন্তু দেখলেন, বইটির প্রথম কয়েকটা পাতা ছেঁড়া। সেক্ষেত্রে আপনার আর এই কথাটির প্রতিবাদ জানানো হলো না, আর না পারলেন ব্যাপারটা বিস্তারিত জানতে। এর মূল কারণ হলো, যে তথ্যটা দেয়া হয়েছে, তার তথ্যসূত্র বিস্তারিত না। তাই দয়া করে, যখনই কোথাও থেকে তথ্য নিবেন, সেই তথ্যটা যেখান থেকে নিচ্ছেন, তার বিস্তারিত বিবরণ ref ট্যাগ দিয়ে উল্লেখ করুন। মনে রাখতে হবে, আমরা তথ্য দিচ্ছি আরেকজন পাঠকের জন্য উপকারার্থে। তাকে তিল দিয়ে তাল বোঝাতে নয়।
যখনই আপনি কোনো নিবন্ধে লেখালেখি করতে চাইবেন, দয়া করে ঐ নিবন্ধের আলাপ পাতায় (উপরে আলোচনা নামে থাকে) একবার ঢু মেরে আসুন। উইকিপিডিয়ায় আমরা লেখালেখি করার সময় কোনো সমস্যায় পড়লে কিংবা পরবর্তি সম্পাদকের জন্য কোনো পরামর্শ থাকলে সবই ঐসব আলোচনা পাতায় উল্লেখ করি। তাই আলাপ পাতা, আপনাকে কাজে সহায়তা করবে এবং নিবন্ধের মূল বিষয়বস্তুতে টু-দ্যা-পয়েন্ট রাখবে।
একটা নিবন্ধ কেমন হতে পারে, কিভাবে লিখলে সুন্দর হবে, তার জন্য আগের কিছু ভালো নিবন্ধ দেখে নেয়া যেতে পারে। আপনি চর্যাপদ নিবন্ধটিতে একবার ঢু মেরে আসতে পারেন। কিংবা বাংলাদেশ নিবন্ধটি দেখতে পারেন। অ্যাঞ্জেলিনা জোলি নিবন্ধটিও বেশ নান্দনিক। নিবন্ধের যে অংশটির কাজ আপনার ভালো লাগছে ঐ অংশটিকে সম্পাদনা মোডে খুলে নিয়ে দেখে নিন ভিতরে কী করে ঐ কাজটা করা হয়েছে। বিনামূল্যের দুনিয়ায় কেউ আপনাকে কোড চুরির দায়ে বাধা দিবে না, তাই ভালো লাগলে কোড চুরি করুন। ভালো জিনিস চুরির তৃপ্তি পাবেন। :)
যখন কেউ পরামর্শ দেয়, তখন থেকেই তা চর্চা শুরু করে দেয়া উচিত। নাহলে ভুলে ভরে যাবে, ঠিক না। তাই আশা করবো আপনি গঠনমূলক সম্পাদনা দিয়ে উইকিপিডিয়ায় আপনার অবদান অব্যাহত রাখবেন এবং সমৃদ্ধ করবেন বাংলা ভাষায় লেখা এই বিশ্বকোষটিকে। আপনাকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৫৩, ২৭ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সতর্কবার্তা: বিভিন্ন পাতায় অপ্রযোজ্য বিষয়বস্তু যোগ করা

সম্পাদনা

প্রিয় ফারাবি, আপনাকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও আপনি বিভিন্ন পাতায় অপ্রযোজ্য লেখা, কবিতা, প্রভৃতি যোগ করে চলেছেন। আপনার এ ধরনের অগঠনমূলক সম্পাদনা বন্ধ করার জন্য আবারও অনুরোধ করছি। এরকমটি চলতে থাকলে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে অস্থায়ীভাবে উইকিপিডিয়ায় সম্পাদনা করতে বাধা প্রদান করা হতে পারে। — তানভিরআলাপ০৫:৩৩, ২৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

বিভিন্ন পাতায় অনুল্লেখ্য কবিতার ছত্র যোগ করার প্রেক্ষিতে আপনাকে প্রদানকৃত এটি-ই সর্বশেষ সতর্কবার্তা। পরবর্তীতে এমন সম্পাদনা চালালে আপনাকে ব্লক করা হবে। ধন্যবাদ। — তানভিরআলাপ০৮:২৪, ১৫ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট লঙ্ঘন

সম্পাদনা

  এস্তেগফার নিবন্ধে আপনার সংযোজন বাতিল করা হয়েছে, কারণ এটি উইকিপিডিয়ার কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করেনি। অনুগ্রহপূর্বক খেয়াল রাখুন, কপিরাইটকৃত লেখা মুক্ত হিসেবে অনুমতি প্রাপ্ত না হলে তা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না। আইনগত কারণে আমরা তাই কোনো ওয়েবসাইট থেকে কপিরাইটকৃত লেখা বা ছবি গ্রহণ করতে পারি না, এবং এধরনের যে-কোনো প্রকার সংযোজন দ্রুততার সাথে অপসারণ করা হয়। তবে আপনি বহিস্থ কোনো ওয়েবসাইটের লেখাকে সূত্র হিসেবে উল্লেখ করতে পারেন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে খুব সতর্কভাবে ও মনোযোগের সাথে বিবেচনা করে, এবং বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনায় বাধা প্রদান করা হয়। লেখার ধাঁচ অবিশ্বকোষীয়, এবং আপনার ব্লগ হলেও সেখান থেকে কপি-পেস্ট করা চলে না, কারণ সেখানে আপনার স্বত্ব সংরক্ষিত। — তানভিরআলাপ০৬:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ইসলামি ম্যাগাজিনের স্টাইলে লেখা

সম্পাদনা

আপনার লেখালেখির ধাঁচ ইসলামি বই-ম্যাগাজিনের মতো হচ্ছে, কিন্তু উইকিপিডিয়া একটি নিরপেক্ষ বিশ্বকোষ। এখানে ইসলাম বিষয়ক কোনো বিষয় নিয়ে লেখা চলে, কিন্তু সেটাকে ইসলামি ভাব গাম্ভীর্যে নয়, বরং নিরপেক্ষ সোজাসাপ্টা ভঙ্গিতে লিখতে হয়। আপনার বিশ্বাস থেকে আপনি বলতে পারেন, "আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন" কিন্তু লিখতে হবে সোজাসাপ্টা, "আল্লাহ কুরআনে উল্লেখ করেন" টাইপে। তাই আবারও বলছি, নিজের বিশ্বাস ও আগ্রহ থেকে ইসলাম বিষয়ক নিবন্ধে কাজ করুন, কিন্তু লেখার স্টাইল বিশ্বকোষীয় ও নিরপেক্ষ রাখুন। ধন্যবাদ। — তানভিরআলাপ০৬:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহ করে বিশ্বকোষীয় লেখা উইকিপিডিয়াতে যোগ করুন। বিশ্বকোষীয় লেখা কেমন হয় তা জানতে আপনি উইকিপিডিয়ার অন্যান্য নিবন্ধগুলো দেখতে পারেন। প্রয়োজনে অন্য যেকোন ভাষার উইকিপিডিয়া অনুসরণ করতে পারেন। অবিশ্বকোষীয় বিষয় এবং লেখার জন্য আপনার নিবন্ধগুলো অপসারণ করা হচ্ছে।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

অগ্রহণযোগ্য সম্পাদনার প্রেক্ষিতে সর্বশেষ সতর্কবার্তা

সম্পাদনা

  এটি আপনার জন্য সর্বশেষ সতর্কবার্তা, কারণ আপনি বার বার ধ্বংসাত্মক সম্পাদনা অব্যাহত রেখেছেন। আপনি যদি আবারও কোনো ধ্বংসাত্মক সম্পাদনা করেন, তবে আপনাকে সম্পাদনা করতে বাধাদান বা ব্লক করা হবে। — তানভিরআলাপ১৬:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

জবাব: ইসলাম ও নারী + বিবিধ

সম্পাদনা

ইসলাম ও নারী নিবন্ধটি আমি মুছিনি, তবে মুছে এটি মুছে ফেলার কারণ, নিবন্ধটির বিষয় বিশ্বকোষীয় নয়। এধরনের বিষয় নিয়ে যে ধরনের লেখা আপনি লিখেছিলেন তা ব্লগ/পত্রিকায় চলে, বিশ্বকোষে নয়।

আপনার লেখাগুলোতে উইকিপিডিয়ার নিরপেক্ষতা সংক্রান্ত নীতি মানছে না। আপনাকে তাই আবারও বলছি, নিজের আগ্রহের বিষয় নিয়ে লিখুন, তবে নিরপেক্ষতা বজায় রাখুন। উইকিপিডিয়া কোনো নির্দিষ্ট ধর্ম/গোত্রের পাঠকের জন্য নয়। আপনার সদ্য যোগ করা মুহাম্মদ নিবন্ধের অংশগুলোতেও যথেষ্ট ক্লিনআপ প্রয়োজন। বাংলা উইকিপিডিয়ার লোকবল এতো বেশি নয়, আপনার যোগ করা নিয়মকানুন এড়িয়ে যাওয়া লেখাগুলো বারবার কেউ ঠিক করে দেবে। তাই যে যোগ করছে, দায়িত্বটি তাঁর ওপরই বর্তায়।

আর নিবন্ধের ভেতর স্বাক্ষর না করার অনুরোধ করছি। স্বাক্ষর শুধুমাত্র আলাপ/আলোচনা পাতায় ব্যবহারের জন্য। — তানভিরআলাপ১৩:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে বাধাপ্রদান করা হয়েছে

সম্পাদনা
 
আপনাকে ছয় মাস-এর জন্য উইকিপিডিয়াতে সম্পাদনা করতে বাধা দান বা ব্লক করা হয়েছে কারণ আপনি বারংবার পাতাগুলো অবিশ্বকোষীয় লেখা যোগ করে চলেছেন। যখন এই বাধাদানের সময়সীমা শেষ হবে, তখন আমরা আপনাকে উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করার আহবান জানাই। আপনি যদি মনে করেন যে এই সিদ্ধান্ত অন্যায্য হয়েছে, তবে নিচে {{বাধা অপসারণ|আপনার যুক্তি}} এই লেখা দিয়ে আলোচনা শুরু করতে পারেন।
তানভিরআলাপ০৭:৩৪, ৩০ এপ্রিল ২০১১ (ইউটিসি)উত্তর দিন