উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/পরামর্শবট
অবদান • সম্পাদনা সংখ্যা • বৈশ্বিক সম্পাদনা সংখ্যা • লগ • বাধা দান • বাধাদানের লগ • অধিকার লগ • ফ্ল্যাগ অনুমোদন
- অতি সংক্ষিপ্ত পাতা সম্পাদনার সাজেশন
- তথ্যসূত্রে ত্রুটি সংশোধনের সাজেশন
- অসম্পূর্ণ নিবন্ধ সম্পূর্ণ করার সাজেশন
- বিষয়শ্রেণী যুক্ত করার সাজেশন
- প্রোগ্রামিং ভাষা: পাইথন
- সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
- সম্পাদনার হার: অনির্দিষ্ট
- বিস্তারিত: মুলত ইংরেজি SuggestBot এর অনুরুপে তৈরি করা। যা যে কোন অনুরোধকৃত ব্যবহারকারীকে তার অবদান ইতিহাস থেকে কিছু সম্ভাব্য বিষয়বস্তু বের করে সে গুলোর উপর ভিত্তি করে প্রতিবারে ৩০টি ত্রুটিযুক্ত বা অসম্পুর্ন নিবন্ধ সম্পাদনার জন্য পরামর্শ দিবে। কেউ চাইলে নির্দিষ্ট সময় পরপরও প্রস্তাবনা নিতে পারে। এ সম্পর্কিত বিস্তারিত ও কিভাবে প্রস্তাবনা পেতে হয় তা পরামর্শবটের পাতায় উল্লেখ করা আছে।
~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ১২:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
করা হয়নি। প্রিয় আবেদনকারী, যেহেতু অবদানকারী হিসেবে বাংলা উইকিপিডিয়ায় আপনি যথেষ্ট নতুন, তাই আপাতত অন্য ব্যবহারকারীদের মতো আমারও পরামর্শ থাকবে আপনি প্রথমে বাংলা উইকিপিডিয়ায় আপনার নিজের অবস্থান সুসংহত করুন। ধন্যবাদ। — তানভির • ০৯:১৬, ৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)
আলোচনা
সম্পাদনা- মন্তব্য @ShohagS: সুধী, আপনাকে প্রথমত ধন্যবাদ জানাই বট তৈরির উদ্যোগ গ্রহণ করায়। ইংরেজি উইকিতে SuggestBot এর কার্যক্রম আরও বিস্তৃত। আপনি প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো করবেন, তা বিস্তারিত করে বলুন (যেমন কোন পরিস্থিততে বট কী করবে ইত্যাদি)। — আদিভাই • আলাপ • ১৫:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017: আপনার মতামতের জন্য ধন্যবাদ। তবে আমার বট বর্তমানে শুধুমাত্র নিবন্ধ সম্পাদনার জন্য পরামর্শ দিবে। উইকিপ্রজেক্ট সম্পর্কিত কাজ পরে শুরু করা হবে। একটা সম্ভাব্য বার্তা এখানে দেখে নিন। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ১১:৫৫, ২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @ShohagS: আপনার বট সম্পর্কিত কয়েকটি বিষয়:
- তালিকাটি সজ্জিত করুন। এভাবে হতে পারে: ক্রমিক নং > পাতা > সমস্যা > দৈনিক পরিদর্শন।
- বানান ঠিক রাখুন।
উত্স> উৎস। - বট কোথায় বার্তা দেবে, কয়বার দেবে, কতদিন অন্তর দেবে? আপনার প্রদত্ত নমুনায় যে তালিকা আছে, তাতে অনেক পুরনো নিবন্ধও আছে। যদি ব্যবহারকারীর আলাপ পাতায় বার্তা দেয় (আপনার বিবরণ অনুসারে), তবে সর্বোচ্চ কয়টি বার্তা দেবে? আবার একেবারে ৩০টি পাতা দিলে, সবগুলো একেবারে সংশোধন করাও কঠিন।
- ব্যবহারকারী আলাপ পাতায় বার্তা দিলে, বট কাদের পাতায় বার্তা দেবে? অনেক ব্যবহারকারী বর্তমানে উইকিতে সক্রিয় নয়।
- আপনার নমুনা তালিকার সব নিবন্ধ আপনার তৈরি নয়। কাজেই ব্যবহারকারী আলাপ পাতায় বার্তা দেওয়া হলে, অন্যের তৈরি নিবন্ধের ব্যাপারে বার্তা দেওয়া হবে কিনা, তার অপশন রাখা উচিত।
- উইকিতে আপনার অভিজ্ঞতা কম। কম বলতে খুবই কম। মাত্র তিন মাস! আপনার অভিজ্ঞতা কী বট চালনায় প্রভাব ফেলবে না?
- সর্বশেষে, আপনার আবেদনে আপনার বট সম্পর্কে বিস্তারিত লিখুন, যাতে মোটামুটি যে প্রশ্নগুলো উঠে, তার উত্তর পাওয়া যায়।
- আমার বার্তাটি অনেক দীর্ঘ হয়ে গেল। তবে আস্থা রেখে এগিয়ে চলুন। চির শুভার্থী — আদিভাই • আলাপ • ১২:৩১, ২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @ShohagS: আপনার বট সম্পর্কিত কয়েকটি বিষয়:
- @Meghmollar2017: আপনার মতামতের জন্য ধন্যবাদ। তবে আমার বট বর্তমানে শুধুমাত্র নিবন্ধ সম্পাদনার জন্য পরামর্শ দিবে। উইকিপ্রজেক্ট সম্পর্কিত কাজ পরে শুরু করা হবে। একটা সম্ভাব্য বার্তা এখানে দেখে নিন। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ১১:৫৫, ২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017: প্রথমত বট শুধুমাত্র তাদেরই বার্তা দিবে যারা বটকে রিকুয়েস্ট করবে
{{ব্যবহারকারী:পরামর্শবট/config}}{{ব্যবহারকারী:পরামর্শবট/পরামর্শ}} এর মাধ্যমে| আমার অভিজ্ঞতার সাথে বটের কাজের তেমন সম্পর্ক নেই| বানান সম্পর্কিত সব কিছু ঠিক করা হবে. আর সেরিয়াল না দেয়াই সব চেয়ে ভাল কারণ টেবিলটি সর্টযোগ্য| আরও কোন প্রশ্ন থাকলে করতে পারেন| ~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ১৪:১৭, ২ অক্টোবর ২০২০ (ইউটিসি)- @ShohagS: ঠিক আছে। ধন্যবাদ। একজন ব্যুরোক্রেট বা তাঁর অবর্তমানে একজন প্রশাসক আপনার বটটিকে পর্যালোচনা করে অনুমোদন দেবেন। শুভাকাঙ্ক্ষা — আদিভাই • আলাপ • ১৪:৩৯, ২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017: ব্যবহারকারী:পরামর্শবট পাতায় সম্ভাব্য প্রযোজনীয় সকল তথ্য যুক্ত করে দিয়েছি। আপনি চাইলে দেখতে পারেন এবং যেকোন বানানগত বা ব্যকরণগত প্রস্তাব সাদরে গৃহিত হবে। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিনঅথবাআলাপ) ১৫:১২, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @ShohagS: ঠিক আছে। ধন্যবাদ। একজন ব্যুরোক্রেট বা তাঁর অবর্তমানে একজন প্রশাসক আপনার বটটিকে পর্যালোচনা করে অনুমোদন দেবেন। শুভাকাঙ্ক্ষা — আদিভাই • আলাপ • ১৪:৩৯, ২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017: প্রথমত বট শুধুমাত্র তাদেরই বার্তা দিবে যারা বটকে রিকুয়েস্ট করবে
- আপনার উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ। বটের কাজ নিয়ে আমার কোনো আপত্তি নেই। একটি প্রশ্ন- বট পতাকা সাধারণত বিশ্বস্ত ও অভিজ্ঞ ব্যবহারকারীদের দেয়া হয়, যিনি উইকিপিডিয়ার নীতিমালা গুলো সম্পর্কে ভালো ধারণা রাখেন। আপনার অ্যাকাউন্টের বয়স মাত্র ৩ মাস। আপনি কি মনে করেন, আপনি সম্প্রদায়ের আস্থা অর্জন করতে পেরেছেন?—ইয়াহিয়াআলাপ• ১৪:৫৭, ২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Yahya:তা ঠিক বলতে পারব নাহ। তবে আমি সব সময় আমি সোজা সাপ্টা থাকি। কোন সমস্যা হলে কথা বলতে দেরি করি নাহ। User:Hirok Raja আর আফতাব ভাই যদি এই বিষয়ে কিছু বলে তাহলে ভাল হয়। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ০৮:৫৭, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- মন্তব্য @ShohagS: এখানে সবাই পর্যালোচক এবং প্রশ্নের মাধ্যমে সবাই ব্যবহারকারীকে যাচাই করেন। এমনকি আপনার সকল মন্তব্য প্রশাসকদের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে। শুধু একজন প্রশাসক বা ব্যুরোক্রেট বললে শুনবো আর কেউ বললে শুনবো না, এই মনোভাব থাকা বাঞ্ছনীয় নয়। এটাও আপনার অনভিজ্ঞতাকে ফুটিয়ে তুলছে। আপনার অভিজ্ঞতা, বানান ভুলের প্রবণতা অবশ্যই আপনার বট চালনাকে প্রভাবিত করবে। কাজেই অনুরোধ করবো আপনি উত্তর দেওয়ার আগে ভেবে চিন্তে উত্তর দিন। — আদিভাই • আলাপ • ১৪:০০, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017: ভাই আমি কিন্তু কখনই বলিনি যে আমি অভিজ্ঞ। আর বানান ভুলের ব্যাপারে এখন এটাই বলতে পারি যে হয়তবা সঠিক বানাব আমার জানা নেই। তবে আমার পিসি স্ক্রিনের একটু সমস্যা থাকায় ঠিক মত দেখতে পাচ্ছি নাহ। তাছাড়া কোন আলাপ বা আলোচনায় আমি কিছু ইচ্ছে মত বানান ব্যবহার করে থাকি যেমন
নাহ
। আর উপরে দুইজনকে আমি উল্লেখ করেছি শুধুমাত্র একটা নির্দিষ্ট বিষয়েবিশ্বস্ততা
। যেখানে আমার সঙ্গে আমার যাদের বেশি যোগাযোগ হয়েছে তাদের রেফার করেছি। আর একটা বিষয় সেটা হল বটের বার্তার বানান হবে আগে থেকে নির্ধারিত অথবা উইকি থেকে প্রাপ্ত। এক্ষেত্রে যদি কোন ভুল হয় তাহলে আপনাদের সহযোগিতা কাম্য। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ১৪:২৯, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)- আমার কথায় মনে কিছু নেবেন না। কারও আলোচনার মাঝে "অমুক অমুক
যদি এ বিষয়ে বলে তাহলে ভালো হয়
", এটা সুস্পষ্ট ইঙ্গিত দেয় যে আপনি উনার সাথে কথা বলতে নারাজ অথবা আপনি অন্য কাউকে গণায় ধরেন না। কেউ আপনার বিরুদ্ধে প্রশ্ন তুললেই যে তিনি আপনাকে অপছন্দ করেন, সেটা নয়। বরং আমরা সবাই মিলেই উইকিপিডিয়াকে সমৃদ্ধ করি। এ কারণেই আপনার বটের কাজে আমরা সবাই অবশ্যই সহায়তা করবো। — আদিভাই • আলাপ • ১৫:২১, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)- @Meghmollar2017:আসলে আপনি পুর্বেই উল্লেখ করেছেন যে আমি অনভিজ্ঞ তাই হইত কিছু ভুল হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। আর কোন ভুল হলে তা ধরিয়ে দিলে ভাল লাগে, ভাই। ধন্যবাদ। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ০২:৫৭, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- আমার কথায় মনে কিছু নেবেন না। কারও আলোচনার মাঝে "অমুক অমুক
- @Meghmollar2017: ভাই আমি কিন্তু কখনই বলিনি যে আমি অভিজ্ঞ। আর বানান ভুলের ব্যাপারে এখন এটাই বলতে পারি যে হয়তবা সঠিক বানাব আমার জানা নেই। তবে আমার পিসি স্ক্রিনের একটু সমস্যা থাকায় ঠিক মত দেখতে পাচ্ছি নাহ। তাছাড়া কোন আলাপ বা আলোচনায় আমি কিছু ইচ্ছে মত বানান ব্যবহার করে থাকি যেমন
- মন্তব্য @ShohagS: এখানে সবাই পর্যালোচক এবং প্রশ্নের মাধ্যমে সবাই ব্যবহারকারীকে যাচাই করেন। এমনকি আপনার সকল মন্তব্য প্রশাসকদের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে। শুধু একজন প্রশাসক বা ব্যুরোক্রেট বললে শুনবো আর কেউ বললে শুনবো না, এই মনোভাব থাকা বাঞ্ছনীয় নয়। এটাও আপনার অনভিজ্ঞতাকে ফুটিয়ে তুলছে। আপনার অভিজ্ঞতা, বানান ভুলের প্রবণতা অবশ্যই আপনার বট চালনাকে প্রভাবিত করবে। কাজেই অনুরোধ করবো আপনি উত্তর দেওয়ার আগে ভেবে চিন্তে উত্তর দিন। — আদিভাই • আলাপ • ১৪:০০, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Yahya:তা ঠিক বলতে পারব নাহ। তবে আমি সব সময় আমি সোজা সাপ্টা থাকি। কোন সমস্যা হলে কথা বলতে দেরি করি নাহ। User:Hirok Raja আর আফতাব ভাই যদি এই বিষয়ে কিছু বলে তাহলে ভাল হয়। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ০৮:৫৭, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@ShohagS: নতুন প্রস্তাবিত বট নীতিমালা অনুসারে ব্যবহারকারী অ্যাকাউন্টের বয়স ১ বছর না হলে বট অনুমোদন দেওয়া হবে না। অবশ্য তা এখনও আলোচনার পর্যায়ে আছে। — আদিভাই • আলাপ • ০৩:০২, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017: 'যদি শুধু মাত্র বর্তমান অ্যাকাউন্টের বয়স ১ বছর না হলে বট অনুমোদন দেওয়া হবে কিনা' এটা স্পষ্ট করে বলা উচিত। কেননা যদিও আমার এই অ্যাকাউন্টের বয়স তিন মাস কিন্তু আমার উইকিতে যোগদান অনেক আগেই হয়েছিল। মাঝখানে একটু সমস্যার কারণে নতুন অ্যাকাউন্ট খুলতে হয়েছিল। কিন্তু আমার পুরাতন অ্যাকাউন্ট ব্যবহারকারী:NerdyShohag বয়স যদি গনণায় নেয়া হয় তাহলে আমি উক্ত শর্ত পুরণ করেছি। তবে এই বিষয়ে আমি ব্যক্তিগত ভাবে এই নিয়মের বিরধিতা করব। কারণ বট চালাতে গেলে অনুমোদন নিতে হয় আর সেখানকার আলোচনায় তাকে পরীক্ষা করে নেয়া যায় সে বট চালানোর যোগ্য কিনা। এক্ষেত্রে অনেক আশাবাদী নিরাশ হতে পারে। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ১৪:১৪, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @ShohagS: আমি আগেও বলেছি, আপনিও জানেন, বটকে অনুমোদন দেন একজন ব্যুরোক্রেট বা তার অবর্তমানে একজন প্রশাসক। বাকিরা পর্যালোচনায় সাহায্য করেন। বট নীতিমালা এখনও প্রস্তাবিত। আপনার আপত্তি এবং দাবিদাওয়া এখানে পেশ করতে পারেন। ধন্যবাদ। — আদিভাই • আলাপ • ১৪:২৩, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017: 'যদি শুধু মাত্র বর্তমান অ্যাকাউন্টের বয়স ১ বছর না হলে বট অনুমোদন দেওয়া হবে কিনা' এটা স্পষ্ট করে বলা উচিত। কেননা যদিও আমার এই অ্যাকাউন্টের বয়স তিন মাস কিন্তু আমার উইকিতে যোগদান অনেক আগেই হয়েছিল। মাঝখানে একটু সমস্যার কারণে নতুন অ্যাকাউন্ট খুলতে হয়েছিল। কিন্তু আমার পুরাতন অ্যাকাউন্ট ব্যবহারকারী:NerdyShohag বয়স যদি গনণায় নেয়া হয় তাহলে আমি উক্ত শর্ত পুরণ করেছি। তবে এই বিষয়ে আমি ব্যক্তিগত ভাবে এই নিয়মের বিরধিতা করব। কারণ বট চালাতে গেলে অনুমোদন নিতে হয় আর সেখানকার আলোচনায় তাকে পরীক্ষা করে নেয়া যায় সে বট চালানোর যোগ্য কিনা। এক্ষেত্রে অনেক আশাবাদী নিরাশ হতে পারে। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিন||আলাপ) ১৪:১৪, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- মন্তব্য @ShohagS: বটের কাজ ও অনুমোদন নিয়ে আমি নতুন কি আর বলবো। আমি বট অনুমোদনের সুপারিশ করছি। হয়তো প্রয়েজনীয়তা সাপেক্ষে একজন ব্যুরোক্র্যাট বা ব্যুরোক্র্যাটের অনুপস্থিতিতে একজন প্রশাসক বট অনুমোদন করবেন। তবে আরো একটা কথা বলি, সেটা হলো সম্প্রদায়ের আস্থা অর্জনের জন্য নিয়মিত কিছু কাজ করুন। ব্যক্তিগতভাবে আমার বা আফতাব ভাইয়ের আস্থা থাকলেও তা বিশাল উইকিপিডিয়ার সম্প্রদায়ের জন্য কতটা কাজে আসবে জানিনা। শুভকামনা রইলো। হীরক রাজা ❯❯❯ আলাপ ০০:২৫, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- মন্তব্য পরামর্শবট যে ডেটাবেস নিয়ে কাজ করবে তা suggestbotbn.toolforge.org -এ পাওয়া যাবে। যা প্রতিদিন একবার হালনাগাদ করা হয়। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিনঅথবাআলাপ) ১২:৪৮, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- মন্তব্য নেট্ট্রম (ইংরেজি উইকিতে SuggestBot এর পরিচালক) এর সাথে আমার আলোচনায় নেট্ট্রম আমার বট নিয়ে কাজ করায় সম্মতি দিয়েছিল। নেট্ট্রমের আলাপ পাতায় এসম্পর্কিত আলোচনা পাওয়া যাবে। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিনঅথবাআলাপ) ০৬:২৬, ২৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)