FaysaLBinDaruL
FaysaLBinDaruL বাস্তব জীবনে ব্যস্ত এবং সম্ভবত কোনো প্রশ্নের বা বার্তার ত্বরিত উত্তর দেবেন না। |
আলোচনা ও ব্যাখ্যা
সম্পাদনাআমি বাঙালি হিন্দুদের পদবিসমূহ নিবন্ধটিতে অনেক নতুন তথ্য যোগ করেছি নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে। আমি ইংরেজি wikipedia তে গত তিন বছর ধরে নিয়মিত সম্পাদনা করছি । আমাদের কিছু পলিসি আছে যেগুলো অনুসরণ করে আমরা সম্পাদনা করি। কিন্তু আমি এখানে বাংলা উইকিপিডিয়াতে একটা জিনিস দেখছি যে কোন রকম ব্যাখ্যা ছাড়া আমাদের এডিট রিভার্ট করে দেয়া হচ্ছে। নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যবহার করে যখন সম্পাদনা করেছি তখন কেন সেটা বাতিল করে দেওয়া হবে? ধন্যবাদ। CharlesWain (আলাপ) ১৬:৪২, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain সুধী আমি আপনার সম্পাদনা দেখেছি। আপনার কাজ আমি আগে দেখেছি। দেখলাম আপনি ৫৩টি সম্পাদনা করেছেন। আপনার যোগ করা তথ্যগুলিতে আপনি বর্তমানে থাকা কিছু তথ্য বাদও দিয়েছেন। আপনি যেহেতু কিছু তথ্য গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়েছেন, সেটা পুনরুদ্ধার করতে গিয়ে আপনার সিংহভাগ অবদান বাদ গেছে। আমি দুটোকে সমন্বয় করে রাখবো। ইতোমধ্যে দেখে থাকলে সমন্বয় দেখেছেন হয়তো। তবে আমি প্রতি লাইন পড়ে রাখবো। বিশেষ করে ব্রাহ্মণদের ও ক্ষত্রিয়দের পদ নিয়ে যোগ করা অনুচ্ছেদ যাচাই করছি। স্ক্রাইব-এর লিঙ্ক দেখেতে দেরি হচ্ছে, তাই হালনাগাদ সম্পাদনা পাচ্ছেন না। ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৫২, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain "সেন রাজবংশ ও বর্মণ রাজবংশ দ্বারা বাঙলা অধিকৃত হওয়ার পর ধর্মান্তরিতকরণ, কৌলিন্য ও বর্ণ প্রথার প্রচলন, বাঙলার সাতটি গ্রামে ব্রাহ্মণ অভিবাসিতকরণের মত ইতিহাস পাওয়া যায় যা অনেকের কাছে প্রসংশনীয় আবার অনেকের কাছে অন্ধকার অধ্যায় বলে বিবেচিত।" - এই তথ্য বার বার বাদ দিচ্ছেন, এটা বাদ দেওয়া যাবে না। ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৫৮, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে রাজত্ব করেছেন, কিন্তু ঐতিহাসিকদের মতে বল্লালচরিত রচিত হয়েছে ষোড়শ শতকে। এ ব্যাপারে ঐতিহাসিক রামশরণ শর্মার বই পড়ে দেখা যেতে পারে । আর কৌলিন্য বিষয়ক নিয়মনীতি "মেলামেল বিধি" রচনা করেন দেবীবর ঘটক। উনি ষোড়শ শতকের রাঢ়ী শ্রেনীর ব্রাহ্মণ ছিলেন। ধনঞ্জয় দাস মজুমদারের লেখা বাংলা ও বাঙালির ইতিহাস বই এবং আরো অন্যান্য বইয়ে এই সম্পর্কে তথ্য আছে। অর্থাৎ বল্লাল সেন এবং কৌলিন্য নিয়ে কাহিনীটা আসলে পপুলার মিথ। আমি ওই জন্যই ওই তথ্যটি প্রতিস্থাপন করে যোগ করেছিলাম যে দ্বাদশ থেকে ষোড়শ শতকের মধ্যে বাংলায় জাতিবর্ণের শ্রেণীবদ্ধকরণ হয়। আসলে সেন বর্মন রাজা সম্পর্কে ওই তথ্যটি আগে আমি পড়েছি এবং সম্পাদনা ও কিছু তথ্য যোগ করেছি কিন্তু পরবর্তীতে আরো তথ্য পাওয়ার পরে আমি এটা বর্তমানে পরিবর্তন করেছি। আপনি এই বিষয়ে বিবেচনা করে দেখুন, প্রয়োজন হলে আমি নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে কোটেশন দেবো। ধন্যবাদ।CharlesWain (আলাপ) ১৭:২৬, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain "কৌলিন্য নিয়ে কাহিনীটা আসলে পপুলার মিথ।" প্রচলিত তথ্যসূত্র এ বক্তব্যে সুমর্থন করেনা। [[অতুল সুর, বাংলার সামাজিক ইতিহাস, কলকাতা, ১৯৭৬; নগেন্দ্রনাথ ভট্টাচার্য, ভারতীয় জাতি বর্ণ প্রথা, কলকাতা, ১৯৮৭; রমেশচন্দ্র মজুমদার, বঙ্গীয় কুলশাস্ত্র, কলকাতা, ১৯৮৯; নগেন্দ্রনাথ বসু, বঙ্গের জাতীয় ইতিহাস, ২ খন্ড, কলকাতা।]] দেখতে পারেন।
- তবে আমার মনে হয় আপনি বিভিন্ন পদের ইতিহাস নিয়ে সে পদ্গুলি নিয়ে পৃথক নিবন্ধ লিখতে পারেন, যেখানে আপনার পরিশ্রমসাধ্য তথ্য আহরণ কাজে লাগবে। এই নিবন্ধ অনেকটা তালিকা নিবন্ধ হওয়ায় অনেক কিছু অপ্রাসংগিক হচ্ছে। উদাহরণঃ en:Ganguly (surname) ~ Φαϊσάλ (২০২৪) ১৮:১২, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনি গাঙ্গুলি সারনেমের যে ইংরেজি আর্টিকেল দিলেন ওখানেই দেখুন লেখা আছে এই কথাটি। কৌলিন্য নিয়ে অভিবাসনের যে কাহিনীটা আছে সেটার ঐতিহাসিক সত্যতা নেই। নিতিশ সেনগুপ্তের বই রেফারেন্স হিসাবে দেওয়া আছে। তাছাড়া ইংরেজি নিবন্ধে কুলীন কায়স্থ দেখতে পারেন । ওখানেও এ ব্যাপারে আলোচনা করা আছে যে বল্লাল সেন ও অভিবাসনের কাহিনীটা আসলে পপুলার মিথ। আপনি তথ্যসূত্র থেকে কোটেশন দিন। আর নিবন্ধের কোন অংশটি আপনার অপ্রাসঙ্গিক মনে হচ্ছে আলোচনা করুন। সেই অনুযায়ী সমন্বয় করা যাবে। কিন্তু ব্ল্যাংক রিভার্ট করবেন না। আপনি খগেন্দ্রনাথ ভৌমিকের "পদবীর উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস" ৬ নং থেকে ১৫ নং থেকে পাতা পর্যন্ত নেওয়া তথ্য দিয়ে তৈরি পদবির বিবর্তন অনুচ্ছেদটিও মুছে দিয়েছিলেন। ওটি আর্টিকেলে খুব প্রাসঙ্গিক। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর মত মুছে দিয়েছিলেন। ওটিও প্রাসঙ্গিক। ব্রাহ্মণদের মধ্যে বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, সেই অনুযায়ী পদবী। ওটাও প্রাসঙ্গিক। ধন্যবাদ।CharlesWain (আলাপ) ১৮:২৫, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- তাছাড়া পদবীর তালিকা তে সংযোজন বিয়োজন হয়েছে, সেগুলোও থাকা প্রয়োজন। যেমন তেওয়ারি বা ত্রিবেদী বাংলার ব্রাহ্মণের পদবী নয় কিন্তু তালিকাতে ছিল, আমি সংশোধন করেছি। অধিকারী আদতে বৈষ্ণব বা বোষ্টুম পদবী, অরিজিনাল ব্রাহ্মণদের পদবী নয়, তার জন্য আমি শ্রেণীবদ্ধকরণ করেছি। এগুলো প্রয়োজন এবং প্রাসঙ্গিক। CharlesWain (আলাপ) ১৮:৩২, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে রাজত্ব করেছেন, কিন্তু ঐতিহাসিকদের মতে বল্লালচরিত রচিত হয়েছে ষোড়শ শতকে। এ ব্যাপারে ঐতিহাসিক রামশরণ শর্মার বই পড়ে দেখা যেতে পারে । আর কৌলিন্য বিষয়ক নিয়মনীতি "মেলামেল বিধি" রচনা করেন দেবীবর ঘটক। উনি ষোড়শ শতকের রাঢ়ী শ্রেনীর ব্রাহ্মণ ছিলেন। ধনঞ্জয় দাস মজুমদারের লেখা বাংলা ও বাঙালির ইতিহাস বই এবং আরো অন্যান্য বইয়ে এই সম্পর্কে তথ্য আছে। অর্থাৎ বল্লাল সেন এবং কৌলিন্য নিয়ে কাহিনীটা আসলে পপুলার মিথ। আমি ওই জন্যই ওই তথ্যটি প্রতিস্থাপন করে যোগ করেছিলাম যে দ্বাদশ থেকে ষোড়শ শতকের মধ্যে বাংলায় জাতিবর্ণের শ্রেণীবদ্ধকরণ হয়। আসলে সেন বর্মন রাজা সম্পর্কে ওই তথ্যটি আগে আমি পড়েছি এবং সম্পাদনা ও কিছু তথ্য যোগ করেছি কিন্তু পরবর্তীতে আরো তথ্য পাওয়ার পরে আমি এটা বর্তমানে পরিবর্তন করেছি। আপনি এই বিষয়ে বিবেচনা করে দেখুন, প্রয়োজন হলে আমি নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে কোটেশন দেবো। ধন্যবাদ।CharlesWain (আলাপ) ১৭:২৬, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain সুধী, আপনি অনুগ্রহ করে লোকেশ্বর বসুর আমাদের পদবীর ইতিহাস ব্রাহ্মণ ও বরেন্দ্র শ্রেণীর পদবী সংক্রান্ত তথ্যসূত্রে পৃষ্ঠা নম্বর যুক্ত করুন। স্রাইবড বাণিজ্যিক হওয়ার কারণে প্রতি পাতায় বিজ্ঞাপন দেখাচ্ছে। এতো বড় বইয়ের সকল পৃষ্ঠা পরে আপনার যোগ করা তথ্য খুঁজে বের করা, বেশ সময় সাধ্য। ~ Φαϊσάλ (২০২৪) ১৭:১৪, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- হ্যাঁ নিশ্চয়ই আমি পাতার নম্বর যোগ করে দিচ্ছি।CharlesWain (আলাপ) ১৭:২৭, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনি ৮০ এবং ৮১ নম্বর পাতা চেক করে দেখুন। আমি নিবন্ধে পরে যোগ করছি পাতার নাম্বার। ধন্যবাদ।CharlesWain (আলাপ) ১৭:৩২, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনি চাইলে কোটেশন দিতে পারি। কিন্তু সম্পাদনা করতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে । অনেক তথ্য ঘাটতে হয়েছে আপনি একবারে রিভার্ট করবেন না অনুগ্রহ করে। আমি যেহেতু বহুদিন ধরে সম্পাদনা করছি, আমার অভিজ্ঞতার উপর ভরসা রাখুন। ধন্যবাদ। CharlesWain (আলাপ) ১৭:৩৭, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- হ্যাঁ নিশ্চয়ই আমি পাতার নম্বর যোগ করে দিচ্ছি।CharlesWain (আলাপ) ১৭:২৭, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain "সেন রাজবংশ ও বর্মণ রাজবংশ দ্বারা বাঙলা অধিকৃত হওয়ার পর ধর্মান্তরিতকরণ, কৌলিন্য ও বর্ণ প্রথার প্রচলন, বাঙলার সাতটি গ্রামে ব্রাহ্মণ অভিবাসিতকরণের মত ইতিহাস পাওয়া যায় যা অনেকের কাছে প্রসংশনীয় আবার অনেকের কাছে অন্ধকার অধ্যায় বলে বিবেচিত।" - এই তথ্য বার বার বাদ দিচ্ছেন, এটা বাদ দেওয়া যাবে না। ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৫৮, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- বর্তমান পরীক্ষিত সংস্করণে ট্যাগ এরর আছে। একই লাইন দুবার ব্যবহার হয়েছে। অনুগ্রহ করে সংশোধন করুন। পদবীর ইতিহাস নিয়ে ছোট একটা অনুচ্ছেদ থাকা উচিত আমিও মনে করি। কিন্তু তথ্যগুলো যেন নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে থাকে এর জন্য কোটেশন দিন। Chanchaldm2 (আলাপ) ১৩:৩৩, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Chanchaldm2 এটা কি আপনার দ্বিতীয় একাউন্ট? ~ Φαϊσάλ (২০২৪) ১৫:২৫, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আমার দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট নেই। আপনি আলোচনায় অংশ নিন। সেন রাজ সম্পর্কিত তথ্য দেওয়া যেতে পারে, কিন্তু আপনি আগে নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে কোটেশন দিন। এককভাবে কিছু করবেন না, অন্তত ইংরেজি উইকিপিডিয়ায় আমরা এভাবে কাজ করি না। কোটেশন দিন। ধন্যবাদ। CharlesWain (আলাপ) ১৬:৩৩, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Chanchaldm2 @CharlesWain বার বার "বাঙলায় সেন রাজবংশ ও বর্মণ রাজবংশ দ্বারা বাঙলা অধিকৃত হওয়ার পর ধর্মান্তরিতকরণ, কৌলিন্য ও বর্ণ প্রথার প্রচলন, বাঙলার সাতটি গ্রামে ব্রাহ্মণ অভিবাসিতকরণের মত ইতিহাস পাওয়া যায় যা অনেকের কাছে প্রসংশনীয় আবার অনেকের কাছে অন্ধকার অধ্যায় বলে বিবেচিত।" বাদ দিচ্ছেন কেন? বক্তব্যের পক্ষে তিনটাসূত্র আছে। পপুলার মিথ বলে চালিয়ে দিলে হবে? ঘটনা কি? আপনার বক্তব্যের পক্ষে কোন সূত্র থাকলে যুক্ত করুন।
- ২. আপনি কি দুটি একাউন্ট ব্যাবহার করছেন? ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৩৫, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনি কোটেশন দিন আলাপ পাতায়। কোটেশন অনুযায়ী যোগ করা হবে। CharlesWain (আলাপ) ১৬:৩৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- অপর প্রশ্নের জবাব দিন ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৩৭, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- According to Swarupa Gupta, "this legend was fitted into a quasi-historical, sociological narrative of Bengal and deployed to explain the realities of caste and sub-caste origins and connections during the late nineteenth and early twentieth century". CharlesWain (আলাপ) ১৬:৩৯, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain উপরের তথ্য অনেক আগে থেকেই উইকিতে আছে। নতুন করে আপনার অপসারণ করতে হবে না। তার আগে ব্যাখ্যা করুন কেন রাখতে চাইছেন না। আপনার উদ্দেশ্য কি? ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৩৮, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- কোনো তথ্য যদি থাকে তবে তথ্যসূত্র লাগে। যদি তথ্যসূত্র না থাকে তবে সেটি অপসারণ করতে কোনো বাধা নেই। WP:RS. CharlesWain (আলাপ) ১৬:৪১, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWainআমি নিশ্চিত হলাম আপনি দুটি একাউন্ট ব্যাবহার করছেন, যা উইকিপিডিয়া:সকপাপেট্রি বা নীতিবহির্ভুত উলঙ্ঘন ব্যবহার। বার বার সুত্র সহ একই তথ্য অপসারণ ধ্বংসপ্রবণতার শামিল। সতর্ক হতে হবে। ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৫১, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আমার একটাই একাউন্ট। CharlesWain (আলাপ) ১৬:৫৩, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWainআমি নিশ্চিত হলাম আপনি দুটি একাউন্ট ব্যাবহার করছেন, যা উইকিপিডিয়া:সকপাপেট্রি বা নীতিবহির্ভুত উলঙ্ঘন ব্যবহার। বার বার সুত্র সহ একই তথ্য অপসারণ ধ্বংসপ্রবণতার শামিল। সতর্ক হতে হবে। ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৫১, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আমি কোটেশন দিয়েছি এবার অনুগ্রহ করে আপনি দিন। CharlesWain (আলাপ) ১৬:৪২, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- গুপ্ত পাল সেন এবং ইংরেজ আমলে পদবী নিয়ে একটা প্রেক্ষাপট আমি দিতে চাইছি। কিন্তু আপনি খগেন্দ্রনাথ ভৌমিকের তথ্যসূত্র থেকে আমি পাতা বলে দেওয়ার পরেও সেই তথ্য মুছে দিলেন কেন? CharlesWain (আলাপ) ১৬:৫৩, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনি কোটেশন দিচ্ছেন না কেন? ইংরেজি wikipedia তে কোনো নিরীক্ষক এমন ব্যবহার করেন না। ওই বিষয়ে তথ্য যোগ করা যাবে কিন্তু কোটেশনে যেমন আছে সেই অনুযায়ী যোগ করার কথা আমি বলছি।CharlesWain (আলাপ) ১৬:৫১, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain আপনাকে কোটেশন দিতে বলিনি। সূত্র দিতে বলেছিলাম।
- ২. আপনার সম্পাদনা বা যোগ করা তথ্যের ধরন গবেষণা প্রসূত মনে হচ্ছে। তাই...
- ৩.ইংরেজি উইকিতে নিরীক্ষকরা আপনার সাথে কি করেছে, তা আমার জানা নেই। আগ্রহও নেই।
- ৪.আপনাকে এর আগে পদবীগুলি নিয়ে পৃথক নিবন্ধ লিখতে উৎসাহ দিয়েছিলাম, যা ছিল প্রাসঙ্গিক, তবে এখন আপনার উদ্দেশ্য ভিন্ন মনে হচ্ছে। আপনি সকপাপেট্ট্রি করেছেন, ধ্বংসপ্রবণও। ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৫৭, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনি কাউকে ঐভাবে অভিযোগ করতে পারেন না। প্রমাণ করতে হয়। ইংরেজি wikipedia এর বাংলা অনুবাদ এর পেজে আপনি দিয়েছেন তাই ইংরেজি উইকিপিডিয়াতে আমরা কিভাবে কাজ করি সেটাও বলা গুরুত্বপূর্ণ। CharlesWain (আলাপ) ১৬:৫৯, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- en:Guha (surname) আপনি এই আর্টিকেলের রিসেন্ট সম্পাদন এবং আলাপ পাতায় আলোচনা দেখে আসুন , কিভাবে আলোচনা করে মত ঐকে এসে সম্পাদনা করতে হয় ধারণা পাবেন।CharlesWain (আলাপ) ১৭:০৪, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain আগে আপনার বক্তব্যে "পপুলার মিথ" পক্ষে তথ্যসূত্র নিয়ে আসুন। ইংরেজি উইকিতে আপনাকে সতর্ক করা হয়েছিল। সুতরাং সতর্ক হওয়ার সময় এসেছে। ধন্যবাদ। ~ Φαϊσάλ (২০২৪) ১৭:১১, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনি নিরীক্ষক কিভাবে হলেন? উইকিপিডিয়ার বেসিক নিয়ম লঙ্ঘন করছেন। CharlesWain (আলাপ) ১৭:১৩, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain পপুলার মিথ সম্পর্কিত সূত্র কোথায়, সুধী? আপনার উপরের প্রশ্নটা অনেকটা হেরে যাওয়া অপরাধীকে কোর্ট থেকে বিদায়ের সময় সমাজ, বিচারক, পুলিশ সবাইকে দোষ দেওয়ার জন্য চিৎকার করে বলতে থাকে , এদের কে নিয়োগ দিয়েছে। এসব প্রশ্ন প্রশ্ন খেলা নতুন নয়। সুতরাং... সময় নষ্ট না করে আবারো সতর্ক হওয়ার আহবান থাকলো। থাকবো উইকিতে সারাদিন, দেখি কতক্ষণ এসব চলতে পারে। ~ Φαϊσάλ (২০২৪) ১৭:২৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আমার ওপরের কোটেশন দেখুন। CharlesWain (আলাপ) ১৭:২৭, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- According to Swarupa Gupta, "this legend was fitted into a quasi-historical, sociological narrative of Bengal and deployed to explain the realities of caste and sub-caste origins and connections during the late nineteenth and early twentieth century". CharlesWain (আলাপ) ১৭:২৮, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain আপনার পপুলার মিথের পক্ষে এটা কিভাবে সূত্র হলো। আপনি সূত্র দিতে জানেন না। টিকে গেলেন কিভাবে? ~ Φαϊσάλ (২০২৪) ১৭:৩৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- en: Ganguly(Surname) এই আর্টিকেলটা পড়ে আসুন। আপনি দিয়েছিলেন। নিতিশ সেনগুপ্তের লেখা একটা বই দেওয়া আছে তিনি কি লিখেছেন সেটা পড়ে দেখুন। CharlesWain (আলাপ) ১৭:৩৮, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- WP:BURDEN জানেন? যিনি কোন তথ্য রাখতে চান, তাকে প্রমাণ করতে হয় যে সেই তথ্যটা কোন নির্ভরযোগ্য তথ্যসূত্রে আছে। অর্থাৎ আপনাকে কোটেশন দিতে হবে। এটাই উইকিপিডিয়ার নিয়ম। CharlesWain (আলাপ) ১৭:৪০, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain আপনার পপুলার মিথের পক্ষে এটা কিভাবে সূত্র হলো। আপনি সূত্র দিতে জানেন না। টিকে গেলেন কিভাবে? ~ Φαϊσάλ (২০২৪) ১৭:৩৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আবারও বলছি আপনি উইকিপিডিয়ার বেসিক নিয়ম জানেন না। নিয়ম মানেন না। তথ্যসূত্র দিচ্ছেন না WP:RS। সম্পাদনার সারসংক্ষেপ দিচ্ছেন না। আলোচনা চলাকালীন সম্পাদনা করছেন নিজের ইচ্ছামত। এভাবে সুষ্ঠুভাবে কোনদিন সম্পাদনা হয় না। বাংলা উইকিপিডিয়ায় সম্পাদকের সংখ্যা খুব কম তার জন্য ইচ্ছামতো এগুলো করছেন আপনি । ইংরেজি উইকিপিডিয়ার হলে আপনি ব্যান হয়ে যেতেন। CharlesWain (আলাপ) ১৭:৩১, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain @Chanchaldm2 আপনার পপুলার মিথের পক্ষে এটা কিভাবে সূত্র হলো। আপনি সূত্র দিতে জানেন না। টিকে গেলেন কিভাবে? ~ Φαϊσάλ (২০২৪) ১৭:৩৯, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- ইংরেজি উইকিপিডিয়ায় যান। দু'দিনে ব্লক হয়ে চলে আসবেন। সে ব্যবস্থা আমি করে দেব। আপনি যেভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, সক কি!! অভিযোগ কিভাবে করতে হয় ধারণা আছে আপনার একেবারে? আপনার অনুমান যা অন্যকে আক্রমণ করে বলে দিলেন হয়ে গেল? এসব না বকে কোটেশন দিন। CharlesWain (আলাপ) ১৭:৪২, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain @Chanchaldm2 আপনার পপুলার মিথের পক্ষে এটা কিভাবে সূত্র হলো। আপনি সূত্র দিতে জানেন না। টিকে গেলেন কিভাবে? ~ Φαϊσάλ (২০২৪) ১৭:৩৯, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain পপুলার মিথ সম্পর্কিত সূত্র কোথায়, সুধী? আপনার উপরের প্রশ্নটা অনেকটা হেরে যাওয়া অপরাধীকে কোর্ট থেকে বিদায়ের সময় সমাজ, বিচারক, পুলিশ সবাইকে দোষ দেওয়ার জন্য চিৎকার করে বলতে থাকে , এদের কে নিয়োগ দিয়েছে। এসব প্রশ্ন প্রশ্ন খেলা নতুন নয়। সুতরাং... সময় নষ্ট না করে আবারো সতর্ক হওয়ার আহবান থাকলো। থাকবো উইকিতে সারাদিন, দেখি কতক্ষণ এসব চলতে পারে। ~ Φαϊσάλ (২০২৪) ১৭:২৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনি নিরীক্ষক কিভাবে হলেন? উইকিপিডিয়ার বেসিক নিয়ম লঙ্ঘন করছেন। CharlesWain (আলাপ) ১৭:১৩, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain আগে আপনার বক্তব্যে "পপুলার মিথ" পক্ষে তথ্যসূত্র নিয়ে আসুন। ইংরেজি উইকিতে আপনাকে সতর্ক করা হয়েছিল। সুতরাং সতর্ক হওয়ার সময় এসেছে। ধন্যবাদ। ~ Φαϊσάλ (২০২৪) ১৭:১১, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- en:Guha (surname) আপনি এই আর্টিকেলের রিসেন্ট সম্পাদন এবং আলাপ পাতায় আলোচনা দেখে আসুন , কিভাবে আলোচনা করে মত ঐকে এসে সম্পাদনা করতে হয় ধারণা পাবেন।CharlesWain (আলাপ) ১৭:০৪, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনি কাউকে ঐভাবে অভিযোগ করতে পারেন না। প্রমাণ করতে হয়। ইংরেজি wikipedia এর বাংলা অনুবাদ এর পেজে আপনি দিয়েছেন তাই ইংরেজি উইকিপিডিয়াতে আমরা কিভাবে কাজ করি সেটাও বলা গুরুত্বপূর্ণ। CharlesWain (আলাপ) ১৬:৫৯, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- কোনো তথ্য যদি থাকে তবে তথ্যসূত্র লাগে। যদি তথ্যসূত্র না থাকে তবে সেটি অপসারণ করতে কোনো বাধা নেই। WP:RS. CharlesWain (আলাপ) ১৬:৪১, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- অপর প্রশ্নের জবাব দিন ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৩৭, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনি কোটেশন দিন আলাপ পাতায়। কোটেশন অনুযায়ী যোগ করা হবে। CharlesWain (আলাপ) ১৬:৩৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Chanchaldm2 এটা কি আপনার দ্বিতীয় একাউন্ট? ~ Φαϊσάλ (২০২৪) ১৫:২৫, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- সোজা কথা কোটেশন দিন। WP:RS অনুযায়ী আপনাকেই দিতে হবে। নাহলে WP: REMOVAL অনেকেই যে কেউ অপসারণ করতে পারে। CharlesWain (আলাপ) ১৭:৪৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- কথা ঘুরিয়ে লাভ নেই, আপনার শক পাপেট্ট্রি আর উদ্দেশ্যমূলক ধ্বংসপ্রবণতা ধরা পরেছে। ~ Φαϊσάλ (২০২৪) ১৭:৫০, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- Sock Puppetry কি, কেন করা হয়, কিভাবে অভিযোগ করতে হয়, কিভাবে প্রমান করতে হয়, কিভাবে ব্যবস্থা নেন- এই সম্পর্কে আপনার সম্যক ধারনায় নেই। CharlesWain (আলাপ) ১৮:০৪, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- WP:CIR বাংলা উইকিপিডিয়ায় নিয়ম নীতি সব লেখা নেই। ইংরেজি উইকিপিডিয়া গিয়ে এই নিয়মটি দেখে আসুন। ভালো থাকবেন। বাই। CharlesWain (আলাপ) ১৮:০৫, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @CharlesWain এখন শক সম্পর্কে ধারণ হয়ে যাবে। উপরে লিঙ্ক দেওয়া আছে, না হলে অনুসন্ধান করে বের করুন। অন্যের সময় নষ্ট না করে নিজের কাজে মন দিন। ~ Φαϊσάλ (২০২৪) ১৮:১০, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- কথা ঘুরিয়ে লাভ নেই, আপনার শক পাপেট্ট্রি আর উদ্দেশ্যমূলক ধ্বংসপ্রবণতা ধরা পরেছে। ~ Φαϊσάλ (২০২৪) ১৭:৫০, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
দয়া করে, আপনার ধ্বংসাত্মক সম্পাদনা বন্ধ করুন। আপনি যদি উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা অব্যাহত রাখেন, যেমনটি আপনি বাঙালি হিন্দুদের পদবিসমূহ নিবন্ধে করেছেন, তবে আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হতে পারে। CharlesWain (আলাপ) ১৮:৩১, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আগে নিজে শুদ্ধ হয়ে আসুন। পপুলার মিথ সম্পর্কে তথ্যসূত্র কই? ১৯-২০ শতকের উক্তি দিলেই, সেটা সূত্র হয়ে যায় না। আপনি উইকিতে টিকে গেলেন কিভাবে? এইসব কাউন্টার গেম খেলতে চাইলে খেলতে পারেন। বাঁধা পাওয়ার আগে মজা করে নিতে পারেন। ~ Φαϊσάλ (২০২৪) ১৮:৪৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আগে নিজে শুদ্ধ হয়ে আসুন। প্রথমত নিবন্ধ আমি লিখিনি আমি নিরীক্ষক এখানে। আমি জানি তথ্যটা সেখানে অনেক বছর ধরে আছে। পশ্চিমবঙ্গের একজন ব্যবহারকারী যুক্ত করেছেন। আপনার বক্তব্য হচ্ছে - "কৌলিন্য নিয়ে কাহিনীটা আসলে পপুলার মিথ।" আপনার বক্তথ্যের পক্ষে সূত্র যোগ করাও আপনার দায়িত্ব, সেটা করেছেন কি?
আপনাকে [[অতুল সুর, বাংলার সামাজিক ইতিহাস, কলকাতা, ১৯৭৬; নগেন্দ্রনাথ ভট্টাচার্য, ভারতীয় জাতি বর্ণ প্রথা, কলকাতা, ১৯৮৭; রমেশচন্দ্র মজুমদার, বঙ্গীয় কুলশাস্ত্র, কলকাতা, ১৯৮৯; নগেন্দ্রনাথ বসু, বঙ্গের জাতীয় ইতিহাস, ২ খন্ড, কলকাতা।]] দেখতে বলেছিলাম। এখান আপনিই বলুন কে ধংসপ্রবণতা চালাচ্ছে। আপনার উদ্দেশ্য কি? ভিক্টিম গেম আর কাউন্টার গেম খেলা থেকে বিরত থাকুন। ধন্যবাদ।