আফতাবুজ্জামান
একাধিক ব্যবহারকারী নিয়ে সন্দেহ দূরকরণ
সম্পাদনাব্যবহারকারী:Md Mobashir Hossain Ibn Md Zakir Hossain এর সাথে আমার কোন সম্পর্ক নেই প্রথমে আপনি একাধিক ব্যবহারকারী ব্যবহার করার কথা বলেছেন যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার বার্তার পক্ষে যুক্তি:
- উনার ব্যবহারকারী পাতায় ব্যবহারকারী টেম্পলেট ব্যবহৃত - আমারটাতে এরুপ নেই।
- উনি ডিজাইন করেন (যেমন: আলাপ পাতাকে আলাপ কক্ষ) - আমি এরুপ করি না।
- উনি উইকিপত্রিকায় কাজ করেন - আমি এধরণের কাজে যুক্ত নই।
- উনি স্বতন্ত্র স্বাক্ষর তৈরি করেন - আমি তা পারি না।
- উনি বিবরণ যোগের অনুরোধ ইত্যাদি কার্যক্রমে সক্রিয় - আমি এরুপ করি না।
ধন্যবাদ। MOHAMMAD ZAKIR HOSSEN (আলাপ) ০৯:২২, ১৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
- @MOHAMMAD ZAKIR HOSSEN আপনার এসব কথা কাজে আসবেনা, যখন একজন চেক ইউজার কারিগরি পরীক্ষা করে দেখবেন। আপনার একাধিক একাউন্ট থাকলে এখনি বলুন। এতে করে আপনি নিশ্চিত বাধাদান থেকে বেচে যাবেন। একাধিক একাউন্ট থাকলে স্বীকার করুন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৯:১৪, ১৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
- না একাধিক একাউন্ট নেই। MOHAMMAD ZAKIR HOSSEN (আলাপ) ০৯:২৯, ২৩ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
- @MOHAMMAD ZAKIR HOSSEN একটু পরিষ্কার করে বলুন। আপনাদের নামের মাঝে বড় মিল রয়েছে। উনি কি সম্পর্কে আপনার ছেলে? ছেলে হয়ে থাকলেও অসুবিধা নেই। কিন্তু স্পষ্ট করে দেওয়াটা এখানে জরুরি। মেহেদী আবেদীন ১৯:৪০, ১৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
- @MOHAMMAD ZAKIR HOSSEN জনাব একটা প্রশ্ন। মোবাসশির কি আপনার সেই নিষ্পাপ ছেলে যাকে কোলে নিয়ে ব্যবহারকারী পাতায় ছবি দিয়েছিলেন? যদিও ছবিটা এখন নাই। ~ Φαϊσάλ (২০২৫) ০৬:২৫, ২১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
- ফয়সাল ভাই, মোবাশশির হোসেন আমার ছেলে নয়। ধন্যবাদ। MOHAMMAD ZAKIR HOSSEN (আলাপ) ০৯:২৮, ২৩ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
- @মেহেদি ভাই, এখানে কিছু ভুল ধারণা হচ্ছে। MOHAMMAD ZAKIR HOSSEN (আলাপ) ০৯:৩০, ২৩ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
- @MOHAMMAD ZAKIR HOSSEN জনাব একটা প্রশ্ন। মোবাসশির কি আপনার সেই নিষ্পাপ ছেলে যাকে কোলে নিয়ে ব্যবহারকারী পাতায় ছবি দিয়েছিলেন? যদিও ছবিটা এখন নাই। ~ Φαϊσάλ (২০২৫) ০৬:২৫, ২১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
ঝালকাঠি জেলা নিয়ে মো মিলন মৃধা-এর প্রশ্ন (১৮:১৯, ১৯ জানুয়ারি ২০২৫)
সম্পাদনাঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নে সন্তান আক্তার ব্যারিস্টার সম্পর্কে জানতে চাই, তার জীবনী সম্পর্কিত, --মো মিলন মৃধা (আলাপ) ১৮:১৯, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
একটা কথা
সম্পাদনা১ মাস পেরিয়ে গেছে, এখনও এই আবেদনের কোনো ফলাফল আসেনি! আপনি আবেদনটি পর্যালোচনা করতে পারেন। Ahmed Reza Khan (আলাপ) ১৫:৪২, ২০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
বিবরণ যোগের অনুরোধ (২২ জানুয়ারি ২০২৫)
সম্পাদনাসুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/২২ জানুয়ারি ২০২৫ টেমপ্লেটটি ইতিমধ্যে কারো দ্বারা তৈরি হলেও বিবরণ অংশটি ফাঁকা রয়েছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫০, ২১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]