ব্যবহারকারী আলাপ:Jonoikobangali/চিঠিপত্র:সংকলন ৪


আজাকি হালনাগাদ

সম্পাদনা
  আপনার তৈরি অথবা সম্প্রসারিত রামপ্রসাদ সেনএবং সাবর্ণ রায়চৌধুরী নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ২৫ সেপ্টেম্বর, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

তানভিরআলাপ০৫:১৫, ২৫ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

জানতে চাই

সম্পাদনা

Black Hole of Calcutta ভাইয়া এর কোন বাংলা নাম আছে? মানে লোকাল নাম? আর এটা নিয়ে এখানে কোন নিবন্ধ আছে? জানালে খুব ভালো হতো। সুপ্তি (আলাপ) ১৩:১৭, ৮ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

"অন্ধকূপ হত্যা"। এখনও বাংলা উইকিতে এই নিয়ে নিবন্ধ সৃষ্টি করা হয়নি। --অর্ণব দত্ত (আলাপ) ১৪:২৩, ৮ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

Dear Arnab, As far as I remember there was some famous singer similar in name to শিবাজী চট্টোপাধ্যায়. Piyal created this and the deletion tag has gone to his page. But I dont think Piyal will come to see that tag. If this is indeed the singer then please help this article. Thanks --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:৫৭, ১৩ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

শিবাজী চট্টোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় শিল্পী। তাঁর কণ্ঠস্বরটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বরের অনুরূপ। এতদ্ভিন্ন ভদ্রলোক সম্পর্কে আমিও বিশেষ কিছু জানি না। ট্যাগটি দেখেছি। চেষ্টাও করেছিলাম কিছু লিখতে। কিন্তু যথেষ্ট তথ্য সংগ্রহ করতে না পারায়, নিরস্ত হতে হয়েছে। --অর্ণব দত্ত (আলাপ) ০৪:২৪, ১৩ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

"নারদ" নিবন্ধে সহায়তা দরকার

সম্পাদনা

নারদ নিবন্ধে আপনার সহায়তা প্রার্থণা করছি। নিবন্ধের বর্তমান অবস্থার প্রেক্ষিতে প্রয়োজনীয় পরামর্শ আমি উক্ত অবদানকারীকে দেবার চেষ্টা করেছি। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৩২, ১৬ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

এ প্রসঙ্গে সুব্রত রায়কে কী ধরণের pinpoint পরামর্শ দেয়া দরকার, দয়া করে আপনার পক্ষ থেকে তাঁর প্রতি আশা করছি। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৭:৩৭, ১৭ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

চর্যাপদ

সম্পাদনা

অর্ণবদা, চর্যাপদ নিবন্ধের বানানের ব্যাপারে আপনিই সঠিক। প্রথমত 'চিত্রাবলী' বানানটির জন্য আমি প্রমিত বাংলা বানানের নিয়মে সরাসরি এই উদাহরণ না পেলেও -আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে। কথাটি দেখে ধরে নিলাম 'চিত্রাবলী' বানানটি হবে চিত্রাবলি। 'তিব্বতীয়' বানানটিও প্রমিত বাংলা বানানের নিয়মানুযায়ী ভুল: হবে তিব্বতি; কেননা জাতিবাচক শব্দের ক্ষেত্রে ি এবং ু ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। ও-কার ব্যবহারের নিয়মটির ক্ষেত্রেও আমি ভুল ছিলাম। বিশেষ ক্ষেত্র ছাড়া ও-কার ব্যবহার ত্যাগ করার কথা বলা হয়েছে, যা আমি জানতাম না।
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধানে দেখলাম 'পুথি', 'পুঁথি' দুটো বানানই শুদ্ধ বলা হয়েছে। এক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি যে, 'পুঁথি' বানানটি শ্রেফ কাব্যকেন্দ্রীক প্রাচীন পাণ্ডুলিপিগুলোকে বোঝানো হচ্ছে আর 'পুথি' বানানটি কাব্য-গদ্য নির্বিশেষে বই-পুস্তক ইত্যাদিকে বোঝাতে (যেমন:পুথিশালা, পুথিগত বিদ্যা ইত্যাদি) ব্যবহৃত হচ্ছে? আমি জানিনা। তবে ধরে নিলাম চর্যাপদ নিবন্ধে 'পুঁথি' বানানটি শুদ্ধ, যেমনটা আপনি ধরে নিচ্ছেন।
'ধর্মগ্রন্থস্থানীয়'-কে পরিবর্তন করে 'ধর্মগ্রন্থজাতীয়' করে দিলাম, সমাসবদ্ধ পদকে একত্রে লেখাই নিয়ম, তাই মাঝখানের হাইফেন দিলাম না। 'শশীভূষণ দাসগুপ্ত' বানানটিকে 'শশিভূষণ দাসগুপ্ত' করে দিলাম। আর বানান-ভ্রান্তিগুলো ধরিয়ে দেবার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আমার কাজে এরকম দৃকপাত আমাকে শুদ্ধ করবে, তাই আপনার দৃষ্টি অব্যাহত থাক -এই কামনা করি। আপনাকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:৫৮, ১৮ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

পুণর্নির্দেশের অনুরোধ

সম্পাদনা

বিষয়শ্রেণী:আভ্যন্তরীন ক্রীড়া-কে বিষয়শ্রেণী:অভ্যন্তরীণ ক্রীড়া-তে পূণর্নির্দেশের অনুরোধ করছি; কারণ আভ্যন্তরীণ বানানটি ভুল, তাছাড়া ণত্ব বিধান মানা হয়নি। প্রশাসক ছাড়া সাধারণ অবদানকারী কি বিষয়শ্রেণীকে পুণর্নির্দেশ করতে পারেন না বা মোছার অনুরোধ করতে পারেন না ঐ পাতায়? পারলে, কিভাবে? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৯:০৪, ১৯ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

বিষয়টির প্রতি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করলে ভাল হয়। সম্ভবত বিষয়শ্রেণী পুনর্নির্দেশ করা যায় না। মুছে সঠিক বানানে বিষয়শ্রেণী সৃষ্টি করতে হয়। আমিও ইতিপূর্বে অনুরূপ সমস্যার সম্মুখীন হয়েছি। এবং সমাধানে প্রশাসকের সাহায্য নিতে হয়েছিল। --অর্ণব দত্ত (আলাপ) ০৯:১০, ১৯ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সুব্রত রায়কে দিকনির্দেশনা

সম্পাদনা

অর্ণবদা, জনাব সুব্রত রায় একের পর এক পৌরানিক চরিত্রের উপর নিবন্ধ তৈরি করেই চলেছেন। এটা সত্যিই প্রশংসার কথা। কিন্তু তাঁর নিবন্ধগুলো যতটা না বিশ্বকোষীয় তার চেয়ে বেশি পৌরাণিক। আপনি যেহেতু হিন্দু পুরাণের উপর কিছু কাজ করেছেন তাই আশা করি আপনি তাঁকে এখনই একটা ফ্রেমওয়ার্ক দিতে পারবেন। তানাহলে এজাতীয় নিবন্ধ তিনি সৃষ্টি করেই যাবেন এবং উইকিপিডিয়ার মান বৃদ্ধি ঘটবে না। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৫২, ২২ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সুব্রত রায় নিবন্ধ সৃষ্টি নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি উনি যে ভাষায় নিবন্ধগুলি সৃষ্টি করছেন, তা নিয়ে। আপনি ঠিকই বলেছেন, এগুলি বিশ্বকোষীয় না হয়ে পৌরাণিক হয়ে উঠছে। আমি দেখছি ওঁকে কোনোভাবে পরামর্শ দিয়ে কিছু সাহায্য করা যায় কিনা। --অর্ণব দত্ত (আলাপ) ১৫:০৪, ২২ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
জনাব সুব্রত রায়ের ব্যাপারে উইকিপিডিয়ানরা তাদের দায়িত্ব পালন করে চলেছেন। আমরা আশা রাখি তিনি সেই লেখাগুলো দেখেছেন এবং নিজেকে শোধরাচ্ছেন। তবে সেটা অবশ্যই প্রকাশ পেতে হবে তাঁর পরবর্তি সম্পাদনাগুলোতে। আমার মনে হয়, আমরা যদি তারপরও তাঁর নিবন্ধে আগের মতো সমস্যা দেখতে পাই, সেক্ষেত্রে তাঁকে শেষবারের মতো পথনির্দেশ করে প্রয়োজনে একটু কঠোর হবো: তখন আমরা তাঁর এ্যাকাউন্ট ব্লক করার অনুরোধ জানাবো হয়তো। আমি আশা করবো, এজাতীয় কাজ করার প্রয়োজন হবে না এবং তিনি নিজেকে শুধরে নিচ্ছেন। ভালো থাকবেন, সহায়তার জন্য ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৫৭, ২৩ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

খালি নিবন্ধ ও চর্যাপদ

সম্পাদনা

অর্ণবদা, খালি নিবন্ধ নিয়ে এই কদিন ধরে কী হচ্ছে, আশা করি আপনার অজানা নেই। সেই সূত্র ধরে বলছি, সম্প্রতি আমি একীকরণ প্রয়োজন নিবন্ধগুলোতে চর্যাপদের কবিদের বেশ কিছু নিবন্ধ দেখলাম: ঢেণ্ঢণ পা, কঙ্কণ পা, গুণ্ডরী পা, জয়নন্দী পা, ঢেণ্ঢণ পা, ধর্ম পা, বীণা পা, ভাদ্র পা, শান্তি পা, সরহ পা প্রভৃতি। এই প্রত্যেকটি নিবন্ধ আলাদা নিবন্ধ হিসেবে ঠিক তথ্যবহুল নয়। তাছাড়া, চর্যাপদ নিবন্ধটি এখনও এমন কোনো বৃহদাকৃতি হয়নি যে, নিবন্ধটিতে আর তথ্য যোগ করা যাবে না। তাই আমি অনুরোধ করবো, অতিরিক্ত রিভিউ'র আগে চর্যাপদ নিবন্ধে এসকল কবি'র বিস্তারিত যোগ করা হোক এবং কবিদের আলাদা আলাদা নিবন্ধগুলোকে চর্যাপদ নিবন্ধে পূণর্নির্দেশ করা হোক। তখন চর্যাপদ নিবন্ধটি আরো পূর্ণতা পাবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩১, ২৪ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এই মুহুর্তে আমার পক্ষে উইকিপিডিয়ায় বড়ো মাপের লেখালিখি চালানো সম্ভবপর নয়। ওই সব নিবন্ধে উল্লিখিত তথ্যের তথ্যসূত্র নেই। তাই বই ঘাঁটতে হবে। আগামী সপ্তাহের আগে সময় পাবো না। তখন যা করার করব। এই জন্য মার্জনা চাইছি। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ১৬:১৯, ২৪ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
চর্যাপদ ইতোমধ্যে বেশ বড় পরিসর নিয়েছে। আর বড় করা কোনক্রমেই সমীচীন হবে না। প্রধানত সাধারণ পাঠকদের জন্যই বিশ্বকোষ। সে বিবেচনায় ইতোমধ্যে প্রমিত দৈর্ঘ্য ধারণ করেছে এ নিবন্ধটি। সম্পূর্ণতার নিরিখেও এটি ইতোমধ্যে সম্পূর্ণাঙ্গ। কিছু সম্পাদনার কাজ বাকী ; তা করা সম্ভব হলে এটি চমৎকার নিবন্ধে পরিণত হবে। অধিকতর সম্প্রসারণ সম্ভব বটে, অধিকতর পূর্ণতার সুযোগ অনুপস্থিত। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:২৭, ২৪ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
ফয়জুল ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত। চর্যাপদ নিবন্ধটিকে আর না বাড়ানোই ভাল। তার চেয়ে এখন চেষ্টা করা উচিত সম্পর্কিত নিবন্ধ তৈরি করে তাতে তথ্য যোগ করা এবং নিবন্ধটিকে মূলনিবন্ধের সাথে সংযুক্ত করে দেওয়া।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৪০, ২৪ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধটিকে না বাড়িয়ে, যদি একীকরণ প্রযোজ্য হয় তবে চর্যাপদের কবিগণ টাইপের একটা নিবন্ধ খুলে, বাড়তি কিছু বিষয় আলোচনাপূর্বক সেখানেই একত্রিত করা যেতে পারে। — তানভিরআলাপ১৭:৫৩, ২৪ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
ফয়জুল সাহেবের আপত্তিটি আমি সঙ্গতই মনে করছি। কবি অংশটিতে যথেষ্ট তথ্য সংযোজিত হয়েছে। আমাদের দেখতে হবে, নিবন্ধে যা লেখা হয়েছে তা কবি ও কবিকৃতি, এই দুইয়ের সম্পর্কের দিকটি ঠিকমতো ফুটিয়ে তুলছে কিনা। আমার ধারণা, এই নিবন্ধে সেই উদ্দেশ্য সফল হয়েছে। কবিদের সম্পর্কে বাড়তি তথ্য পৃথক পৃষ্ঠায় রাখা যেতে পারে। কতটুকু তথ্য সংগ্রহ করা যাচ্ছে, সেটা দেখে প্রত্যেকের জন্য পৃথক পাতা নাকি তানভিরের বক্তব্য অনুযায়ী চর্যাপদের কবিগণ পৃষ্ঠার সাহায্য নিতে হয়, তা স্থির করা যেতে পারে। --অর্ণব দত্ত (আলাপ) ১০:৪৮, ২৫ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

All the best for your exam

সম্পাদনা

May you do very well and win everything you want in life. --user:Dr.saptarshi

Thanks, Saptarshi-da. --অর্ণব দত্ত (আলাপ) ১১:০০, ২৬ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

Write an article to someone

সম্পাদনা

Hello, possible application, write an article for this person Look, Does not need to write a whole article, write part of it, Such as this article Look, Please Good luck --94.98.190.242 (আলাপ) ১২:৫০, ১৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি গীতাজলি বিষয়ে নিবন্ধ

সম্পাদনা

সং অফারিংস নামে নতুন নিবন্ধটি শুরু করা হলো। সচেতনভাবেই <গীতাজলি (সং অফারিংস)> এবং <ইংরেজী গীতাজলি (সং অফারিংস) > এ দুটি সম্ভাব্য শিরোনাম ব্যবহার করিনি। ভুল হলো কি? পুনঃনির্দেশ থাকায় জটিলতা আছে। আরো কথাঃ সঙ্গ না লিখে সং লেখা হলো। উচ্চারণ বিভ্রাট এড়ানোর স্বার্থে - Faizul Latif Chowdhury (আলাপ) ০৬:৩৭, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

কংস

সম্পাদনা

অর্ণবদা, এই নিবন্ধের উল্লেখযোগ্যতা বা মানোন্নয়ন বিষয়ে যদি একটু সাহায্য করেন তবে কৃতজ্ঞ হবো। — তানভিরআলাপ০৮:০৯, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখযোগ্যতা আছে। তবে নিবন্ধটি একটু ব্রাশ আপ করার প্রয়োজন। এই মুহুর্তে সময় হবে না। রবীন্দ্রনাথের পিছনে পড়ে আছি। পরে চেষ্টা করব। --অর্ণব দত্ত (আলাপ) ০৮:৩১, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করবো, আপনি একটু নজরে রাখবেন, নাম/পরিভাষা/অর্থগত কোনো ভুল হলে ঠিক করে দেবার অনুরোধ। আর রবীন্দ্রনাথের জন্য আগাম শুভেচ্ছা। — তানভিরআলাপ০৯:২৯, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
অবশ্যই। ধন্যবাদ। :-) --অর্ণব দত্ত (আলাপ) ১০:১৮, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ই-মেইল পাঠানো হয়েছে

সম্পাদনা
 
আপনাকে একটি ই-মেইল পাঠানো হয়েছে
হ্যালো Jonoikobangali, আপনার ই-মেইল অ্যাকাউন্ট পরীক্ষা করুন – আপনাকে একটি ই-মেইল পাঠানো হয়েছে!
আপনি যে-কোনো সময় {{ই-মেইল পাঠানো হয়েছে}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে এই বার্তাটি মুছে ফেলতে পারবেন।

তানভিরআলাপ১৪:০৬, ১১ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

দেবদাস

সম্পাদনা

অর্ণব দাদা দেবদাস নিবন্ধে কিছু সংশোধনের জন্য ধন্যবাদ এখনো ঐশ্বরিয়া রাই বনাম ঐশ্বর্যা রাই সংশোধন প্রয়োজন, অফিসে কাজের ফাঁকে সুযোগ পেলে বা চোখে বানানে ত্রুটি ধরা পড়লে আমিও ঠিক করার চেষ্টা করি। কিন্তু পড়ে দেখার অতটা সময় হয়ে ওঠে না। সে যাইহোক, যদি আপনার সংগ্রহে থাক তাহলে দেবদাস নিবন্ধের জন্য একটি ছবি আপলোড করে যুক্ত করে দিন, আর আমি বাকি থাকা গানের তালিকা অনুচ্ছেদটাও সম্পুর্ণ করে দেব। ধন্যবাদ আবারো --হেমায়েত (আলাপ) ০৫:২৩, ১০ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী সংযোজন-বিয়োজন-পরিবর্তন

সম্পাদনা

অর্ণবদা, আপনার বিষয়শ্রেণী ব্যবস্থাপনা দারুণ হচ্ছে। তবে আপনি একবারেই একটি পাতার সকল বিষয়শ্রেণী পরিবর্তন (যোগ বা বিয়োগ) সম্পন্ন করতে পারেন। এর ফলে সাম্প্রতিক পরিবর্তন পাতাটি ক্লাটারিং হওয়া থেকে বাঁচবে। এজন্য নতুন হটক্যাটের "বিষয়শ্রেণীসমূহ" লেখার পাশের "(++)" অংশে ক্লিক করতে হবে তবে একটি "সংরক্ষণ" লেখা আসবে। এবার আপনার পছন্দমতো "(−)", "(±)", "(↓)", "(↑)" লিংকগুলোতে ক্লিক করে বিষয়শ্রেণী পরিবর্তন করুন। সব শেষে "সংরক্ষণ"-এ ক্লিক করে সেভ করুন। এক সম্পাদনায় সব সম্পন্ন হবে। :) আশা করি এটা আপনার কাজে লাগবে। ‍‍‍— তানভিরআলাপ০৬:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

এখানে আরেকটু বিস্তারিত পাবেন। — তানভিরআলাপ০৬:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন
অর্ণবদা, বিষয়শ্রেণী তৈরি সময় সাথে ইংরেজি উইকির আন্তউইকিসংযোগটা দিয়ে দিলে ভালো হয়। [[en:Category:XYZ]] এভাবে। — তানভিরআলাপ১৯:৩১, ২ মার্চ ২০১১ (ইউটিসি)উত্তর দিন
বিষয়টি দেখছি। দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ। --অর্ণব দত্ত (আলাপ) ০৫:২০, ৩ মার্চ ২০১১ (ইউটিসি)উত্তর দিন

প্রতিভা বসু, পঙ্কজ মল্লিক এবং হিমাংশু দত্ত

সম্পাদনা

মি. দত্ত,

শুভেচ্ছা বাণী দিয়েই ছোট্ট লেখনী শুরু। লক্ষ্য করেছেন নিশ্চয়ই - খুব এবং খুবই দ্রুতলয়ে দু'তিনদিনের ব্যবধানে বাংলা সাহিত্য-সংস্কৃতাঙ্গনের অন্যতম বিরল প্রতিভা প্রতিভা বসু, পঙ্কজ মল্লিক এবং হিমাংশু দত্ত তিনটি নিবন্ধ নির্বাচিত করে কিছুটা অগ্রসর হয়েছি আন্তরিকভাবেই। কিন্তু আমার কর্মব্যস্ততার সুযোগে আপনারা (জনৈক বাঙ্গালীখ্যাত অর্ণব দত্ত এবং বেলায়েত হোসেন) যেভাবে অগ্রসর হয়েছেন তাতে আমি বেশ বিস্মিত ও হতবাক হয়েছি। এ-ও কি সম্ভব! নিবন্ধগুলোকে পূর্ণাঙ্গতা ও পরিপূর্ণতা আনয়ণে যে আন্তরিকতা প্রকাশ করেছেন তাতে নগণ্য ও নবীন ব্যবহারকারী হিসেবে আমার পক্ষ থেকে অভিনন্দন নিন উভয়েই। তবে প্রশ্নের মুখোমুখি আমি নিজেই? যেখানে স্বল্প সময়ের ব্যবধানে আমা সৃষ্ট তিনটি নিবন্ধ পূর্ণাঙ্গতা পেল এভাবে, তাহলে আমার-আপনার-সকলের প্রিয় বাংলা উইকিপিডিয়া এতোদিনেও সমৃদ্ধ হলো না কেন? সংশ্লিষ্ট প্রশাসকগণসহ অন্যান্য ব্যবহারকারীরা এ প্রশ্নের জবাব দিবেন কি? আবারো আমার তরফ থেকে আন্তরিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি উভয়কে উদ্দেশ্য করে। আশা করছি, এভাবেই আপনিসহ সংশ্লিষ্ট সকলে অগ্রসর হবেন এবং সেদিন খুব দূরে নয় যখন বাংলা উইকি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবেই করবে।

ধন্যবাদ সহযোগে -

Subrata Roy (আলাপ) ১৩:৫৪, ২৯ মার্চ ২০১১ (ইউটিসি)উত্তর দিন

প্রসঙ্গ : ইংরেজী, বাংলা এবং হিন্দী

সম্পাদনা

মি. দত্ত,

শুভেচ্ছা বাণী দিয়েই মূলতঃ আমার লেখার সূচনা। আজও এর ব্যতিক্রম নয়। সে যাকগে! সময়কে ঘিরে এবং আগ্রহকে উপজীব্য করেই আমি নিবন্ধ সূচনা করি। আসলে পঙ্কজ মল্লিক, হিমাংশু দত্ত, মীরা বাঈ, তুলসী দাস, ভজন, অনুপ জালোটা, প্রতিভা বসু - এ ধরণের সাধারণ নিবন্ধগুলো কিন্তু মি. সপ্তর্ষী, মি. জয়ন্তনাথ কিংবা আপনাদের মতো পুরনো ও ঝানু উইকিপিডিয়ান কিংবা আগ্রহীদের অনেক আগেই করার কথা ছিল। স্রষ্টার অসীম কৃপালাভ কিংবা এ ধরণের নিবন্ধগুলো আমার জন্যই হয়তো রেখে দিয়েছেন আপনারা - যা আমাকে অনেক সাহস নিয়ে অগ্রসর হতে হয় ইংরেজী উইকি'র বদান্যতায়। এটি আমার জন্য সৌভাগ্য না-কি দূর্ভাগ্য বলতে পারবো না। যেহেতু আপনি পুরনো, সেহেতু লেখাগুলোই বলে দেয় আমার অবদানগুলো কিরূপ হচ্ছে! আসলে আমার অবদানগুলো বহুমূখী। ঠিক-ই ধরেছেন যে, হিন্দি ও ইংরেজী ভাষার সঠিক বাংলাকরণ কী হবে, সে ব্যাপারে অনেক সময়ই সমস্যায় পড়ে যাই। আসলে ইংরেজী শব্দগুলো যে আলাপ পাতা কিংবা নিবন্ধেই রেখে দিব - এ ধারণাটা আমার মাথায় আসেনি কিংবা হয়তো আসবেও না। চিত্রকূট নামটিতো ঠিকই দিয়েছিলাম তবে আদি যে অবধি হবে তা ধরতে পারিনি।

আশাবাদ করাটা নিশ্চয়ই অবান্তর নয় যে -

  • আমা কর্তৃক সৃষ্ট নিবন্ধগুলোর মানোন্নয়নে আপনার কিংবা সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ অবশ্যম্ভাবী। তবেই না তা বিশ্বকোষীয় ধাঁচে আসবে বা পূর্ণাঙ্গতা ও মর্যাদা পাবে - অন্ততঃ আমারই তা মনে হয়!
  • ভুল বানানগুলো নিবন্ধে সংশোধন করলেই ভালো হয়। আসলে এক-একটি বাক্য অনেক ধৈর্য্যের ফসল। শব্দগুলোর যে সবটুকুই সঠিক তা কিন্তু বলবো না। তা আবারো আপনাকে স্মরণ করে দিতে চাই। মাঝখানে ইংরেজী রাখলে তা ভালো দেখায় না।
  • ইংরেজী উইকিতে যদি ভুল বানান থাকে তাহলে অনুরোধ জানাবো সঠিক করে দেয়ার জন্য।
  • আমার আলাপ-পাতা অনেক দূর গড়িয়েছে। কিভাবে তা বাক্সবন্দী করবো পরামর্শ দিলে ভালো হয়।

আপনার-সহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে উইকি সমৃদ্ধ হোক তার স্ব-মহিমায়।

শুভেচ্ছা-সহ

Subrata Roy (আলাপ) ১৪:৩৩, ৬ এপ্রিল ২০১১ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব

সম্পাদনা

অর্ণবদা, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক একটি নিবন্ধ নিয়ে কাজ করছি। বিভিন্ন সময় আমাকে উক্ত নিবন্ধে তানভির ভাই, বেলায়েত ভাই, রাগিব ভাইসহ আরো অনেক উইকিপিডিয়ান সহায়তা করেছেন, করছেন। নিবন্ধটিকে আমি ২০১০-এর ১২ সেপ্টেম্বর "পরিবেশ" ক্যাটাগরিতে ভালো নিবন্ধের জন্য প্রস্তাব করেছি। নিবন্ধে মোটামুটি সম্পূর্ণতা আনা হয়েছে। এই বিষয়টি একটি চলমান বিষয়, তাই এর সম্পাদনা একেবারে থেমে থাকবে -এমনটা আশা করা সমিচীন হবে না। তবে বড়সড় পরিবর্তন হয়তো আর আসবে না, যদিনা উল্লেখযোগ্য কোনো গবেষণা প্রতিবেদন ইতোমধ্যে আর প্রকাশিত না হয়। এদিকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের অবস্থান বিশ্বের কাছে তুলে ধরা দরকার। তাই নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ করার মাধ্যমে প্রধান পাতায় নেবার বিকল্প নেই। কিন্তু নিবন্ধটি এখনও ভালো নিবন্ধই হতে পারেনি। সেক্ষেত্রে আপনিসহ সকল উইকিপিডিয়ানের কাছে আমার বিনীত অনুরোধ, এবার আপনারা উদ্যোগ নিয়ে নিবন্ধটিকে অন্তত ভালো নিবন্ধস্তরে উন্নীত করুন। নিবন্ধের "মৎস্যসম্পদ হ্রাস" অংশে সুন্দরবনের বর্ণনায় একটু কাটছাট করা লাগতে পারে। এছাড়া আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিবন্ধটিতে ভালো নিবন্ধের মানদন্ড বজায় রাখতে। মুহুর্মুহু তথ্যসূত্র দিয়েছি, যাতে রিভিউ করা সহজ হয়। নিতান্ত অপ্রয়োজনীয় তথ্যসূত্র আলোচনাস্বাপেক্ষে বাদ দেয়া যেতে পারে। ...তাহলে আর দেরি কেন? শুরু করে দিন।
আমার ধীরগতির ইন্টারনেট সংযোগ যদি এতো বড় নিবন্ধ তৈরিতে বাধা না হতে পারে, তবে আপনি আটকে আছেন কিসে? একটু সহায়তা চাই। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:১৯, ১৪ এপ্রিল ২০১১ (ইউটিসি)উত্তর দিন

  • অনেক লাল দাগ রয়েছে। লাল দাগ নীল করা বেশ ঝামেলার কাজ। করতে মাঝে মাঝে বিরক্তও লাগে। যদি কোনোটি করা না যায়, সেটিকে লাল বা নীল কোনো দাগই করার দরকার নেই।
  • একখানা তথ্যসূত্র ট্যাগ চোখে পড়ল। ওখানে তথ্যসূত্র দিয়ে দিলেই ভাল হয়।
  • দু-একটা মামুলি বানান ভুল (যেমন, জলোচ্ছ্বাস হয়েছে জলোচ্ছাস) চোখে পড়ল। অনবধানতায় হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। শুধরে নিতে হবে। (বিঃ দ্রঃ লখনৌ বানানটি হবে লখনউ)।
  • সালগুলিতে লিঙ্ক দেওয়ার প্রয়োজন আছে কিনা, জেনে নিতে হবে। আমার ধারণা, প্রয়োজন নেই।
  • প্রতিটি ভৌগোলিক ও ভূতাত্ত্বিক পরিভাষার পাশে বন্ধনীতে ইংরেজি দেওয়ার প্রয়োজন নেই।

আপাতত, এই ক'টি পরামর্শ রইল। আরও কিছু মনে হলে জানাব। --অর্ণব দত্ত (আলাপ) ১৭:১৩, ১৬ এপ্রিল ২০১১ (ইউটিসি)উত্তর দিন

সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের নিবন্ধে চিত্র যোগ

সম্পাদনা

অর্ণবদা, আপনি সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের এই চিত্রটি আপলোড করেছেন ফেয়ার ইউজ পলিসির আওতায়, কিন্তু জীবিত ব্যক্তির মুক্ত চিত্র পাওয়া সম্ভব, তাই জীবিত ব্যক্তির ক্ষেত্রে তাঁর কপিরাইটকৃত ছবি ব্যবহার করা চলে না। ছবিটি তাই মুছে ফেলা ছাড়া উপায় নেই। — তানভিরআলাপ০৭:০৪, ২০ এপ্রিল ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ও আচ্ছা, এই নিয়মটা আমি জানতাম না। ঠিক আছে। মুক্ত লাইসেন্স ছবি পাওয়া যায় কিনা দেখছি। --অর্ণব দত্ত (আলাপ) ০৭:৫৭, ২০ এপ্রিল ২০১১ (ইউটিসি)উত্তর দিন

(করবিন ব্লেউ - Corbin Bleu) in Bengali Wikipedia

সম্পাদনা

Hello, possible service, the translation of the word Corbin Bleu in Bengali, do you speak so (Corbin Bleu - করবিন ব্লেউ) , yes or no, You can write an article for Corbin Bleu in Bengali Wikipedia, Please؟ --2.88.183.242 (আলাপ) ২১:১০, ৮ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন

About creating new page

সম্পাদনা

Hello, Jonoikobangali I saw that you belong to Bengali Wikipedia, since I'm too Bengali by ethnicity, but my language is way too poor. So therefore could please create a Bengali Wiki-page for Kuvempu University. --Kkm010 (আলাপ) ০৯:১৭, ৩ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আজাকি হালনাগাদ

সম্পাদনা
  আপনার তৈরি অথবা সম্প্রসারিত ফোর্ট উইলিয়াম কলেজ নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ১৮ সেপ্টেম্বর, ২০১১ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

‍‍— তানভিরআলাপ০৪:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

Image:Kanika.jpg-চিত্রের মৌলিক ব্যবহার বিতর্কিত

সম্পাদনা

Image:Kanika.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে এই চিত্রটিতে পর্যাপ্তভাবে ব্যাক্ষ্যা করা নেই। এই চিত্রের পাতার বর্ননা পাতায় আপনি গিয়ে আপনি পরিস্কার করুন কেন ফাইলটি এই নীতিকে অনুসারে যোগ্য।উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতির নির্দেশাবলী থেকে আপনি কোন টেমপ্লেট নিয়ে চিত্র পাতায় যুক্ত করে নিশ্চিতকরুণ কেন আপনার ফাইল উইকিপিডিয়া নীতির সঙ্গে উপযুক্ত হচ্ছে। দয়া করে এই ব্যাপারে সচেতন থাকুন উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে একটি চিত্র কপিরাইট ট্যাগ ব্যবহার করাই যথেষ্ঠ নয়। আপনাকে চিত্র কপিরাইট ট্যাগ ও ফাইলের মধ্যে একটি উন্মুক্ত নয় ব্যবহার মূলনীতির অধীনে ব্যবহার করার বর্ননাও করতে হবে।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে ঠিকভাবে ব্যাক্ষ্যা করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। ব্যাক্ষ্যা-হীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ - অবদান) ০৮:০২, ৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন

সম্পাদনা

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ১০:২৭, ৩ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

তথ্য সংশোধন

সম্পাদনা

অর্ণব বাবু,

শুভেচ্ছা জানবেন। দীর্ঘদিন পর আপনার সম্পাদনা দেখে ভাল লাগল। আশা করছি উইকিতে নিয়মিত পদচারণা অব্যাহত রাখবেন। আপনার সৃষ্ট নিবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রমণ অংশের এক জায়গায় লিখেছেন -

১৯২৭ সালের ১৪ জুলাই দুই সঙ্গীকে নিয়ে রবীন্দ্রনাথ দক্ষিণ-পূর্ব এশিয়ায় এক চারমাসব্যাপী সফরে বের হন।<ref name="Chakravarty_1961_1">{{harvnb|Chakravarty|1961|p=1}}</ref>

আবার

রবীন্দ্রনাথ ঠাকুর#বিশ্বভ্রমণ অংশে -

১৯২৭ সালে সুনীতিকুমার চট্টোপাধ্যায়সহ চার সঙ্গীকে নিয়ে রবীন্দ্রনাথ গিয়েছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে। এই সময় তিনি ভ্রমণ করেন বালি, জাভা, কুয়ালালামপুর, মালাক্কা, পেনাং, সিয়ামসিঙ্গাপুর<ref name=Chakravarty_1961_1>Chakravarty 1961, p. 1</ref>

অর্থাৎ, আলোচ্য দু'টো নিবন্ধের মধ্যে একই রেফারেন্সের মাধ্যমে [দুই] এবং [চার] সংখ্যার অনিচ্ছাকৃত প্রয়োগ ঘটেছে বলে ধারনা করছি। সুতরাং, সঠিক তথ্যটি উপস্থাপনার জন্যে অনুরোধ জানাচ্ছি। আপনার অংশগ্রহণে পুণরায় আলোকিত হোক উইকির পরিবেশ। ধন্যবাদ সহযোগে -- সুব্রত রায় (আলাপ) ১৪:৪২, ১৬ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Hello from another Wikipedian!

সম্পাদনা

Hey Nirmal,

My name is Subha. I edit Odia and English Wikipedia and I work with the Wikimedia Foundation. You've made some fantastic contributions for Bengali Wikipedia, thanks a lot for this great job!

I would like to discuss about setting up a help desk where new wikipedians could ask questions and experienced editors like you could reply. Could we have a gtalk in your preferable time?

gtalk: spanigrahi wikimedia.org

Thanks and regards! --Psubhashish (আলাপ) ১৩:৫২, ৩১ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

হ্যালো

সম্পাদনা

হ্যালো, দয়া করে সাহায্য করতে পারেন সম্পর্কে এই নিবন্ধটি ঠিক করতে. আপনাকে অনেক ধন্যবাদ: মারিয়া দে লেওন.--81.33.96.6 (আলাপ) ১৬:০৩, ৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

 

A discussion is taking place as to whether the article বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া is suitable for inclusion in Wikipedia according to Wikipedia's policies and guidelines or whether it should be deleted.

The article will be discussed at Wikipedia:Articles for deletion/বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া until a consensus is reached, and anyone is welcome to contribute to the discussion. The nomination will explain the policies and guidelines which are of concern. The discussion focuses on high-quality evidence and our policies and guidelines.

Users may edit the article during the discussion, including to improve the article to address concerns raised in the discussion. However, do not remove the article-for-deletion template from the top of the article. Suvray ১৩:২৭, ২৩ মার্চ ২০১৩ (ইউটিসি)

:)

সম্পাদনা

ফিরে পেয়ে ভাল্লাগছে অর্ণবদা। নিয়মিত বাংলা উইকিপিডিয়ায়ও সম্পাদনা করবেন আশা করি...। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:১৮, ২৮ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

জয়ন্তদা অত করে বললেন, তাই আসতেই হল। কিন্তু আগের মতো অত কাজ করতে পারব না। কাজকর্মের খুব চাপ।-- অর্ণব দত্ত (আলাপ) ১৫:২২, ১১ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
বাংলা উইকি’র একনিষ্ঠ ব্যবহারকারী হিসেবে আপনাকে ফিরে পেয়ে বেশ আনন্দ লাগছে। উইকিতে আবারো প্রাণবন্তঃ পরিবেশের সৃষ্টি হবে এ কামনা করছি। স্বাগতঃ, স্বাগতম, সু-স্বাগতম। ধন্যবাদ সহযোগে - Subrata Roy ১৫:৫০, ১১ এপ্রিল ২০১৩ (ইউটিসি)
পুরানো ঘরে নতুনদের পক্ষ থেকে স্বাগতম Ashiq Shawon (আলাপ) ১৫:৪৭, ২৩ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
:) --অর্ণব দত্ত (আলাপ) ১০:১৭, ২৫ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

হিন্দুধর্ম পদক

সম্পাদনা
  হিন্দুধর্ম পদক
হিন্দু ধর্মবিষয়ক বিভিন্ন নিবন্ধসহ বিভিন্ন বিষয়ের সম্প্রসারণে বাংলা উইকিপিডিয়ায় অসামান্য অবদান রাখায় আপনাকে হিন্দুধর্ম পদক প্রদান করা হলো। আশা করছি, উইকিপিডিয়ার সম্প্রসারণে প্রতিনিয়ত অগ্রসর হবেন স্ব-মহিমায়। আপনাকে এ পদক প্রদান করায় আমি সত্যিকার অর্থেই আনন্দিত। আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। - Subrata Roy ১৭:৫১, ২৬ এপ্রিল ২০১৩ (ইউটিসি)
সমর্থন আমা থেকেও। অর্ণবদা ওয়ার্ডপ্রেস ডট কমে হিন্দু পুরাণ ইত্যাদি বিষয়েও ব্লগ লিখেন। অভিনন্দন তাঁকে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৩৩, ২৭ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
পদক দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। কিন্তু একটা কথা। পদকটির নাম পালটানো উচিত। হিন্দুত্ব আর হিন্দুধর্ম এক না। হিন্দুধর্ম একটি ধর্মমত। আর হিন্দুত্ব একটি বিশেষ রাজনৈতিক দলের পলিটিক্যাল এজেন্ডা। এটির নাম হিন্দুধর্ম পদক হওয়াই উচিত। --অর্ণব দত্ত (আলাপ) ১৪:৫৬, ২৭ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ অর্ণব, নামের ব্যাখ্যা দেয়ায়। পদকের নামকরণ করেছি দ্য হিন্দুইজম বার্নস্টার অংশ থেকে। সে যাই হোক, আপত্তি তোলায় নাম পরিবর্তন করেছি। শুভেচ্ছা সহযোগে - Subrata Roy ১২:৩৭, ২৮ এপ্রিল ২০১৩ (ইউটিসি)

ভালো প্রবন্ধ

সম্পাদনা

আপনি কি এখন বাংলা উইকিপিডিয়া-তে রেগুলার? যদি হন, তা হলে আমি আপনার গুড আর্টিকেল গুলো এসেস করা শুরু করতে পারি। এ ছাড়া-ও আপনি দেখুন en:User:Titodutta/Swami Vivekananda's 150th birthday celebration initiatives, আপাততঃ এই বছরে বিবেকানন্দ সংক্রান্ত ৭ খানা D.Y.K হয়েছে, আরো দুই খানা হতে চলেছে, আমার ইচ্ছে আছে খান পনেরো D.Y.K আর GA টা অ্যাচিভ করার। পরামর্শ বা মন্তব্য স্বাগাতম! --টিটো দত্ত (কথা) ১১:১২, ৩ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ট্যাগ অপসারন

সম্পাদনা

দক্ষিণ সুদান নিবন্ধের পরিবর্ধন বা বড় কোনো পুণর্গঠনের কাজ শেষ হয়ে গেলে অনুগ্রহ করে {{কাজ চলছে}} ট্যাগটি সরিয়ে ফেলুন। --- ইয়াহিয়া (আলাপ) ১০:৩৮, ১৮ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

হ্যালো

সম্পাদনা

উচ্চ, আপনাকে ধন্যবাদ, এই নিবন্ধটি সংশোধন করতে সহায়তা করে; তেনেরিফে অডিটোরিয়াম. --79.159.240.188 (আলাপ) ০৯:২০, ২৪ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, Jonoikobangali। আলাপ:বৌদ্ধধর্মের সহিত হিন্দুধর্মের সম্বন্ধ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১১:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বোধিসত্ত্ব (আলাপ) ১১:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

স্বামী বিবেকানন্দ প্রবন্ধ সমূহ

সম্পাদনা

নমস্কার, দেখে খুব ভালো লাগলো, আপনি আমাদের স্বামী বিবেকানন্দ প্রবন্ধ গুলো বাংলা-য় লিখছেন, আপনি কি প্রবন্ধ গুলো "আজাকি" তে নিয়ে যাচ্ছেন? ইংরেজী উইকিপিডিয়া তে আমরা স্বামীজি-র সার্ধশত জন্মবর্ষ পালন করছি, অনুগ্রহপূর্বক এইটি দেখুন en:Wikipedia:WikiProject Swami Vivekananda/Swami Vivekananda's 150th birth anniversary celebration initiatives এবং মূল পাতা-টিও দেখুন। আমরা প্রায় প্রতি দিন ই নতুন প্রবন্ধ লিখি, আপনি যদি বঙ্গ/ভারত সন্তান-দের ইঙ্গ প্রচেষ্টা তে যোগদান করতে আগ্রহী হন, কিংবা, আপনার যদি মনে হয়ে আমি /আমরা আপনাকে এইখানে কোনা ভাবে সাহায্য করতে পারি, নির্দ্বিধায় জানান, আপনি এই খানে, আমার বাংলা বা ইংরেজী বার্তা পাতা-য় উত্তর দিতে পারেন। কিমধিকমিতি। টিটো দত্ত (কথা) ১২:৫০, ৪ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

পুনঃ করিলাম বাসা; মনে হল আশা, আরামে দিবস যাবে সাধ করেছি, এই বরষে নরেন দত্ত কে ছুঁইয়ে থাকা অর্ধশত প্রবন্ধ ইঙ্গ উইকিপিডিয়া-র মূল পাতায় "আজাকি" তে প্রদর্শিত করবো, অদ্যবধি ৩৫, দেখি কী হয়, ভবিষ্যৎ তো ভবিষ্যৎ-এই নিহিত। টিটো দত্ত (কথা) ১২:৫৬, ৪ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
সংশোধন করেছি। টিটো দত্ত (কথা) ১৪:১৭, ৪ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রশাসকদের আলোচনাসভা

সম্পাদনা

বর্তমানে প্রশাসকদের আলোচনাসভায় বাংলা উইকি-তে ফাইল মুভার নামে একটি ব্যবহারকারী গ্রুপ প্রবর্তনের বিষয়ে আলোচনা রয়েছে। এখানে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি। ধন্যবাদ।--প্রত্যয় (স্বাগতম) ১৪:২৯, ২২ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ

সম্পাদনা

অর্ণব বাবু,

বহু দিন ধরে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের জেলা, রবীন্দ্রনাথ ঠাকুরকলকাতা ভাল নিবন্ধের প্রস্তাবনায় অপেক্ষা করছে। আমার মনে হয়, এই চারটি নিবন্ধকেই ভালো নিবন্ধ পর্যায়ে উন্নীত করা যায়। আপনি অনেক দিন যাবত পশ্চিমবঙ্গ সংক্রান্ত নিবন্ধগুলির নিরলস ভাবে মানোন্নয়ন করে চলেছেন। তাই আমার মনে হল, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আপনি সবচেয়ে উপযুক্ত। প্রসঙ্গত বলি, আমি ভালো নিবন্ধে উন্নীতকরণের পদ্ধতির ব্যাপারে সম্পূর্ণ রূপে অনভিজ্ঞ। বোধিসত্ত্ব (আলাপ) ২২:১৮, ১৮ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, Jonoikobangali। আলাপ:পশ্চিমবঙ্গের জেলা পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৪:২৩, ১৯ নভেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বোধিসত্ত্ব (আলাপ) ১৪:২৩, ১৯ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

দ্বাদশ জ্যোতির্লিঙ্গ

সম্পাদনা

অর্ণব বাবু,

ইংরেজী উইকিতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এর তালিকায় রাজস্থানের ঘুশ্মেশ্বর ও মহারাষ্ট্রের ঘৃষ্ণেশ্বর দুইটি মন্দিরের উল্লেখ রয়েছে বা মনে হয় এঁদের মধ্যে বিতর্ক রয়েছে। আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্ত্রোত্র তে লক্ষ্য করলাম ঘৃষ্ণেশ্বর মন্দিরের বদলে ঘুশ্মেশ্বর মন্দিরের উল্লেখ রয়েছে। স্লোকটি এরকম - हिमालये तु केदारं घुश्मेशं च शिवालये॥ তবে কি জ্যোতির্লিঙ্গ নিবন্ধে দুটি মন্দিরেরই উল্লেখ থাকা দরকার? বোধিসত্ত্ব (আলাপ) ২১:১৮, ২৩ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Jonoikobangali বাবু,

I am from Marathi wikipedia. I want your kind help in writing the following script from Devnagri to bangla.

बहुरुपे सम्मुखे तोमार छाडि, कोथाय खूंजिछो ईश्वर, जीवे प्रेम करे जेई जन, सेई जन सेविछे ईश्वर

I would be convinent if you pl post the same on my discussion page here.

I want to put the same in Swami Vivekanand's article. I thank you in advance.

--V.narsikar (আলাপ) ০৮:১৩, ১২ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

Really, so many thanks for your prompt help. and God bless you. Today being the Vivekanand Jayanti,I thought it worthwhile to put this in the article.Thanks a lot again.

--V.narsikar (আলাপ) ০৮:৫১, ১২ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

অভিবাদন এবং অভিনন্দন

সম্পাদনা

...বাংলা উইকিপডিয়া-তে আপনার অবদান সত্য-ই অনবদ্য। আজকে আরো একবার দেখলাম। অভিবাদন এবং অভিনন্দন। টিটো দত্ত (কথা) ২৩:২৪, ১২ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, Jonoikobangali। উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নাট মন্দির পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৬:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

শুভ নববর্ষ ১৪২১ এর শুভেচ্ছা

সম্পাদনা
  আজকের এই শুভ নববর্ষের শুভক্ষনে; বাঙালির সাজ সাজ রবে আপনাকে রাঙাতে আমার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের বাঙালিয়ানা শুভেচ্ছা জানাচ্ছি এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সবার জন্য পান্না ভাত আর ইলিশ মাছ পাঠালাম। তাই পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন এবং ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় ; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৯:১৮, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, Jonoikobangali। আলাপ:পশ্চিমবঙ্গের জেলা পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৪:০৫, ২৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বোধিসত্ত্ব (আলাপ) ০৪:০৫, ২৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

Your GA nomination of পশ্চিমবঙ্গের জেলা

সম্পাদনা

The article পশ্চিমবঙ্গের জেলা you nominated as a good article has passed  ; seeTalk:পশ্চিমবঙ্গের জেলা for comments about the article. Well done! There is a backlog of articles waiting for review, why not help out and review a nominated article yourself? বোধিসত্ত্ব (আলাপ) ১০:৫০, ২৭ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

পশ্চিমবঙ্গের জেলা নিবন্ধটিকে ভাল নিবন্ধ পর্যায়ে উন্নীত করার জন্য অনেক ধন্যবাদ। --অর্ণব দত্ত (আলাপ) ১৪:১৫, ২৭ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

চিত্র অপসারণ

সম্পাদনা

অর্ণবদা, আশা করি ভালো আছেন। আমি বাংলা উইকিতে সমস্যাযুক্ত চিত্রগুলো অপসারণ করছি। নিচের চিত্রগুলো আপনার আপ করা ছিল তাই আপনাকে জানালাম আরকি। যাইহোক, যদিও অপসারণের পূর্বে জানানো প্রয়োজন ছিল কিন্তু আলাপ পাতায় প্রত্যেক চিত্রের জন্য আলাদা আলাদা স্প্যমিং করতে চাইনি। কোন প্রশ্ন থাকলে অবশ্যই করতে ভুলবেন না। আর সময় পেলে এখানকার ফ্রি লাইসেন্সের চিত্রগুলো কমন্সে স্থানান্তর করে দিলে ভালো হতো। শুভেচ্ছা রইলো।

--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:১৩, ১৭ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

পাশাখেলা নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

সম্পাদনা
 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

A tag has been placed on পাশাখেলা requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section A1 of the criteria for speedy deletion, because it is a very short article providing little or no context to the reader. Please see Wikipedia:Stub for our minimum information standards for short articles. Also please note that articles must be on notable subjects and should provide references to reliable sources that verify their content.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Ibrahim Husain Meraj (আলাপ) ১৭:২৪, ১০ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

১০০০+ নিবন্ধ

সম্পাদনা
  ১০০০+ নিবন্ধের প্রণেতা
অর্ণব, কত পরিশ্রম আর সময় দিলে তবে উইকিপিডিয়াতে ১০০০ নিবন্ধ তৈরী করা যায়, তা ভাবলে সত্যি শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। বাংলা উইকিতে এক এক করে অত্যন্ত মানসম্মত হাজারটির ওপর নিবন্ধ তৈরীর মতো অতুলনীয় অবদানের জন্য সামান্য এই স্বীকৃতি। পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ানদের অভাবের সংসারে আপনি সত্যি একজন পথপ্রদর্শক। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:০৩, ১০ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
ও বাবা, পাঁচ বছরে ১০০০টা পৃষ্ঠা বানিয়ে ফেললাম। খেয়াল ছিল না তো! যা হোক, অনেক ধন্যবাদ, আপনার কথাগুলি বড়ই অনুপ্রাণিত করছে। --Jonoikobangali (আলাপ) ১৬:০০, ১০ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

Your GA nomination of জাবালোপনিষদ্‌

সম্পাদনা

The article জাবালোপনিষদ্‌ you nominated as a good article has passed  ; seeTalk:জাবালোপনিষদ্‌ for comments about the article. Well done! There is a backlog of articles waiting for review, why not help out and review a nominated article yourself? বোধিসত্ত্ব (আলাপ) ১২:৪৯, ১৮ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন


Your GA nomination of রবীন্দ্রনাথ ঠাকুর

সম্পাদনা

The article রবীন্দ্রনাথ ঠাকুর you nominated as a good article has passed  ; seeTalk:রবীন্দ্রনাথ ঠাকুর for comments about the article. Well done! There is a backlog of articles waiting for review, why not help out and review a nominated article yourself? বোধিসত্ত্ব (আলাপ) ১২:৪৯, ১৮ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

File:MSM map 1914.jpg missing description details

সম্পাদনা
Dear uploader: The media file you uploaded as File:MSM map 1914.jpg is missing a description and/or other details on its image description page. If possible, please add this information. This will help other editors to make better use of the image, and it will be more informative for readers.

If the information is not provided, the image may eventually be proposed for deletion, a situation which is not desirable, and which can easily be avoided.

If you have any questions please see Help:Image page. Thank you. বোধিসত্ত্ব (আলাপ) ১৯:২৯, ২২ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

--এই ছবিটি প্রায় ৫ বছর আগে আপলোড করেছিলাম। কোথা থেকে পেয়েছিলাম, কি বৃত্তান্ত - আজ আর মনে নেই। তখন নতুন সদস্য ছিলাম। আপলোডিং-এ ভুল করে থাকতে পারি। কিন্তু এখন যেহেতু ভুলে গিয়েছি, তাই আর কিছুই করার নেই। আপনারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ধন্যবাদান্তে --Jonoikobangali (আলাপ) ০৭:৫০, ২৩ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি অনুষ্ঠান

সম্পাদনা

আপনাকে বেশ কয়েক দিন পরে আবার বাংলা উইকিতে সক্রিয় হতে দেখে খুব ভালো লাগছে। আশা করি ভালো আছেন। লক্ষ্য করেছেন নিশ্চয়, জানুয়ারী মাসের ৯ ও ১০ তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি অনুষ্ঠান হবে। ভারতের অন্যান্য ভাষার উইকিপিডিয়ানরা ও বাংলাদেশের উইকিপিডিয়ানরা এই অনুষ্ঠানে যোগ দিতে আসবেন। এছাড়া একটা ফোটোগ্রাফি কনটেস্টও চলছে। অনুষ্ঠানটির বিস্তারিত এখানে পাবেন। প্রচন্ড ভাবে আশা করছি, এতে সক্রিয় ভাবে অংশ নেবেন। আপনার মতো একজন অত্যন্ত অভিজ্ঞ উইকিপিডিয়ান যোগ না দিলে অনুষ্ঠানটি কিন্তু পূর্ণতা পাবে না। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৩৭, ৪ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে জানতাম না। আগে সম্পূর্ণ সুস্থ হয়ে নিন, তারপর ঠিক কোন না কোন দিন দেখা হবে। আপনার দ্রুত আরোগ্য কামনা করি। সাবধানে থাকবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:৪৫, ৫ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
অর্ণবদা, যাদবপুরে আপনার দেখা না পাওয়ায় এবং আপনার সাংঘাতিক দুর্ঘটনার খবর শুনে ব্যথিত হয়েছি। আশা করেছিলাম, উইকিপিডিয়ার কল্যাণে অনেকদিনের পরিচিত পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ানদের সাথে সাক্ষাৎ হবে। বেশ কয়েকজনের সাথে সাক্ষাৎ হলেও আপনার দেখা পেলাম না। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি এবং আশা রাখি ভবিষ্যতে কোনদিন সাক্ষাৎ করার।  – তানভির (আলাপ) ১৩:৫১, ১১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
কনফারেন্সে আপনাকে সকলেই মিস করেছি। বাংলাদেশ ও ভারতের উইকিপিডিয়ানদের সঙ্গে কোলাবোরেশনের ভিত্তিতে কাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলা উইকিতে গুরুত্বপূর্ণ দিনগুলিতে নিয়মিত ভাবে নির্দিষ্ট বিষয়ের ওপর অনলাইন এডিটাথনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী দিনগুলির তালিকা বানানোর কাজ শুরু করেছি। আপনি যদি এই ব্যাপারে সাহায্য করেন, খুব ভালো হয়। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৫৪, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
অনলাইন এডিটাথনের বিষয়ে সহায়তা করতে পারলে খুবই আনন্দিত হব। তবে শারীরিক কারণে নিয়মিত উইকিপিডিয়ায় আসতে পারি না। আশা করি, সুস্থ হয়ে আপনাদের আরও সাহায্য করতে পারব। --Jonoikobangali (আলাপ) ১১:২৫, ১৩ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকি পদক

সম্পাদনা
  নিরলস অবদানের জন্য পদক
বাংলা উইকিপিডিয়ার পেছনে ধারবাহিকতার সাথে অনুকরণীয় শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হল। Ibrahim Husain Meraj (আলাপ) ১৮:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা!

সম্পাদনা
 
সুপ্রিয়, Jonoikobangali। আলাপ:একবার বিদায় দে মা ঘুরে আসি পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--মহীন রীয়াদ (আলাপ) ১০:৪৪, ৫ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের নাম

সম্পাদনা

অর্নবদা, কেমন আছেন?
ওয়ার্ড ১, কলকাতা পৌরসংস্থা-র নাম নিয়ে Bodhisattwaদার সাথে কথা হল। উনি বলল, ১ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা দিলে ভালো হয়, এটাই নাকি কলকাতায় বেশি প্রচলিত। নাম পরিবর্তন করার ব্যাপারে আপনার মত কি?

ভাল আছি ভাই। ভারতের নির্বাচনী ক্ষেত্রগুলির মধ্যে পুর-ওয়ার্ডগুলিই স্থাননামের পরিবর্তে সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। তাই এই ব্যাপারে আমি confused ছিলাম। বোধিসত্ত্ব যখন বলেছেন, উনি নিশ্চয়ই জেনেশুনেই বলেছেন। ওভাবেই লেখা হোক। আশা করি ভাল আছেন। --Jonoikobangali (আলাপ) ১৫:১৭, ২৯ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ

সম্পাদনা

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ -- স্বেচ্ছাসেবক আহ্বান। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১২:৪১, ২ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ

সম্পাদনা

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:আলোচনাসভায় একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে মিট-আপ। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১১:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকি মিট আপ

সম্পাদনা

প্রিয়, কলকাতার উইকিপিডিয়া মিট-আপ ১১ই অক্টোবর, ২০১৫ সকাল ১১টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত পার্ক স্ট্রীটের অক্সফোর্ড বুক স্টোরে অনুষ্ঠিত হবে। এই সম্মিলনে যে বিষয় নিয়ে আলোচনা হবে, তা এই পাতায় স্থির করা হচ্ছে, যেখানে আপনার মতামত কাম্য। মিট-আপে আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

প্রিয়, কলকাতার উইকিপিডিয়া মিট-আপের একটি সম্ভাব্য সূচী তৈরী করা হচ্ছে, যা আলোচনা সাপেক্ষে পরিবর্তন করা হবে। কয়েকটি বিষয়ে আপনি যদি সঞ্চালক বা উপস্থাপকের ভূমিকা গ্রহণ করেন, তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:০৩, ২৭ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
অনেক অনেক ধন্যবাদ। সূচীতে আর কিছু যোগ বা বিয়োগ করতে দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত দেবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:০১, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

সম্পাদনা

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০৩, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

Geographical Indications in India Edit-a-thon

সম্পাদনা

Hello,

 

Sorry for writing in English
CIS-A2K is going to organize an edit-a-thon between 25 and 31 January this year. The aim of this edit-a-thon is creating and improving List of Geographical Indications in India related articles.

We welcome all of you to join this edit-a-thon.
Please see the event and add your name as a participant: meta:CIS-A2K/Events/Geographical Indications in India Edit-a-thon

Feel free to ask if you have question(s).
Regards. --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ২২:২২, ২২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বিজ্ঞপ্তি

সম্পাদনা

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:আলোচনাসভায় একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় উইকিমিডিয়া ভারতের এপ্রিল মাসের নির্বাচিত উইকিপিডিয়ান। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১৩:২৫, ১ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ

সম্পাদনা

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

তোমার ছবি

সম্পাদনা
 

কমন্সে তোমার একার কোন ছবি পাওয়া যাবে কি? আমি খুঁজে পেলাম না। এই কারণে দরকার। যদি না থাকে, তবে অবশ্যই আপলোড করে আমাকে লিঙ্ক দিও। ভালো থেকো। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:২৬, ১১ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আমাকে উইকিমিডিয়া ভারত থেকে যোগাযোগ করে ভারতীয় বাঙালি উইকিপিডিয়ানদের মধ্যে থেকে একজন ফাটাফাটি উইকিপিডিয়ানকে খুঁজে মনোনীত করতে বলেছিল। তুমি ছাড়া আর কে আছে বল তো? যাই হোক, একটা ভালো দেখে সুন্দর একটা ছবি তুলে আপলোড কর প্লিজ। এটাতে যে গেঞ্জি পরে আছ! :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ০১:২৪, ১২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
আজ বিশ্বরূপদাকে বললাম, উনি তোমার এই ছবিটা খুঁজে দিলেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৩১, ১৩ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
এই যাঃ, এটা অপছন্দের ছবি, জানতাম না তো, উইকিমিডিয়া ইন্ডিয়ার ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি যে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৪৬, ১৫ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Wikimedia India

সম্পাদনা

Hi, I'm Srikar from Wikimedia India. We would like to feature you as the featured Wikimedian for April. So please mail me at srikar.kashyap@gmail.com immediately for further discussion. Thanks, Strike Eagle (আলাপ) ১৬:৪৩, ৩১ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Your GA nomination of সামবেদ

সম্পাদনা

The article সামবেদ you nominated as a good article has passed  ; seeTalk:সামবেদ for comments about the article. Well done! There is a backlog of articles waiting for review, why not help out and review a nominated article yourself? -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৫০, ১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ঠান্ডা পানি

সম্পাদনা
  আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি
অসহ্য এই গরমের দিনেও আপনি উইকিপিডিয়ায় অবদান রেখে যাচ্ছেন দেখে আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি দিলাম। Nahid Hossain (আলাপ) ১৩:৩৪, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
) থ্যাঙ্ক ইউ। --Jonoikobangali (আলাপ) ১৭:৫১, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী পরীক্ষক আবেদনে মতামত দিন

সম্পাদনা

সুধী,
ব্যবহারকারী পরীক্ষক অধিকারের আবেদন পাতায় বর্তমানে তিনটি আবেদন উন্মুক্ত রয়েছে। আপনিও আপনার মতামত প্রদান করতে পারেন। এছাড়া আপনি ইচ্ছে করলে প্রার্থীদের প্রশ্নও জিজ্ঞেস করতে পারেন। আবেদনে মতামত প্রদান করা যাবে ১লা মে ২০১৬ পর্যন্ত। ধন্যবাদ।

নাহিদ সুলতান (আলাপ)
রবিবার ১৭:০২, ২৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

কেন্দ্রীয় চলচ্চিত্র প্রমাণন পর্ষদ

সম্পাদনা

প্রিয় অর্নবদা

কেন্দ্রীয় চলচ্চিত্র প্রমাণন পর্ষদ পাতাটির নাম পরিবর্তন না কোরে বর্তমান নামটিকে পুনর্নির্দেশ হিসেবে রাখলেও চলতো বোধ হয়। আমি বুঝলাম যে বর্তমান নামটি সহজ; কিন্তু certificationboard শব্দদুটির বাংলা "প্রমাণিকরণ/প্রমাণন" এবং দ্বিতীয়টির "পর্ষদ" হওয়াই উচিৎ মনেকরি। আর আপনি যদি মনে করেন কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের নামে অনুবাদ করা উচিৎ নয়, তাহলে ইংরেজি নামটিই রাখা উচিৎ যেটার পক্ষে অন্তত আমি নই। আর আপনার নির্ধারিত বর্তমান নামটি পুনর্নির্দেশ হিসেবে রাখলে সম্পাদকগণ বর্তমান নামটি দিয়ে সন্ধান করলে পূর্বের নামটিতে পৌছাবে, তখন সাধারণ ভাবেই তারা আগের নামটিই ব্যবহার করা শুরু করবে। এরপরও যদি আপনার মনে হয় বর্তমান নমটিই ঠিক তাহলে তা কেনো, তা একটু জানতে চাইবো। আবারও ধন্যবাদ পরমাণু আলাপ ০৭:০২, ৭ মে ২০১৬ (ইউটিসি) পরমাণু আলাপ ০৭:০২, ৭ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

"কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ" নামটি করা যায়। এটিই করুন এবং পুনর্নির্দেশগুলি মুছেদেওয়া হোক। ধন্যবাদ বড়দা আপনি নিশ্চয় আমার থেকে বেশী বোঝেন। আবার ধন্যবাদ!!

Participate in the Ibero-American Culture Challenge!

সম্পাদনা

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wiki.x.io/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (আলাপ) ১৩:২৯, ১০ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ভারতের নৃতাত্ত্বিক অধিকরণ পাতার নাম

সম্পাদনা

অর্ণবদা! বিরক্ত করতে চাইনি তবুও; ভারতের নৃতাত্ত্বিক অধিকরণ পাতাটির শিরনামে অধিকরণ শব্দটি কী বোঝাচ্ছে বুঝলাম না। নামটি এরম হোলে কেমন হতোঃ- ভারতীয় নৃতাত্ত্বিক জরিপ অথবা ভারতীয় নৃতাত্ত্বিক জরিপ বিভাগ আমার মনে হয় দ্বিতীয়টি করলে ঠিক হয়। শুভরাত্রি!!!পরমাণু আলাপ ২১:০২, ১৪ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ অর্ণবদা উত্তর দেওয়ার জন্য! নিরীক্ষা-এর চাইতে সার্বেক্ষণ শব্দটি করার পক্ষে আমিও কিন্তু, শব্দটি বাংলায় খুব কম ব্যবহৃত তাই এটা হিন্দি মনে হতে পারে, তারপরও এটি সবচাইতে ভালো হবে। আর জরিপ শব্দটি ভূমি পরিমাপ বিষয়ক সেটি শিখিয়ে দেওয়ার জন্য আবার ধন্যবাদ! এসব করছি, এগুলি আপনাকে বিরক্ত করলে জানাবেন, আর ছোটো ভাই হিসেবে মাফ করবেন!পরমাণু আলাপ ১৯:৪১, ১৫ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট অনুসারে, এই প্রতিষ্ঠানের নাম ভারতীয় মানববিজ্ঞান সর্বেক্ষণ। এটিই সরকারী নাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:০৪, ২৪ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া সম্মিলন

সম্পাদনা

নমস্কার! আগামী জুন মাসের ৫ই থেকে ১২ই জুনের মাঝে যেকোনো একটি যথাযথ দিনে কলকাতায় সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটি সম্মিলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সম্মিলনের প্রসঙ্গে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি অথবা উইকিমিডিয়া ইন্ডিয়ার কাছে প্রয়োজনীয় ফান্ডিঙের জন্য শীঘ্রই আবেদনও জানানো হবে। আগ্রহী থাকলে আপনাকে এখানে সমর্থন জানাতে অনুরোধ করছি। সম্মিলনে আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ।   -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ০৫:৪৬, ২১ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, Jonoikobangali। আলাপ:জাবালোপনিষদ্‌ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:০৪, ২৪ মে ২০১৬ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বোধিসত্ত্ব (আলাপ) ১৬:০৪, ২৪ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পাল সাম্রাজ্য

সম্পাদনা

এই নিবন্ধটি আপনি অনেক সম্প্রসারণ করেছেন, ধন্যবাদ। তবে কিছু জায়গায় আপনি আগে দেওয়া যুক্তি অপসারণ করায় বর্তমান বর্ণনা যথাযথ অবস্থায় নেই। যেমন, সমসাময়িক গ্রন্থে এই অবস্থাটিকে ‘মাৎস্যন্যায়’ (অর্থাৎ বড়ো মাছ যেমন ছোটো মাছকে খেয়ে ফেলে, সেই রকম অবস্থা) বলে বর্ণনা করা হয়েছে। কোন্ সমসাময়িক গ্রন্থ? ঐতিহাসিক প্রমাণ নির্দেশ করে যে, গোপাল প্রত্যক্ষভাবে জনসাধারণ কর্তৃক নির্বাচিত হননি। কোন্ ঐতিহাসিক প্রমাণ? এই ধরনের নির্বাচন বাংলা অঞ্চলের সমসাময়িক সমাজে খুবই সাধারণ ঘটনা ছিল। আরেকটি উদাহরণ? এছাড়া আছে বানান ভুল। যেমন ধ্রুপদি (, ), গোপালের বাবার নাম বাপ্যত, প্রতিহাররাজ বৎসরাজা, সুরপাল, দিব্বক, রামপালের মামা মথন, গহদবল ইত্যাদি। তবে আপনার সম্প্রসারণে লেখাটি এখন এই সাইটের অন্যতম ভাল লেখা বলে মানা যেতে পারে। কিছু সংশোধন হলে অত্যন্ত ভাল লেখা হবে। শুভেচ্ছাসহ, Hrishikes (আলাপ) ১৬:৩০, ২৯ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পশ্চিমবঙ্গে বাংলা পিডিয়ানদের নিয়ে মিনি মিডিয়া উইকি ট্রেনিং ও ট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালা

সম্পাদনা

নমস্কার অর্ণব দাদা! আগামী বছরের প্রথম দিকে (৭ ও ৮ই জানুয়ারী, ২০১৭ তারিখে) কলকাতা শহরে সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটা মিনি মিডিয়া উইকি ট্রেনিংট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলিতে অবদান রাখা ও সম্পাদনা সংক্রান্ত বিভীন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনায় এনগেজ করা হবে। সম্মিলনের প্রসঙ্গে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির কাছে প্রয়োজনীয় ফান্ডিঙের জন্য শীঘ্রই আবেদনও জানানো হবে। আগ্রহী থাকলে আপনাকে এখানে সমর্থন জানাতে অনুরোধ করছি। এই কর্মশালা আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ।   -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৯:০৩, ১৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

শুভ নববর্ষ, Jonoikobangali!

সম্পাদনা

-- Iqsrb722 (আলাপ) ০৩:৫৯, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)

সম্পাদনা

সুপ্রিয় Jonoikobangali,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

হিন্দি শব্দের বানানে হ্রস্ব ই-কার (ি) ও দীর্ঘ ঈ-কার (ী) সম্পর্কিত

সম্পাদনা

প্রিয় অর্ণবদা, হিন্দি তথা বিদেশী ভাষার শব্দের এমনকি নামের বানানেও হ্রস্ব ই-কার ব্যবহারের রীতি প্রচলিত। যেমন দিল্লীকে দিল্লি, হিন্দীকে হিন্দি লেখা হয়। কিন্তু হ্রস্ব ই-কার ও দীর্ঘ ঈ-কারের ব্যবহার সম্পর্কিত আপনার সাম্প্রতিক সম্পাদনা দেখা যাচ্ছে তা উপেক্ষিত হচ্ছে। যেমন - আপনি সম্প্রতি বাজিরাও মাস্তানি নিবন্ধটি বাজীরাও মস্তানী নামে স্থানান্তর করেছেন। হিন্দি বানান অনুসারে (बाजीराव मस्तानी) তা ঠিক আছে। কিন্তু ইতিপূর্বে আপনিই জিন্দেগী না মিলেগী দোবারা (ज़िन्दगी न मिलेगी दोबारा) নিবন্ধটিকে জিন্দগি না মিলেগি দোবারা নামে স্থানান্তর করেছেন হ্রস্ব ই-কার ব্যবহার করে। এটা কি স্ব-বিরোধী হয়ে গেল না।

প্রসঙ্গত, বাজিরাওমাস্তানি নামে দুটি নিবন্ধ পূর্বে ছিল। যে কারণে সেই নামের সাথে সঙ্গতি রেখেই 'বাজিরাও মাস্তানি' নামে নিবন্ধ শুরু করি। আর এই নাম আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছে।-- ওয়াকিম (আলাপ) ১৭:৪৯, ৯ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পুনশ্চ- দিল্লি বা হিন্দি জাতীয় বানানগুলিও স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক ব্যবহৃত বানান বা ভাষাগোষ্ঠী কর্তৃক ব্যবহৃত বানান অনুযায়ী হওয়া উচিত। আমাদের বানানশৈলীটি পুনঃনির্দেশে রাখা যেতে পারে।--Jonoikobangali (আলাপ) ১৯:৩৮, ৯ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক

সম্পাদনা
 
এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ১০:১৯, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) উত্তর দিন
মেরাজ ও আর সকল উইকিপিডিয়ান বন্ধুদের শুভ ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল।--Jonoikobangali (আলাপ) ১৫:২২, ২৯ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনি জানেন কি বিভাগে আপনাকে আমন্ত্রণ!

সম্পাদনা

সুধী,
শভেচ্ছা গ্রহণ করুন। বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি (আজাকি) বিভাগটি পুনরায় সক্রিয় করার জন্য কাজ করছি এবং পুরো প্রক্রিয়াকে আরও সহজীকরণ করেছি। এই বার্তাটি যারা বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত নিবন্ধ তৈরি করে থাকেন তাদের সবাইকে ‘আজাকিতে’ নিবন্ধ মনোনয়নে উৎসাহিত করার জন্য প্রদান করছি। আপনি প্রায়শই নতুন নিবন্ধ তৈরি করে থাকেন সুতরাং বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতা সক্রিয় রাখতে আপনাকে আজাকিতে নিবন্ধ মনোনয়ন বা পর্যালোচনা করতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ এবং আপনার সম্পাদনা শুভ হোক :) -- নাহিদ সুলতান (আলাপ) রবিবার ১৮:৩৩, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক

সম্পাদনা
চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:২৪, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ছবি আপলোডের বিবরণ প্রসঙ্গে

সম্পাদনা

আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে ছবি আপলোড করার সময় আপলোডের পাতায় প্রাক-পূরণকরা টেমপ্লেট পূরণ করে ছবি আপলোড করুন। ইংরেজি উইকির ছবির বিবরণের পাতা থেকে অনুলিপি করবেন না। যদি করেনও অনুগ্রহ করে তা অনুবাদ করে দিবেন। ছবি আপলোডের সময় কষ্ট করে ড্রপ-ডাউন মেনু থেকে লাইসেন্স নির্বাচন করুন। (পূর্বে ছবির বিবরণ বাংলা করা ছাড়া আপলোড করার কারণে বর্তমানে প্রায় হাজারের উপর ছবির পাতা জমে আছে যা অনুবাদ করতে হবে। এই তালিকায় আরো ছবি যোগ না হোক তাই চাই।) --আফতাব (আলাপ) ২০:৩৫, ২৪ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। চিত্র:ওয়াজাহ্‌ তুম হো পোস্টার.jpg, চিত্র:দ্য কেমব্রিজ হিস্ট্রি অফ আফ্রিকা ১.jpg যেমনভাবে আপলোড করেছেন এমনটাই চাচ্ছিলাম। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৩, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অনির্ভরযোগ্য উৎস সম্পর্কে

সম্পাদনা

দাদা, আশাকরি ভালো আছেন। বেশ কয়েকদিন যাবত বাংলা উইকিপিডিয়াতে আমি অনির্ভরযোগ্য সাইটসমূহ সড়াচ্ছি। অনির্ভরযোগ্য উৎস তথ্যসূত্র হিসেবে ব্যবহার নিয়ে আলোচনাসভায় আলোচনাও হচ্ছে। আপনার তৈরি ওয়ার্ড সম্পর্কিত বেশ কিছু নিবন্ধে bengalspider কনসালটেন্ট সাইট ও calcuttayellowpages ডিরেক্টরি দুটি সাইটের প্রচুর তথ্যসূত্র দেখলাম। আমিও হাত লাগাচ্ছি, দুজন মিলে এই লিংক দুটি নিবন্ধ থেকে বাদ দিতে বেশি সময় লাগবে না। আপনার সাহায্য কামনা করছি। লিংকগুলো বাদ দেওয়ার পর ভবিষ্যতে অন্যরা যাতে ব্যবহার না করতে পারে ও পরিশ্রম কমাতে সেটি কালোতালিকাতে দিয়ে দেব। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২২:২৯, ১০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আপনার ইমেইল এসেছে!

সম্পাদনা
 
হ্যালো। আপনার ই-মেইল পরীক্ষা করুন – আপনি একটি মেইল পেয়েছেন!
১৬:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল ​​পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Orphaned non-free image চিত্র:কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোগো.jpg

সম্পাদনা
 

Thanks for uploading চিত্র:কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোগো.jpg. The image description page currently specifies that the image is non-free and may only be used on Wikipedia under a claim of fair use. However, the image is currently not used in any articles on Wikipedia. If the image was previously in an article, please go to the article and see why it was removed. You may add it back if you think that that will be useful. However, please note that images for which a replacement could be created are not acceptable for use on Wikipedia (see our policy for non-free media).

Note that any non-free images not used in any articles will be deleted after seven days, as described in the criteria for speedy deletion. Thank you. জনি (আলাপ) ১২:৩৯, ২১ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

রেবন্ত নিবন্ধের পর্যালোচনার জন্য অনুরোধ

সম্পাদনা
@Jonoikobangali: অনুগ্রহ করে আপনি আমার দ্বারা মনোনীত নিবন্ধটিকে পর্যালোচনা করবেন? -- Bang Bang50 (আলাপ) ১২:৩৪, ২ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Bang Bang50: আমি এর আগে কখনও নিবন্ধ পর্যালোচনা করিনি। তবে তোমার লেখা প্রবন্ধটিকে প্রথম দর্শনে বেশ ভালো লাগল। পর্যালোচনার নিয়মগুলি একটু দেখে নিয়ে কাজ শুরু করে দিচ্ছি। আর তোমার নামটা জানতে পারলে ভালো লাগবে। শুভেচ্ছান্তে--Jonoikobangali (আলাপ) ১৮:২৮, ৪ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Jonoikobangali: আমি সাধারণত অনলাইনে আমার নাম জানাতে অস্বস্তিদায়কভোধ করি। আপনি দিয়ে আপনার ইচ্ছাকৃত যেকোন নামে ডাকতে পারেন এবং আমি ভাবছি আরও কয়েকটি হিন্দুধর্ম-সম্পর্কিত ভালো নিবন্ধ তৈরি করব। আপনার সাহায্যের আশায় আছি। -- Bang Bang50 (আলাপ) ০১:২৯, ৫ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Bang Bang50: ভালো উদ্যোগ নিয়েছ। একটা একটা করে করো। তবে কোনটা নিয়ে কাজ করছ, আমাকে একটু জানিয়ে দিও। কারণ, আমিও একই বিষয়ে কাজ করতে ইচ্ছুক কিনা। কয়েকটা করেওছি। তুমি আমার সম্পাদনায় ভালো নিবন্ধ হওয়া সামবেদজাবালোপনিষদ্‌ নিবন্ধ দু'টিও পড়ে দেখতে পারো। লেখার স্টাইল সম্পর্কে একটা ধারণা পাবে। আর রেবন্তের পৃষ্ঠায় কোথায় কোথায় সংশোধন দরকার হবে জানিয়ে দিয়েছি। ওটা আগে শেষ করে ফেলো। শুভেচ্ছা নিও--Jonoikobangali (আলাপ) ০৯:৩৭, ৮ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Jonoikobangali: আজ বা আগামীকালের মধ্যে সম্ভবত সংশোধন করে রেবন্ত নিবন্ধটিকে পুনঃপর্যালোচনার জন্য মনোনীত করব। রেবন্ত নিবন্ধটির পর, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার-কে নির্বাচিত নিবন্ধের পর্যালোচনায় নিয়ে আসার পাশাপাশি কিছু কুবের নিবন্ধের মতো কিছু নিবন্ধ তৈরি করার পরিকল্পনা রয়েছে। ইনফিনিটি ওয়ার অনেকটা শেষও করে ফেলেছি। -- Bang Bang50 (আলাপ) ১৬:৪২, ৮ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Bang Bang50: এক নজরে দেখে ইনফিনিটি ওয়ার নিবন্ধে ভুল অপেক্ষাকৃত কম চোখে পড়ল। বেশ ভালো কাজ হচ্ছে। তবে লাল লিংকের সংখ্যা বড্ড বেশি। লাল লিংক-চিহ্নিত পাতাগুলি তৈরি করতে পারো, অথবা লিংক অপসারণ করে দিও (দ্বিতীয়টাই সহজ। এমনিতে যথেষ্টই নীল লিংক আছে)। আর বানানের ক্ষেত্রে যত্নবান হও। তুমি যখন বাংলাদেশী, তোমাকে বাংলা একাডেমীর বানানরীতি অনুসরণ করতে হবে। আমি যদ্দূর জানি, বাংলা একাডেমীর বানান অভিধান আছে। বানান অভিধান জিনিসটা কাজের। একটা কিনে হাতের কাছে রেখো। --Jonoikobangali (আলাপ) ০৭:৩৪, ৯ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Jonoikobangali: বাংলা উইকিতে কেউ আমাকে একটি অনলাইন অভিধানের ওয়েবসাইট প্রদান করেছেন (আমি ঠিক নিশ্চিত না কে ছিল সেই ব্যক্তি)। এটি কি কার্যকরী? -- Bang Bang50 (আলাপ) ১১:২৮, ৯ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Bang Bang50: বাংলা একাডেমীর এই অভিধানটি ব্যবহার করো। --Jonoikobangali (আলাপ) ১৮:৪৮, ৯ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Jonoikobangali: কিন্তু আমার মতে দুটিই একই রকম। -- Bang Bang50 (আলাপ) ১৯:৩৭, ৯ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Bang Bang50: আমারই ভুল। উইকিপিডিয়া:বাংলা বানানের নিয়ম - এই পাতাটি দেখলেই হবে। বানানের ব্যাপারে এই পাতাটির দিকে নজর রেখো তাহলেই হবে। আমার মনে ছিল না, এই পাতাটি তৈরি করা আছে। মিছিমিছি বকবক করলাম। বুড়ো বয়সের ভীমরতি আর কি! --Jonoikobangali (আলাপ) ১০:২১, ১১ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

{{subst:RFDNote|1=বৃন্দাবন দাস}} দেলোয়ার০৮:৩২, ২৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Community Insights Survey

সম্পাদনা

RMaung (WMF) ১৪:৩৩, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey

সম্পাদনা

RMaung (WMF) ১৫:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey

সম্পাদনা

RMaung (WMF) ১৯:০১, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Be the first to try new editing features

সম্পাদনা

প্রিয় Jonoikobangali,

আমরা উইকিপিডিয়ার নতুন কয়েকটি বৈশিষ্ট্য তৈরি করছি এবং বাংলা উইকিপিডিয়ার সাথে আপনার দীর্ঘ যোগাযোগের কারণে আপনার মতামত জানতে আমরা এই নতুন বৈশিষ্ট্যটি পরীক্ষা করার আমন্ত্রণ জানাতে ইচ্ছুক।

সার্বজনীন ব্যবহারের জন্য এটি উপলব্ধ হওয়ার পূর্বে আপনি এটি যাচাই করতে পারবেন ও আপনার কোনো মতামত থাকলে আমাদের তা জানাতে পারবেন। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিত্য কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ, এই বৈশিষ্ট্যের গুণগত মান উন্নত করতে আমাদের সাহায্য করবে।

এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করেছি, এবং আপনার উত্তরের ভিত্তিতে আমরা সুবিধাজনক একটি সময়ে আপনার সাথে যোগাযোগ করব।

বাংলা উইকিপিডিয়ার অন্যান্য ইচ্ছুক সদস্যরাও আপনার মত এটি পরীক্ষা করতে পারবেন। তাই আপনি এই নিমন্ত্রণবার্তা তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন।

আশা করি আপনি এই পরীক্ষায় আমাদের সাথে সামিল হবেন। প্রশ্নগুলি এই লিঙ্ক-এ উপলব্ধ রয়েছে।

ধন্যবাদ, EAsikingarmager (WMF) (আলাপ) ২৩:৫৩, ৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

এই সর্বেক্ষণটি একটি স্বতন্ত্র পরিসেবা দ্বারা চালিত হওয়ার ফলে কিছু অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে। এই সর্বেক্ষণের গোপনীয়তা বার্তায় আপনি গোপনীয়তা ও তথ্য পরিচালনা সংক্রান্ত বিবরণ জানতে পারবেন।

উড়েদের বাঙালি বিদ্বেষ

সম্পাদনা

"তাম্রলিপ্ত" পেজের ইংরেজি উইকির ভার্সনে গিয়ে এডিট হিস্ট্রিটা একবার দেখুন। একজন অজানা আইপি অ্যাড্রেস 2409:4062:231E:6C42:E1D5:1894:7FC2:77BA থেকে কেউ এডিট করে লিখেছিলো, যে তাম্রলিপ্ত নাকি প্রাচীন কলিঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত। এর চেয়ে বড়ো মিথ্যে আর হয়না। https://www.odisha.gov.in/e-magazine/Orissareview/2014/Nov/engpdf/119-125.pdf বাঙালি বিদ্বেষী উড়িষ্যা সরকার সরকারি ওয়েবসাইট থেকে তাম্রলিপ্তকে নিজেদের বলে দাবি করছে। এর আগে চর্যাপদটা কেড়ে নিয়ে উড়ে ভাষাকে ধ্রুপদী ভাষা বানিয়ে নিয়েছে। সৌভাগ্যবশত রসগোল্লাটা এখনও পর্যন্ত আমাদেরই রয়েছে। উড়িষ্যায় বসতি গাড়া উদ্বাস্তু বাঙালির যে কী হিল হয়েছে কেউ জানে না। দয়া করে বাঙালির স্বার্থে এই সরকারি লিঙ্কটাকে ও আইপি অ্যাড্রেসটাকে ব্ল্যাকলিস্টেড করুন। শৌমেন মান্না (আলাপ) ০৬:০০, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রসঙ্গঃ রবার্ট ফ্রস্ট

সম্পাদনা

সুধী আপনার প্রণীত রবার্ট ফ্রস্ট নিবন্ধের বড় একটা অংশ দীর্ঘদিন ইংরেজিতে রয়ে গেছে। নিবন্ধটিকে পরিমার্জন করার অনুরোধ রইলো। ধন্যবাদ।ফেরদৌস০৮:৩২, ১১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Ferdous: দৃষ্টি আকর্ষণের জন্য অজস্র ধন্যবাদ। এটি পরিমার্জনার কাজ শুরু করে দিচ্ছি। --অর্ণব দত্ত (আলাপ) ১৪:৩৪, ১১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
সংযোগঃ অঁদ্রে জিদফেরদৌস১৮:০৫, ১১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Ferdous: ফরাসি ভাষা না জানার দরুন এই নিবন্ধটি পরিমার্জনা করা আমার পক্ষে সম্ভব নয়। --অর্ণব দত্ত (আলাপ) ০৬:০৯, ১২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
 

A tag has been placed on চিত্র:ভারতীয় রেলওয়ে ১৫০ বছর স্মারক লোগো.jpg requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section F10 of the criteria for speedy deletion, because it is a file that is not an image, sound file or video clip (e.g. a Word document or PDF file) that has no encyclopedic use.

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত।

পশ্চিমবঙ্গ ভালো নিবন্ধ পর্যালোচনা

সম্পাদনা

আপনাকে মনোনয়ন দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো নিবন্ধের পর্যালোচনা শুরু করেছি। যেসব বিষয়ে ত্রুটি আছে-

  1. ভূমিকাংশে বিরাম চিহ্নের ভুল ও ত্রুটি বিদ্যমান। যেমন: দাঁড়ি, কমার আগে স্পেসের ব্যবহার। এছাড়াও বিভিন্ন অংশের বিরামচিহ্নের শুদ্ধতা নিশ্চিত করতে হবে।
  2. বেশ কিছু তথ্যসূত্র ত্রুটি দেখাচ্ছে। যা ঠিক করতে হবে।
  3. কৃষি অনুচ্ছেদসহ আর কিছু নিবন্ধে অনুচ্ছেদ অংশেই তথ্যসূত্র দেওয়া হয়েছে। যা নির্দিষ্ট করে দিতে হবে কোন তথ্যের তথ্যসূত্র।
  4. শিল্প বাণিজ্য ও উদ্যোগ উপঅনুচ্ছেদে রচনাশৈলী ঠিক করতে হবে।
  5. কৃষি, বনাঞ্চল, পূর্ত বিভাগ, ভূমি ও ভূমি সংস্কার, বিজ্ঞান-প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি অনুচ্ছেদে কিছু অবিশ্বকোষীয় তথ্য আছে। আর অনেক বানান, বিরামচিহ্ন ও রচনাশৈলী ভুল আছে। আর এতে কোন উইকির অন্য পাতায় সংযোগ নেই। এই সমস্যার সমাধান করতে পুনঃলিখন করতে হবে।
  6. গ্রন্থপঞ্জি ও আরো তথ্যসূত্র যোগ করা উচিত।

আপনাকে এসব সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা গ্রহন করতে অনুরোধ জানানো হচ্ছে।

ধন্যবাদ। একনজরে দেখে মনে হচ্ছে, নিবন্ধটি আগাগোড়া অনেক সংশোধন করতে হবে। শীঘ্রই কাজ শুরু করব। --অর্ণব দত্ত (আলাপ) ২০:২৬, ২০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:ভারতের জাতীয় প্রতীক.jpg দ্রুত অপসারণ

সম্পাদনা
 

চিত্র:ভারতের জাতীয় প্রতীক.jpg নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

মুক্ত চিত্র রয়েছে, এখানে দেখুন

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:চিত্র:ভারতের জাতীয় প্রতীক.jpg|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন।  কুউ  পুলক  ০৫:১০, ২৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব

সম্পাদনা

প্রিয় অর্ণবদা,

আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৬:০৯, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা নেবেন। --অর্ণব দত্ত (আলাপ) ১৭:১৫, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"Jonoikobangali/চিঠিপত্র:সংকলন ৪"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।