নমস্কার! আমি মৌর্য্যন্। আমার ব্যবহারকারী পৃষ্ঠায় সুস্বাগতম।
আমি ইলেক্ট্রনিক্স প্রকৌশলে স্নাতক একজন চাকুরিজীবি। উইকিপিডিয়া সম্পাদনা করা শুরু করি যখন আমার বয়স মোটে ১৭, আমার মনে হয় পশ্চিমবঙ্গ থেকে বাংলা উইকিপিডিয়ায় আমিই সবচেয়ে ছোট বয়স থেকে সম্পাদক হিসেবে কাজ করে চলেছি। গান খুব ভালোবাসি। ইংরেজি, বাংলা, তেলুগু, হিন্দি গান। গজল, বলিউডের সঙ্গীত, পিঙ্ক ফ্লয়েড, দেবব্রত বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক রবীন্দ্রসঙ্গীত, প্রভৃতি।
মাতৃভাষা বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দী ও তেলুগু লিখতে, পড়তে, বুঝতে ও বলতে পারি। কলকাতারসাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তনী। এখন অবশ্য বাংলার বাইরে আছি বহুবছর। আন্তর্জাতিক ফুটবলে, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ও আপনভূমিতে মোহনবাগানের একনিষ্ঠ ভক্ত। ভারতীয় ক্রিকেট টিমেরও পাঁড় সমর্থক, যদিও খেলাধুলা কমই দেখা হয়। উইকিমিডিয়া প্রকল্পগুলিতে আমি মূলত বাংলা উইকিতে বিবিধ বিষয়ক নিবন্ধের সম্পূর্ণ নিজের ভাষায় লিখে সৃষ্টি করে থাকি তথা বিষয় সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে ইংরেজি হইতে বাংলাতে আক্ষরিক অনুবাদ করে থাকি ও বাংলায় টেমপ্লেট তৈরি করে থাকি।
VARIETY IS THE SPICE OF LIFE অর্থাৎ "বৈচিত্রই আমার জীবনের রসদ"- ঠিক এইজন্যই আমি নানারকমের নিবন্ধই তৈরি করি, কোনো নির্দিষ্ট বিষয়ে নয়। বাংলা উইকিপিডিয়া দ্রুত বাড়ছে এবং আমার বিশ্বাস এই ট্রেন্ডটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪, সময়ঃ ০৫:১৫ (UTC/GMT).
এই মুহূর্তে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ আছে ১,৬১,২৩৩ টি
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ১২,৮৮,৫২৫
মোট ফাইলের সংখ্যাঃ ১৯,৬১২
মোট ব্যবহারকারীর সংখ্যাঃ ৪,৭৮,৭৫৩
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ১০ বছর, ৫ মাস ও ২৯ দিন।
এই ব্যবহারকারী বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নয় কিন্তু ভবিষ্যতে হতে ইচ্ছুক।
এটি উইকিপিডিয়ার একটি ব্যবহারকারী পাতা।
এটি কোনো বিশ্বকোষীয় নিবন্ধ নয়। যদি আপনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোনো সাইটে এই পাতাটি দেখতে পান, তবে আপনি উইকিপিডিয়ার একটি অনুলিপি দেখছেন মাত্র। সচেতন থাকুন যে, এই পাতাটি মেয়াদোত্তীর্ণ হতে পারে এবং এই ব্যবহারকারী পাতাটি যার, তিনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের সাথে জড়িত নাও থাকতে পারেন। মূল ব্যবহারকারী পাতাটি পাওয়া যাবে এই ঠিকানায়— https://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী:Mouryan।