প্রাণের মানুষ
প্রাণের মানুষ হল ২০০৩ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন আমজাদ হোসেন [১][২] এর কাহিনি লিখেছেন আলী হোসেন, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আমজাদ হোসেন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাবনূর,[৩] ফেরদৌস আহমেদ, ও শাকিব খান।
প্রাণের মানুষ | |
---|---|
পরিচালক | আমজাদ হোসেন |
প্রযোজক | আজিজুল হক পুটু |
রচয়িতা | আমজাদ হোসেন (সংলাপ) |
চিত্রনাট্যকার | আমজাদ হোসেন |
কাহিনিকার | আলী হাসান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলাউদ্দিন আলী |
চিত্রগ্রাহক | দিলীপ ভৌমিক |
সম্পাদক | জিন্নাত হোসেন জিন্না |
পরিবেশক | আলপনা কথাচিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০০৩ সালের ১১ই জুলাই বাংলাদেশে মুক্তি পায়। এটি ৫ম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারে সমালোচক শাখায় সেরা অভিনেতা (ফেরদৌস) ও সেরা অভিনেত্রী (শাবনূর) বিভাগে দুটি পুরস্কার অর্জন করে এবং ৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচক শাখায় সেরা চলচ্চিত্র পরিচালক - সমালোচক (আমজাদ) ও সেরা চলচ্চিত্র অভিনেতা - সমালোচক (শাকিব) বিভাগে দুটি মনোনয়ন লাভ করে।
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- শাবনূর - স্মৃতি
- ফেরদৌস আহমেদ - অভি
- শাকিব খান - রাজ
- নাসিমা খান - রাজের মা
- শহিদুল আলম সাচ্চু
- ডলি জহুর - অভির মা
- জি এম আনসারী
- মমতাজুর রহমান
- জামিলুর রহমান শাখা
- মাইকেল টুক্কা
- ডন
- ববি - মোসলেম
- প্রিন্স
- শ্যামল জাকারিয়া
- বিনয় ভদ্র
- আদিত্য আলম
- সাগর
- সাফায়েত
- বাঁধন
- এন্টু
- জেরিন
- সেলিনা
- রূপা
- ডলি
- তৃষ্ণা
- হেনা চৌধুরী
- পারুল
- সীমা
- কবিতা রাণী সাহা
- এম এ শহীদ
- পল্লী মালেক
- রবিন
- মঞ্জু
- আলী রাজ - অতিথি চরিত্রে
- আমজাদ হোসেন - রাজের বাবা (অতিথি চরিত্রে)
সঙ্গীত
সম্পাদনাপ্রাণের মানুষ চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী। গানের গীত লিখেছেন আমজাদ হোসেন এবং "পাস্ট ইজ পাস্ট" গানের গীত লিখেছেন মনিরুজ্জামান মনির। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, মনির খান, সুজিত মোস্তফা, ও মমতাজ বেগম।
পুরস্কার
সম্পাদনাপ্রদানের তারিখ | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১২ মে ২০০৪ | সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার | সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) | ফেরদৌস আহমেদ | বিজয়ী | [৪] |
সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) | শাবনূর | বিজয়ী | |||
২১ মে ২০০৪ | মেরিল-প্রথম আলো পুরস্কার | সেরা চলচ্চিত্র পরিচালক (সমালোচক) | আমজাদ হোসেন | মনোনীত | |
সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) | শাকিব খান | মনোনীত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "তিনি নিজেই একটি প্রতিষ্ঠান"। দৈনিক প্রথম আলো। ১৪ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩।
- ↑ "এক নজরে আমজাদ হোসেন"। দৈনিক যুগান্তর। ১৪ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩।
- ↑ মিলু, কামরুজ্জামান (১৭ ডিসেম্বর ২০১৮)। "'রাতে ভক্তদের সঙ্গে নিয়ে কেক কেটেছি'"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩।
- ↑ ইসলাম, সাইফুল (২০০৪)। "ফিজআপ-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড"।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে প্রাণের মানুষ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে প্রাণের মানুষ