৪র্থ মেরিল-প্রথম আলো পুরস্কার

৪র্থ মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের তৃতীয় আয়োজন। ২০০১ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০২ সালে আয়োজিত এই আয়োজন ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হানিফ সংকেত[] তিনি দ্বিতীয়বারের মত এই পুরস্কারের উপস্থাপনা করেন।[]

৪র্থ মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ২০০২
স্থানবাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকহানিফ সংকেত
আলোকপাত
শ্রেষ্ঠ অভিনেতাচলচ্চিত্র
রিয়াজ
টেলিভিশন
জাহিদ হাসান
চলচ্চিত্র
শ্বশুরবাড়ী জিন্দাবাদ
টেলিভিশন
নীলাঞ্জনা
শ্রেষ্ঠ অভিনেত্রীচলচ্চিত্র
শাবনূর
টেলিভিশন
শমী কায়সার
চলচ্চিত্র
শ্বশুরবাড়ী জিন্দাবাদ
টেলিভিশন
নীলাঞ্জনা
 ← ৩য় মেরিল-প্রথম আলো পুরস্কার ৫ম → 

এই আয়োজনে ১৬টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। পাঠক জরিপের ১০টি বিভাগে ৪টি করে মনোনয়ন দেওয়া হয় এবং পাঠকের ভোটে সেরাদের নির্বাচন করা হয়। সমালোচকদের বিচারে ৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

আবুল হায়াত অভিজ্ঞান টিভি নাটকের জন্য সেরা নাট্যকারসেরা নির্দেশক বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন। অন্যদিকে গিয়াস উদ্দিন সেলিম দুটি ভিন্ন টিভি নাটকের (হাউজ ওয়াইফপাপ-পূণ্য) জন্য সেরা নাট্যকার ও সেরা নির্দেশক বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন এবং সেরা নির্দেশক বিভাগে পুরস্কৃত হন।

এই আয়োজনে প্রথমবারের মত আজীবন সম্মাননা প্রদান শুরু হয়। প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী সোহরাব হোসেনকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

বিজয়ী ও মনোনীতদের তালিকা

সম্পাদনা

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

 
সেরা গায়ক বিভাগে বিজয়ী আসিফ আকবর
সেরা মডেল পুরুষ ও নারী বিভাগে বিজয়ী নোবেলমৌ
 
সেরা টিভি অভিনেত্রী (সমালোচক) বিভাগে বিজয়ী আফসানা মিমি
 
সোহরাব হোসেন আজীবন সম্মাননা গ্রহীতা
সেরা চলচ্চিত্র অভিনেতা সেরা চলচ্চিত্র অভিনেত্রী
সেরা টিভি অভিনেতা সেরা টিভি অভিনেত্রী
সেরা গায়ক সেরা গায়িকা
  • আসিফ আকবর - গান: "ও প্রিয়া তুমি কোথায়" (অ্যালবাম - ও প্রিয়া তুমি কোথায়[]
সেরা মডেল (পুরুষ) সেরা মডেল (নারী)
সেরা ব্যান্ড সেরা ম্যাগাজিন অনুষ্ঠান

সমালোচক

সম্পাদনা
সেরা নাট্যকার সেরা নির্দেশক
সেরা টিভি অভিনেতা সেরা টিভি অভিনেত্রী
বিশেষ পুরস্কার - সেরা চিত্রগ্রাহক
  • কামরুল হাসান খসরু - পাপ-পুণ্য

অনুষ্ঠান

সম্পাদনা

পুরস্কার প্রদান

সম্পাদনা
প্রদানকারী পুরস্কারের বিভাগ
ফরিদা পারভীন সেরা গায়ক
মুস্তাফা জামান আব্বাসী সেরা গায়িকা
মাহিন খান সেরা মডেল (পুরুষ)
গোলাম মুস্তাফা সেরা মডেল (নারী)
ববিতা সেরা চলচ্চিত্র অভিনেতা
বুলবুল আহমেদ সেরা চলচ্চিত্র অভিনেত্রী
বশির আহমেদ সেরা ব্যান্ড
মাহবুব জামিল সেরা ম্যাগাজিন অনুষ্ঠান
আনোয়ারা সেরা টিভি অভিনেতা
রাজ্জাক সেরা টিভি অভিনেত্রী
নিতুন কুন্ডু আজীবন সম্মাননা
সেলিম আল দীন সেরা নির্দেশক
আব্দুল লতিফ বাচ্চু সেরা নাট্যকার
মতিউর রহমান সেরা টিভি অভিনেতা (সমালোচক)

পরিবেশনা

সম্পাদনা
পরিবেশক পরিবেশনা
ফরিদা পারভীন, রথীন্দ্রনাথ রায়, কিরণ চন্দ্র রায় গান - "মিলন হবে কত দিনে", "প্রেমের মরা সহজ নয়", "ওরে সাম্পানওয়ালা", "পাগল চণ্ডীদাসে", "পাগল মনরে", "মনে বাবলা পাতার", "সাধের লাউ"
তারিন, অপি করিম, শ্রাবন্তী, বিজরী বরকতুল্লাহ নৃত্য
ফেরদৌস আহমেদশামীম আরা নিপা নৃত্য - "ও প্রাণের রাজা"
জাহিদ হাসান, রিয়াজ, শমী কায়সার যাত্রাপালা
মৌ, তানিয়া, সুইটি, ফয়সাল আহসান, নোবেল ফ্যাশন শো

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  2. "কিছু টুকিটাকি..."দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  3. সাদিয়া শাহরীন, সৈয়দা (৭ মে ২০১৫)। "কে কতটা এগিয়ে..."দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা