তেলুগু ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ
তেলুগু ভাষা হলো দ্রাবিড় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত দক্ষিণ-কেন্দ্রীয় শাখার একটি ভাষা।[১] এটি মূলত ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় সর্বাধিক প্রচলিত ও রাজ্য সরকারি ভাষা।[২] ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ৪র্থ সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ৮ কোটি ১১ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ৬.৭০%।[৩] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ১৬তম সর্বাধিক প্রচলিত ভাষা।[৪]
নিচের তালিকাটি তেলুগু-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।
ক্রম | রাজ্য | তেলুগু ভাষাভাষী সংখ্যার শতকরা হার | তেলুগুভাষীর সংখ্যা | জনসংখ্যা অনুযায়ী ক্রম |
---|---|---|---|---|
১ | অন্ধ্রপ্রদেশ | ৮৩.৫৫% | ৭০৬৬৭৭৮০ | ১ম |
২ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ১৩.২৪% | ৫০৪০৪ | ১০ম |
৩ | পুদুচেরি | ৫.৯৬% | ৭৪৩৪৭ | ৮ম |
৪ | তামিলনাড়ু | ৫.৮৭% | ৪২৩৪৩০২ | ২য় |
৫ | কর্ণাটক | ৫.৮৪% | ৩৫৬৯৪০০ | ৩য় |
৬ | ওড়িশা | ১.৫৯% | ৬৬৭৬৯৩ | ৫ম |
৭ | মহারাষ্ট্র | ১.১৮% | ১৩২০৮৮০ | ৪র্থ |
৮ | গোয়া | ০.৭৬% | ১১১১৬ | ১৮তম |
৯ | ছত্তিশগড় | ০.৬০% | ১৫২১০০ | ৬ষ্ঠ |
১০ | দাদরা ও নগর হাভেলি | ০.২৩% | ৭৭৮ | ৩২তম |
১১ | দমন ও দিউ | ০.১৯% | ৪৬৪ | ৩৩তম |
১২ | সিকিম | ০.১৭% | ১০৩৫ | ৩১তম |
১৩ | দিল্লি | ০.১৫% | ২৫৯৩৪ | ১৪তম |
১৪ | চণ্ডীগড় | ০.১৩% | ১৩৩৯ | ২৭তম |
১৫ | গুজরাত | ০.১২% | ৭৩৫৬৮ | ৯ম |
১৬ | অরুণাচল প্রদেশ | ০.১২% | ১৬৫৩ | ২৪তম |
১৭ | কেরালা | ০.১১% | ৩৫৩৮০ | ১১তম |
১৮ | জম্মু ও কাশ্মীর | ০.১১% | ১৩৯৭০ | ১৭তম |
১৯ | ত্রিপুরা | ০.১০% | ৩৮৪৫ | ২২তম |
২০ | পশ্চিমবঙ্গ | ০.১০% | ৮৮৩৫২ | ৭ম |
২১ | ঝাড়খণ্ড | ০.০৯% | ৩০৭০৪ | ১২তম |
২২ | আসাম | ০.০৯% | ২৬৬৩০ | ১৩তম |
২৩ | লাক্ষাদ্বীপ | ০.০৭% | ৪২ | ৩৫তম |
২৪ | নাগাল্যান্ড | ০.০৬% | ১১৮৮ | ২৯তম |
২৫ | হরিয়ানা | ০.০৪% | ৯৮৩১ | ১৯তম |
২৬ | মেঘালয় | ০.০৪% | ১২৭৭ | ২৮তম |
২৭ | মণিপুর | ০.০৪% | ১০৯৮ | ৩০তম |
২৮ | পাঞ্জাব | ০.০৩% | ৯৫২৩ | ২০তম |
২৯ | উত্তরাখণ্ড | ০.০৩% | ৩১৮৫ | ২৩তম |
৩০ | মধ্যপ্রদেশ | ০.০৩% | ২৪৪১১ | ১৫তম |
৩১ | মিজোরাম | ০.০৩% | ৩৩৪ | ৩৪তম |
৩২ | হিমাচল প্রদেশ | ০.০২% | ১৩৮৩ | ২৬তম |
৩৩ | রাজস্থান | ০.০১% | ৮৩৫০ | ২১তম |
৩৪ | উত্তরপ্রদেশ | - | ১৩৯৭৭ | ১৬তম |
৩৫ | বিহার | - | ১৪৬৭ | ২৫তম |
ভারত | ৬.৭০% | ৮,১১,২৭,৭৪০ | চতুর্থ প্রচলিত ভাষা |
- অন্ধ্রপ্রদেশ
- পূর্ব গোদাবরী জেলা - ৫০৬৭৬২৫ (৯৮.৩২%)
- পশ্চিম গোদাবরী জেলা - ৩৮১৭৬৩৩ (৯৬.৯৭%)
- বিজয়নগরম জেলা - ২২৫৮৪৬৮ (৯৬.৩৩%)
- প্রকাশম জেলা - ৩১৭৩১৪১ (৯৩.৪০%)
- শ্রীকাকুলাম জেলা - ২৪৯৫৫২৪ (৯২.৩২%)
- কৃষ্ণা জেলা - ৪১৬০৫১৩ (৯২.১০%)
- করিমনগর জেলা - ৩৪৬১৫৮২ (৯১.৬৭%)
- বিশাখাপত্তনম জেলা - ৩৯৩০৫০৬ (৯১.৬১%)
- নেল্লোর জেলা - ২৬৩১৮০২ (৮৮.৮১%)
- গুণ্টুর জেলা - ৪২৮৬০৭৩ (৮৭.৬৯%)
- কাডাপা জেলা - ২৪২৬৫৩০ (৮৪.১৮%)
- নলগোণ্ডা জেলা - ২৯৩৬৬৯১ (৮৪.১৭%)
- ওয়ারাঙ্গল জেলা - ২৯০৩৪৭৭ (৮২.৬৬%)
- মাহবুবনগর জেলা - ৩৩৪৬৯২৭ (৮২.৫৮%)
- অনন্তপুর জেলা - ৩৩৩৯৬৭৫ (৮১.৮৩%)
- কর্নুল জেলা - ৩২৪৮১৬৫ (৮০.১৩%)
- মেদক জেলা - ২৪১৬৩৬২ (৭৯.৬৬%)
- চিত্তুর জেলা - ৩৩০৫৪৯০ (৭৯.১৯%)
- রঙ্গারেড্ডি জেলা - ৪১৪৮২০৩ (৭৮.৩২%)
- খাম্মাম জেলা - ২১৩৭২১১ (৭৬.৪০%)
- নিজামাবাদ জেলা - ১৮৩৯৫২০ (৭২.১০%)
- আদিলাবাদ জেলা - ১৬২৭১৮৮ (৫৯.৩৬%)
- হায়দ্রাবাদ জেলা - ১৭০৯৪৭৪ (৪৩.৩৫%)
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
- দক্ষিণ আন্দামান জেলা - ৪২০৮১ (১৭.৬৭%)
- উত্তর ও মধ্য আন্দামান জেলা - ৬৮৩০ (৬.৪৭%)
- নিকোবর জেলা - ১৪৯৩ (৪.০৫%)
- পুদুচেরি
- ইয়ানম জেলা - ৫৪২৫৬ (৯৭.৫৪%)
- পুদুচেরি জেলা - ১৮৭৫৭ (১.৯৭%)
- কারাইকল জেলা - ১৩০৭ (০.৬৫%)
- তামিলনাড়ু
- কৃষ্ণগিরি জেলা - ৪০৫২৬৭ (২১.৫৬%)
- কোয়েম্বাটুর জেলা - ৫৬৪২০৩ (১৬.৩২%)
- তেনি জেলা - ১৫৮৮৪৯ (১২.৭৫%)
- তিরুভেলুর জেলা - ৪১৫০৮৫ (১১.১৩%)
- তিরুপুর জেলা - ২৭৩৭৮৩ (১১.০৪%)
- ইরোড়ু জেলা - ২৩২৩৮২ (১০.৩২%)
- চেন্নাই জেলা - ৪৩২২৯৫ (৯.৩০%)
- নামক্কাল জেলা - ১৫৪৯২৮ (৮.৯৭%)
- বিরুধুনগর জেলা - ১৭২৩৪৩ (৮.৮৭%)
- ভেলোর জেলা - ৩১৮৯১৮ (৮.১০%)
- ধর্মপুরী জেলা - ৯৮০৬৭ (৬.৫১%)
- কারূর জেলা - ৬৮২৪৭ (৬.৪১%)
- সালেম জেলা - ২১১৮৮২ (৬.০৯%)
- দিন্দিগুল জেলা - ১১৭৭৪৭ (৫.৪৫%)
- কাঞ্চীপুরম জেলা - ২০১৮৫৮ (৫.০৫%)
- নীলগিরি জেলা - ২৬৭০৮ (৩.৬৩%)
- মাদুরাই জেলা - ৭৮৪৯০ (২.৫৮%)
- তুতিকোরিন জেলা - ৪৪৫০৩ (২.৫৪%)
- তিরুবন্নামালাই জেলা - ৫৮১৬৩ (২.৩৬%)
- তিরুচিরাপল্লী জেলা - ৫৬৫২১ (২.০৮%)
- পেরম্বালুর জেলা - ৬৭২৩ (১.১৯%)
- ভিল্লুপুরম জেলা - ৩৯৩৮৯ (১.১৪%)
- কডলুর জেলা - ২৪৯৭৪ (০.৯৬%)
- তাঞ্জাবুর জেলা - ১৯২৩৪ (০.৮০%)
- তিরুনেলভেলি জেলা - ২৩৮২৫ (০.৭৭%)
- কর্ণাটক
- চিকবল্লাপুর জেলা - ৩৩৯৭৬১ (২৭.০৭%)
- কোলার জেলা - ৩৪৮২৫৬ (২২.৬৭%)
- বেঙ্গালুরু নগর জেলা - ১৩৪৬০৯৫ (১৩.৯৯%)
- বেঙ্গালুরু গ্রামীণ জেলা - ১২৭২৪৩ (১২.৮৪%)
- বেল্লারী জেলা - ২৩৭৪০৩ (৯.৬৮%)
- রায়চুর জেলা - ১৫৬৪৩১ (৮.১১%)
- চিত্রদুর্গ জেলা - ৮৯৩৮২ (৫.৩৯%)
- যাদগিরি জেলা - ৬১০৫৪ (৫.২০%)
- বিদার জেলা - ৭২৪৬০ (৪.২৫%)
- কোপ্পাল জেলা - ৫৭৮৯৯ (৪.১৭%)
- গুলবার্গা জেলা - ১০৪৭৭৬ (৪.০৮%)
- শিবমোগ্গা জেলা - ৭১২৬০ (৪.০৭%)
- তুমকুর জেলা - ৯০৬৩৯ (৩.৩৮%)
- চামরাজনগর জেলা - ৩৩৫৫২ (৩.২৯%)
- মহীশূর জেলা - ৮৭২৩৯ (২.৯১%)
- দাবণগেরে জেলা - ৫৪৯০৪ (২.৮২%)
- চিকমাগালুর জেলা - ৩১৭০০ (২.৭৯%)
- ধারওয়াড় জেলা - ৪৩৬৪৪ (২.৩৬%)
- রামনগর জেলা - ২৩৯৫৬ (২.২১%)
- হাসান জেলা - ৩৪৭৭০ (১.৯৬%)
- কোড়গু জেলা - ৮৫৯২ (১.৫৫%)
- উত্তর কন্নড় জেলা - ১৯৫৭০ (১.৩৬%)
- মাণ্ড্য জেলা - ২৩৪৫৭ (১.৩০%)
- হাবেরী জেলা - ১৫৫৭৫ (০.৯৮%)
- গদাগ জেলা - ৮৯০৩ (০.৮৪%)
- বেলগাভি জেলা - ৩৯৭৬৪ (০.৮৩%)
- বিজয়পুর জেলা - ১৫৬৬৫ (০.৭২%)
- বাগলকোট জেলা - ১৩০৮৯ (০.৬৯%)
- ওড়িশা
- গজপতি জেলা - ৮৯৭১০ (১৫.৩৩%)
- রায়গড়া জেলা -১০০৯১১ (১০.৪৩%)
- গঞ্জাম জেলা - ২৫৩১৮৯ (৭.১৭%)
- কোরাপুট জেলা - ৪৭৭১০ (৩.৪৬%)
- মালকানগিরি জেলা - ১৮১৯৩ (২.৯৭%)
- পুরী জেলা - ৩২৫৬৫ (১.৯২%)
- খোর্দ্ধা জেলা - ৩৭৯৪৯ (১.৬৯%)
- বড়গড় জেলা - ১৩১৮৮ (০.৮৯%)
- কটক জেলা - ২০৬০০ (০.৭৮%)
- জগৎসিংহপুর জেলা - ৭৩৫৫ (০.৬৫%)
- নবরঙ্গপুর জেলা - ৭৪৮৬ (০.৬১%)
- ঝারসুগুড়া জেলা - ৩১৭৯ (০.৫৫%)
- মহারাষ্ট্র
- গড়চিরোলী জেলা - ৯৫২০০ (৮.৮৭%)
- সোলাপুর জেলা - ২১৭৫১৪ (৫.০৪%)
- ওসমানাবাদ জেলা - ৭০৪১১ (৪.২৫%)
- চন্দ্রপুরা জেলা - ৫৬৮৩৫ (২.৫৮%)
- মুম্বই শহর জেলা - ৭২৯৭৭ (২.৩৭%)
- নান্দেড় জেলা - ৭২৫১৩ (২.১৬%)
- পুণে জেলা - ১৫৯১৮৫ (১.৬৯%)
- যাবৎমল জেলা - ৪৬৭৭৩ (১.৬৯%)
- মুম্বই উপনগরী জেলা - ১৩০২৯৮ (১.৩৯%)
- থানে জেলা - ১৪৬৬৬৯ (১.৩৩%)
- আহমদনগর জেলা - ৫৬৩৮৫ (১.২৪%)
- জালনা জেলা - ১৭৪৮৮ (০.৮৯%)
- লাতুর জেলা - ১৭৫৯১ (০.৭২%)
- হিঙ্গোলি জেলা - ৭৯০৯ (০.৬৭%)
- নাগপুর জেলা - ২৭৯৮৫ (০.৬০%)
- পরভানি জেলা - ১১০৯৭ (০.৬০%)
- বুলদানা জেলা - ১৫২৫৭ (০.৫৯%)
- ওয়াসিম জেলা - ৬৭১২ (০.৫৬%)
- রায়গড় জেলা - ১৪২৪৫ (০.৫৪%)
- সাতারা জেলা - ১৫৬৫৯ (০.৫২%)
- সাংলী জেলা - ১৪০৩৯ (০.৫০%)
- গোয়া
- দক্ষিণ গোয়া জেলা - ৫৫৩৫ (০.৮৬%)
- উত্তর গোয়া জেলা - ৫৫৮১ (০.৬৮%)
- ছত্রিশগড়
- বিজাপুর জেলা - ৪৪১৫৮ (১৭.৩০%)
- দুর্গ জেলা - ৫০৬৩৯ (১.৫১%)
- দান্তেওয়াড়া জেলা - ৭৮৫৯ (১.৪৭%)
- দিল্লি
- নয়াদিল্লি - ১৭৬৫ (১.২৪%)
- গুজরাত
- সুরাট জেলা - ৩৫৩২১ (০.৫৮%)
- কচ্ছ জেলা - ১০৭২০ (০.৫১%)
- কেরল
- পালঘাট জেলা - ১৬১০৩ (০.৫৭%)
- জম্মু ও কাশ্মীর
- লেহ জেলা - ৭৯৩ (০.৫৯%)
- পশ্চিমবঙ্গ
- পশ্চিম মেদিনীপুর জেলা - ৪৪৫৯৮ (০.৭৩%)
- ঝাড়খণ্ড
- পূর্ব সিংভূম জেলা - ২২২৯৮ (০.৯৭%)
- আসাম
- তিনসুকিয়া জেলা - ৬৬৮৩ (০.৫০%)
২০০১
সম্পাদনা২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী তেলুগুভাষীর তালিকা নিম্নরূপ:[৭][৮]
রাজ্য ক্রম | রাজ্য | গুজরাতীভাষী সংখ্যা |
---|---|---|
— | ভারত | ৭,৪০,০২,৮৫৬ ৭.১৯% |
১ | জম্মু ও কাশ্মীর | ৭৫০৯ |
২ | হিমাচল প্রদেশ | ১১৭৬ |
৩ | পাঞ্জার | ৭২৯৬ |
৪ | চণ্ডীগড় | ১৩৮০ |
৫ | উত্তরাখণ্ড | ১৮৮২ |
৬ | হরিয়ানা | ৬২৪৮ |
৭ | দিল্লি | ২৮০৬৭ |
৮ | রাজস্থান | ৮৪৬৭ |
৯ | উত্তর প্রদেশ | ৭৬৪৫ |
১০ | বিহার | ১৩৭৮ |
১১ | সিকিম | ৩৪০ |
১২ | অরুণাচল প্রদেশ | ১৫৭৩ |
১৩ | নাগাল্যান্ড | ১২৮৬ |
১৪ | মণিপুর | ৬৯৯ |
১৫ | মিজোরাম | ২২৮ |
১৬ | ত্রিপুরা | ৩৮১২ |
১৭ | মেঘালয় | ৫৬০ |
১৮ | আসাম | ২৭৪৬৩ |
১৯ | পশ্চিমবঙ্গ | ২০৮৭৬৯ |
২০ | ঝাড়খণ্ড | ৩৫৯৫৭ |
২১ | ওড়িশা | ৭১২৬১৪ |
২২ | ছত্তিশগড় | ১৪৮১৩১ |
২৩ | মধ্যপ্রদেশ | ২৬৬০২ |
২৪ | গুজরাত | ৬৮৭৪৩ |
২৫ | দমন ও দিউ | ২৯৮ |
২৬ | দাদরা ও নগর হাভেলি | ৬০৭ |
২৭ | মহারাষ্ট্র | ১৪০৫৯৫৮ |
২৮ | অন্ধ্রপ্রদেশ | ৬৩৯০৪৭৯১ |
২৯ | কর্ণাটক | ৩৬৯৮৬৫৭ |
৩০ | গোয়া | ১১৯২৬ |
৩১ | লাক্ষাদ্বীপ | ২৮ |
৩২ | কেরল | ৪৮৬৩৩ |
৩৩ | তামিলনাড়ু | ৩৫২৭৫৯৪ |
৩৪ | পুদুচেরি | ৫০৯০৮ |
৩৫ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৪৫৬৩১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Dravidian Language Family"। National Virtual Translation Center। ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-১১-১৩।
- ↑ "Making Telugu compulsory: Mother tongues, the last stronghold against Hindi imposition"।
- ↑ "বক্তার সংখ্যা অনুসারে তফসিলভুক্ত ভাষা - ২০০১"। ভারতের জনগননা। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (২০০৭-এ পৃথিবীর ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin।
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ https://censusindia.gov.in/2011Census/Language_MTs.html
- ↑ https://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/parta.htm
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm