সোলাপুর জেলা
সোলাপুর জেলা ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি প্রশাসনিক জেলা। সোলাপুর শহর জেলা সদর। এটি রাজ্যের দক্ষিণ পূর্ব প্রান্তে ভীমা এবং সিনা নদীর অববাহিকায় অবস্থিত।[২] পুরো জেলাটি দিয়েই ভীমা নদী বয়ে গেছে। [৩]
সোলাপুর জেলা | |
---|---|
মহারাষ্ট্রের জেলা | |
মহারাষ্ট্রের মধ্যে সোলাপুরের অবস্থান | |
স্থানাঙ্ক (সোলাপুর): ১৭°৫০′ উত্তর ৭৫°৩০′ পূর্ব / ১৭.৮৩৩° উত্তর ৭৫.৫০০° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
বিভাগ | পুণে বিভাগ[১] |
কেন্দ্রস্থান | সোলাপুর |
তালুকা | ১. আক্কালকোট, ২. বার্ষি, ৩. কার্মালা, ৪. মাধা, ৫. মালশিরাস, ৬. মঙ্গলবেদ, ৭. মোহল, ৮. পন্ধরপুর, ৯. সাঙ্গোলা, ১০. সোলাপুর উত্তর এবং ১১. সোলাপুর দক্ষিণ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | ১. সোলাপুর লোকসভা কেন্দ্র, ২. মাধা লোকসভা কেন্দ্র (সাতারা জেলার সাথে ভাগ করে নেওয়া), ৩. ওসমানাবাদ লোকসভা কেন্দ্র (ওসমানাবাদ জেলার সাথে ভাগ করে নেওয়া) ( Election Commission website) |
আয়তন | |
• মোট | ১৪,৮৪৫ বর্গকিমি (৫,৭৩২ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৪৩,১৭,৭৫৬ |
• জনঘনত্ব | ২৯০/বর্গকিমি (৭৫০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৩১.৮৩% |
জনমিতি | |
• সাক্ষরতা | ৭১.২% |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+05:30) |
জাতীয় সড়ক | জাতীয় সড়ক ৬৫, জাতীয় সড়ক ৫২, জাতীয় সড়ক ২০৪, জাতীয় সড়ক ৩৬১, জাতীয় সড়ক ৪৬৫, জাতীয় সড়ক ১৫০-ই |
গড় বার্ষিক বৃষ্টিপাত | ৫৪৫.৪ মি.মি. |
ওয়েবসাইট | http://solapur.gov.in/ |
জনমিতি
সম্পাদনা২০১১ সালের জনগণনা অনুযায়ী সোলাপুর জেলার জনসংখ্যা ৪,৩১৭,৭৫৬ জন। জনসংখ্যার বিচারে ভারতের ৬৪০টি জেলার মধ্যে সোলাপুরের স্থান ৪৩তম। জেলায় জনসংখ্যার ঘনত্ব ২৯০ জন প্রতি বর্গকিলোমিটার (৭৫০ জন/বর্গমাইল)। ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে জেলার জনসংখ্যা-বৃদ্ধির হার ছিল ১২.১ শতাংশ। জেলার লিঙ্গানুপাত প্রতি ১০০০ জন পুরুষ পিছু ৯৩২ জন নারী এবং সাক্ষরতার হার ৭৭.৭২ শতাংশ।
২০১১ সালের জনগণনার তথ্য অনুযায়ী, ৭৩.১৩% জনগণ মারাঠি, ৯.২৮% জনগণ কন্নড, ৭.৮০% জনগণ হিন্দি, ৫.০৪% তেলুগু এবং ৩.৯৪% উর্দু তাদের প্রথম ভাষা হিসেবে ব্যবহার করেন.[৪]
বছর | জন. | ±% |
---|---|---|
১৯০১ | ৮,৭৫,৩৬৮ | — |
১৯১১ | ৯,৪৬,৭৬১ | +৮.২% |
১৯২১ | ৯,০০,২৬৭ | −৪.৯% |
১৯৩১ | ১০,৫৮,৯৫৯ | +১৭.৬% |
১৯৪১ | ১২,১৫,৯৫৩ | +১৪.৮% |
১৯৫১ | ১৪,৯০,৪৪৬ | +২২.৬% |
১৯৬১ | ১৮,৪৩,১০২ | +২৩.৭% |
১৯৭১ | ২২,৩৩,৩৬৯ | +২১.২% |
১৯৮১ | ২৫,৮৮,১৩৯ | +১৫.৯% |
১৯৯১ | ৩২,৩১,০৫৭ | +২৪.৮% |
২০০১ | ৩৮,৪৯,৫৪৩ | +১৯.১% |
২০১১ | ৪৩,১৭,৭৫৬ | +১২.২% |
প্রশাসনিক বিভাগ
সম্পাদনাসোলাপুর জেলা প্রশাসনিক উদ্দেশ্যে এগারোটি মহকুমায় বিভক্ত, যেগুলির আবার ছোট ছোট উপবিভাগ রয়েছে। তালুকগুলি হ'ল উত্তর সোলাপুর, দক্ষিণ সোলাপুর, আককলকোট, বারশি, মঙ্গলবেদ, পন্ধরপুর, সাঙ্গোলা, মালশিরাস, মোহল, মাধ ও করমালা।.[৫]
পর্যটন
সম্পাদনা- সিদ্ধেশ্বর মন্দির এবং হ্রদ - সিদ্ধেশ্বর মন্দিরটি সোলাপুরের একটি বিখ্যাত মন্দির। এটি হিন্দুদের মধ্যে লিঙ্গায়াত মতানুসারীদের কাছে বিশেষভাবে পবিত্র। মন্দির কমপ্লেক্সের মধ্যে একটি হ্রদ রয়েছ
- বুয়কোট দুর্গ - এটি সিদ্ধেশ্বর মন্দির, সোলাপুরের নিকটে অবস্থিত একটি দুর্গ।
- পন্ধরপুর (ভগবান বিঠোবা মন্দির, ১, ২)- পন্ধরপুর বিঠোবা অনুরাগীদের কাছে পবিত্রতম তীর্থস্থান। আষাড়ী একাদশী তে এখানে পালকি যাত্রা হয়।
- আক্কালকোট (স্বামী সমর্থ মহারাজ মন্দির)
- গণগাপুর - শ্রী দত্তাত্রেয় মন্দির
- দহিগাঁ - জৈন মন্দির
- নাগনাথ মহারাজ মন্দিরের ওডওয়াল (মোহল)
- কর্মমালা - শ্রী কমলা ভবানী মন্দির
- বারশি - ভগবন্ত মন্দির
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sushant Kulkarni (৩ জুলাই ২০১৫)। "Anti-Corruption Bureau: Pune Unit records highest number of bribery traps in state"। The Indian Express। Pune। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫।
- ↑ Shri Mahadev Dada Tonpe, Mahavir Shah। "सोलापूर जिल्हा"। Solapur Pune Pravasi Sanghatna (Marathi ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫।
- ↑ "Solapur District Geographical Information"। ২৩ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০০৬।
- ↑ 2011 Census of India, Population By Mother Tongue
- ↑ "Geographical information" (পিডিএফ)। Solapur district। ২০১৮-০২-০৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৪।