জালনা জেলা
জালনা জেলা পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি প্রশাসনিক জেলা। জালনা শহর জেলা সদর। জেলাটি ঔরঙ্গাবাদ বিভাগের অন্তর্গত।
জালনা জেলা | |
---|---|
জেলা | |
দেশ | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
প্রশাসনিক বিভাগ | ঔরঙ্গাবাদ বিভাগ |
সদর শহর | জালনা |
আয়তন | |
• মোট | ৭,৬১২ বর্গকিমি (২,৯৩৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,৫৯,০৪৬ |
• জনঘনত্ব | ২০৯/বর্গকিমি (৫৪০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | মারাঠি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
ডাক সূচক সংখ্যা | ৪৩১২০৩/৪৩১২১৩ |
আইএসও ৩১৬৬ কোড | IN-MH |
তালুক | ১. জালনা ২. আম্বাড, ৩. Bhokardan, ৪. বাদনাপুর, ৫. Ghansavangi, ৬. Partur, ৭. Mantha, ৮. জাফরাবাদ |
লোকসভা কেন্দ্র | ১. জালনা লোকসভা কেন্দ্র (ঔরঙ্গাবাদ জেলার সাথে ভাগ করে নেওয়া) ২. পার্বণী লোকসভা কেন্দ্র (পার্বণী জেলার সাথে ভাগ করে নেওয়া) |
ওয়েবসাইট | http://jalna.gov.in/ |
ভূগোল
সম্পাদনাজেলাটি মহারাষ্ট্রে মারাঠওয়াড়া অঞ্চলের উত্তরে - আটটি জেলার অন্যতম। এটি ঔরঙ্গাবাদ বিভাগের অংশ। জেলাটি উত্তরে জলগাঁও জেলা দ্বারা, পূর্বদিকে পার্বণী জেলা এবং বুলধানা জেলা, দক্ষিণে বীড জেলা এবং পশ্চিমে ঔরঙ্গাবাদ জেলা দ্বারা সীমাবদ্ধ।
জেলাটির আয়তন ৭৭১৮ বর্গকিলোমিটার (২৯৮০ বর্গ মাইল)। জেলার ভৌগোলিক অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের পরিসীমা ১৯.০১' উত্তর থেকে ২১.০৩' উত্তর এবং ৭৪.০৪'পূর্ব থেকে ৭৬.০৪'পূর্ব। মৃদু থেকে মাঝারি ঢাল সহ মোটামুটি সমতল। জেলার উত্তরাঞ্চলে রয়েছে অজন্তা ও সাতমালা পর্বতমালা।
নদী ও হ্রদ
সম্পাদনাগোদাবরী নদী জেলার দক্ষিণ সীমানা ধরে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত প্রবাহিত। গোদাবরীর অন্যতম প্রধান শাখা পূর্ণা নদীও এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত। দুধনা, পূর্ণার প্রধান শাখা নদী, এবং কেলনা ও গিরিজা, পূর্ণার শাখা নদী, এবং পাশাপাশি গুলতি ও কুণ্ডলিকাকে বাঁধ দিয়ে জলাধার তৈরি হয়েছে, যা জালনা শহরে জল সরবরাহ করে ।
ইতিহাস
সম্পাদনাজালনা আগে হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের একটি অংশ ছিল। ১৯৪৮ সালে ভারতের স্বাধীনতার পরে এটি ঔরঙ্গাবাদ জেলার অংশ হয়ে যায়। ১৯৮১ সালের ১লা মে, বর্তমান জেলাটি ঔরঙ্গাবাদ জেলার জালনা, ভোকারদন, জাফরাবাদ ও আম্বাদ উপজেলা এবং পার্বণী জেলার পার্টুর উপজেলা নিয়ে গঠিত হয়।[১]
বিভাগ
সম্পাদনামুখ্যমন্ত্রী আবদুল রেহমান আন্তুলের আমলে এই জেলা গঠিত হয়েছিল। জেলাটি দুটি উপ-বিভাগে বিভক্ত, জলনা এবং পার্তুর। এগুলি আরও আটটি তালুকায় বিভক্ত: জালনা, আম্বাদ, ভোকারদন, বদনপুর, ঘনসভাঙ্গী, পারতুর, মান্থা ও জাফরাবাদ। জেলায় মোট ৯৭০টি গ্রাম রয়েছে।
জেলায় মহারাষ্ট্র রাজ্য বিধানসভায় (বিধানসভা) পাঁচটি নির্বাচনী অঞ্চল রয়েছে:
- পার্তুর (বিধানসভার নির্বাচনী এলাকা)
- ঘনসওয়াঙ্গী(বিধানসভার নির্বাচনী এলাকা)
- জালনা (বিধানসভার নির্বাচনী এলাকা)
- বদনপুর (বিধানসভার নির্বাচনী এলাকা)
- ভোকারদান (বিধানসভার নির্বাচনী এলাকা)
জনমিতি
সম্পাদনা২০১১ সালের জনগণনা অনুযায়ী জালনা জেলার জনসংখ্যা ১,৯৫৯,০৪৬ জন [২] যা প্রায় লেসোথো[৩] রাষ্ট্রের জনসংখ্যা অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো [৪] রাজ্যের জনসংখ্যার সমতুল্য। জনসংখ্যার বিচারে ভারতের ৬৪০টি জেলার মধ্যে চিক্কবল্লাপুরের স্থান ২৩৭তম। জেলায় জনসংখ্যার ঘনত্ব ২৫৫ জন প্রতি বর্গকিলোমিটার (৬৬০ জন/বর্গমাইল) । ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে জেলার জনসংখ্যা-বৃদ্ধির হার ছিল ২১.৮৪ শতাংশ।[৫] জেলার লিঙ্গানুপাত প্রতি ১০০০ জন পুরুষ পিছু ৯২৯ জন নারী এবং সাক্ষরতার হার ৭৩.৬১ শতাংশ[৫]।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Introduction"। Jalna district। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;districtcensus
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Benin 9,325,032
- ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
North Carolina 9,535,483
- ↑ ক খ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।