চন্দনাইশ উপজেলা

চট্টগ্রাম জেলার একটি উপজেলা

চন্দনাইশ বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা

চন্দনাইশ
উপজেলা
মানচিত্রে চন্দনাইশ উপজেলা
মানচিত্রে চন্দনাইশ উপজেলা
স্থানাঙ্ক: ২২°১২′৩৮″ উত্তর ৯২°২′৩৯″ পূর্ব / ২২.২১০৫৬° উত্তর ৯২.০৪৪১৭° পূর্ব / 22.21056; 92.04417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
প্রতিষ্ঠাকাল১৯৭৬
সংসদীয় আসন২৯১ চট্টগ্রাম-১৪
সরকার
 • সংসদ সদস্যপদশূন্য
 • উপজেলা চেয়ারম্যানপদশূন্য []
আয়তন
 • মোট২০১.৯৯ বর্গকিমি (৭৭.৯৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২,৩৩,০১৭
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৩.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৮০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১৫ ১৮
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

চন্দনাইশ উপজেলার আয়তন ২০১.৯৯ বর্গ কিলোমিটার (৪৯,৯১৩ একর)।[] চট্টগ্রাম জেলার দক্ষিণাংশে ২২°০২´ থেকে ২২°০৮´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৯´ থেকে ৯২°০৯´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে চন্দনাইশ উপজেলার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। এ উপজেলার উত্তরে পটিয়া উপজেলারাঙ্গুনিয়া উপজেলা, দক্ষিণে সাতকানিয়া উপজেলা, পূর্বে বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলাসাতকানিয়া উপজেলা, পশ্চিমে পটিয়া উপজেলাআনোয়ারা উপজেলা[]

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

চন্দনাইশ উপজেলায় ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ চন্দনাইশ উপজেলার প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন।

পৌরসভাসমূহ:
ইউনিয়নসমূহ:[]

ইতিহাস ও নামকরণ

সম্পাদনা

চন্দনাইশ ছিল পটিয়া উপজেলার একটি অংশ। ১৯৭৬ সালে পটিয়া থেকে বিচ্ছিন্ন করে চন্দনাইশ থানার সৃষ্টি করা হয়। ১৯৮৩ সালের ২ জুলাই চন্দনাইশ থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে নানান ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার মত গুণীজন উপহার দিয়েছে চন্দনাইশ। কথিত আছে চন্দন কাঠ থেকে চন্দনাইশ নামকরণ হয়েছে।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চন্দনাইশ উপজেলার মোট জনসংখ্যা ২,৩৩,০১৭ জন। এর মধ্যে পুরুষ ১,১৭,৪১৮ জন এবং মহিলা ১,১৫,৫৯৯ জন। মোট পরিবার ৪৪,৪৩৮টি।[] মোট জনসংখ্যার ৮৪% মুসলিম, ১৩% হিন্দু এবং ৩% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।[]

শিক্ষা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চন্দনাইশ উপজেলার সাক্ষরতার হার ৫৩.৬%।[] এ উপজেলায় ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ১টি বেসরকারি মেডিকেল কলেজ, ১টি বিশ্ববিদ্যালয় কলেজ, ৩টি ডিগ্রী কলেজ (১টি মহিলা সহ), ৬টি ফাজিল মাদ্রাসা, ৩টি স্কুল এন্ড কলেজ (১টি কারিগরী সহ), ৪টি আলিম মাদ্রাসা, ২৪টি মাধ্যমিক বিদ্যালয় (৫টি বালিকা সহ), ৮টি দাখিল মাদ্রাসা (১টি বালিকা সহ), ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৯০টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

বিশ্ববিদ্যালয়

সম্পাদনা
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিজিসিটাব ২০০১ বিজিসি বিদ্যানগর, চন্দনাইশ, চট্টগ্রাম সাধারণ বেসরকারি https://www.bgctub.ac.bd/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

মেডিকেল কলেজ

সম্পাদনা
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ বিজিসিটিএমসি ২০০২ চন্দনাইশ, চট্টগ্রাম সাধারণ বেসরকারি
ক্রম নং প্রতিষ্ঠানের নাম অবস্থান পর্যায়
১৪ গাছবাড়িয়া সরকারি কলেজ চন্দনাইশ ১১-স্নাতক (সম্মান)
৩৮ আমানতছফা বদরুন্নেছা মহিলা ডিগ্রী কলেজ চন্দনাইশ ১১-স্নাতক
৬৪ বরমা ডিগ্রী কলেজ বরমা, চন্দনাইশ ১১-স্নাতক
৭৯ সাতবাড়িয়া অলি আহমেদ বীর বিক্রম কলেজ সাতবাড়িয়া, চন্দনাইশ ১১-স্নাতক
১২৩ জামালুর রহমান খান বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজ দোহাজারী, চন্দনাইশ ৬-১২ (কারিগরী শিক্ষা সহ)
১৩০ দিয়াকুল সানোয়ারা আদর্শ স্কুল এন্ড কলেজ দোহাজারী, চন্দনাইশ ৬-১২
১৫১ বেগম গুলচেমনারা একাডেমী স্কুল এন্ড কলেজ কাঞ্চনাবাদ, চন্দনাইশ ৬-১২

মাদ্রাসা

সম্পাদনা
ক্রম নং প্রতিষ্ঠানের নাম অবস্থান পর্যায়
৮৬ হাশিমপুর ইসলামিয়া মুকবুলিয়া কামিল মাদরাসা হাশিমপুর, চন্দনাইশ স্নাতক সমমান
৩৭ চাগাচর মুছাবিয়া নছিমিয়া ফাজিল মাদ্রাসা দোহাজারী, চন্দনাইশ স্নাতক সমমান
৪১ জাফরাবাদ ফাজিল মাদ্রাসা বৈলতলী, চন্দনাইশ স্নাতক সমমান
৪২ জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা দোহাজারী, চন্দনাইশ স্নাতক সমমান
৪৭ জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা চন্দনাইশ স্নাতক সমমান
৫১ পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা কাঞ্চনাবাদ, চন্দনাইশ স্নাতক সমমান
১০৮ বরকল ছালামতিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা বরকল, চন্দনাইশ উচ্চ মাধ্যমিক সমমান
১০৯ বরমা ইসলামিয়া আলিম মাদ্রাসা বরমা, চন্দনাইশ উচ্চ মাধ্যমিক সমমান
১২৮ সাতবাড়িয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসা সাতবাড়িয়া, চন্দনাইশ উচ্চ মাধ্যমিক সমমান
১৩২ হাছনদণ্ডী মোহাম্মদিয়া এম রহমান সিনিয়র মাদ্রাসা দোহাজারী, চন্দনাইশ উচ্চ মাধ্যমিক সমমান

স্বাস্থ্য

সম্পাদনা

চন্দনাইশ উপজেলায় ২টি হাসপাতাল, ২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৫টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, ১০টি পরিবার পরিকল্পনা কেন্দ্র ও ১০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।[] উল্লেখযোগ্য হাসপাতাল হলো:

  • ইব্রাহিম ইকবাল মেমোরিয়াল হসপিটাল, কাঞ্চনাবাদ।
  • আমরা হাসপাতাল, বরকল।
  • ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চন্দনাইশ সদর।
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোহাজারী।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

চন্দনাইশ উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। চট্টগ্রাম-আনোয়ারা সড়কের বরকল ব্রিজ এর উপর দিয়ে এই উপজেলায় যোগাযোগ করা যায়। সব ধরনের যানবাহনে যাতায়াত করা যায়। এছাড়া এ উপজেলায় রয়েছে ৯১ কিলোমিটার পাকারাস্তা, ৪৫০ কিলোমিটার আধা-পাকারাস্তা, ৭০০ কিলোমিটার কাঁচারাস্তা।[]

এ উপজেলায় রেল যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। মোট রেলস্টেশন ৪টি:

  • দোহাজারী
  • হাশিমপুর
  • খানহাট
  • কাঞ্চনাবাদ

নদীপথ ও যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। চানখালী নদী দ্বারা চট্টগ্রাম শহরে যাতায়াত করা যায়। এছাড়া সাঙ্গু নদীর মাধ্যমে অন্যান্য উপজেলার সাথে যোগাযোগব্যবস্থা আছে।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

চন্দনাইশ উপজেলায় ২৭৫টি মসজিদ, ৭০টি মন্দির ও ১১টি বৌদ্ধ বিহার রয়েছে।[] হাশিমপুর বাগিচা হাটে অবস্থিত কদম রসুল (দ) মসজিদ ও সাতবাড়ীয়া অবস্থিত বহরমপাড়া (গাইবী আযান) জামে মসজিদ এবং চন্দনাইশ পৌরসভা অবস্থিত আল্লামা মুফতি মুহাম্মদ শফিউর রহমান (রহ) জামে মসজিদ এবং সাতবাড়ীয়া শান্তি বিহার বিখ্যাত।

অর্থনীতি

সম্পাদনা

উল্লেখযোগ্য রপ্তানী দ্রব্য: রেলওয়ে স্লিপার, কাঠের ফার্নিচার, পেয়ারা ও লেবু।[] চন্দনাইশের হাশিমপুর ও কাঞ্চননগর গ্রামে রয়েছে প্রায় ২ হাজার পেয়ারা বাগান। এসব বাগানে প্রতিবছর উৎপাদিত হয় প্রচুর পেয়ারা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাদামতল, খানহাট রেলস্টেশন, বাগিচা হাট ও রৌশন হাটে প্রতিদিন সকালে পেয়ারার হাট বসে।[] দোহাজারীতে উৎপাদিত শাকসবজি থেকে চট্টগ্রামের চাহিদার বড় অংশের যোগান আসে।

ব্যাংক

সম্পাদনা

বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চন্দনাইশ উপজেলায় অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:

ক্রম নং ব্যাংকের ধরন ব্যাংকের নাম শাখা ব্যাংকিং পদ্ধতি ঠিকানা
০১ রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক দোহাজারী শাখা[] সাধারণ দোহাজারী, চট্টগ্রাম
০২ জনতা ব্যাংক দোহাজারী শাখা[] দোহাজারী, চট্টগ্রাম
০৩ রূপালী ব্যাংক খান হাট শাখা[১০] হাজী রিনভী প্লাজা (২য় তলা), খান হাট, চন্দনাইশ
০৪ সোনালী ব্যাংক চন্দনাইশ শাখা[১১] চন্দনাইশ, চট্টগ্রাম
০৫ দোহাজারী শাখা[১২] দোহাজারী, চট্টগ্রাম
০৬ মৌলভীবাজার শাখা[১৩] মৌলভীবাজার, চট্টগ্রাম
০৭ রওশন হাট শাখা[১৪] চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, রওশন হাট, চন্দনাইশ
০৮ বেসিক ব্যাংক দোহাজারী শাখা[১৫] বিশেষায়িত জনকল্যাণ টাওয়ার (১ম তলা), মেইন রোড, দোহাজারী, চট্টগ্রাম
০৯ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক দোহাজারী উপশাখা[১৬] সাধারণ এফ জি হাবিব প্লাজা, রেল স্টেশন রোড, দোহাজারী, চট্টগ্রাম
১০ রওশনহাট উপশাখা[১৭] রেজিয়া নাহার কমপ্লেক্স, কাঞ্চনাবাদ, চন্দনাইশ, চট্টগ্রাম
১১ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চন্দনাইশ শাখা[১৮] সিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স, বাসা নং ৮৫১, গাছবাড়িয়া খান হাট, ৯নং ওয়ার্ড, চন্দনাইশ পৌরসভা, চট্টগ্রাম
১২ দোহাজারী শাখা[১৯] এ কে টাওয়ার (১ম তলা), খাসমহল রোড, দোহাজারী, চট্টগ্রাম
১৩ বৈলতলী উপশাখা[২০] ইউনুস মার্কেট, দাগ আরএস ৭০৪, খতিয়ান আরএস ৭৭১, জাফরাবাদ, বৈলতলী, চন্দনাইশ, চট্টগ্রাম
১৪ ইস্টার্ন ব্যাংক দোহাজারী শাখা[২১] হাজারী টাওয়ার (১ম তলা), দোহাজারী, চট্টগ্রাম
১৫ এনআরবি কমার্শিয়াল ব্যাংক গাছবাড়িয়া রেজিঃ উপশাখা[২২] গাছবাড়িয়া ভূমি রেজিস্ট্রেশন অফিস, গাছবাড়িয়া, চন্দনাইশ, চট্টগ্রাম
১৬ আল-আরাফাহ ইসলামী ব্যাংক দোহাজারী শাখা[২৩] ইসলামী শরিয়াহ্ ভিত্তিক হাজারী টাওয়ার (১ম তলা), দোহাজারী, চট্টগ্রাম
১৭ ইউনিয়ন ব্যাংক দোহাজারী শাখা[২৪] শামসুদ্দিন সুপার মার্কেট (২য় তলা), দোহাজারী স্টেশন রোড, দোহাজারী, চট্টগ্রাম
১৮ খানহাট উপশাখা[২৫] রিভাইন হাজী প্লাজা (২য় তলা), আরাকান রোড, খানহাট, গাছবাড়িয়া, চন্দনাইশ, চট্টগ্রাম
১৯ রওশনহাট উপশাখা[২৬] আল নূর মার্কেট (২য় তলা), রওশনহাট, আরাকান রোড, কাঞ্চনাবাদ, চন্দনাইশ, চট্টগ্রাম
২০ ইসলামী ব্যাংক বাংলাদেশ চন্দনাইশ শাখা[২৭] হাজী ইনু মিয়া শপিং কমপ্লেক্স (২য় তলা), খানহাট, চন্দনাইশ, চট্টগ্রাম
২১ দোহাজারী শাখা[২৮] হাজারী টাওয়ার, আরাকান রোড, দোহাজারী, চট্টগ্রাম
২২ রওশনহাট উপশাখা[২৯] আমিন বাড়ী টাওয়ার, রওশনহাট, কাঞ্চনাবাদ, চন্দনাইশ, চট্টগ্রাম
২৩ এক্সিম ব্যাংক দোহাজারী শাখা[৩০] হাজারী টাওয়ার (১ম তলা), আরাকান রোড, দোহাজারী, চট্টগ্রাম
২৪ গ্লোবাল ইসলামী ব্যাংক দোহাজারী শাখা[৩১] সাদেক টাওয়ার (নিচ তলা), দোহাজারী, চট্টগ্রাম
২৫ রওশনহাট শাখা[৩২] চৌধুরী টাওয়ার (বিজিসি ট্রাস্ট সংলগ্ন), কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম
২৬ চন্দনাইশ উপশাখা[৩৩] হাজী নাসির সুপার মার্কেট, চন্দনাইশ, চট্টগ্রাম
২৭ সাতবাড়িয়া উপশাখা[৩৪] টিংকু মার্কেট, নাজিরহাট, সাতবাড়িয়া, চন্দনাইশ, চট্টগ্রাম
২৮ বাদামতল উপশাখা[৩৫] হাজী এম এ মার্কেট, বাদামতল, কাঞ্চন নগর, চন্দনাইশ, চট্টগ্রাম
২৯ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চন্দনাইশ শাখা[৩৬] সিরাজ মার্কেট (ইউনিট ২), জাফরাবাদ, বৈলতলী, চন্দনাইশ, চট্টগ্রাম
৩০ চন্দনাইশ সদর উপশাখা[৩৭] হাজী আবদুল জব্বার মার্কেট, বরকল রোড (চন্দনাইশ সদর ডাকঘরের সামনে), চন্দনাইশ, চট্টগ্রাম

ব্যবসা বাণিজ্য

সম্পাদনা

ব্যবসা-বাণিজ্যের দিক থেকে চন্দনাইশের যথেষ্ট ঐতিহ্য ও সুনাম রয়েছে। এ অঞ্চলে উৎপাদিত পেয়ারা সমগ্র দেশে বিক্রি হয়। বিশেষ করে কাঞ্চননগরের পেয়ারা অতি সুস্বাদু ও জনপ্রিয়। তাছাড়া লেবুআনারস ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান্। চন্দনাইশ এর সবজি দেশের চাহিদা মিটিয়ে থাকে।

চন্দনাইশের শঙ্খ নদীর চরে বিপুল পরিমাণ বালি পাওয়া যায়। তাছাড়া পাহাড়ী কাঠ দেশের আসবাবপত্র তৈরিতে বিশেষ ভূমিকা পালন করছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাঁশের চালি অবদান রাখছে। পাহাড়ী ছন গরীব মানুষের চাহিদা থাকায় বিভিন্ন অঞ্চলে বিক্রয় হচ্ছে[৩৮]

চন্দনাইশ উপজেলার দক্ষিণাংশে সর্পিলাকারে বয়ে চলেছে সাঙ্গু নদী (শঙ্খ নদী)।[৩৯] এছাড়া উল্লেখযোগ্য খাল হলো বরুমতি খাল।

হাটবাজার ও মেলা

সম্পাদনা

চন্দনাইশ উপজেলায় মোট হাটবাজার ১৪টি।

উল্লেখযোগ্য হাটবাজার ও মেলা[]
  • বরমা মিষ্টি ঘর (ধামাইর হাট,বরমা ,চন্দনাইশ)
  • চন্দনাইশ কাঁচা বাজার, চন্দনাইশ পৌরসভা
  • বাগিচা হাট, চন্দনাইশ পৌরসভা
  • খানহাট, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌরসভা
  • আবদুল বারি হাট, চন্দনাইশ পৌরসভা
  • নয়া হাট, চন্দনাইশ পৌরসভা
  • বারুণী মেলা, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌরসভা
  • ছৈদাবাদ রেলওয়ে পাইকারী পেয়ারা বাজার, হাশিমপুর
  • বাদামতল কাঁচা বাজার, কাঞ্চনাবাদ
  • রওশন হাট, কাঞ্চনাবাদ
  • মন্সপ হাট, জোয়ারা
  • দোহাজারী রেলওয়ে পাইকারী কাঁচা বাজার, দোহাজারী পৌরসভা
  • দেয়ান হাট, সাতবাড়ীয়া
  • নাজির হাট, সাতবাড়ীয়া
  • বইন্যার হাট, সাতবাড়ীয়া
  • হাফেজ সাহেবের ওরশ, সাতবাড়ীয়া
  • মৌলভীবাজার, বরকল
  • বাংলা বাজার, বরমা
  • ইউনুস মার্কেট, বৈলতলী
  • খোদার হাট, বৈলতলী

দর্শনীয় স্থান

সম্পাদনা

চন্দনাইশ উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৪০]

  • আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ
  • শুক্লম্বর দীঘি
  • বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ লেক ও বিজিসি বিদ্যানগর এলাকা
  • চাগাচর খান মসজিদ
  • দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণ অভয়ারণ্য
  • খান দীঘি
  • চা বাগান, কাঞ্চনাবাদ
  • পেয়ারা বাগান, কাঞ্চনাবাদ
  • খান জামে মসজিদ
  • হযরত ভূঁই খাজা জামে মসজিদ
  • বাগিচাহাট কদম রসূল (দ.) শরীফ
  • জামিরজুরী বধ্যভূমি
  • বহরম পাড়া গাইবী আযান জামে মসজিদ
  • হাজারী দীঘি
  • সাতবাড়ীয়া হাফেজ নগর দরবার শরিফ
  • সাতবাড়িয়া শান্তি বিহার
  • ঠাকুর দীঘি, বরমা
  • বৈলতলী খোদার হাট সেতু
  • বৈলতলী সাঙ্গু নদী তীরের বিভিন্ন স্থান
  • পূর্ব সাতবাড়িয়া রত্নাকুর বিহার
  • বুড়ি কালি মন্দির, বরমা
  • কাঞ্চননগর শাহ সূফি অলিউল্লাহ শাহ দরবার শরী

পত্র-পত্রিকা ও সাময়িকী

সম্পাদনা
  • ত্রৈমাসিক: আলোকিত দোহাজারী।[]
  • মাসিক আলোকিত চন্দনাইশ।[]
  • অন্যান্য: বরুমতি, আজকের চন্দনাইশ, চন্দনাইশ দর্পন, সেইদিনের চন্দনাইশ, শঙ্খ চিল, দর্পন, শঙখতীর।[]
  • বার্ষিক ম্যাগাজিনঃ শিখড়ের সন্ধানে বর্ণমালা পরিষদ, দোহাজারী

ঐতিহাসিক ঘটনা

সম্পাদনা

১৬৬৬ সালে মোগলবাহিনী উত্তর চট্টগ্রাম অঞ্চল দখল করে। পরে মোর্তজা খাঁর নেতৃত্বে মোগলবাহিনী কর্ণফুলি নদী পার হয়ে শঙ্খ নদীর উত্তর তীরে এসে অবস্থান নেয়। আধু খাঁ, লক্ষ্মণ সিংহ ও দু’জন হাজারী মনসবদারকে সেখানকার সীমান্ত রক্ষার দায়িত্ব দেওয়া হয়। কথিত আছে যে, এ দুজন হাজারী মনসবদারের নামানুসারে এখানকার নাম হয় দোহাজারী। পরবর্তীতে দোহাজারীতে দু’টি দুর্গ নির্মিত হয়। ব্রিটিশরা দোহাজারীতে একটি বিমান ঘাঁটি নির্মাণ করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষদিকে দোহাজারীতে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধে পাকবাহিনীর পরাজয় ঘটে। যুদ্ধের সময় চট্টগ্রাম শহর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দোহাজারীতে স্থানান্তর করা হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন[]
  • বধ্যভূমি: ২টি

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

সংসদীয় আসন

সম্পাদনা
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[৪১] সংসদ সদস্য রাজনৈতিক দল
২৯১ চট্টগ্রাম-১৪ চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার খাগরিয়া, কেঁওচিয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়াপুরানগড় ইউনিয়ন
সংসদ সদস্যগণের তালিকা
ক্রম নং নির্বাচন সন নির্বাচিত সংসদ সদস্য রাজনৈতিক দল
১ম ১৯৭৩ ডাঃ বি এম ফয়েজুর রহমান বাংলাদেশ জাতীয় পরিষদের প্রথম নির্বাচিত সংসদ সদস্য
২য় ১৯৭৯ ড. অলি আহমেদ বীর বিক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
৩য় ১৯৮৬ ইঞ্জিনিয়ার আফসার উদ্দীন আহমেদ জাতীয় পার্টি
৪র্থ ১৯৮৮ ইঞ্জিনিয়ার আফসার উদ্দীন আহমেদ জাতীয় পার্টি
৫ম ১৯৯১ ড. অলি আহমেদ বীর বিক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
৬ষ্ঠ ১৯৯৬ (ফেব্রুয়ারি) ড. অলি আহমেদ বীর বিক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
৭ম ১৯৯৬ (জুন) মিসেস মমতাজ বেগম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
৮ম ২০০১ ড. অলি আহমেদ বীর বিক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
৯ম ২০০৮ ড. অলি আহমেদ বীর বিক্রম লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ)
১০ম ২০১৪ নজরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
১১শ ২০১৮ নজরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ

উপজেলা পরিষদ ও প্রশাসন

সম্পাদনা
ক্রম নং পদবী নাম
০১ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী[৪২]
০২ ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলায়মান[৪৩]
০৩ মহিলা ভাইস চেয়ারম্যান [৪৪] এড.কামেলা খানম রুপা
০৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান[৪৫]
উপজেলা চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং উপজেলা চেয়ারম্যানের নাম সময়কাল
০১ ব্যারিস্টার আহমুদুল হক ১৯৮৫-১৯৯০
০২ মোহাম্মদ কাসেম ১৯৯০-১৯৯১
০৩ মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী ২০০৯-বর্তমান

[৪৬]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পৌরসভা মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান অপসারণ"BBC বাংলা। সংগ্রহের তারিখ ১৯ আগষ্ট ২০২৪ 
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "চন্দনাইশ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  4. "চন্দনাইশ উপজেলার ইউনিয়ন সমুহ - চন্দনাইশ উপজেলা - চন্দনাইশ উপজেলা"chandanaish.chittagong.gov.bd। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  5. "চন্দনাইশ উপজেলার ভৌগোলিক পরিচিতি - চন্দনাইশ উপজেলা - চন্দনাইশ উপজেলা"chandanaish.chittagong.gov.bd। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  6. "শহর ও গ্রাম" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "দৈনিক ইত্তেফাক" 
  8. "অগ্রণী ব্যাংক, দোহাজারী শাখা"agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  9. "জনতা ব্যাংক, দোহাজারী শাখা"jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২ 
  10. "রূপালী ব্যাংক, খান হাট শাখা"rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২ 
  11. "সোনালী ব্যাংক - চন্দনাইশ শাখা"sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২ 
  12. "সোনালী ব্যাংক - দোহাজারী শাখা"sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২ 
  13. "সোনালী ব্যাংক - মৌলভীবাজার শাখা"sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২ 
  14. "সোনালী ব্যাংক - রওশন হাট শাখা"sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২ 
  15. "বেসিক ব্যাংক, দোহাজারী শাখা"www.basicbanklimited.com। বেসিক ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  16. "আইএফআইসি ব্যাংক, দোহাজারী উপশাখা"www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২ 
  17. "আইএফআইসি ব্যাংক, রওশনহাট উপশাখা"www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২ 
  18. "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - চন্দনাইশ শাখা"ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২ 
  19. "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - দোহাজারী শাখা"ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২ 
  20. "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বৈলতলী উপশাখা"www.ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২ 
  21. "ইস্টার্ন ব্যাংক, দোহাজারী শাখা"ebl.com.bd। ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২ 
  22. "এনআরবি কমার্শিয়াল ব্যাংক - গাছবাড়িয়া রেজিঃ উপশাখা"www.nrbcommercialbank.com। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২ 
  23. "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - দোহাজারী শাখা"al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২ 
  24. "ইউনিয়ন ব্যাংক - দোহাজারী শাখা"unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২ 
  25. "ইউনিয়ন ব্যাংক - খানহাট উপশাখা"unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২ 
  26. "ইউনিয়ন ব্যাংক - রওশনহাট উপশাখা"unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২ 
  27. "ইসলামী ব্যাংক বাংলাদেশ, চন্দনাইশ শাখা"islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  28. "ইসলামী ব্যাংক বাংলাদেশ, দোহাজারী শাখা"islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  29. "ইসলামী ব্যাংক বাংলাদেশ, রওশনহাট উপশাখা"islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  30. "এক্সিম ব্যাংক, দোহাজারী শাখা"eximbankbd.com। এক্সিম ব্যাংক (বাংলাদেশ)। ২ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  31. "গ্লোবাল ইসলামী ব্যাংক, দোহাজারী শাখা"globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২ 
  32. "গ্লোবাল ইসলামী ব্যাংক, রওশনহাট শাখা"globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২ 
  33. "গ্লোবাল ইসলামী ব্যাংক, চন্দনাইশ উপশাখা"globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২ 
  34. "গ্লোবাল ইসলামী ব্যাংক, সাতবাড়িয়া উপশাখা"globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২ 
  35. "গ্লোবাল ইসলামী ব্যাংক, বাদামতল উপশাখা"globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।  অজানা প্যারামিটার |সংগ্রের-তারিখ= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  36. "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - চন্দনাইশ শাখা"fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ৩০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  37. "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - চন্দনাইশ সদর উপশাখা"fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ৩০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  38. "চন্দনাইশের ব্যবসা বাণিজ্য"chandanaish.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৫ 
  39. "চন্দনাইশ উপজেলার নদ নদী - চন্দনাইশ উপজেলা - চন্দনাইশ উপজেলা"chandanaish.chittagong.gov.bd। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  40. "দর্শনীয়স্থান - চন্দনাইশ উপজেলা - চন্দনাইশ উপজেলা"chandanaish.chittagong.gov.bd। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  41. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd 
  42. "মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী - চন্দনাইশ উপজেলা - চন্দনাইশ উপজেলা"chandanaish.chittagong.gov.bd। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  43. "মৌঃ মোঃ সোলাইমান - চন্দনাইশ উপজেলা - চন্দনাইশ উপজেলা"chandanaish.chittagong.gov.bd। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  44. "শাহানাজ বেগম - চন্দনাইশ উপজেলা - চন্দনাইশ উপজেলা"chandanaish.chittagong.gov.bd। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  45. "মোঃ লুৎফুর রহমান - চন্দনাইশ উপজেলা - চন্দনাইশ উপজেলা"chandanaish.chittagong.gov.bd। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  46. "উপজেলা পরিষদ চেয়ারম্যানদের তালিকা - চন্দনাইশ উপজেলা - চন্দনাইশ উপজেলা"chandanaish.chittagong.gov.bd। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা