আনোয়ারা উপজেলা
আনোয়ারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা।
আনোয়ারা | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে আনোয়ারা উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°১৩′১৬″ উত্তর ৯১°৫৪′৪৩″ পূর্ব / ২২.২২১১১° উত্তর ৯১.৯১১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
প্রতিষ্ঠাকাল | ১৮৭৬ |
সংসদীয় আসন | ২৯০ চট্টগ্রাম-১৩ |
সরকার | |
• সংসদ সদস্য | পদশূন্য |
• চেয়ারম্যান | পদশূন্য [১] |
আয়তন | |
• মোট | ১৬৪.১০ বর্গকিমি (৬৩.৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[২] | |
• মোট | ২,৫৯,০২২ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭৬ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১৫ ০৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাআনোয়ারা উপজেলার মোট আয়তন ১৬৪.১০ বর্গ কিলোমিটার (৪০,৫৫১ একর)।[৩] ২২°০৭´ থেকে ২২°১৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৯´ থেকে ৯১°৫৮´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে চট্টগ্রাম মহানগরীর বিপরীতে কর্ণফুলী নদীর দক্ষিণ-পূর্ব পাশে ও বঙ্গোপসাগরের উপকূলে আনোয়ারা উপজেলার অবস্থান।[৪] চট্টগ্রাম জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব ২৪ কিলোমিটার।[৫] এ উপজেলার উত্তরে পটিয়া উপজেলা, দক্ষিণে বাঁশখালী উপজেলা, পূর্বে চন্দনাইশ উপজেলা, পশ্চিমে চট্টগ্রাম বন্দর থানা ও বঙ্গোপসাগর।
নামকরণ ও ইতিহাস
সম্পাদনাদেয়াঙ -এর সামন্ত রাজা আনোপোড়মের নামানুসারে ‘আনোয়ারা’ নামের উৎপত্তি হয়েছে। ১৫৯৩ সালে আরাকান রাজা মেঙ পলৌঙ (মুসলিম নাম - সেকান্দার শাহ্) মৃত্যুবরণ করলে তার বড় ছেলে মেঙ রাজ্যাগী (মুসলিম নাম - সলিম শাহ্) আরাকানের রাজা হন। তার শাসনামলে ১৬০৩ সালে দেয়াঙ -এর সামন্ত রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তারই আপন ভাই আনাপোড়ম। কেন্দ্রীয় রাজার অবাধ্যতার কারণে আরাকানের রাজা আশি হাজার সৈন্য ও সাত হাজার রণহস্তির এক বিশাল বাহিনী নিয়ে সামন্ত রাজা আনাপড়োম -এর সামন্ত রাজ্য দেয়াঙ আক্রমণ করেন। উভয়পক্ষে ঘোরতর যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে রাজা আনাপোড়ম নিজেও গুরুতর আহত হন এবং উভয়পক্ষের বিপুল সংখ্যক লোক হতাহত হয়। আরাকান বাহিনীর তীব্র আক্রমণের মুখে আনাপোড়ম স্ত্রী, পুত্র, বোন অরুন্ধতীসহ পর্তুগীজ সেনাপতি গঞ্জালিশের সাথে প্রচুর ধন সম্পদ নিয়ে পর্তুগীজ যুদ্ধজাহাজ-যোগে সন্দ্বীপে পালিয়ে যান। এর কিছুদিন পর আনাপোড়ম সন্দ্বীপে মারা যান। আনাপোড়মের ধ্বংসস্তুপ রাজ কার্যালয়কে কেন্দ্র করে ঐ এলাকাটি আনাপোড়া নামে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে এ এলাকা আনাপোড়া, আনোপাড়া, আন্ওয়ারা, আনোওয়ারা এবং সর্বশেষ আনোয়ারা নামে পরিচিতি লাভ করে।[৬]
প্রশাসনিক এলাকা
সম্পাদনা১৮৭৬ সালে আনোয়ারা থানা গঠিত এবং ১৯৮৩ সালে আনোয়ারা থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়। এ উপজেলায় ১১টি ইউনিয়ন, ৮০টি মৌজা এবং ৮১টি গ্রাম রয়েছে।[৫] এ উপজেলার বৈরাগ ইউনিয়নের আংশিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। বৈরাগ ইউনিয়নের বাকি অংশসহ উপজেলার বাকি ১০টি ইউনিয়ন আনোয়ারা থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আনোয়ারা উপজেলার মোট জনসংখ্যা ২,৫৯,০২২ জন। এর মধ্যে পুরুষ ১,২৬,৭০৯ জন এবং মহিলা ১,৩২,৩১৩ জন। মোট পরিবার ৪৯,৯৬৬টি।[৩] মোট জনসংখ্যার ৮৪% মুসলিম, ১৪% হিন্দু এবং ২% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।[৪]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আনোয়ারা উপজেলার সাক্ষরতার হার ৫১.৯%।[৩] এ উপজেলায় ২টি ডিগ্রী কলেজ, ২টি কামিল মাদ্রাসা, ১টি কারিগরী কলেজ, ৩টি আলিম মাদ্রাসা, ৩টি স্কুল এন্ড কলেজ, ২২টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি দাখিল মাদ্রাসা, ৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, ৮টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও ১৬টি কিন্ডারগার্টেন রয়েছে।
- শিক্ষা প্রতিষ্ঠান
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাচট্টগ্রাম মহানগরী থেকে যোগাযোগের প্রধান সড়ক শাহ আমানত সেতু পার হয়ে চট্টগ্রাম-আনোয়ারা সড়ক। সব ধরনের যানবাহনে যাতায়াত করা যায়। এছাড়া চট্টগ্রাম মহানগরী থেকে ১৪নং ১৫নং ঘাটযোগে নৌপথেও আনোয়ারা উপজেলায় যাতায়াত করা যায়।বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (কর্ণফুলী টানেল)মাধ্যমে পতেঙ্গার সাথে আনোয়ারা উপজেলার সংযোগ হয়েছে।টানেল দিয়ে অল্প সময়ে কর্ণফুলী নদী পার হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়া যায়।
স্বাস্থ্য
সম্পাদনাআনোয়ারা উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট ১টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ১টি উপজেলা পরিবার কল্যাণ কেন্দ্র ও ৮টি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে।[৫]
অর্থনীতি
সম্পাদনা- প্রধান কৃষি ফসল
ধান, আলু এবং বিভিন্ন ধরনের তরিতরকারী।
- শিল্প কল-কারখানা[৪]
- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)
- কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী (কাফকো)
- ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (ডিএপিএফসিএল)
ব্যাংক
সম্পাদনাবাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। আনোয়ারা উপজেলায় অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
ক্রম নং | ব্যাংকের ধরন | ব্যাংকের নাম | শাখা | ব্যাংকিং পদ্ধতি | ঠিকানা |
---|---|---|---|---|---|
০১ | রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক | অগ্রণী ব্যাংক | আনোয়ারা শাখা[৮] | সাধারণ | হাজিরহাট, ঝিওরী, আনোয়ারা |
০২ | চাতরী শাখা[৯] | গাউছিয়া মার্কেট, চাতরী চৌমুহনী মোড় | |||
০৩ | ছত্তারহাট শাখা[১০] | ছত্তারহাট, আনোয়ারা-চন্দনাইশ সড়ক | |||
০৪ | মিন্নত আলী হাট শাখা[১১] | মিন্নত আলী হাট, আনোয়ারা | |||
০৫ | জনতা ব্যাংক | সিইউএফএল শাখা[১২] | সিইউএফএল, আনোয়ারা | ||
০৬ | রূপালী ব্যাংক | আনোয়ারা শাখা[১৩] | কালাম চেয়ারম্যান মার্কেট (২য় তলা), আনোয়ারা সদর | ||
০৭ | সোনালী ব্যাংক | আনোয়ারা শাখা[১৪] | আনোয়ারা, চট্টগ্রাম | ||
০৮ | চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড শাখা[১৫] | সিইউএফএল, চট্টগ্রাম | |||
০৯ | মেরিন একাডেমী শাখা[১৬] | বাংলাদেশ মেরিন একাডেমী, চট্টগ্রাম | |||
১০ | রুস্তম হাট শাখা[১৭] | বটতলী, আনোয়ারা | |||
১১ | বেসরকারি বাণিজ্যিক ব্যাংক | আইএফআইসি ব্যাংক | আনোয়ারা শাখা[১৮] | সাধারণ | হক টাওয়ার, পি এ বি রোড, চাতরী চৌমুহনী বাজার, আনোয়ারা, চট্টগ্রাম |
১২ | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | আনোয়ারা সদর শাখা[১৯] | এপিএল হোসেন নিউ মার্কেট, আনোয়ারা, চট্টগ্রাম | ||
১৩ | চাতরী শাখা[২০] | তালুকদার ভবন (১ম ও ২য় তলা), চাতরী চৌমুহনী, আনোয়ারা, চট্টগ্রাম | |||
১৪ | বটতলী শাখা[২১] | ইদ্রিস টাওয়ার (১ম তলা), বটতলী রুস্তমহাট, আনোয়ারা, চট্টগ্রাম | |||
১৫ | এনআরবি কমার্শিয়াল ব্যাংক | আনোয়ারা রেজিঃ উপশাখা[২২] | আনোয়ারা ভূমি রেজিস্ট্রেশন অফিস, আনোয়ারা, চট্টগ্রাম | ||
১৬ | আল-আরাফাহ ইসলামী ব্যাংক | আনোয়ারা শাখা[২৩] | ইসলামী শরিয়াহ্ ভিত্তিক | চাতরী চৌমুহনী, সিইউএফএল রোড, আনোয়ারা, চট্টগ্রাম | |
১৭ | ইসলামী ব্যাংক বাংলাদেশ | আনোয়ারা শাখা[২৪] | হাজী আবদুল লতিফ মার্কেট, চাতরী চৌমুহনী, আনোয়ারা, চট্টগ্রাম | ||
১৮ | গ্লোবাল ইসলামী ব্যাংক | আনোয়ারা শাখা[২৫] | বন্দর শপিং কমপ্লেক্স, উত্তর বন্দর, বৈরাগ মহল খান বাজার, আনোয়ারা, চট্টগ্রাম | ||
১৯ | মেলঘর উপশাখা[২৬] | এলাহী শপিং সেন্টার, মেলঘর বাজার, হাইলধর, আনোয়ারা, চট্টগ্রাম | |||
২০ | সরকারহাট উপশাখা[২৭] | এ কে এম এম আলিম শপিং কমপ্লেক্স, তৈলারদ্বীপ, আনোয়ারা, চট্টগ্রাম | |||
২১ | রায়পুর উপশাখা[২৮] | জলিল মার্কেট, রায়পুর,আনোয়ারা, চট্টগ্রাম(প্রক্রিয়াধীন) |
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাআনোয়ারা উপজেলায় ৩৫৬টি মসজিদ, ৮৩টি মন্দির ও ৮টি বিহার রয়েছে।[৫]
মুক্তিযুদ্ধের ঘটনা
সম্পাদনা১৯৭১ সালে আনোয়ারা ১নং সেক্টরের অধীন ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীর সঙ্গে পাকবাহিনীর কাফকো, কালীগঞ্জ, পরৈকোড়া প্রভৃতি জায়গায় সংঘটিত বিভিন্ন লড়াইয়ে প্রায় ৫৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং অনেক পাকসেনা হতাহত হয়। পাকবাহিনী এ উপজেলার খিলপাড়া গ্রামের ৯ জন নিরীহ গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে। এছাড়াও পাকবাহিনী এ উপজেলার অনেক ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। মুক্তিযুদ্ধে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রনেতা বশরুজ্জামান চৌধুরী আনোয়ারার হাইলধরের গ্রামের সন্তান। ২৬ মার্চ ১৯৭১ সালে আনোয়ারা কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার এক মিছিল ও সমাবেশ শেষে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন আনোয়ারা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব। দক্ষিণ চট্টগ্রামের কনিষ্ঠতম ভাষাসৈনিক শোলকাটা নিবাসী এড. এম. আব্দুস সামাদ চৌধুরী একজন নির্মোহ 'স্বাধীনতার সংগঠক' রূপে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। বিশেষভাবে সংখ্যালঘুদের সুরক্ষা, আহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সেবা-যত্ন এবং সফল গেরিলা আক্রমণে তাঁর অবদান ছিল কিংবদন্তিতুল্য। [৪]
- মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন
- বধ্যভূমি: ৩টি (কাফকো, কালীগঞ্জ, পরৈকোড়া)[৪]
নদ-নদী
সম্পাদনাআনোয়ারা উপজেলার উত্তর-পশ্চিম পাশ দিয়ে কর্ণফুলী নদী এবং দক্ষিণ-পূর্ব পাশ দিয়ে সাঙ্গু নদী বয়ে চলেছে।[৪]
হাট-বাজার
সম্পাদনাআনোয়ারা উপজেলায় মোট হাট-বাজার ৩৪টি।[৫] মিন্নত আলী দোভাষী হাট, কালু মাঝি হাট, পালের হাট, রুস্তম হাট, চাতরী চৌমুহনী বাজার, আন্নর আলী সিকদার হাট, ওয়াহেদ আলী চৌধুরী হাট, কালী বাড়ি বাজার, কে বি ছত্তার হাট, সরকার হাট, জয় কালির হাট, মালঘর বাজার, খোদার হাট, ধানপুরা হাট ও লামারবাজার উল্লেখযোগ্য।[২৯]
পত্র-পত্রিকা ও সাময়িকী
সম্পাদনা- পাক্ষিক: অবিচল
- অনলাইন দৈনিক: প্রথম আনোয়ারা, সারা আনোয়ারা, আনোয়ারা টাইমস।
দর্শনীয় স্থান
সম্পাদনাআনোয়ারা উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৩০]
- হযরত শাহ মোহছেন আউলিয়া (রহঃ) মাজার
- হযরত আলী রজা প্রকাশ কানু শাহ (রহঃ) মাজার
- মিয়া হাজী দৌলত (রহঃ) মাজার
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল
- পারকি সমুদ্র সৈকত
- সাঙ্গু নদী
- বাংলাদেশ মেরীন একাডেমী
- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)
- কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)
- ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (ডিএপিএফসিএল)
- কোরিয়ান ইপিজেড
- চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)
- কোস্টগার্ড অফিস
- হাইড্রোলিক এলিভেটর রাবার ড্যাম, বরুমচড়া
- পুরাতন আবহাওয়া অফিস
- বিমান বাহিনীর রাডার স্টেশন, বটতলী
- চাঁদ সওদাগরের দীঘি
- গহিরা প্যারাবন
- দেয়াং পাহাড়
- বাতিঘর, রায়পুর
- আকবরি মসজিদ
- ছুরুত বিবির মসজিদ
- ধলা বিবির মসজিদ
- মনু মিঞার মসজিদ
- মনু মিঞার দীঘি
- প্রসন্ন কুমার জমিদার বাড়ি
- পরৈকোড়া জমিদার বাড়ি
- যোগেশ চন্দ্র রায়ের জমিদার বাড়ি
- হিলটপ পার্ক
- মেন্না গার্ডেন
- স্বপ্ন কুটির
- বন্দর বধ্যভূমি কমপ্লেক্স
- আখতারুজ্জামান চৌধুরী স্মৃতি পার্ক
- দোভাষীর হাট টিএন্ডটি ভবন
- গহিরা সামুদ্রিক মৎস আহরণ কেন্দ্র
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গঃ
সম্পাদনাআনোয়ারা উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[৩১]
- আখতারুজ্জামান চৌধুরী –– রাজনীতিবিদ।
- আতাউর রহমান খান কায়সার –– প্রাক্তন রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ।
- ওয়াসিকা আয়শা খান –– অর্থ প্রতিমন্ত্রী।
- শাহাদাত হোসেন চৌধুরী –– রাজনীতিবিদ এবং প্রাক্তন সংসদ সদস্য।
- সরওয়ার জামাল নিজাম –– রাজনীতিবিদ এবং প্রাক্তন সংসদ সদস্য।
- সরওয়ার জাহান নিজাম –– প্রাক্তন নৌ বাহিনী প্রধান।
- সাইফুজ্জামান চৌধুরী –– রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়।
- মুফতি ওবায়দুল হক নঈমী –– ইসলামী ব্যক্তিত্ব ও ASWJ বাংলাদেশ'র সাবেক চেয়ারম্যান।
- এম এ মতিন -- চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
জনপ্রতিনিধি
সম্পাদনা- সংসদীয় আসন
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৩২] | সংসদ সদস্য[৩৩][৩৪][৩৫][৩৬][৩৭] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৯০ চট্টগ্রাম-১৩ | কর্ণফুলী উপজেলা এবং আনোয়ারা উপজেলা | সাইফুজ্জামান চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ |
- উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নং | পদবী | নাম |
---|---|---|
০১ | উপজেলা চেয়ারম্যান[৩৮] | কাজী মোজাম্মেল হক |
০২ | ভাইস চেয়ারম্যান[৩৯] | এম এ মান্নান মান্না |
০৩ | মহিলা ভাইস চেয়ারম্যান[৪০] | এডভোকেট চুমকি চৌধুরী |
০৪ | উপজেলা নির্বাহী কর্মকর্তা[৪১] | ইশতিয়াক ইমন |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পৌরসভা মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান অপসারণ"। BBC বাংলা। সংগ্রহের তারিখ ১৯ আগষ্ট ২০২৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২১ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৫।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ "আনোয়ারা উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ ঙ "এক নজরে আনোয়ারা - আনোয়ারা উপজেলা - আনোয়ারা উপজেলা"। www.anwara.chittagong.gov.bd। ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "আনোয়ারা উপজেলার পটভূমি - আনোয়ারা উপজেলা - আনোয়ারা উপজেলা"। www.anwara.chittagong.gov.bd। ১৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "ইউনিয়নসমূহ - আনোয়ারা উপজেলা - আনোয়ারা উপজেলা"। www.anwara.chittagong.gov.bd। ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "অগ্রণী ব্যাংক, আনোয়ারা শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "অগ্রণী ব্যাংক, চাতরী শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "অগ্রণী ব্যাংক, ছত্তারহাট শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "অগ্রণী ব্যাংক, মিন্নত আলী হাট শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "জনতা ব্যাংক, সিইউএফএল শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "রূপালী ব্যাংক, আনোয়ারা শাখা"। rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২।
- ↑ "সোনালী ব্যাংক - আনোয়ারা শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।
- ↑ "সোনালী ব্যাংক - চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।
- ↑ "সোনালী ব্যাংক - মেরিন একাডেমী শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
- ↑ "সোনালী ব্যাংক - রুস্তম হাট শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, আনোয়ারা শাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - আনোয়ারা সদর শাখা"। ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - চাতরী শাখা"। ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - বটতলী শাখা"। ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "এনআরবি কমার্শিয়াল ব্যাংক - আনোয়ারা রেজিঃ উপশাখা"। www.nrbcommercialbank.com। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২।
- ↑ "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - আনোয়ারা শাখা"। al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ, আনোয়ারা শাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "গ্লোবাল ইসলামী ব্যাংক, আনোয়ারা শাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "গ্লোবাল ইসলামী ব্যাংক, মেলঘর উপশাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "গ্লোবাল ইসলামী ব্যাংক, সরকারহাট উপশাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "গ্লোবাল ইসলামী ব্যাংক, রায়পুর উপশাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "হাট বাজারের তালিকা - আনোয়ারা উপজেলা - আনোয়ারা উপজেলা"। www.anwara.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - আনোয়ারা উপজেলা - আনোয়ারা উপজেলা"। www.anwara.chittagong.gov.bd। ২০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - আনোয়ারা উপজেলা - আনোয়ারা উপজেলা"। www.anwara.chittagong.gov.bd। ১৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জনাব তৌহিদুল হক চৌধুরী - আনোয়ারা উপজেলা - আনোয়ারা উপজেলা"। www.anwara.chittagong.gov.bd। ১৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "উপজেলা ভাইস চেয়ারম্যান - আনোয়ারা উপজেলা - আনোয়ারা উপজেলা"। www.anwara.chittagong.gov.bd। ১৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মহিলা ভাইস চেয়ারম্যান - আনোয়ারা উপজেলা - আনোয়ারা উপজেলা"। www.anwara.chittagong.gov.bd। ১৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "- আনোয়ারা উপজেলা - আনোয়ারা উপজেলা"। www.anwara.chittagong.gov.bd। ২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।