মোহাম্মাদ ফখরুদ্দীন (শিক্ষক)
আল্লামা মোহাম্মাদ ফখর উদ্দিন জাতজামী বাংলাদেশী একজন ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত হাদিস বিশারদ, ফিকহ বিশেষজ্ঞ, আলেমে দ্বীন ও শিক্ষাবিদ।[১] তিনি দীর্ঘদিন ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেয়েছেন। তিনি সারা দেশে আল্লামা ফখরুদ্দীন নামেই বেশি পরিচিত।[২][৩][৪] তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ২৬তম অধ্যক্ষ ছিলেন, তিনি ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন। তিনি দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শায়খুল হাদিস (হাদিস বিশারদ) ছিলেন। ১৯৯৩ সালে তিনি সিলেট জেলা থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
আল্লামা, মাওলানা মোহাম্মাদ ফখর উদ্দিন জাতজামী | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১ মার্চ ১৯৪৯ |
মৃত্যু | ২৬ মে ২০১১ | (বয়স ৬২)
মৃত্যুর কারণ | বার্ধক্যজনিত কারণ |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | বাংলাদেশী |
সন্তান | জালালুদ্দীন, জায়নুদ্দীন, ইমাদউদ্দীন, নুরুন্নাহার আক্তার পারভীন ও আমাতুল মাওলা মারজানা |
যেখানের শিক্ষার্থী | সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা |
যে জন্য পরিচিত | ইসলামী ব্যক্তিত্ব,প্রখ্যাত হাদীস বিশারদ, আলেমে দ্বীন, শিক্ষক, অধ্যক্ষ |
কাজ | শিক্ষকতা, ঢাকা আলিয়া মাদ্রাসা, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা |
প্রতিষ্ঠান | আল্লামা ফখরুদ্দীন (রহ.) ওয়েলফেয়ার সোসাইটি |
মুসলিম নেতা | |
শিক্ষক | উবায়দুল হক, আবদুর রহিম, মাওলানা মিয়া মোহাম্মাদ কাসেমী আমীমুল ইহসান, আবদুর রহমান কাশগরী |
শিক্ষার্থী
|
জন্ম ও পরিচয়
সম্পাদনাফখরদ্দীন ১ মার্চ ১৯৪৯ সালে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলো মুফতি শাফিউর রহমান এবং মাতার নাম মুসাম্মাদ আসেমা খাতুন। তিনিও ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বিখ্যাত আলেম ও ফকিহ। তিনি চট্টগ্রামে হাশিমপুর মকবুলিয়া সিনিয়ার মাদ্রাসা এবং জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা নামে দুটি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছিলেন। ফখরদ্দীন ছোটবেলায় বাল্যশিক্ষা তার পিতা থেকেই লাভ করেছেন।[৫]
শিক্ষাজীবন
সম্পাদনাফখরুদ্দীন নিজ এলাকার কদলপুর ফাজিল মাদ্রাসা থেকে ১৯৫৬ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ১৯৬০ সালে দারুল উলুম আলিয়া মাদ্রাসা, চট্টগ্রাম, থেকে আলিম পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ১৯৬২ সালে একই মাদ্রাসা থেকে ফাজিল পরীক্ষায় ১ম বিভাগে ৫ম স্থান লাভ করেন। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য ঢাকা আলিয়ার মাদ্রাসার কামিলে হাদিস বিভাগে ভর্তি হন। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে দুইবার দুই বিভাগে কামিল পাশ করেছেন, প্রথমবার ১৯৬৪ সালে হাদীস বিভাগ নিয়ে ১ম বিভাগে ২য় স্থান এবং ১৯৬৬ সালে ফিকহ বিভাগে ১ম বিভাগে ১ম স্থান লাভ করেন। তিনি ১৯৬৪ সালে ঢাকা আলিয়ার মাদ্রাসায় স্কলারশিফ নিয়ে আল্লামা আব্দুর রহমান কাশগরীর তত্ত্বাবধানে “ফোকাহায়ে ইষ্ট পাকিস্তান কে ফেকহি কারনামে” অভিসন্দর্ভ গবেষণা করে তিনি গবেষক সনদ লাভ করেন। এছাড়াও তিনি ১৯৬৭ সালে ডিপ্লোমা ইন-আদিব ১ম বিভাগে ১ম, ১৯৬৮ সালে ডিপ্লোমা ইন আদিব-ই-কামিল ১ম বিভাগে ১ম স্থান অধিকার করেন।[৬]
কর্মজীবন
সম্পাদনা১৯৬৮ সালের ৩১ অক্টোবর ফখরুদ্দীন সিলেট আলিয়া মাদ্রাসায় জুনিয়র মৌলভি শিক্ষক হিসেবে যোগ দেন। এর পূর্বে তিনি কিছুদিন ছোবহানিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন।
১৯৭০ সালের ৫ ফেব্রুয়ারি আরবি বিষয়ের সহকারী সিনিয়র মৌলভি পদে ঢাকা আলিয়া মাদ্রাসায় বদলি হন। ১৯৭৬ সালের ১০ ফেব্রুয়ারি পুনরায় সিলেট আলিয়া মাদ্রাসায় প্রভাষক পদে উন্নীত হয়ে ফেরত আসেন। আবার তিনি ১৯৮৪ সালের ২২ অক্টোবর কুরআন ও তাফসীর বিভাগের সহকারী অধ্যাপক পদে উন্নীত হয়ে ঢাকা আলিয়া মাদ্রাসায় যোগদান করেন।
এরপর তিনি ২০০০ সালের ২৮ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে সিলেট আলিয়া মাদ্রাসায় স্থায়ীভাবে চলে আসেন। এরপর ২০০২ সালের ২২ জানুয়ারি উপাধ্যক্ষের দায়িত্ব লাভ করেন। উপাধ্যক্ষ থাকাকালীন তিনি একাধিকবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। সবশেষে তিনি ২০০৪ সালের ০৪ নভেম্বর পূর্ণ অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এবং ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।[৭]
তিনি এ দুই মাদ্রাসার দীর্ঘ সময় ধরে হোস্টেল সুপারের দায়িত্ব পালন করেছেন। এইজন্য ছাত্রদের তিনি ভালোমত দারস দেওয়ার সুযোগ পেতেন এবং ছাত্রদের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন। তিনি বাংলা, আরবী, উর্দু, ইংরেজী ও ফার্সী ভাষায় দক্ষ ছিলেন।[৮]
সিলেট আলিয়া থেকে সরকারি ভাবে অবসর গ্রহনের পর ফখরুদ্দীন চট্টগ্রামের চুনতী হাকিমিয়া আলিয়া মাদ্রাসায় শায়খুল হাদীস হিসেবে আমৃত্যু বেসরকারি ভাবে শিক্ষাদান করেছেন। এছাড়াও তিনি চন্দনাইশ উপজেলার এয়াকুব মরিয়ম জামে মসজিদে খতিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৯৩ সালে তিনি সিলেট জেলা থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার ও সম্মাননা লাভ করেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠন থেকে পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। ২০১২ সালে চুনতি হাকীমিয়া আলিয়া মাদরাসার কামিল শ্রেণীতে বিশেষ অবদান রাখার জন্য মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখযোগ্য ছাত্র
সম্পাদনা- ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ—অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর—ইসলামী ব্যক্তিত্ব, অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
- আবু বকর মুহাম্মাদ যাকারিয়া—ইসলামী ব্যক্তিত্ব, অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
- ড. আহসান উল্লাহ ফয়সাল—ইসলামী ব্যক্তিত্ব, অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
- আশরাফ হাসান -- কবি ও শিক্ষক, ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুল, নিউইয়র্ক।[৯]
- মাওলানা আবু সাঈদ আনসারী -- ইমাম, আইজলওয়ার্থ দ্বীন সেন্টার এবং টিভি আলোচক, চ্যানেল এস টেলিভিশন, যুক্তরাজ্য।[১০]
প্রকাশিত
সম্পাদনাঢাকা আলিয়া মাদ্রাসা ও সিলেট আলিয়া মাদ্রাসা থেকে প্রকাশিত ম্যাগাজিনে ফখরুদ্দীনের অনেক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন জার্নাল এবং ম্যাগাজিনেও তিনি লিখেছেন। সিহাহ সিত্তার হাদীস সমূহের ইযাযত সংবলিত তার লিখিত সনদ প্রকাশিত হয়েছিলো।[১১] হাদীস, উসূলে হাদীস ও আছমাউল রেজাল সম্পর্কে চমৎকার গবেষণা প্রবন্ধ লিখেছেন তিনি। তার সমস্ত লেখা ও প্রবন্ধ সংগ্রহ করে মাখযানুল উলুম নামকরণ করেছিলেন। যা অদ্যাবধি প্রকাশিত হয়নি।[১২]
পারিবারিক জীবন
সম্পাদনাফখরুদ্দীন ১৯৭২ সালের ১৮ জুন লোহাগাড়া থানার ফাতেমা বতুলসিদ্দিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পারিবারিক জীবনে ফখর উদ্দীন ৫ সন্তানের জনক ছিলেন। বড় ছেলে জালালুদ্দীন, তিনি আল্লামা ফখরুদ্দীন (রহ.) ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দ্বিতীয় ছেলে জায়নুদ্দীন, কনিষ্ঠ ছেলে মোহাম্মদ ইমাদ উদ্দীন তিনি আল্লামা ফখরুদ্দীন (রহ.) গবেষণা কেন্দ্রের পরিচালক। এবং দুই মেয়ে নুরুন্নাহার আক্তার পারভীন ও আমাতুল মাওলা মারজানা।[১৩]
মৃত্যু
সম্পাদনাফখরুদ্দীন ২০১১ সালের ২৬ মে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তার সম্পর্কে ঢাকা বিশ্ববিদালয়ের আইন বিভাগের অধ্যাপক বলেছেন,
“ | আমি পৃথিবীর তিনটি সেরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সে বিবেচনায় আমি আজকে শুকরিয়াস্বরূপ বলছি, আমার উস্তাদ ফখরুদ্দীন হয়তো পৃথিবীর আধুনিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান পদ্ধতি শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু স্বভাবগতভাবে এ বিষয়ে তার কৌশল ও চিন্তা-চেতনা ছিল অত্যন্ত সমৃদ্ধ।
নকীব মোহাম্মদ নসরুল্লাহ, অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় |
” |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ হক, প্রফেসর ড মো: ময়নুল। "শায়খুল হাদীস আল্লামা ফখরুদ্দীন জাতজামী (রহ.)"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১২।
- ↑ "স্ম র ণ : অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন (রহ:)"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১২।
- ↑ যাকারিয়া, আবু বকর মুহাম্মাদ (২৫ ফেব্রুয়ারি ২০২১)। "প্রফেসর আল্লামা ফখরুদ্দীন আহমাদ রাহিমাহুল্লাহ"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১২।
- ↑ আব্দুল বাকী, ড. মুহাম্মদ। বাংলাদেশে আরবী, ফার্সী ও উর্দুতে ইসলামী সাহিত্য চর্চা (পিএইচডি রিসার্চ)। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ৮৯, ৯০।
- ↑ চৌধুরী মুশতাক, রেজাউল হক (ডিসেম্বর ২০১১)। শতবর্ষে চট্টগ্রাম সমিতি (১৯১২-২০১১)। ঢাকা: চট্টগ্রাম সমিতি, ঢাকা। পৃষ্ঠা ২৫১। আইএসবিএন 9789843341631।
- ↑ শামসুদ্দীন, জহির মুহাম্মদ (মার্চ–এপ্রিল ২০১৭)। "হাদিসশাস্ত্রের উজ্জ্বল নক্ষত্রস্বরূপ মুহাদ্দিস মুহাম্মাদ ফখরুদ্দীন (রহ.)"। দ্বিমাসিক মাদরাসা।
- ↑ নোমান হুজুর, মুহাম্মদ আবু (২০১১)। "ইসলামী জ্ঞান-বিজ্ঞানের প্রচার ও প্রসারের চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসার অবদান"। দারুল উলুম আলিয়া মাদ্রাসা: ১৫৬ পৃষ্ঠা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ আমিনুর রহমান, মাওলানা মুহাম্মদ। মাশায়েখে কাদেরীয়া রেজভীয়া :পরিচিতি। ঢাকা: ইসলামিক রিসার্চ সেন্টার। পৃষ্ঠা ১০৪–১০৬।
- ↑ আশরাফ, হাসান (১০ এপ্রিল ২০২১)। "অনন্য বৈশিষ্ট্যের অধিকারী শায়খুল হাদীস আল্লামা ফখরুদ্দীন রহ"। BD JAHAN। ২০২২-০৩-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১২।
- ↑ আনসারী, আবু সাঈদ (২৫ মার্চ ২০২১)। "শাইখ ফখরুদ্দীন- আমার যে শিক্ষকের কাছে আমি চির ঋণীই রয়ে গেলাম"। দৈনিক ডাক। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১২।
- ↑ আহমদ সুহেল, সোহাইল (৫ ডিসেম্বর ২০১৭)। "মাওলানা ফখরুদ্দীন রহ.: জ্ঞানের প্রতিকৃত"। আওয়ার ইসলাম। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১২।
- ↑ মুহাম্মদ নোমান, ড. হেলাল উদ্দীন (২০১৬)। চট্টগ্রামের আলিম সমাজ জীবন ও কর্ম (পিএইচডি গ্রন্থ)। চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। ৮৬১ নং ব্যক্তি।
- ↑ Das, Prianka (২০২১-০৫-২৭)। "ক্ষণজন্মা হাদিস বিশারদ আল্লামা ফখরুদ্দীন"। দৈনিক পূর্বদেশ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১২।
বহিঃসংযোগ
সম্পাদনা- অধ্যক্ষ নূর মোহাম্মদের স্মৃতিচারন -- স্মৃতিতে প্রিয় সহকর্মী শায়খুল হাদীস আল্লামা ফখরুদ্দীন (রহ) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ আগস্ট ২০২২ তারিখে
- ইবি উপাচার্য নকীব মুহাম্মাদ নাসরুল্লাহর স্মৃতিচারণ—আল্লামা ফখরুদ্দীন : একজন মহান ও আদর্শ শিক্ষকের প্রতিকৃতি ১ম পর্ব, ২য় পর্ব, ৩০ জুন ২০২১