খাগরিয়া ইউনিয়ন
খাগরিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
খাগরিয়া | |
---|---|
ইউনিয়ন | |
২নং খাগরিয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে খাগরিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৮′২৯″ উত্তর ৯২°২′৫০″ পূর্ব / ২২.১৪১৩৯° উত্তর ৯২.০৪৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সাতকানিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আকতার হোসেন |
আয়তন | |
• মোট | ৮.৬৬ বর্গকিমি (৩.৩৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৬,৮৩১ |
• জনঘনত্ব | ৩,১০০/বর্গকিমি (৮,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪২.৩৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাখাগরিয়া ইউনিয়নের আয়তন ২১৩৯ একর (৮.৬৬ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী খাগরিয়া ইউনিয়নের লোকসংখ্যা ২৬,৮৩১ জন। এর মধ্যে পুরুষ ১২,৯০৮ জন এবং মহিলা ১৩,৯২৩ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসাতকানিয়া উপজেলার উত্তরাংশে খাগরিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে নলুয়া ইউনিয়ন ও কেঁওচিয়া ইউনিয়ন, পূর্বে কালিয়াইশ ইউনিয়ন ও দোহাজারী পৌরসভা, উত্তরে কালিয়াইশ ইউনিয়ন ও চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন এবং পশ্চিমে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাখাগরিয়া ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- খাগরিয়া
- চর খাগরিয়া
- মোহাম্মদ খালী
- মৈশামুড়া
নামকরণ ও ইতিহাস
সম্পাদনাউনবিংশ শতাব্দীর শুরুতে এ এলাকায় খাগড়া বন ছিল। খাগড়া বন থাকার কারণে এ গ্রামটিকে খাগরিয়া নামকরণ করা হয়েছে। এরপর সাতকানিয়া থানার খাগরিয়া ও নলুয়া ইউনিয়নের অধিবাসীদের নিয়ে ব্রিটিশ আমলে খাগরিয়া নলুয়া ইউনিয়ন পরিষদ নামকরণ করা হয়। পরে ১৯২২-২৩ ইং সালে খাগরিয়া ইউনিয়নের আলাদা নামকরণ করে ২নং খাগরিয়া ইউনিয়ন পরিষদ নাম রাখা হয়।[৩]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাখাগরিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.৩৭%।[১] এ ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ৩টি অন্যান্য মাদ্রাসা ও ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- খাগরিয়া আফছারিয়া দাখিল মাদ্রাসা
- খাগরিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- চর খাগরিয়া রসুলপুর আলহাজ্ব নূর আহমদ জেবুন্নেছা দাখিল মাদ্রাসা
- খাগরিয়া মজিদের পাড়া এমদাদুল উলুম মাদ্রাসা
- নতুন চর খাগরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা
- খাগরিয়া রওজাতুল জান্নাত আদর্শ মহিলা মাদরাসা
- হেদায়তুল ইসলাম তাজবীদুল কোরআন মাদ্রাসা
- আমীরখীল দারুল ইবলাগ ইসলামিয়া মাদ্রাসা
- খাগরিয়া শাহ মজিদিয়া-রশিদীয়া এবতেদায়ী মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- খাগরিয়া গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাগরিয়া জোড়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাগরিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাগরিয়া মজিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর খাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নতুন চর খাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মৈশামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- প্রফেসর আহমদুর রহমান মেমোরিয়াল একাডেমী
- শাহ আমানত ইনস্টিটিউট
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাখাগরিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক দোহাজারী-নলুয়া সড়ক ও দোহাজারী-বৈলতলী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাখাগরিয়া ইউনিয়নে ৩৫টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ৬টি মন্দির রয়েছে।
স্বাস্থ্য
সম্পাদনাখাগরিয়া ইউনিয়নে ৩টি কমিউনিটি হাসপাতাল রয়েছে।
খাল ও নদী
সম্পাদনাখাগরিয়া ইউনিয়নের দক্ষিণাংশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী।[৮]
হাট-বাজার
সম্পাদনাখাগরিয়া ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হল খাগরিয়া ভোরবাজার, খাগরিয়া নুরু মার্কেট এবং চর খাগরিয়া শাহ আমিন সেন্টার।[৯]
দর্শনীয় স্থান
সম্পাদনা- সাঙ্গু নদী
- ভরা শঙ্খের চর
- চৌধুরী জামে মসজিদ
- ভোর বাজার
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: আকতার হোসেন[১১]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আবদুস সালাম | ১৯৭৫-১৯৭৮ |
০২ | ইদ্রিস মিয়া | ১৯৭৮-১৯৮০ |
০৩ | বশির আহমদ | ১৯৮০-১৯৮৩ |
০৪ | নুরুল আবছার সিকদার | ১৯৮৩-১৯৮৬ |
০৫ | আহমদুর রহমান বাদশা | ১৯৮৬-১৯৮৮ |
০৬ | নুরুল আবছার সিকদার | ১৯৮৮-১৯৯১ |
০৭ | মতলব বিন হায়দার | ১৯৯১-১৯৯৭ |
০৮ | নুর মোহাম্মদ | ১৯৯৭-২০০৩ |
০৯ | ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম | ২০০৩-২০০৫ |
১০ | আহমদুর রহমান বাদশা | ২০০৫-২০১১ |
১১ | জসিম উদ্দিন | ২০১১-২০১৭ |
১২ | আকতার হোসেন | ২০১৭-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"। khagariaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "খাগরিয়া ইউনিয়নের ইতিহাস - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"। khagariaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"। khagariaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"। khagariaup.chittagong.gov.bd।
- ↑ "প্রাথমিকবিদ্যালয় - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"। khagariaup.chittagong.gov.bd।
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"। khagariaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"। khagariaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"। khagariaup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"। khagariaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "আকতার হোসেন - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"। khagariaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"। khagariaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।