খাগরিয়া ইউনিয়ন

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার একটি ইউনিয়ন

খাগরিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

খাগরিয়া
ইউনিয়ন
২নং খাগরিয়া ইউনিয়ন পরিষদ
খাগরিয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
খাগরিয়া
খাগরিয়া
খাগরিয়া বাংলাদেশ-এ অবস্থিত
খাগরিয়া
খাগরিয়া
বাংলাদেশে খাগরিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৮′২৯″ উত্তর ৯২°২′৫০″ পূর্ব / ২২.১৪১৩৯° উত্তর ৯২.০৪৭২২° পূর্ব / 22.14139; 92.04722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসাতকানিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআকতার হোসেন
আয়তন
 • মোট৮.৬৬ বর্গকিমি (৩.৩৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৬,৮৩১
 • জনঘনত্ব৩,১০০/বর্গকিমি (৮,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪২.৩৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৮২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

খাগরিয়া ইউনিয়নের আয়তন ২১৩৯ একর (৮.৬৬ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী খাগরিয়া ইউনিয়নের লোকসংখ্যা ২৬,৮৩১ জন। এর মধ্যে পুরুষ ১২,৯০৮ জন এবং মহিলা ১৩,৯২৩ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

সাতকানিয়া উপজেলার উত্তরাংশে খাগরিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে নলুয়া ইউনিয়নকেঁওচিয়া ইউনিয়ন, পূর্বে কালিয়াইশ ইউনিয়নদোহাজারী পৌরসভা, উত্তরে কালিয়াইশ ইউনিয়নচন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন এবং পশ্চিমে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

খাগরিয়া ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. খাগরিয়া
  2. চর খাগরিয়া
  3. মোহাম্মদ খালী
  4. মৈশামুড়া

[]

নামকরণ ও ইতিহাস

সম্পাদনা

উনবিংশ শতাব্দীর শুরুতে এ এলাকায় খাগড়া বন ছিল। খাগড়া বন থাকার কারণে এ গ্রামটিকে খাগরিয়া নামকরণ করা হয়েছে। এরপর সাতকানিয়া থানার খাগরিয়া ও নলুয়া ইউনিয়নের অধিবাসীদের নিয়ে ব্রিটিশ আমলে খাগরিয়া নলুয়া ইউনিয়ন পরিষদ নামকরণ করা হয়। পরে ১৯২২-২৩ ইং সালে খাগরিয়া ইউনিয়নের আলাদা নামকরণ করে ২নং খাগরিয়া ইউনিয়ন পরিষদ নাম রাখা হয়।[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

খাগরিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.৩৭%।[] এ ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ৩টি অন্যান্য মাদ্রাসা ও ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়

[]

মাদ্রাসা

[]

প্রাথমিক বিদ্যালয়
  • খাগরিয়া গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খাগরিয়া জোড়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খাগরিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খাগরিয়া মজিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চর খাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নতুন চর খাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মৈশামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

কিন্ডারগার্টেন
  • প্রফেসর আহমদুর রহমান মেমোরিয়াল একাডেমী
  • শাহ আমানত ইনস্টিটিউট

[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

খাগরিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক দোহাজারী-নলুয়া সড়ক ও দোহাজারী-বৈলতলী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

খাগরিয়া ইউনিয়নে ৩৫টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ৬টি মন্দির রয়েছে।

স্বাস্থ্য

সম্পাদনা

খাগরিয়া ইউনিয়নে ৩টি কমিউনিটি হাসপাতাল রয়েছে।

খাল ও নদী

সম্পাদনা

খাগরিয়া ইউনিয়নের দক্ষিণাংশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী[]

হাট-বাজার

সম্পাদনা

খাগরিয়া ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হল খাগরিয়া ভোরবাজার, খাগরিয়া নুরু মার্কেট এবং চর খাগরিয়া শাহ আমিন সেন্টার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

[১০]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: আকতার হোসেন[১১]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ আবদুস সালাম ১৯৭৫-১৯৭৮
০২ ইদ্রিস মিয়া ১৯৭৮-১৯৮০
০৩ বশির আহমদ ১৯৮০-১৯৮৩
০৪ নুরুল আবছার সিকদার ১৯৮৩-১৯৮৬
০৫ আহমদুর রহমান বাদশা ১৯৮৬-১৯৮৮
০৬ নুরুল আবছার সিকদার ১৯৮৮-১৯৯১
০৭ মতলব বিন হায়দার ১৯৯১-১৯৯৭
০৮ নুর মোহাম্মদ ১৯৯৭-২০০৩
০৯ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ২০০৩-২০০৫
১০ আহমদুর রহমান বাদশা ২০০৫-২০১১
১১ জসিম উদ্দিন ২০১১-২০১৭
১২ আকতার হোসেন ২০১৭-বর্তমান

[১২]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"khagariaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ 
  3. "খাগরিয়া ইউনিয়নের ইতিহাস - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"khagariaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"khagariaup.chittagong.gov.bd 
  5. "মাদ্রাসা - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"khagariaup.chittagong.gov.bd 
  6. "প্রাথমিকবিদ্যালয় - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"khagariaup.chittagong.gov.bd 
  7. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"khagariaup.chittagong.gov.bd 
  8. "খাল ও নদী - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"khagariaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ 
  9. "হাট বাজারের তালিকা - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"khagariaup.chittagong.gov.bd 
  10. "দর্শনীয়স্থান - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"khagariaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ 
  11. "আকতার হোসেন - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"khagariaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ 
  12. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - খাগরিয়া ইউনিয়ন - খাগরিয়া ইউনিয়ন"khagariaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা