কালিয়াইশ ইউনিয়ন
কালিয়াইশ বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
কালিয়াইশ | |
---|---|
ইউনিয়ন | |
১১নং কালিয়াইশ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কালিয়াইশ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৯′৯″ উত্তর ৯২°৪′১৯″ পূর্ব / ২২.১৫২৫০° উত্তর ৯২.০৭১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সাতকানিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | হাফেজ আহমদ |
আয়তন | |
• মোট | ৮.৪০ বর্গকিমি (৩.২৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৭,৫২৭ |
• জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৪.০৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাকালিয়াইশ ইউনিয়নের আয়তন ২০৭৬ একর (৮.৪০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কালিয়াইশ ইউনিয়নের লোকসংখ্যা ২৭,০৫৫ জন। এর মধ্যে পুরুষ ১৩,৮৭৪ জন এবং মহিলা ১৩,১৮১ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসাতকানিয়া উপজেলার উত্তরাংশে কালিয়াইশ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ধর্মপুর ইউনিয়ন, দক্ষিণে কেঁওচিয়া ইউনিয়ন, পশ্চিমে খাগরিয়া ইউনিয়ন ও দোহাজারী পৌরসভা এবং উত্তরে সাঙ্গু নদী ও দোহাজারী পৌরসভা অবস্থিত।[৩]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাকালিয়াইশ ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পশ্চিম কাটগড়
- রসুলাবাদ
- মলেয়াবাদ
- পূর্ব কাটগড়
- কালিয়াইশ
- উত্তর কালিয়াইশ
- মাইঙ্গ্যা পাড়া
- মীর নগর[২]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাকালিয়াইশ ইউনিয়নের সাক্ষরতার হার ৪৪.০৫%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদ্রাসা
মাইঙ্গ্যাপাড়া মোহাম্মদীয়া তা'লীমুল কুরআন দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কালিয়াইশ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকালিয়াইশ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। এছাড়াও সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।[৩]
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাকালিয়াইশ ইউনিয়নে ৩২টি মসজিদ, ৩টি মন্দির ও ১টি বিহার রয়েছে।[৩]
খাল ও নদী
সম্পাদনাকালিয়াইশ ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া এ ইউনিয়নের অভ্যন্তরে প্রবাহিত হচ্ছে মল্লের খাল।[৫]
হাট-বাজার
সম্পাদনাকালিয়াইশ ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল ভোর বাজার এবং মাস্টার হাট।[৬]
দর্শনীয় স্থান
সম্পাদনা- কালিয়াইশ বিদ্যুৎ কেন্দ্র বিভ্রাট
- সাঙ্গু ভ্যালি ইন্ডারস্টিক (প্রকাশ) ইস্পাহানি, রেস্ট হাউস
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: হাফেজ আহমদ[৮]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | রহিম বক্স চৌধুরী | |
০২ | মোহাম্মদ মোনাফ কোম্পানি | |
০৩ | মোহাম্মদ ফজল করিম | |
০৪ | আলী আহমদ খান ভাসানী | |
০৫ | নজির আহমদ | ১৯৮২-১৯৮৯ |
০৬ | মোহাম্মদ ইদ্রিচ মিয়া | ১৯৮৯-১৯৯৩ |
০৭ | শহীদুল আলম (প্রশাসক) | ১৯৯৩ |
০৮ | আহমদ কবির | ১৯৯৩-২০০৩ |
০৯ | সাব্বির আহমদ ওসমানী | ২০০৩-২০১৬ |
১১ | হাফেজ আহমদ | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ http://kaliaisup.chittagong.gov.bd/site/page/b6b41375-2144-11e7-8f57-286ed488c766[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ http://kaliaisup.chittagong.gov.bd/site/page/b6c29156-2144-11e7-8f57-286ed488c766[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41120&union=20[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - কালিয়াইশ ইউনিয়ন - কালিয়াইশ ইউনিয়ন"। kaliaisup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজারের তালিকা - কালিয়াইশ ইউনিয়ন - কালিয়াইশ ইউনিয়ন"। kaliaisup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - কালিয়াইশ ইউনিয়ন - কালিয়াইশ ইউনিয়ন"। kaliaisup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সাতকানিয়া লোহাগাড়ায় চেয়ারম্যান হলেন যারা"। ৫ জুন ২০১৬। ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কালিয়াইশ ইউনিয়ন - কালিয়াইশ ইউনিয়ন"। kaliaisup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]