চন্দনাইশ পৌরসভা
চন্দনাইশ পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি পৌরসভা।
চন্দনাইশ | |
---|---|
পৌরসভা | |
চন্দনাইশ পৌরসভা | |
বাংলাদেশে চন্দনাইশ পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১১′৫৭″ উত্তর ৯২°০′২৮″ পূর্ব / ২২.১৯৯১৭° উত্তর ৯২.০০৭৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | চন্দনাইশ উপজেলা |
সরকার | |
• পৌর মেয়র | মাহবুবুর রহমান খোকা (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৭.০৮ বর্গকিমি (৬.৫৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৫,২৪৮ |
• জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬১.৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাচন্দনাইশ পৌরসভার আয়তন ১৭.০৮ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চন্দনাইশ পৌরসভার মোট জনসংখ্যা ৩৫,২৪৮ জন। এর মধ্যে পুরুষ ১৭,০১৪ জন এবং মহিলা ১৮,২৩৪ জন। মোট পরিবার ৬,৮৫২টি।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাচন্দনাইশ উপজেলার মধ্য-পশ্চিমাংশে চন্দনাইশ পৌরসভার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব ৩৫ কিলোমিটার।[১] এর উত্তরে কাঞ্চনাবাদ ইউনিয়ন, জোয়ারা ইউনিয়ন ও বরকল ইউনিয়ন; পশ্চিমে বরকল ইউনিয়ন ও বরমা ইউনিয়ন; দক্ষিণে বরমা ইউনিয়ন ও সাতবাড়িয়া ইউনিয়ন এবং পূর্বে সাতবাড়িয়া ইউনিয়ন ও হাশিমপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাচন্দনাইশ উপজেলার প্রাণকেন্দ্র চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পাদদেশে ১৭.০৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ২০০২ সালে চন্দনাইশ পৌরসভা গঠিত হয়। গাছবাড়িয়া, চন্দনাইশ, হারলা ও জোয়ারা মৌজাসমূহকে ৯টি ওয়ার্ডে বিভক্ত করা হয়। এটি একটি ক শ্রেণীর পৌরসভা। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | এলাকা/মহল্লার নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর গাছবাড়িয়া |
২নং ওয়ার্ড | পূর্ব চন্দনাইশ দীঘিরপাড়া |
৩নং ওয়ার্ড | পশ্চিম হারলা |
৪নং ওয়ার্ড | মধ্য হাশিমপুর |
৫নং ওয়ার্ড | দক্ষিণ হারলা |
৬নং ওয়ার্ড | দক্ষিণ জোয়ারা |
৭নং ওয়ার্ড | পূর্ব চন্দনাইশ |
৮নং ওয়ার্ড | দক্ষিণ গাছবাড়িয়া |
৯নং ওয়ার্ড | গাছবাড়িয়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চন্দনাইশ পৌরসভার সাক্ষরতার হার ৬১.৪%।[২] এখানে ২টি কলেজ, ৩টি মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- গাছবাড়িয়া সরকারি কলেজ
- আমানতছফা বদরুন্নেছা মহিলা ডিগ্রী কলেজ
- বরমা ডিগ্রি কলেজ
- মাদ্রাসা
- জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
- উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসা
- রহমানিয়া আহমদিয়া এ এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- বরকল ছালামতিয়া মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- বরকল সামসুজ্জামান উচ্চ বিদ্যালয়
- কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়
- গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
- গাছবাড়িয়া মমতাজ বেগম বালিকা উচ্চ বিদ্যালয়
- ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গাছবাড়িয়া বণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জোয়ারা বাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ জোয়ারা বীরেন্দ্র লাল বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ জোয়ারা জিহস ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ হারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম হারলা নবী কুলছুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম হারলা শচীন্দ্র সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চন্দনাইশ দীঘিরপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্বাস্থ্য
সম্পাদনাচন্দনাইশ পৌরসভায় ১টি সরকারি হাসপাতাল রয়েছে।[১]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাচন্দনাইশ পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক আরাকান সড়ক (চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক)। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাচন্দনাই পৌরসভায় ৫১টি মসজিদ, ১৮টি মন্দির, ৩টি বিহার এবং ১টি গীর্জা রয়েছে।[১]
হাট-বাজার
সম্পাদনাচন্দনাইশ পৌরসভার প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বাগিচা হাট, গাছবাড়িয়া খানহাট, নয়াহাট, মৌলভীবাজার বরকল, বাংলা বাজার বরকল,খানহাট দৈনিক বাজার এবং চন্দনাইশ দৈনিক বাজার।[১]
দর্শনীয় স্থান
সম্পাদনাচন্দনাইশ পৌরসভার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১]
- কাঞ্চননগরস্থ চা বাগান ও পেয়ারা বাগান
- খান দীঘি
- খান জামে মসজিদ (বাগিচাহাট)
- শাহ মাহছুম ফকির (রহ.) মাজার শরীফের পুকুরের গদালী
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাচন্দনাইশ পৌরসভার উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[১]
- অলি আহমেদ –– বীর বিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ।
- আবদুল করিম –– বীর বিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- আহমদ ছফা –– কবি ও সাহিত্যিক।
- শামসুল আরেফীন –– লোকগবেষক ও কবি।
- মির ইয়াসিন ঠাকুর এবং তার পুত্র হালিম ঠাকুর, মগদের রাজত্বকালে এই স্থানে আগমন করেন। সম্ভবত তিনিই প্রথম মুসলমান যিনি এ স্থানে আগমন করে।[তথ্যসূত্র প্রয়োজন]
- মোহাম্মাদ ফখরুদ্দীন (শিক্ষক) –– ইসলামী চিন্তাবিদ, হাদিস বিশারদ, ফিকহ বিশেষজ্ঞ ও শিক্ষক।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান পৌর মেয়র: মাহবুবুর রহমান খোকা[৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "এক নজরে চন্দনাইশ পৌরসভা - চন্দনাইশ উপজেলা - চন্দনাইশ উপজেলা"। chandanaish.chittagong.gov.bd। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭।
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "প্রধান নিবার্হী কর্মকর্তা - চন্দনাইশ উপজেলা - চন্দনাইশ উপজেলা"। chandanaish.chittagong.gov.bd। ১৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭।