উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২০/৫-৬
এই পাতাটি একটি সংগ্রহশালা। দয়া করে এটি সম্পাদনা করবেন না। কোনও মন্তব্য করতে চাইলে বর্তমান মূল পাতায় করুন। |
+ | জানুয়ারি - এপ্রিল | মে - আগস্ট | সেপ্টেম্বর - ডিসেম্বর | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০০৪/০৫ | সবচেয়ে পুরাতন | |||||||||||
২০০৬ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০০৭ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০০৮ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০০৯ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০১০ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০১১ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০১২ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০১৩ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০১৪ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০১৫ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০১৬ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০১৭ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০১৮ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০১৯ | ১ - ৪ | ৫ - ৮ | ৯ - ১২ | |||||||||
২০২০ | ১ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ -১০ | ১১ - ১২ | |||||||
২০২১ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২২ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২৩ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২৪ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২৫ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
সংগ্রহশালার সূচিপত্র |
সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত প্রসঙ্গে
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
ব্যবহারকারী:RiazACU ভাইয়ের দ্বারা আমার একটি সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত নেওয়া প্রসঙ্গে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। 43.245.120.88 (আলাপ) ২২:৫৫, ২৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- ভাই, বাংলাদেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এই ধরনের সমালোচনা তথা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তাই বলে একসাথে ৯টি তথ্যসূত্র দিয়ে সমালোচনা অনুচ্ছেদ যোগ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। যদি পারেন অন্য তথ্য দিয়ে নিবন্ধ সম্প্রসারণ করুন। সম্প্রদায়ের সদস্যের প্রতিও আরেকটি বিষয় জানিয়ে দিই উপরোক্ত সম্পাদনায় আমার বাতিলকৃত তথ্যটি বিশেষ:অবদান/116.58.205.119 এবং বিশেষ:অবদান/43.245.120.1 থেকেও যোগ করার চেষ্টা করা হয়েছে, এবং অত্র আলোচনা শুরু করেছে অন্য আরেকটি আইপি ঠিকানা থেকে, যেটিকে একধরনের অগঠনমূলক সম্পাদনাও বলা চলে। উপরোক্ত আইপি ঠিকানাসমূহের অবদান দেখে মনে হলো এটি উইকিপিডিয়ায় বাধাপ্রাপ্ত কোনো অভিজ্ঞ ব্যবহারকারীর সকপাপেট একাউন্ট। উল্লেখ্য, আমার বাতিলকৃত সম্পাদনাটি যদি সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য না হয় তবে, বাতিল করতে পারেন এবং ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ —রিয়াজ (আলাপ) ২৩:১৮, ২৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- এই সম্পাদনায় অতি বিশেষণ যোগ করা হয়েছে, যা উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নীতিমালার সাথে সাংর্ঘষিক। তবে আমি তা পুনর্বহাল করে কিছু শব্দ পরিবর্তন করে দিচ্ছি। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১৬:৩২, ৩ মে ২০২০ (ইউটিসি)
অব/অফ/অভ প্রসঙ্গে
আমার ব্যক্তিগত কোন ভুল হলে মাফ চাচ্ছি, ব্লক করলে কষ্ট পাবো তবে আসলে বেশি কিছু বলার নাই। এখন একটু আলাদা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, of এর প্রতিবর্নীকরণ কোনটা ব্যবহার করবো? অফ নাকি অব নাকি অভ? আমার কাছে অফ টা সঠিক বলে মনে হয়, সবার মতামত বা বিশ্লেষণ জানতে চাচ্ছি। Lazy-restless (আলাপ) ০৬:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- @Lazy-restless: Of এর বাংলা প্রতিবর্ণীকরণ অফ/অভ না দিয়ে অব দেওয়াটাই মনে হয় শ্রেয়। অফ দিলে অনেকটা off এর প্রতিবর্ণীকরণ বলেই মনে হয়। তবে Off (অফ) এর মতো আরও অনেক প্রতিবর্ণীকরণ বাংলাতে দেখা যায়। যেমন: our (আওয়ার) + hour (আওয়ার), two (টু) + to (টু) এরকম। এরপরও of এর প্রতিবর্ণীকরণ অব (অভ নয়) দিলে ভালো বলে মনে হয়। নিজের মতামত ব্যক্ত করলাম। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ০৭:৩২, ১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০১৪/৯-১২#'of' এর বাংলা আসলে কোনটা?: of=অব, off=অফ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- যে যাই বলুক, কোন অভিধান বা বানানের নিয়ম সংক্রান্ত বইয়ে কী লেখা আছে সেটা আগে দেখুন। আমরা খালি অন্য লেখা থেকে উইকিপিডিয়ায় টুকলি করতে এখানে আছি। তনয় ✉ ১১:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- সত্যি বলতে, যেহেতু এটা বিদেশী ভাষা এই অব/অফ/অভ সমস্যা থেকেই যাবে মনে হচ্ছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- অক্সফোর্ড ও বাংলা একাডেমি উভয় অভিধানে of এর প্রতিবর্নীকরণ করেছে 'অভ'। তা স্বত্ত্বেও 'অব' ও 'অফ' এই দুটি ভুল প্রতিবর্নীকরণ কীভাবে বহুল প্রচলিত হয়ে গেছে সেটা আশ্চর্যের বিষয়! যদি সঠিকটিই রাখার প্রশ্ন ওঠে তবে আমার মতামত 'অভ' রাখাটাই বাঞ্ছনীয়। তাহলে "অফ নাকি অব নাকি অভ?" এমন বিতর্ক সামনে আসলে একাধিক সহায়ক তথ্যসূত্র (অক্সফোর্ড ও বাংলা একাডেমি) দেওয়া যাবে।--ওয়াকিম (আলাপ) ১৯:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- এ প্রশ্নটা নিয়ে আমি "অফ"-এর পক্ষে অতীতে অনেক জোর দিয়ে অনেকটা রূঢ়ভাবেই কথা বলেছি। কিন্তু সময়ের সাথে সাথে অন্যান্য চিন্তাভাবনা করার পরে এখন আমার অবস্থান বেশ নমনীয়। ওয়াকিম ঠিক বলেছেন যে উচ্চারণের ভিত্তিতে অর্থাৎ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার ভিত্তিতে দেখলে "অভ" সবচেয়ে সঠিক হয়, কারণে লিখতে f ব্যবহার করা হলেও শুদ্ধ ইংরেজি উচ্চারণ v দিয়ে হয় এবং সেটার সবচেয়ে কাছাকাছি উচ্চারণ হয় "অভ" হলে। কিন্তু চিরায়ত বা সনাতনি দিক থেকে বাংলাতে অধিকাংশ ক্ষেত্রেই "অব" ব্যবহার করা হয়েছে। আমি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সাইনবোর্ডে বা পত্রপত্রিকাতে প্রতিষ্ঠানের নামে এখনও সবচেয়ে বেশি দেখি "অব", তবে "অফ"-এর সংখ্যা সামান্য হলেও বাড়ছে। পশ্চিমবঙ্গে কী হয় জানি না। ভবিষ্যতে কখনও কলকাতায় গেলে দেখে আসব। অন্যদিকে সবচেয়ে সঠিক যেটা, অর্থাৎ "অভ" -- সেটা অন্তত বাংলাদেশে মোটামুটি অপ্রচলিত। আমার সাময়িক প্রস্তাব হচ্ছে এই যে, ১) যদি কোনও প্রতিষ্ঠান নিজেই তার ইংরেজি নামের বাংলা প্রতিবর্ণীকরণ করে থাকে, তাহলে সেটি যে বানানটি ব্যবহার করেছে, সেটাকেই সম্মান করতে হবে, সেটা অফ/অব/অভ যা-ই হোক। ২) যদি কোনও কিছুর নিজস্ব অফিসিয়াল ইংরেজি থেকে বাংলা প্রতিবর্ণীকরণ না থেকে থাকে, তাহলে আমি ওয়াকিমের সাথে একমত হয়ে সেগুলিকে ঢালাওভাবে "অভ" করার প্রস্তাব করছি। আমি এক্ষেত্রে উদ্যোগী হয়ে নিজেই যেসমস্ত জায়গায় "অফ" লিখেছি, সেগুলিকে "অভ" করার জন্য প্রস্তুত আছি। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- অক্সফোর্ড ও বাংলা একাডেমি উভয় অভিধানে of এর প্রতিবর্নীকরণ করেছে 'অভ'। তা স্বত্ত্বেও 'অব' ও 'অফ' এই দুটি ভুল প্রতিবর্নীকরণ কীভাবে বহুল প্রচলিত হয়ে গেছে সেটা আশ্চর্যের বিষয়! যদি সঠিকটিই রাখার প্রশ্ন ওঠে তবে আমার মতামত 'অভ' রাখাটাই বাঞ্ছনীয়। তাহলে "অফ নাকি অব নাকি অভ?" এমন বিতর্ক সামনে আসলে একাধিক সহায়ক তথ্যসূত্র (অক্সফোর্ড ও বাংলা একাডেমি) দেওয়া যাবে।--ওয়াকিম (আলাপ) ১৯:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- সত্যি বলতে, যেহেতু এটা বিদেশী ভাষা এই অব/অফ/অভ সমস্যা থেকেই যাবে মনে হচ্ছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
প্রতিবছর নামস্থান অনুবাদ প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব
সুধী উইকিপিডিয়ানবৃন্দ, প্রতিবছর অন্যান্য সম্পাদনা প্রতিযোগিতার পাশাপাশি উইকিপিডিয়া নামস্থান অনুবাদ প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব করছি। Lazy-restless (আলাপ) ০২:৫১, ১ মার্চ ২০২০ (ইউটিসি)
- আমাদের নীতিমালার পাতাগুলির অনুবাদ শেষ করা দরকার। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৩, ১ মার্চ ২০২০ (ইউটিসি)
- সেটাকেই আমি নামস্থান হিসেবে বলেছি। নীতিমালা=নামস্থান=প্রশাসন সম্পর্কিত পাতা (আমার মতে)। নীতিমালা অনুবাদের প্রতিযোগিতা কি আয়োজন করা যায় প্রতিবছর? Lazy-restless (আলাপ) ০৭:৫০, ৪ মার্চ ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন নীতিমালার বেশিরভাগই ইংরেজিতে থাকায় অনেকেরই তা বুঝতে সমস্যা হয় (আমারও)। তাই নীতিমালাগুলো অনুবাদের প্রতিযোগিতা আয়োজন করা একটি সময়োপযোগী পদক্ষেপ। ♦MS Sakib♦ (আলাপ করবেন?) ২২:০২, ২২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন হ্যাঁ, ভালো হবে। কারণ মাঝে মাঝেই দেখি নামস্থান পাতাগুলো অর্ধেক ইংরেজি ও অর্ধেক বাংলা। যেগুলো মোটেও পড়ে বুঝা যায়না - টেকনিসিয়াম 📨 ০৪:৫৫, ২৮ মে ২০২০ (ইউটিসি)
নোটাবল (notable)= উল্লেখযোগ্য
- ভৌগোলিক অবস্থান সম্পর্কিত নিবন্ধ (বিভাগ, জেলা, উপজেলা, থানা, শহর, ইউনিয়ন);
- শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত শিক্ষালয়) -
এ দুই প্রকারের নিবন্ধগুলোতে একটি বহুল ব্যবহৃত অনুচ্ছেদ হচ্ছে- কৃতি ব্যক্তিত্ব বা কৃতি শিক্ষার্থী। এসকল ক্ষেত্রে কৃতি শব্দের পরিবর্তে উল্লেখযোগ্য শব্দটি ব্যবহার করা উচিত। ইংরেজি "নোটাবল" (নোটাবল অ্যালুমনি, নোটাবল পারসোনালিটি) বাংলায় এসে কৃতি হয়ে যায়, যেটা দুঃখজনক। সম্প্রদায়ের ভবিষ্যৎ সতর্কতার স্বার্থে আলোচনাসভায় বার্তা দেয়া হলো। —ইয়াহিয়াবলুন... ১৮:১৩, ১ মার্চ ২০২০ (ইউটিসি)
- সমর্থন কৃতি শব্দের পরিবর্তে উল্লেখযোগ্য শব্দটি ব্যবহার মানানসইও বটে।~SHEKH (বার্তা) ০৭:৪৭, ৩ মে ২০২০ (ইউটিসি)
'করোনা' সম্পর্কিত এডিট আ থন
সঠিক ও নিরপেক্ষ তথ্যের অ প্রাপ্যতা জনমনে আতঙ্ক সৃষ্টির এক অন্যতম কারন। এরই এক সমাধানকল্পে 'করোনা' সম্পর্কিত নিবন্ধগুলোকে নিয়ে একটি অনলাইন 'এডিট আ থন' আয়োজন করা হলে কেমন হয়? সবাই আপনাদের মতামত জানান -- মহামতি মাসুম (আলাপ) ০৮:৪৮, ২৬ মার্চ ২০২০ (ইউটিসি)
মতামত:
- হ্যাঁ, করা যায়। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৪, ২৮ মার্চ ২০২০ (ইউটিসি)
- একমত --IqbalHossain (আলাপ) ১২:৪০, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)
- একমত -- জনি (আলাপ) ১৮:৫৯, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)
- একমত -- ......ইফতেখার নাইমআলাপ ০৪:৩৮, ৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- একমত ~ ♦MS Sakib♦ (আলাপ করবেন?) ০৭:১১, ১০ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- করা যায় -- সানাউল্লাহ
বট অনুমোদনের অনুরোধ
হ্যলো সবাই, mw:Multilingual Templates and Modules শুরু হয়েছিল User:Yurik দ্বারা টেমপ্লেট এবং মডিউল কেন্দ্রিয়করণে সহায়তা করার জন্য। এর জন্য একটি Yurikbot রয়েছে যা কিছু আগে mrwiki তে অনুমোদিত হয়েছিল । বাংলা উইকিপিডিয়াতে কি একই অনুমোদনের সুযোগ পাওয়া সম্ভব? Capankajsmilyo (আলাপ) ০২:৪৮, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
বটের ধ্বংসাত্মক কার্যক্রম সংক্রান্ত
শুরু থেকেই জেনে আসছি যে, বটের সাহায্যে নিবন্ধের ভুল বানানগুলো এক পলকে সংশোধনের ক্ষেত্রে জুড়ি মেলা ভার ও আলাপ পাতায় বটের সাহায্য গ্রহণে পরামর্শ দেয়া হয়ে থাকে। ইদানিং বেশ কয়েকটি বট ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করছে। গত কয়েক বছর ধরে মাঝে-মধ্যেই বিভিন্ন বটের ভুল কার্যক্রমে বাংলাকরণ, পরিস্কার ও বানান ঠিক করার কথা বলে বাংলা উইকিকে উল্টোপথে অর্থাৎ গতিশীলতা ও গ্রহণযোগ্যতা আনয়ণের বিপরীতে গতিহীনতা ও অগ্রহণযোগ্য সম্পাদনা পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে হতাশায় নিপতিত করাসহ অমূল্য সময় নষ্ট করছে; যা কোনভাবেই কাম্য নয়, হতে পারে না। ব্যবহারকারী সংখ্যা এমনিতেই কম! এছাড়াও, আক্রান্ত নিবন্ধগুলো সনাক্তকরণ ও সংশোধনসহ চিহ্নিতকরণও বেশ সময় সাপেক্ষ বিষয়।
অনেক সময় মনে হয়, বটগুলো সিস্টেমের সাথে খেলা করে চলেছে অবিরত; লক্ষ্যণীয় যে বটে সম্পাদনাগুলো নজরতালিকায় হাইড করে রাখা হয় বলে ধরা পড়ে না। এর বিরূপ প্রভাব নিবন্ধ, টেমপ্লেট ইত্যাদিতে প্রভাবান্বিত করে যা অনেকাংশে হাস্যকর ও দূর্ভাগ্যজনক / দুঃখজনক, মনঃপীড়াদায়ক বিষয় বটে। বিশেষতঃ অভিজ্ঞরাই কেবল বট পরিচালনা করার যোগ্য বলে জানি! এজাতীয় সমস্যা থেকে উত্তরণের উপায় কি? নিয়মিত ব্যবহারকারীদের মূল্যবান মতামত আশা করছি! এ ধরনের বটকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় বা প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কি-না মতামত প্রয়োজন! নীতিমালা রয়েছে কি-না ও কি কি করতে হবে তা জানার প্রত্যাশায় রয়েছি। দুঃখভারাক্রান্ত হৃদয়ে - Suvray (আলাপ) ১৫:৩০, ২৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @Suvray: দাদা আমার মনেহয় যদি সম্ভব হয় তবে আলাদা করে বট পর্যাবেক্ষণ করে সেগুলো সংশোধন করা। তাছাড়া আমি বট ব্যবহারে এই ভয়ানক অবস্থায় (যেখানে ধ্বংসাত্মক কাজ চলছে) বট দিয়ে বানানে ঠিক করতে নিরুৎসাহিত করব। সাধারণ ব্যবহারকারী বানান ঠিক করলে অবশ্যই ভুলের সম্ভাবনা কম থাকবে। তবে একান্তই যদি বট ব্যবহার করতে হয় তবে অবশ্যই খুব সর্তকতা অবলম্বন করা উচিৎ হবে। নাইম (আলাপ) ১৫:৪৮, ২৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- আসলে বট তো ভুল করে না, ভুলগুলি হয় বটের পিছনের মানুষের প্রোগ্রামিংয়ে। সম্প্রতি কিছু নিবন্ধে বানান ভুলের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও বট পরিচালককে পরামর্শ দেয়া হয়েছে যেন একই ভুল না করে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১২, ২৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
নিষ্ক্রিয় বিশেষ ব্যবহারকারী
এখানে কিছু ব্যবহারকারী তালিকা ভুক্ত করা হয়েছে যারা সাধারণ বিশেষ অধিকার প্রাপ্ত কিন্তু গত তিন বছরে কোনো সম্পদনা করেনি। সকলের মতামতের ভিক্তিতে নিষ্ক্রিয় বিশেষ ব্যবহারকারী অধিকার অপসারণের সিধান্তে আসা প্রয়োজন। যদি তারা পুনরায় সক্রিয় হন, তবে তাদের ব্যবহারকারী অধিকার পুনরায় নীতিমালা অনুসারে দেয়া হবে। ধন্যবাদ! জনি (আলাপ) ১১:০২, ৫ মে ২০২০ (ইউটিসি)
ব্যবহারকারী নাম | সম্পাদনা গণনা | শেষ সম্পাদনা | ব্যবহারকারী দল |
---|---|---|---|
Tanvir Rahman | ১৭৬ | ২৬-১০-২০১২ | স্বয়ংক্রিয় পরীক্ষণ |
Taief.shahed | ৭১৫ | ০৯-০৭-২০১৩ | স্বয়ংক্রিয় পরীক্ষণ |
Auyon | ৯১৫ | ০৮-০৪-২০১৪ | স্বয়ংক্রিয় পরীক্ষণ |
Sajjad ctg | ৬৫২ | ১৮-০৫-২০১৪ | স্বয়ংক্রিয় পরীক্ষণ |
TechnoAyan | ১৩৮৬ | ২৫-০২-২০১৫ | স্বয়ংক্রিয় পরীক্ষণ |
Arr4 | ৪১৬৫ | ১৯-০৮-২০১৫ | স্বয়ংক্রিয় পরীক্ষণ, রোলব্যাকার |
Motiur Rahman Oni | ১২৮৫ | ১৩-০৬-২০১৬ | রোলব্যাকার, স্বয়ংক্রিয় পরীক্ষণ, নিরীক্ষক |
Asifmuktadir | ১৬৯৬ | ১৩-০৬-২০১৬ | স্বয়ংক্রিয় পরীক্ষণ |
Khaled0147 | ৪২০৪ | ১৯-০৬-২০১৬ | স্বয়ংক্রিয় পরীক্ষণ, রোলব্যাকার |
WikiMonir | ১২৭৪ | ৩০-০৪-২০১৭ | স্বয়ংক্রিয় পরীক্ষণ |
Adib5271v | ৪২৭৮ | ২৬-০১-২০১৮ | স্বয়ংক্রিয় পরীক্ষণ |
Engr.Rafi | ৬৫৫ | ২১-০৪-২০১৮ | স্বয়ংক্রিয় পরীক্ষণ |
Hemayet | ৪৪৬৪ | ০৫-০৫-২০১৮ | স্বয়ংক্রিয় পরীক্ষণ |
- এটা যেহেতু তেমন কিছু না তাই উচ্চতর অধিকার বাদে (সেগুলোর আলাদা নীতিমালা আছে) যে কোন অধিকারের ক্ষেত্রে টানা দুই বছর কোন সম্পাদনা না থাকলে বা নিষ্ক্রিয় থাকলে তার অধিকার অপসারণ করা যেতে পারে। পরে তিনি সক্রিয় হলে যে কোন প্রশাসককে বললেই যাতে অধিকার দিয়ে দেন। এরকম করা যেতে পারে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৮, ৫ মে ২০২০ (ইউটিসি)
- যেহেতু এখন পর্যন্ত বাংলা উইকিতে এইভাবে এই ধরনের অধিকার তুলে নেওয়া হয়নি তাই প্রথম অবস্তায় তিন বছরের ফলাফল নিয়ে প্রস্তাব করেছি। যেহেতু বৈশ্বিক প্রশাসকের কার্যকলাপ পর্যালোচনা (যদি স্থানীয় নিষ্ক্রিয় ব্যবহারকারী অধিকার অপসারণ নীতিমালা না থাকে) অনুসারে দুই বছর ধরা হয়, তাই আমি আপনার সাথে একমত এবং দুই বছর নিষ্ক্রিয় ব্যবহারকারীর সাধারণ অধিকার (প্রশাসকত্ব ছাড়া) অপসারণ করা যেতে পারে। জনি (আলাপ) ১২:২৫, ৫ মে ২০২০ (ইউটিসি)
- যেমনটা আলোচনা হয়েছে, দুই বছরের বেশি সময় যারা নিষ্ক্রিয় তাদের তালিকা করা হয়েছে। জনি (আলাপ) ১১:১১, ৯ মে ২০২০ (ইউটিসি)
- যেহেতু এখন পর্যন্ত বাংলা উইকিতে এইভাবে এই ধরনের অধিকার তুলে নেওয়া হয়নি তাই প্রথম অবস্তায় তিন বছরের ফলাফল নিয়ে প্রস্তাব করেছি। যেহেতু বৈশ্বিক প্রশাসকের কার্যকলাপ পর্যালোচনা (যদি স্থানীয় নিষ্ক্রিয় ব্যবহারকারী অধিকার অপসারণ নীতিমালা না থাকে) অনুসারে দুই বছর ধরা হয়, তাই আমি আপনার সাথে একমত এবং দুই বছর নিষ্ক্রিয় ব্যবহারকারীর সাধারণ অধিকার (প্রশাসকত্ব ছাড়া) অপসারণ করা যেতে পারে। জনি (আলাপ) ১২:২৫, ৫ মে ২০২০ (ইউটিসি)
চুইঝাল দিয়ে খাবারের পদের নাম প্রসঙ্গে
চুইঝাল হলো খুলনা অঞ্চলের একটি মশলা যা দিয়ে বিভিন্নধরনের মাংস যেমন: গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস ইত্যাদি রান্না করা হয়। যদি কেউ চুইঝালের খাবারের ব্যাপারে অভিজ্ঞ হন তাহলে সাড়া দিন। এক্ষেত্রে একজন খুলনা উইকিপিডিয়ান ভালো বলতে পারতে পারবে।
প্রশ্ন-১: চুইঝাল দিয়ে অনেক প্রকারের মাংস রান্না করা হলেও মূলত চুইঝাল দিয়ে গরু কিংবা খাসির মাংসের নামডাক বেশি শোনা যায়। এখন যা জানতে চাচ্ছি তা হলো, চুই ঝাল দিয়ে গরু নাকি খাসি কোন মাংস রান্না খুলনা অঞ্চলে অধিক প্রচলিত বা বেশি ঐতিহ্যবাহী? নাকি দুটোই সমান প্রচলিত?
প্রশ্ন-২:
আবার যেহেতু চুইঝাল দিয়ে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস ইত্যাদি সব রান্না করা হয় সেহেতু আমি যে বিষয়ে পরামর্শ চাচ্ছি তা হলো এ নিবন্ধের নাম কি হবে?
সেক্ষেত্রে, আমি কয়েকটি নাম বিবেচনা করছি।
- চুইঝালের মাংস(যেহেতু চুইঝাল দিয়ে খাসি, গরু, হাঁস, মুরগি ইত্যাদি সব মাংসই রান্না হয়)
- চুইঝালের খাসির মাংস(খাসির মাংস যদি গরুর মাংসের তুলনায় খুলনায় বেশি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় হয় তবে)
- চুইঝালের গরুর মাংস( গরুর মাংস যদি খাসির মাংসের তুলনায় খুলনায় বেশি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় হয় তবে)
ব্রাকেট এ শর্তগুলো বিবেচনায় নিয়ে এ নামগুলোর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য বলে আপনার মনে হয়? যদি চুইঝালের মাংসের ব্যাপারে আপনাদের জানার মধ্যে এ ব্যাপারে আরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন কোনো খুলনার উইকিপিডিয়ান থাকে তাহলে তাকে এখানে মেনশন দিবেন প্লিজ।জোবায়ের (আলাপ) ২০:১৫, ৫ মে ২০২০ (ইউটিসি)
- চুইঝাল দিয়ে শুধু যে মাংস রান্না করা হয় এমন না আমি তরকারির সঙ্গেও চুইঝাল খেয়েছি। এটা একটি মশলা বিশেষ। সব ধরণের মাংসের সাথে চুইঝাল ব্যবহার করা হলেও ঐতিহ্য বা বিখ্যাত হয়েছে সে গরুর মাংসের সাথে। আপনি খেয়াল করলে দেখবেন চুইঝালের মাংসকেন্দ্রিক খুলনায় জনপ্রিয় কিংবা পরিচিত হোটেলগুলোর অধিকাংশ হোটেলে গরুর মাংস দিয়েই চুইঝাল পরিবেশন করা হয়।
তবে নামের পাশাপাশি তথ্যসূত্র নিয়েও ভাবতে হবে। চুইঝালের নিবন্ধে প্রথম সারির তথ্যসূত্র দিতে পারবেন তো? — ফেরদৌস • ০৬:০৮, ৬ মে ২০২০ (ইউটিসি)
@Ferdous: চুইঝাল দিয়ে মাংস ছাড়াও মাছ এবং তরকারি রান্না করা হয় সেটা জানি। তবে সেটা চুইঝালের মাংসের মতো অতটা বহুল প্রচলিত না বলেই আমি জানি। তাই চুইঝালের মাংসের একটা আলাদা নিবন্ধের যোগ্যতা রয়েছে। আপনি যে চুইঝালের গরুর মাংস বিখ্যাত হওয়ার কথা বললেন সেরকমটা আমি খাসির মাংস সম্পর্কেও শুনেছি। ঊদাহরণ স্বরূপ আমি কোরা(qoura)-তে প্রশ্ন রেখেছিলাম এবং একজন কুষ্টিয়া নিবাসী এই উত্তর দিয়েছিলেন যে চুইঝালের সাথে খাসির মাংস অধিক বিখ্যাত। এছড়া চুইঝালের মাংসের জন্য খুলনার বিখ্যাত আব্বাস হোটেলের খ্যাতিও কিন্তু সেই খাসির মাংসের কারণেই। এরকম আরো অনেক আছে তাই গরু ছাড়া কিংবা খাসি কোনোটাকেই বাদ দেয়া যায় না। এ বিষয়ে আরো নিশ্চিত হতে চাই।
তবে ভাই আপনি যদি খাসির তুলনায় চুইঝালের খ্যাতি গরুর মাংসের কারণে বেশি হওয়ার কয়েকটা নির্ভরযোগ্য তথ্যসূত্র দিতেন তাহলে উপকৃত হতাম।
আর আমার সংগৃহীত তথ্যসূত্র মোটামুটি ভালো মানের। সবগুলোই জনপ্রিয় এবং নির্ভরযোগ্য দৈনিক সংবাদপত্র হতে সংগ্রহ করা।
এরপরও আপনি যদি কিছু প্রথম সারির তথ্যসূত্র আমার আলাপ পাতায় দেন তাহলে উপকৃত হবো।
আর যদি চুইঝালের মাংসের ব্যাপারে আপনার জানার মধ্যে এ ব্যাপারে আরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন কোনো উইকিপিডিয়ান থাকে তাহলে তাকে এখানে মেনশন দিবেন প্লিজ। জোবায়ের (আলাপ) ২০:৫৩, ৬ মে ২০২০ (ইউটিসি)
- অধিক অভিজ্ঞতা সম্পন্ন কোন উইকিপিডিয়ান পেলে আমাকে একটু জানিয়েন। আমিও তার কাছ থেকে চুইঝাল সম্পর্কে কিছু তথ্য নেবো। শুধু এটুকুই বলি আমিও খুলনার লোক। 😊
আর তথ্যসূত্রের ব্যাপারে বলতে গেলে তথ্যসূত্র নাই সেজন্যে আমি এই নিবন্ধ করি নাই। 😊৷ আপনি চুইঝাল নিবন্ধের জন্যেই সেভাবে তথ্যসূত্র পাবেন না বাংলা মাধ্যমে। এতদিন একটি তথ্যসূত্র ছিলো। গতকাল আমি দুটো তথ্যসূত্র বাড়ালাম। আর আপনার প্রতি অনুরোধ থাকবে নিবন্ধটি মূল নামস্থানের বদলে আপনার খেলাঘরে শুরু করবেন।
যেহেতু গরু খাসি নিয়ে সংকট দেখা দিয়েছে সেক্ষেত্রে নিবন্ধের নাম চুইঝালে মাংস রাখুন। সেটাই অধিক গ্রহণযোগ্য হবে। ভেতরে গরু খাসীর মাহাত্ম্য আলাদা অনুচ্ছেদে বর্ণনা করা যেতে পারে। ধন্যবাদ। — ফেরদৌস • ০৭:৪৯, ৭ মে ২০২০ (ইউটিসি)
- ফেরদৌস, আপনার কাছে যে এতদিন একটি তথ্যসূত্র ছিলো এবং গতকাল আরো দুটো তথ্যসূত্র বাড়ালেন সেগুলো যদি আমার আলাপ পাতায় দেন তাহলে উপকৃত হবো। ধন্যবাদ।জোবায়ের (আলাপ) ১৮:২২, ৭ মে ২০২০ (ইউটিসি)
- সেগুলো চুইঝাল নিবন্ধের জন্য প্রাসঙ্গিক, চুইঝালে মাংসের জন্যে বড্ড অপ্রাসঙ্গিক। — ফেরদৌস • ০৭:৩৬, ৯ মে ২০২০ (ইউটিসি)
সর্বনাম পদে সম্মানসূচক চন্দ্রবিন্দু অপসারণ
প্রিয় উইকিপিডিয়ানগণ, বট ব্যবহার করে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ, টেমপ্লেট ও নীতিমালার পাতাগুলো থেকে সর্বনাম পদে সম্মানসূচক চন্দ্রবিন্দু (যাঁর তাঁর, যিঁনি তিঁনি, যাঁকে, তাঁকে, যাঁরা, তাঁরা, যাঁদের, তাঁদের) অপসারণ করার প্রস্তাব জানাচ্ছি। 103.230.106.45 (আলাপ) ১৫:৪২, ৭ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন। করা হউক। @Nokib Sarkar:; @ZI Jony:;@আফতাবুজ্জামান:--মহামতি মাসুম (আলাপ) ১১:৫৯, ১৯ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন, উইকিপিডিয়া যেহেতু একটি বিশ্বকোষ এখানে নিরপেক্ষতা রক্ষার্থে দেখা যায় ইসলাম সম্পর্কিত বিভিন্ন নিবন্ধে সাঃ, আঃ, রহঃ, রাঃ এই সম্মানসূচক শব্দসমূহ ব্যবহার না করতে উৎসাহিত করা হয়। সেই হিসেবে, আমি মনে করি তাঁর, যাঁর এসবের পরিবর্তে তার, যার এই ধরনের শব্দসমূহ ব্যবহার করা হউক। — রিয়াজ (আলাপ) ১৫:৫২, ৭ মে ২০২০ (ইউটিসি)
আমার আরও একটা মত আছে, সাঃ, রাঃ, শ্রী শ্রী, তাঁর তিঁনি এই শব্দগুলোর একটা ফিল্টার হোক যেন এগুলো সহ সম্পাদনা সংরক্ষণের সময় সম্পাদনাকারীকে স্বয়ংক্রিয়ভাবে বাধা দিয়ে সম্পাদনাঘরের উপরে সতর্কবার্তা দেওয়া হয় যে, এগুলো না মুছলে সম্পাদনা সংরক্ষণ করা যাবে না, আবার কোন উক্তির ভেতর (হাদীস বা অন্যান্য) যদি থাকে সেটাও যেন স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে তা বাধার আওতামুক্ত করা হয়। তাতে সম্পাদনাকারী নিজেকে নিজের বিবেকের পরস্পরবিরোধী সাংঘর্ষিক কাঠগড়ায় (নিরপেক্ষতা বনাম অপরিহার্য ধর্মবিশ্বাস/সম্মান প্রদর্শন) দোদুল্যমান অবস্থায় দাড় করাতে হবে না। পাশাপাশি প্রতিবছর রমজান এডিটাথন চালিয়ে যাওয়ার প্রস্তাব জানাই। আর আশা করি, সাঃ অপসারণ করলেও কেউ আগের মত নির্ভরযোগ্য, নিরপেক্ষ ও সঠিক তথ্যসমৃদ্ধ ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি অব্যাহত রাখতে কার্পণ্য করবেন না। 103.230.105.4 (আলাপ) ২০:১৪, ৭ মে ২০২০ (ইউটিসি)
- মন্তব্য এই বিষয় নিয়ে আগেও এখানে এবং এখানে আলোচনা হয়েছে। তবে আমি মনে করি, উইকিপিডিয়ায় যদি ভাষাগত কারণে যেমন তিনি ব্যবহার করতে হয়, তবে বাংলা ভাষায় তিনি এর possessive case তাঁর কেন ব্যবহৃত হবে না। তাই আমি জোরালো বিরোধিতা জানাচ্ছি। - নকীব সরকার বলুন... ১২:২৮, ১৯ মে ২০২০ (ইউটিসি)
সাইটনোটিশ
সুধী। গত ২৪ তারিখ (৪ বছর, ৮ মাস, ১ সপ্তাহ ও ৬ দিন) থেকে উইকিপিডিয়াতে একটা অনলাইন প্রতিযোগিতা চলছে। কিন্তু অনেকেই এই তথ্য জানে না। আলাপ পাতাতেও কয়েকজন এই অভিযোগ করেছে। সেকারনে আমি মনে করি, বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতাতে একটা 'সাইটনোটিশ' দেয়া উচিৎ। আপনার মন্তব্য নিচে জানান।--—ইয়াহিয়াবলুন... ২৩:২০, ৭ মে ২০২০ (ইউটিসি)
সমর্থন
- দৃঢ় সমর্থন --—ইয়াহিয়াবলুন... ২৩:২০, ৭ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন --~SHEKH (বার্তা) ০১:০৪, ৮ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন ♦MS Sakib♦ (আলাপ করবেন?) ০১:২৪, ৮ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন --- Prodipto Delwar ০৮:২৪, ৮ মে ২০২০ (ইউটিসি)
বিরোধিতা
- বিরোধীতা: এখানে এডিটাথনটি চলছে শুধুমাত্র একটি ধর্মের বিষয়বস্তুর উপর। এবার, সাইটনোটিশ যাবে সমস্ত পাঠকের কাছে (শুধুমাত্র সম্পাদকদের কাছে গেলেও সমস্যা খুব একটা ছিলো না)। সে সব পাঠকের মধ্যে অন্য ধর্মের পাঠকও রয়েছেন। সুতরাং সমস্ত পাঠকদের জন্য শুধুমাত্র একটি ধর্মের উপর নেওয়া এডিটাথনের নোটিশ অনেকের কাছে নির্দিষ্ট ধর্মের প্রচারণা মনে হতে পারে এবং এটি নিয়ে উইকিপিডিয়ার ব্যাপারে একটি অহেতুক বিতর্ক তৈরির সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্যাপারটি ঠিক নিরপেক্ষতার সাথেও যায় না। যদি এডিটাথনটি যে কোন ধর্মের বিষয়বস্তু নিয়ে হত সেক্ষেত্রে এই ব্যাপারটা থাকতো না। আর এই কারণে জোড়ালো বিরোধীতা সাইট নোটিশে।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৩:৪৮, ৮ মে ২০২০ (ইউটিসি)
মন্তব্য
- আমার মত হল যারা ব্যবহারকারী পাতায় ব্যবহারকারী মুসলিম টেমপ্লেট যুক্ত করবেন তাদের আলাপ পাতায় নোটিশ বার্তা পাঠানো যেতে পারে, পাশাপাশি সম্প্রদায়ের আলোচনাসভাতেও নোটিশ বার্তা দেওয়া যেতে পারে। 103.230.104.15 (আলাপ) ১০:৫১, ৮ মে ২০২০ (ইউটিসি)
বিকল্প প্রস্তাব
- আপনারা চাইলে আমি নজরতালিকা নোটিশ দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে নোটিশটি শুধু প্রবেশকৃত ব্যবহারকারীগণ নজরতালিকা থেকে দেখতে পারবেন। এভাবে করলে সেটি সমস্ত পাঠকের কাছে যাবে না কিন্তু সম্পাদকগণ ঠিকই দেখতে পাবেন। আমার মনে হয় না বাংলা উইকিপিডিয়ার অবদানকারীগণ নজরতালিকা নোটিশ দেখলে খুব একটা খারপ কিছু মনে করবেন। বিগত এডিটাথনগুলোর অভিজ্ঞতার আলোকে বলা যায়, যে কোন এডিটাথনে সাইটনোটিশে যে খুব একটা কাজ হয় তা না। ঘুরেফিরে যারা নিয়মিত তারাই অংশ নেন। নতুন হয়ত এক/দু জন হয়। তাছাড়া, মোবাইল ব্যবহারকারীদের সাইট নোটিশ দেখায় না কিন্তু নিবন্ধ পাঠের যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন প্রায় ৮০% বাংলা উইকিপিডিয়ার পাঠক মোবাইল থেকে নিবন্ধ পাঠ করেন। সুতরাং এখানে সাইটনোটিশ যে খুব কার্যকর হবে তাও না। মাঝখান থেকে অহেতুক বিতর্ক তৈরির সম্ভাবনা। এরচেয়ে নজর তালিকা নোটিশ অধিক কার্যকর।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:০৬, ৯ মে ২০২০ (ইউটিসি)
- এমন কোন আলোচনা বা সমালোচনা হয়েছে কি কোথাও? নোটিশে যদি বিতর্ক হয় তাহলে এডিটাথনেও কি বিতর্ক হওয়ার কথা নয়? — ফেরদৌস • ০৭:২৯, ৯ মে ২০২০ (ইউটিসি)
- না হয়নি এখনো কিন্তু হওয়া সম্ভব। কারণ যখন নোটিশ যাবে তখন অন্য ধর্মের পাঠককে বাধ্যতামূলক নোটিশ দেখিয়ে কোন কিছুতে অংশ নিতে আহ্বান করা একটি বিষয়। এবং এডিটাথনটি আয়োজন করা হয়েছে কিন্তু নোটিশ না দিলে তাহলে বিতর্কের সুযোগ নেই যেহেতু যার যার ইচ্ছা অনুসারে এডিটাথনে অংশ নেবেন। ব্যক্তিগত মতে, ধর্মীয় বিষয়ে সবচেয়ে ভালো হত সব ধর্ম নিয়ে এডিটাথনটি করা সেক্ষেত্রে নোটিশ দিলে সমস্যা হতো না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১৮, ৯ মে ২০২০ (ইউটিসি)
- এমন কোন আলোচনা বা সমালোচনা হয়েছে কি কোথাও? নোটিশে যদি বিতর্ক হয় তাহলে এডিটাথনেও কি বিতর্ক হওয়ার কথা নয়? — ফেরদৌস • ০৭:২৯, ৯ মে ২০২০ (ইউটিসি)
- এডিটাথনে সাধারণত নতুনদের অবদান বেশী থাকে। আর নতুনদের মধ্যে নজরতালিকা দেখার প্রবণতা তুলনামূলকভাবে কম থাকে। খুব সক্রিয় উইকিপিডিয়ানরা নজরতালিকা দেখে থাকে। তাই নজরতালিকার নোটিশ দেওয়ার বিপক্ষে আমি। আর এমনিতেই এডিটাথনের অর্ধেক সময় পেরিয়ে গেছে। — ফেরদৌস • ০৮:৩০, ৯ মে ২০২০ (ইউটিসি)
- আমি নজরতালিকা নোটিশ দেয়ার পক্ষে একমত, কিন্তু তার জন্য আমাদের অনেকটা কাজ করতে হবে। কেননা আমরা এখনো কিছুই তৈরি করতে পারিনি। জনি (আলাপ) ০৭:৪৪, ৯ মে ২০২০ (ইউটিসি)
- কোন কাজই করতে হবে না মানে যদি নোটিশেল কথা বুঝিয়ে থাকেন। ২ মিনিটের কাজ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১৮, ৯ মে ২০২০ (ইউটিসি)
- আমি নজরতালিকা নোটিশ দেয়ার পক্ষে একমত, কিন্তু তার জন্য আমাদের অনেকটা কাজ করতে হবে। কেননা আমরা এখনো কিছুই তৈরি করতে পারিনি। জনি (আলাপ) ০৭:৪৪, ৯ মে ২০২০ (ইউটিসি)
The 2030 movement strategy recommendations are here!
Greetings! We are pleased to inform that the 2030 movement strategy recommendations have been published on Meta-wiki. Over the last two years, our movement has worked tirelessly to produce these ideas to change our shared future. Many of you participated in the online conversations, hosted strategy salons, attended regional events, and connected with us in-person at Wikimania. These contributions were invaluable, and will help make our movement stronger for years to come.
The finished set of 10 recommendations emphasizes many of our core values, such as equity, innovation, safety, and coordination, while tasking us jointly to turn this vision into a reality. These recommendations clarify and refine the previous version, which was published in January this year. They are at a high strategic level so that the ideas are flexible enough to be adapted to different global and local settings and will allow us to navigate future challenges. Along with the recommendations, we have outlined 10 underlying principles, a narrative of change, and a glossary of key terms for better context.
The recommendations are available in numerous languages, including Arabic, German, Hindi, English, French, Portuguese, and Spanish for you to read and share widely. We encourage you to read the recommendations in your own time and at your own pace, either online or in a PDF. There are a couple of other formats for you to take a deeper dive if you wish, such as a one-page summary, slides, and office hours, all collected on Meta. If you would like to comment, you are welcome to do so on the Meta talk pages. However, please note that these are the final version of the recommendations. No further edits will be made. This final version of the recommendations embodies an aspiration for how the Wikimedia movement should continue to change in order to advance that direction and meet the Wikimedia vision in a changing world.
In terms of next steps, our focus now shifts toward implementation. In light of the cancellation of the Wikimedia Summit, the Wikimedia Foundation is determining the best steps for moving forward through a series of virtual events over the coming months. We will also be hosting live office hours in the next coming few days, where you can join us to celebrate the Strategy and ask questions! Please stay tuned, and thank you once again for helping to drive our movement forward, together. RSharma (WMF)
আকীদা নিবন্ধের ব্যাপারে
সম্মানিত সুধী, সম্প্রতি আমি আকীদা নিবন্ধের আলাপ পাতায় একটি আলোচনা শুরু করেছি। সকলের মতামত আশা করছি, এখানে-Nahian (আলাপ) ১৩:৫৩, ১৩ মে ২০২০ (ইউটিসি)
লোগোর ফন্ট পরিবর্তন? আগেরটা থেকে ভালো?
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
লক্ষ্য করলাম বাংলা উইকির মোবাইলের লোগোর ফন্ট পাল্টানো হয়েছে যা সুন্দর লাগছে না আমার কাছে। তার উপর য়-এর নিচের নুকতা ঠিক নেই।
- আগের লোগো: https://web.archive.org/web/20190330143423/http://bn.m.wiki.x.io/wiki/প্রধান_পাতা
- বর্তমান লোগো: http://bn.m.wiki.x.io/
আপনাদের কাছে কেমন লাগে? আগের লোগোর ফন্টে ফেরত যাওয়া উচিত? আমি কি এ লক্ষ্যে phabricator.wikimedia.org এ জানাবো? --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৬, ১৪ মে ২০২০ (ইউটিসি)
- হ্যাঁ, আগের লোগো ফন্ট অধিক সুন্দর Habib (আলাপ) ১৮:০২, ১৪ মে ২০২০ (ইউটিসি)
- একমত পূর্বেরটি অধিক সুন্দর ছিলো।এফ আর শুভ (আলাপ) ১৮:১৪, ১৪ মে ২০২০ (ইউটিসি)
- আগেরটি অধিক সুন্দর। শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৮:২১, ১৪ মে ২০২০ (ইউটিসি)
- আগেরটাই ভালো ছিলো। এখনকার ফন্টটা ঠিক নেই এবং মানানসই নয়। -- Shahidul Hasan Roman (আলাপ) ১৮:২৭, ১৪ মে ২০২০ (ইউটিসি)
- পূর্বের লোগো ব্যবহার করা হউক। — রিয়াজ (আলাপ) ১৮:২৯, ১৪ মে ২০২০ (ইউটিসি)
- আগেরটি বেশি ভালো লাগতো। হালকা ছাই-রঙের বারের উপর গাঢ় ছাই-রঙা "উইকিপিডিয়া" লেখা বর্তমানের কালো রঙের থেকে মানানসই ছিল। ~ নাহিয়ান আলাপ ১৮:৩২, ১৪ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন আমার ভালো লেগেছেপরস (আলাপ) ১৮:৪৯, ১৪ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন আগের লোগোটাই ভাল। ♦MS Sakib♦ (আলাপ করবেন?) ০০:৩৫, ১৫ মে ২০২০ (ইউটিসি)
- বিরোধিতা : আমার মনেহয় এরকমই থাকা উচিৎ । নাইম (আলাপ) ১৩:৪৯, ১৫ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন আগেরটা অত্যন্ত মানানসই ছিল। ~SHEKH (বার্তা) ০৬:১৫, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- পূর্বাবস্থায় ফেরত নেয়া হোক। জনি (আলাপ) ০৬:৫৭, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- আমার কাছে আগেরটাও বোরিং লাগত। @আফতাবুজ্জামান: ভাই; @ZI Jony: ভাই; নতুন কোন 'মুক্ত ওয়েব ফন্ট' আছে না কি 🤔? পছন্দের কোন থাকলে 'ফ্যাব্রিকেটরে' জানিয়ে দিন।--মহামতি মাসুম (আলাপ) ১২:১৪, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- @Ahm masum: ভাই, নতুন মুক্ত ওয়েব ফন্ট সম্পকে আমার সঠিক ভাবে জানা নেই, তেবে শুনেছি এইবছরের প্রথম দিকে দুটি নতুন বাংলা মুক্ত ওয়েব ফন্ট প্রকাশ হয়েছে। জনি (আলাপ) ১২:২৩, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- মন্তব্য ধন্যবাদ আপনাদেরকে। এটির করার আগে নিচের সম্পর্কিত প্রস্তাবটি দেখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৪, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন আগের লোগোর ফন্টের কম্পোজিশন যথার্থ ছিল,বর্তমানের লোগোর ফন্ট অনেকটা খাপছাড়া এবং বিকৃত মনে হয় যা নান্দনিক তো বলা যায়না বরং আনাড়ি মনে হয়। --ব্যবহারকারী:Dr.SunBD (আলাপ) ৪:১০, ৪ জুন ২০২০ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়ার লোগোর "য়" ও অন্যান্য ত্রুটি ঠিক করে তা ব্যবহারের প্রস্তাব
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
আপনারা অনেকে (হয়ত) জেনে থাকবেন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ওয়েব দল গত ১ বছর হবে ডেক্সটপের উন্নতি নিয়ে কাজ করছে এবং আমরা শিঘ্রই তার ফলাফল দেখতে পাব। প্রাথমিক নমুনা: অফিস উইকি, বাংলা উইকি। যেহেতু সামনে একটি পরিবর্তন আসতে যাচ্ছে, আমাদের বাংলা উইকির লোগোর ত্রুটিগুলি ঠিক করে নেয়া উচিত।
- খেয়াল করে থাকবেন, বাংলা উইকির লোগোর ওয়ার্ডমার্কের "য়"-এর নিচের বিন্দু/ফোঁটা সঠিক স্থানে নেই। তা বেশ নিচে নামানো। আমি যদি ভুল না জানি, লোগোটি একজন বিদেশি বানিয়েছিলেন, ফলে এই সমস্যা সেই সময় তার উপলব্ধি না করাই স্বাভাবিক। এতদিন আমরা png ব্যবহার করতাম, কিন্তু সামনে এই রকম svg ব্যবহার করা হবে। ফলে এটি আরও চোখে লাগবে। বাংলা ভাষা নিয়ে কাজ করা ওয়েবসাইটের লোগোতে এই ত্রুটি মোটেও কাম্য নয়। কখনো না ঠিক করার চেয়ে দেরি হলেও ঠিক করে নেয়া উচিত।
- এছাড়া লোগো ফন্টটি সুন্দর নয়। ঠিক এই ফন্টের মত দেখতে কিন্তু এটির চেয়ে বহু সুন্দর ফন্ট রয়েছে। এমনকি আমরা যখন ১০ বছর পূর্তি ও ৫০ হাজার নিবন্ধ পূর্তি উদযাপন করেছিল তখন আমরা আরও সুন্দর ফন্ট ব্যবহার করেছিম: চিত্র:Bnwiki10 anniversory logo.png ও চিত্র:বাংলা-উইকি ৫০ হাজার নিবন্ধ লোগো ২.svg
এই দুটি বিষয় ঠিক করে, আমি নিচের প্রস্তাবিত লোগো (২য় চিত্র) গ্রহণ ও ব্যবহার করার প্রস্তাব করছি (মোবাইল ও ডেক্সটপ উভয়তে)।
লোগো দুটির লেখার দৈঘ্য ও উচ্চতা একদম এক, এমনকি ফন্টের অক্ষরের গঠনও ৯০% এক। এছাড়া সবকিছু হুবহু আগের মত। লোগোটি দুটি ভালো করে দেখে আপনাদের মতামত দিন (বিঃদ্রঃ চিত্র দুটির পাতায় গেলে লোগো দুটি ২০০ পিক্সেল, ৫০০ পিক্সেলসহ আরও বিভিন্ন আকারে দেখা যাবে)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৭, ১৬ মে ২০২০ (ইউটিসি)
সমর্থন
- সমর্থন প্রস্তাবিত লোগো ব্যবহার করা হউক। — রিয়াজ (আলাপ) ১৮:০১, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন নীতিমালায় যদি কোনো আপত্তি না থাকে, তাহলে প্রস্তাবিত মনোগ্রামে সমর্থন করছি। --দেলোয়ার (✉) • ১৮:১৯, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন আগের চেয়ে সুন্দর হয়েছে। কৌতুহল থেকে একটা প্রশ্ন - নতুন লোগোতে কি সোলাইয়মানলিপি ফন্ট ব্যবহার করেছেন ? City of Zion (আলাপ) ১৮:৩৩, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- @FaysaLBinDaruL, হ্যাঁ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৬, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন--নাবিল (✉) ২০:১৪, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন প্রস্তাবিত ~SHEKH (বার্তা) ২০:২৪, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন প্রস্তাবিত লোগো। ♦MS Sakib♦ (আলাপ করবেন?) ২০:৪৩, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন লোগো পরিবর্তনের পরপরই আমি লক্ষ্য করি এটা, আমার কাছে নতুন লোগোটির ফন্ট মোটেও ভালো লাগেনি। তাই আমি প্রস্তাবিত লোগোটিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। ~ নাহিয়ান আলাপ ২২:২৯, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন ও একমত পোষন করছি! - Suvray (আলাপ) ০২:০১, ১৭ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন- লোগোর পরিবর্তন খুবই যুক্তিসঙ্গত। খাঁ শুভেন্দু (আলাপ) ০৪:৪৯, ১৭ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন- লোগো পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে, লোগোর এরকম ত্রুটি এটা বাংলা উইকির জন্য অপমানজনক মনে হচ্ছে।এফ আর শুভ(বার্তা দিন) ০৫:০৮, ১৭ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন - নকীব সরকার বলুন... ০৫:৩৭, ১৭ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন প্রস্তাবিত লোগোটি ব্যবহারের জন্য। শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০৬:০৭, ১৭ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন - প্রস্তাবিত লোগো ব্যবহার করা হোক। তনয় ✉ ০৭:৫৭, ১৭ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন - প্রস্তাবিত লোগো ব্যবহার করা হোক। জনি (আলাপ) ০৭:০৭, ১৮ মে ২০২০ (ইউটিসি)
- প্রস্তাবিত লোগোটি ব্যবহারের জন্য দৃঢ় সমর্থন। --NahidHossain (আলাপ) ০৯:০৯, ১৮ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন - প্রস্তাবিত লোগো ব্যাবহার করা হোক । --তন্ময় (আলাপ) ১২:১৪, ১৮ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন --মাসুম-আল-হাসান (আলাপ) ০৫:১৬, ১৯ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন — প্রস্তাবিত লোগো ব্যবহার হোক। — অংকন (আলাপ) ১০:০১, ১৯ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন - প্রস্তাবিত লোগো ব্যবহার হোক। — মহামতি মাসুম (আলাপ) ১১:৫০, ১৯ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন - ফন্টের বিষয়ে কিছু বলবোনা, তবে 'য়' এর ফোঁটা আসলেই খুব নিচে। বিশেষ করে মোবাইলে দেখতে গেলে বিষয়টি চোখে পড়ে। ফোঁটাটিকে দেখে মনেই হয়না যে এটি য় - এর অংশ। তাই নতুন প্রস্তাবিত লোগোকেই সমর্থন করছি -- টেকনিসিয়াম 📨 ২২:২০, ১৯ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন — তানভির • ১১:২৪, ২০ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৭, ২০ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন – Waraka Saki (আলাপ) ১৯:৫১, ২০ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন - প্রস্তাবিত লোগো ব্যবহার হোক। — Salahuddin Rafi (আলাপ)
বিরোধিতা
বিরোধিতা :: এটা ঠিকই আছে। নাইম (আলাপ) ২২:০০, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- মন্তব্য @ইফতেখার নাইম: ভাই, উইকিপিডিয়া হচ্ছে শুদ্ধতা চর্চার স্থান। কিন্তু যদি উইকির লোগোতেই ছোটখাটো ভুল থাকে তাহলে ব্যাপারটা খাপছাড়া হয়ে যায় না? ফন্ট নিয়ে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে; কিন্তু যেখানে 'উইকিপিডিয়া' লেখাটাই লিখা হয়েছে ভুল ভাবে ('য়') সেখানেতো ভাই পছন্দ-অপছন্দ খুবই দূরের ব্যাপার। ♦MS Sakib♦ (আলাপ করবেন?) ২২:৫৭, ১৬ মে ২০২০ (ইউটিসি)
মতামত
- @আফতাবুজ্জামান: প্রস্তাবিত লোগোতে ব্যবহৃত ফন্টটি কি মুক্ত লাইসেন্সের আওতাধীন, হলে কোন ফন্ট? — তানভির • ১০:১১, ১৯ মে ২০২০ (ইউটিসি)
- @Wikitanvir:, প্রস্তাবিত লোগোতে ব্যবহৃত ফন্টটি মুক্ত লাইসেন্সের (GNU) আওতাধীন সোলায়মান লিপি ফন্ট। ধন্যবাদ! জনি (আলাপ) ১০:৪৮, ১৯ মে ২০২০ (ইউটিসি)
- @Wikitanvir এবং ZI Jony: সোলায়মান লিপি GNU-তে নয়, ওপেন ফন্ট লাইসেন্স বা OFL-এ প্রকাশিত। হ্যাঁ, এটি একটু মুক্ত ফন্ট; OFL-এ প্রকাশিত ফন্টগুলি মুক্ত ও বহু ফন্ট উইকিতে ব্যবহার করা হচ্ছে।[১][২][৩] ইতিমধ্যে বহু উইকিপিডিয়ার লোগোতে এই লাইসেন্স যুক্ত ফন্ট ব্যবহৃত হয়েছে। যেমন গত বছর চালু হওয়া সাঁওতালি (Noto Sans Ol Chiki) ও গথিক (Noto Sans Gothic) উইকিপিডিয়ার লোগোতে, বহু আগের বর্মী (Padauk), খমের (Hanuman), থাই (TH Sarabun PSK) উইকিপিডিয়াসহ ইত্যাদি উইকিপিডিয়ায় (কিছু অ-লাতিন খুঁজে)। তথ্য: বাংলা উইকির UniversalLanguageSelector-এ থাকা লোহিত বাংলা ফন্টটিও OFL লাইসেন্সযুক্ত। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৩, ২০ মে ২০২০ (ইউটিসি)
- আপনাদের দুজনকেই ধন্যবাদ। — তানভির • ১১:২২, ২০ মে ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: লোগো পরিবর্তন হলে পাতার উপরেও (অর্থাৎ মোবাইল সংস্করণে) কি উইকিপিডিয়া লেখাটি এই একই ফন্টে, অর্থাৎ সোলায়মান লিপিতে আসবে? — তানভির • ১১:২৭, ২০ মে ২০২০ (ইউটিসি)
- @Wikitanvir: হ্যাঁ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১০, ২০ মে ২০২০ (ইউটিসি)
- @Wikitanvir এবং ZI Jony: সোলায়মান লিপি GNU-তে নয়, ওপেন ফন্ট লাইসেন্স বা OFL-এ প্রকাশিত। হ্যাঁ, এটি একটু মুক্ত ফন্ট; OFL-এ প্রকাশিত ফন্টগুলি মুক্ত ও বহু ফন্ট উইকিতে ব্যবহার করা হচ্ছে।[১][২][৩] ইতিমধ্যে বহু উইকিপিডিয়ার লোগোতে এই লাইসেন্স যুক্ত ফন্ট ব্যবহৃত হয়েছে। যেমন গত বছর চালু হওয়া সাঁওতালি (Noto Sans Ol Chiki) ও গথিক (Noto Sans Gothic) উইকিপিডিয়ার লোগোতে, বহু আগের বর্মী (Padauk), খমের (Hanuman), থাই (TH Sarabun PSK) উইকিপিডিয়াসহ ইত্যাদি উইকিপিডিয়ায় (কিছু অ-লাতিন খুঁজে)। তথ্য: বাংলা উইকির UniversalLanguageSelector-এ থাকা লোহিত বাংলা ফন্টটিও OFL লাইসেন্সযুক্ত। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৩, ২০ মে ২০২০ (ইউটিসি)
- @Wikitanvir:, প্রস্তাবিত লোগোতে ব্যবহৃত ফন্টটি মুক্ত লাইসেন্সের (GNU) আওতাধীন সোলায়মান লিপি ফন্ট। ধন্যবাদ! জনি (আলাপ) ১০:৪৮, ১৯ মে ২০২০ (ইউটিসি)
তথ্যসূত্র
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২০।
[Small wiki toolkits – Indic workshop series 2020] Register now!
Greetings, hope this message finds you all in the best of your health, and you are staying safe amid the ongoing crisis.
Firstly, to give you context, Small wiki toolkits (SWT) is an initiative to support small wiki communities, to learn and share technical and semi-technical skills to support, maintain, and grow. We are happy to inform you that the SWT group has planned a series of four online workshops for Indic Wikimedia community members during June & July 2020. These workshops have been specifically designed and curated for Indic communities, based on a survey conducted early this year. The four workshops planned in this regard are;
- Understanding the technical challenges of Indic language wikis (by Birgit): Brainstorming about technical challenges faced by contributors to Indic language Wikimedia projects.
- Writing user scripts & gadgets (by Jayprakash12345): Basics to intermediate-level training on writing user scripts (Javascript and jQuery fundamentals are prerequisites).
- Using project management & bug reporting tool Phabricator (by Andre): Introduction to Phabricator, a tool used for project management and software bug reporting.
- Writing Wikidata queries (by Mahir256): Introduction to the Wikidata Query Service, from writing simple queries to constructing complex visualizations of structured data.
- You can read more about these workshops at: SWT Indic Workshop Series 2020/Workshops -- exact dates and timings will be informed later to selected participants.
Registration is open until 24 May 2020, and you can register yourself by visiting this page! These workshops will be quite helpful for Indic communities to expand their technical bandwidth, and further iterations will be conducted based on the response to the current series. Looking forward to your participation! If you have any questions, please contact us on the talk page here. MediaWiki message delivery (আলাপ) ১৭:৩৮, ১৬ মে ২০২০ (ইউটিসি)
ঘূর্ণিঝড় আম্পান
ঘূর্ণিঝড় আম্পান নামটি পুনর্নিদেশ করার পর আমি যে তথ্যছক যোগ করেছিলাম এবং টেমপ্লেট তৈরি করে যোগ করলাম সেই সম্পাদনাগুলো ইতিহাসে দেখতে পাচ্ছি না কেন? এই পদ্ধতিটি বেশ নিরুতসাহিত করবে সম্পাদককে, বিশেষ যখন লকডাউনে মধ্যরাত অব্ধি জেগে সে কাজ করা হয়ে থাকে। কিভাবে মুছে দেওয়া সেটা এখানে দেখুন ---সুমিতা রায় দত্ত (আলাপ) ১৫:৪৮, ১৯ মে ২০২০ (ইউটিসি)!
- @Sumita Roy Dutta: ঠিক করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪০, ১৯ মে ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: অনেক অনেক ধন্যবাদ। --সুমিতা রায় দত্ত (আলাপ) ১১:৪৬, ২০ মে ২০২০ (ইউটিসি)
সকল নিবন্ধ প্রতিযোগিতার পুরস্কার সম্পর্কে
জনাব,
গত বছর চট্টগ্রাম - মিউনিখ অনুবাদ প্রতিযোগিতার পুরস্কারটি আমার কাছে সব পুরস্কারের সেরা বলে মনে হয়েছে!! প্রথমত, পুরস্কারটি ছিলো বইয়ের কুপন যা মেইলে ১সেকেন্ডেই চলে আসে। যার কারণে অন্যান্য পুরস্কারের মতো কয়েক মাস অপেক্ষা করতে হয়না।
দ্বিতীয়ত, কুপনটি বইয়ের হওয়ায় ছাত্র হিসেবে আমার খুবই কাজে লেগেছে। আমি প্রয়োজনীয় কিছু বই নিতে পেরেছি। আর উইকিপিডিয়ার মতো একটি প্লাটফর্ম থেকে হয়তো মানুষ বই-ই সেরা পুরস্কার হিসেবে আশা করে।
আমি চাই যদি পুরস্কার দিয়ে কোন প্রতিযোগিতার আয়োজন করা হয় তাহলে এই ধরনের পুরস্কার দেয়া ঠিক ও সবচেয়ে সেরা হবে।
আপনাদের মতামত চাই। -- টেকনিসিয়াম 📨 ২২:১৪, ১৯ মে ২০২০ (ইউটিসি)
- কোন আপত্তি নেই। তবে এটি আয়োজকদের উপর নির্ভর করবে। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০৬, ২০ মে ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: হ্যাঁ, সেটাতো অবশ্যই। তবে আপনি ও @NahidSultan: ভাইয়ের মতো যারা আয়োজকদের সাথে আলোচনা করেন তাঁরা আমার এই মতামত ও পুরস্কার সম্পর্কে তাদেরকে বললে তারা ভেবে দেখতে পারে। - টেকনিসিয়াম 📨 ০৮:৪৮, ৩ জুন ২০২০ (ইউটিসি)
Research participation opportunity
হ্যালো,
উইকিপিডিয়ার ব্যবহার উন্নত করার উদ্দেশ্যে আমরা কয়েকটি গবেষণার প্রস্তুতি নিচ্ছি। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের কয়েকটি প্রশ্নের জবাব দিন। আপনাদের জবাবের ভিত্তিতে আমরা যথাযত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে, আলোচনার সময় নির্ধারণ করে নেব।
আপনার জ্ঞানত, এই উইকিপিডিয়ার অন্য কোনো ব্যবহারকারী যদি এই ধরনের গবেষণা সম্পর্কে উৎসাহী থাকেন, তাহলে অনুগ্রহ করে তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন।
ধন্যবাদ! EAsikingarmager (WMF) (আলাপ) ২১:০৯, ২১ মে ২০২০ (ইউটিসি)
একটি বহিরাগত সংস্থা দ্বারা এই জরিপটি সঞ্চালন করা হবে, এবং এই কারণে অতিরিক্ত কিছু শর্তাবলী প্রযোজ্য হতে পারে। জরিপের গোপনীয়তার বিবৃতি পড়ে আপনি গোপনীয়তা ও তথ্য-সঞ্চালন সম্পর্কে অধিক তথ্য জানতে পারবেন।
ধংসপ্রবনতা
প্রশাসক বৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি 2A03:2880:12FF:70:0:0:FACE:B00C এই আইপিকে বাধা দিন ইনি একই নিবন্ধন বার বার তৈরি করছে যতবার অপসারণ এর ট্যাগ লাগাচ্ছি নতুন করে আবার তৈরি করছে। এছাড়া এনাকে আমি অনেক বার সতর্ক বার্তা দিয়েছি,ধন্যবাদ।পরস (আলাপ) ০৫:৫৫, ২৪ মে ২০২০ (ইউটিসি)
- অজানা আইপিকে আপনার বার্তা দেওয়া লাগবে না। আপনি এমনিতেই অনেক ত্রুটিপূর্ণ নিবন্ধ যোগ করেছেন। আমার মনে হয় এখানে কেউ সিস্টেম নিয়ে খেলছে। ধরা পড়লে...--অর্ণব (আলাপ | অবদান) ০৬:০২, ২৪ মে ২০২০ (ইউটিসি)
আলাপ পাতায় টেমপ্লেট যোগ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সম্প্রতি দেখলাম যেসব নিবন্ধের আলাপ পাতায় {{আলাপ পাতা}} টেমপ্লেটটি নেই, সেসব আলাপ পাতায় কিছু ব্যবহারকারী টেমপ্লেটটি যোগ করছে। আচ্ছা আমার প্রশ্ন হল, এই টেমপ্লেটটি কি খুব বেশি প্রয়োজনীয়? যদি প্রয়োজনীয় হয় তবে হাতে যোগ করার বদলে কি কোনো বট দ্বারা প্রতিনিয়ত যোগ করা যায় না? - নকীব সরকার বলুন... ১৫:০৯, ২৫ মে ২০২০ (ইউটিসি)
- নিজের সৃষ্ট নিবন্ধের আলাপ পাতায় এই টেমপ্লেট যুক্ত করার কোন যুক্তি আমার জানা না থাকলেও অন্যদের দেখাদেখি এই কাজটা আমিও করি। পাছে অন্য ব্যবহারকারী আমার তৈরি নিবন্ধের আলাপ পাতা তৈরি করে ফেলে এই ভেবে। এর যদি কোন প্রয়োজনীয়তা নাই থাকে তবে আমরা সবাই কেন অযথা এই কাজ করি। আলোচনা সত্যিই দরকার। ধন্যবাদ মিঃ নকীব আলোচনা উত্থাপন করার জন্য। — কুউ পুলক ✉ ১৬:০৮, ২৫ মে ২০২০ (ইউটিসি)
- যেতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫২, ২৫ মে ২০২০ (ইউটিসি)
- এই কাজ Banglabot নামক একটি দ্বারা করা হচ্ছিল এর আগে। এই বট যেহেতু বর্তমানে সক্রিয় নেই তাই অন্য বট দ্বারা করলে ক্ষতি কি?--নাইম (আলাপ) ০৯:১৩, ২৮ মে ২০২০ (ইউটিসি)
নিবন্ধ অপসারণ প্রসঙ্গে
আমি আত্মশুদ্ধি নামে একটি নিবন্ধ তৈরি করেছিলাম। কিন্তু নিবন্ধটি এখন আর খুঁজে পাচ্ছিনা। প্রশাসকগণ বিষয়টা একটু দেখবেন কি? 43.245.120.93 (আলাপ) ১৫:৪৮, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- নিবন্ধ ২২ মে তৈরি করা ছিল ও এতে মাত্র ৮টি শব্দ ছিল। অনুগ্রহ করে এক-দুই অনুচ্ছেদ লিখে তৈরি করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩১, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- আফতাব ভাই, নিবন্ধটি ফিরিয়ে আনলে আমি এখনই দুটি অনুচ্ছেদ বাড়িয়ে দিতাম। 43.245.120.93 (আলাপ) ১৬:৪০, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- অনুগ্রহ করে আইপি থেকে নিবন্ধ তৈরি না করে উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করে খেলাঘরে নিবন্ধটি তৈরি ও সম্প্রসারণ করুন। ~ নাহিয়ান আলাপ ১৬:৪৩, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- নিবন্ধে এইটুকু লেখা ছিল "আত্মশুদ্ধি হল আত্মার পরিশুদ্ধি অর্জনের বা পবিত্র হওয়ার প্রক্রিয়া"। আমি জানি না ফেরত এনে লাভ কি হবে। আপনি নতুন করে করুন। আর অনুগ্রহ করে নিবন্ধের ভিতর
<!-- --->
দ্বারা ইংরেজি লেখা যোগ করবেন না। এক অনুচ্ছেদের লেখা এনে তা পূর্ণ অনুবাদ করে নিবন্ধ সংরক্ষণ করেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৮, ২৭ মে ২০২০ (ইউটিসি)- ব্যবহারকারী:43.245.120.93/আত্মশুদ্ধি এখানে দ্রুত অপসারণ ট্যাগ লাগানো কি যৌক্তিক? 43.245.120.93 (আলাপ) ১৮:১২, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- আপনি ট্যাগটি ভালো করে পড়ে দেখুন। দয়া করে প্রথমে একাউন্ট তৈরি করুন এবং তারপর ব্যবহারকারী উপপাতা তৈরি করে তা ব্যবহার করুন।এফ আর শুভ(বার্তা দিন) ১৮:১৮, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- ব্যবহারকারী:43.245.120.93/আত্মশুদ্ধি এখানে দ্রুত অপসারণ ট্যাগ লাগানো কি যৌক্তিক? 43.245.120.93 (আলাপ) ১৮:১২, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- নিবন্ধে এইটুকু লেখা ছিল "আত্মশুদ্ধি হল আত্মার পরিশুদ্ধি অর্জনের বা পবিত্র হওয়ার প্রক্রিয়া"। আমি জানি না ফেরত এনে লাভ কি হবে। আপনি নতুন করে করুন। আর অনুগ্রহ করে নিবন্ধের ভিতর
- অনুগ্রহ করে আইপি থেকে নিবন্ধ তৈরি না করে উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করে খেলাঘরে নিবন্ধটি তৈরি ও সম্প্রসারণ করুন। ~ নাহিয়ান আলাপ ১৬:৪৩, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- আফতাব ভাই, নিবন্ধটি ফিরিয়ে আনলে আমি এখনই দুটি অনুচ্ছেদ বাড়িয়ে দিতাম। 43.245.120.93 (আলাপ) ১৬:৪০, ২৭ মে ২০২০ (ইউটিসি)
নিবন্ধ অপসারন করার জন্য ধন্যবাদ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
আমার তৈরি তোকেলাউয়ের সংবাদপত্রের তালিকা নিবন্ধটি অপসারিত হয়েছে। যিনি অপসারণ করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। তোকেলাউ একটি ছোট্ট দেশ সেদেশে মাত্র একটি সংবাদপত্রই রয়েছে। তাই লাইন বাড়ানো সম্ভব হয় নি। আমি যে ইংরেজি নিবন্ধের অনুবাদ করেছি সেটা দেখবেন আমার বাংলা নিবন্ধের চেয়ে আরো ছোট। আমি বলতে চাচ্ছি এই নিবন্ধটা একটা বিচ্ছিন্ন নিবন্ধ নয়। এটা উইকিপ্রকল্প:সংবাদপত্রের একটা আবশ্যকীয় নিবন্ধ। এটা এই রকম সকল সার্বভৌম ও নির্ভলশীল দেশের সংবাদপত্রের তালিকা সম্বলিত নিবন্ধগুলোর একটা। আপনারা যদি ওশেনিয়া অঞ্চলের সংবাদপত্রর টেমপ্লেট দেখেন দেখবেন সবগুলো দেশের সংবাদপত্রের তালিকা নীল কেবল তোকেলাউয়েরটা কেবল লাল।
অপসারণ করে ভালোই করেছেন। যিনি ট্যাগ লাগিয়েছিলেন তাকে বলছি আপনি ইংরেজি নিবন্ধটাতেও অপসারনের ট্যাগ লাগান। সকল উইকির নিবন্ধ অপসারণ বিচারধারা তো একই। ওটা অপসারিত হতে দেখে নিজের কষ্টটা কমবে। — কুউ পুলক ✉ ১৭:১৯, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- আমাদের নিবন্ধের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মান বাড়ানো অতীব জরুরি।
আপনার নিবন্ধের শিরোনামের সঙ্গে নিবন্ধের বিষয়বস্তুর কোন সামঞ্জস্যতা ছিলোনা। নিবন্ধের শিরোনামে তালিকা অথচ নিবন্ধে একটি মাত্র সংবাদ পত্রের নাম দেয়া হয়েছে। এটা কি একটি তালিকার নিবন্ধ হতে পারে?
আর ইংরেজি উইকিপিডিয়া আমাদের মানদণ্ড নয়। ইংরেজি উইকিপিডিয়ায় থাকলেই তা বাংলা উইকিপিডিয়ায় থাকতে পারবে ব্যাপারটা এত সরল নয়। ধন্যবাদ। — ফেরদৌস • ১৭:৩৯, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- @Kupulak: তোকেলাউয়ের সংবাদপত্রের তালিকা নিবন্ধটি আমি (আইপি থেকে) পুনরায় তৈরি করেছি। আপনি বললেন তে ভাকাই সে দেশের একমাত্র পত্রিকা, আপনার সুবিধার্থে জানিয়ে দিই যে তে ভাকাই একটি সাময়িকী পত্রিকা (ম্যাগাজিন) এবং এটিই সে দেশের একমাত্র পত্রিকা নয়। নিবন্ধে দেশটির আরো পত্রিকাগুলির নাম আমি রেফারেন্সসহ যুক্ত করেছি, দেখতে পারেন। নিশ্চই পত্রিকাগুলি আমি নিজে তৈরি করিনি এবং গুগল থেকেই খুঁজে পেয়েছি, যা আপনি করেননি। enwiki থেকে আমিও নিবন্ধ তৈরি করি, কিন্তু তাই বলে সেখান থেকে সবকিছু অনুলিপি করতে হবে, তা জরুরি নয় আপনাকে আগেও বলেছিলাম। তাই কথা বাড়িয়ে লাভ নেই, ধন্যবাদ জানাই আপনাকেও। ~ নাহিয়ান আলাপ ১৮:৩০, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- আপনাকে ধন্যবাদ — কুউ পুলক ✉ ০৬:০১, ২৮ মে ২০২০ (ইউটিসি)
- @Kupulak: হ্যাঁ, ইংরেজি উইকি বাংলা উইকি থেকে বেশি সমৃদ্ধ। কিন্তু তাই বলে সেখানের প্রতিটি নিবন্ধই যে মান সম্মত হবে তা কিন্তু নয়। তাছাড়া, বাংলা উইকিপিডিয়ার কিছু নিয়মও রয়েছে। আমাদের লক্ষ্য হলো বাংলা উইকিপিডিয়াকে ভালো মান সম্মত নিবন্ধ দিয়ে সমৃদ্ধ করা। অন্য কোন উইকিপিডিয়াতে যে নিবন্ধ রয়েছে বাংলাতেও সেই নিবন্ধ থাকতে হবে তা কিন্তু নয়। আশা করি পরবর্তীতে বিষয়টি খেয়াল রাখবেন ও অন্য উইকিপিডিয়ার সাথে তুলনা করবেন না, ধন্যবাদ। - টেকনিসিয়াম 📨 ০৫:১০, ২৮ মে ২০২০ (ইউটিসি)
- @MD Abu Siyam: যেখানে বাংলা উইকির সমস্ত নীতিমালা ইংরেজি উইকিকে আদর্শ ধরে তৈরি সেখানে কিভাবে ইংরেজি উইকি আমাদের মানদন্ড নয়, ঠিক বুঝলাম না। বুঝিয়ে বললে আমি অবশ্যই বুঝব। আর আপনি মানসম্মত নিবন্ধ তৈরির কথা বলেছেন, সেটা তো কোন একক প্রচেষ্টা নয়। ধরুন আমার যে নিবন্ধ অপসারিত হয়েছে সেটাতে যিনি অপসারণ ট্যাগ লাগিয়েছিলেন তিনি কিন্তু নিবন্ধটাকে মান সম্মত করার কোন চেষ্টা করেন নি। শুধু ট্যাগটা লাগিয়েছেন (পরে তা করেছেন স্বীকার করছি)। কয়েক ঘন্টাপর আবার যিনি অপসারণ করেছিলেন তিনিও নিবন্ধটাকে বাঁচাবার জন্য কোন চেষ্টা করেন নি। নি১ বিচারধারায় কিন্তু আছে সম্প্রসারণ ও সম্পাদনার সম্ভাবনা থাকলে এই বিচারধারা প্রযোজ্য নয়। তাও তিনি অপসারণ করেই দিলেন। (ইংরেজি উইকির তুলনা করতে মানা করেছেন কিন্তু করতেই হচ্ছে) সেখানে দেখবেন অনেকগুন বেশি ব্যবহারকারী রয়েছে তারা সম্মিলিত প্রচেষ্টায় একটা নিবন্ধকে মানসম্মত বানিয়ে ফেলে। এই জন্যই আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুধু অনুবাদ করে যাই। নতুনকরে গুগলসার্চ দেই না। আলোচনায় অংশ নেবার জন্য ধন্যবাদ। — কুউ পুলক ✉ ০৬:০১, ২৮ মে ২০২০ (ইউটিসি)
- @Kupulak: হ্যাঁ, ইংরেজি উইকি বাংলা উইকি থেকে বেশি সমৃদ্ধ। কিন্তু তাই বলে সেখানের প্রতিটি নিবন্ধই যে মান সম্মত হবে তা কিন্তু নয়। তাছাড়া, বাংলা উইকিপিডিয়ার কিছু নিয়মও রয়েছে। আমাদের লক্ষ্য হলো বাংলা উইকিপিডিয়াকে ভালো মান সম্মত নিবন্ধ দিয়ে সমৃদ্ধ করা। অন্য কোন উইকিপিডিয়াতে যে নিবন্ধ রয়েছে বাংলাতেও সেই নিবন্ধ থাকতে হবে তা কিন্তু নয়। আশা করি পরবর্তীতে বিষয়টি খেয়াল রাখবেন ও অন্য উইকিপিডিয়ার সাথে তুলনা করবেন না, ধন্যবাদ। - টেকনিসিয়াম 📨 ০৫:১০, ২৮ মে ২০২০ (ইউটিসি)
- আপনাকে ধন্যবাদ — কুউ পুলক ✉ ০৬:০১, ২৮ মে ২০২০ (ইউটিসি)
- @Kupulak: তোকেলাউয়ের সংবাদপত্রের তালিকা নিবন্ধটি আমি (আইপি থেকে) পুনরায় তৈরি করেছি। আপনি বললেন তে ভাকাই সে দেশের একমাত্র পত্রিকা, আপনার সুবিধার্থে জানিয়ে দিই যে তে ভাকাই একটি সাময়িকী পত্রিকা (ম্যাগাজিন) এবং এটিই সে দেশের একমাত্র পত্রিকা নয়। নিবন্ধে দেশটির আরো পত্রিকাগুলির নাম আমি রেফারেন্সসহ যুক্ত করেছি, দেখতে পারেন। নিশ্চই পত্রিকাগুলি আমি নিজে তৈরি করিনি এবং গুগল থেকেই খুঁজে পেয়েছি, যা আপনি করেননি। enwiki থেকে আমিও নিবন্ধ তৈরি করি, কিন্তু তাই বলে সেখান থেকে সবকিছু অনুলিপি করতে হবে, তা জরুরি নয় আপনাকে আগেও বলেছিলাম। তাই কথা বাড়িয়ে লাভ নেই, ধন্যবাদ জানাই আপনাকেও। ~ নাহিয়ান আলাপ ১৮:৩০, ২৭ মে ২০২০ (ইউটিসি)
পেশাদারি কুস্তি এডিটাথন ২০২০ শুরু করা প্রসঙ্গ
প্রিয় সুধী, আশা করছি ভালোই আছেন। বাংলা উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। যেকোনো বিষয়ে যথেষ্ট পরিমাণ বিশ্বকোষীয় তথ্য থাকা একটি মানসম্পন্ন বিশ্বকোষ হওয়ার প্রধান শর্ত। বাংলা উইকিপিডিয়াও সেদিকেই এগিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হল অন্যান্য বিষয়ে উইকিপিডিয়া মোটামুটি এগিয়ে থাকলেও "পেশাদারি কুস্তি" বিষয়ে বাংলা উইকিপিডিয়া একেবারেই পিছিয়ে রয়েছে। পেশাদারি কুস্তি বিষয়ে বিভিন্ন মানসম্পন্ন নিবন্ধ সৃষ্টি ও মানোন্নয়নের লক্ষ্যে আমি একটি এডিটাথনের প্রস্তাব রাখছি। যা উইকি বছর ষাণ্মাসিক অর্থাৎ জুন মাসে শুরু করার ইচ্ছা পোষণ করছি।এফ আর শুভ(বার্তা দিন) ১৬:৫১, ২৮ মে ২০২০ (ইউটিসি)
সবাই উইকিপ্রকল্প সংবাদপত্রে যোগ দিন
সুধী,
আপনারা নিশ্চয়ই জানেন যে, একটি প্রকল্পের কাজ কারো একার পক্ষে কখনোই করা সম্ভব নয়। সম্প্রতি আমি উইকিপিডিয়া:উইকিপ্রকল্প সংবাদপত্র -এর শুরুটা করেছি। এখন আপনাদের সকলের সহায়তা চাচ্ছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে অন্ততপক্ষে ‘কয়েকটি নিবন্ধ তৈরি করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। যিনি বেশি পারবেন বেশি করবেন। বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: উইকিপ্রকল্প সংবাদপত্রে। ধন্যবাদ। — কুউ পুলক ✉ ১৮:২১, ২৮ মে ২০২০ (ইউটিসি)
- @Kupulak: আমার মতে প্রকল্প তৈরি না করে প্রবেশদ্বার:সাংবাদিকতায় অবদান রাখতে পারেন। যেহেতু উইকিপ্রকল্প একটি সমন্বিত কাজ এবং এখানে প্রায়শই ব্যবহারকারী না থাকায় একসময় উৎসাহ দমে যেতে পারে। প্রকল্পের কাজও সবর্দা অসমাপ্তই থাকে, তাই বর্তমানে নিবন্ধের আলাপ পাতায় টেমপ্লেট:উইকিপ্রকল্প মূল্যায়ন ব্যবহার করা হচ্ছে। ~মহীন (আলাপ) ১৭:২৪, ৩ জুন ২০২০ (ইউটিসি)
- @Moheen: প্রথমেই আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। একা একা কাজ করলে উৎসাহ দমে যায়। 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে' - নীতিতে দেখি কতটুকু যেতে পারি। পাশাপাশি প্রবেশদ্বার:সাংবাদিকতা ছাড়াও অন্যত্রও কাজ করার ইচ্ছে আছে। সময় সময় আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েন। ধন্যবাদ। — কুউ পুলক ✉ ০৫:২০, ৪ জুন ২০২০ (ইউটিসি)
নিবন্ধে মোট শব্দের পরিমাণ জানা
কোন নিবন্ধের আকার ও নিবন্ধে থাকা শব্দের সংখ্যা নির্ণয়ের জন্য আলাদা কোন টুল রয়েছে কি? (তথ্যসূত্র, টেম্পলেট ও তথ্যছক ছাড়া) - টেকনিসিয়াম 📨 ১০:৫১, ৩০ মে ২০২০ (ইউটিসি)
- @MD Abu Siyam: হ্যা, আছে। XTools এর অন্তর্গত 'Page History' ব্যবহার করে এসব তথ্য জানতে পারবেন। এখানে গিয়ে নিবন্ধটির নাম বসিয়ে Submit বাটনে ক্লিক করুন, পেয়ে যাবেন।--মহামতি মাসুম (আলাপ) ১৯:৩১, ৩০ মে ২০২০ (ইউটিসি)
বট প্রসঙ্গে
RozarioBot কি উইকিপিডিয়াতে বাধা ছাড়াই থাকতে পারবে? যদিও কয়েক ঘণ্টা আগে বট একাউন্ট খোলা হয়েছে। এর পরিচালক আমাকে এর কাজ সম্পর্কে কিছু বলতে পারছেন না। নাইম (আলাপ) ১৫:৪৬, ১ জুন ২০২০ (ইউটিসি)
- @ইফতেখার নাইম: কেউ যদি বট চালাতে যান, তবে চালাতে পারেন ও বট অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে অনুমোদন ছাড়া বটটি এর ও এর পরিচালকের ব্যবহারকারী পাতা, আলাপ পাতা বা উপপাতা ব্যতীত অন্য কোনো পাতায় সম্পাদনার জন্য প্রযোজ্য নয়। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩৪, ১ জুন ২০২০ (ইউটিসি)
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনলাইন এডিটাথনের প্রস্তাব
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সুধী, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস উপলক্ষে ৫ জুন দিনব্যাপী একটি অনলাইন এডিটাথন করলে কেমন হয়? যেখানে বিভিন্ন পাখি বিষয়ক নিবন্ধ তৈরি করা যেতে পারে। আপনাদের মতামত জানাবেন।--Dolon Prova (আলাপ) ১৭:০৬, ২ জুন ২০২০ (ইউটিসি)
সমর্থন
- অবশ্যই ভালো হয়, তাই দৃঢ় সমর্থন জানাচ্ছি ~ নাহিয়ান আলাপ ১৭:১০, ২ জুন ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থনGalib Tufan (আলাপ) ০৪:০৫, ৩ জুন ২০২০ (ইউটিসি)
- সমর্থন —ইয়াহিয়াবলুন... ০৪:১৪, ৩ জুন ২০২০ (ইউটিসি)
- সমর্থন। সুন্দর প্রস্তাব। এডিটাথনটিতে কেবল পাখি সম্পর্কিত নয়, পরিবেশ সম্পর্কিত আরও অন্যান্য বিষয় যুক্ত করা যেতে পারে।--ওয়াকিম (আলাপ) ০৫:২৯, ৩ জুন ২০২০ (ইউটিসি)
- সমর্থন~SHEKH (বার্তা) ০৬:১২, ৩ জুন ২০২০ (ইউটিসি)
- সমর্থন জানাচ্ছি। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১০:২২, ৩ জুন ২০২০ (ইউটিসি)
- সমর্থন। দিনব্যাপী বলতেই পুরো দিনকে বুঝায়; একাধিক দিন নয়! - Suvray (আলাপ) ১৩:০৩, ৩ জুন ২০২০ (ইউটিসি)
- সমর্থন। দিনব্যাপী এডিটাথন করা যেতে পাারে। ~মহীন (আলাপ) ১৬:০৬, ৩ জুন ২০২০ (ইউটিসি)
- সমর্থন। তবে শুধু পাখি সম্পর্কিত না হয়ে পরিবেশ সম্পর্কিত অন্যান্য বিষয়গুলো থাকলে ভালো হবে মনে হয় ।~ তন্ময় ( আলাপ ) ১৭:৩১, ৩ জুন ২০২০ (ইউটিসি)
- সমর্থন একদিনের মধ্যে এডিটাথন সম্পূর্ণ করলে। নাইম (আলাপ) ০১:০০, ৪ জুন ২০২০ (ইউটিসি)
বিরোধিতা
মতামত
- একদিন হলে সমর্থন। কারণ একের পর এক এডিটাথন লেগে থাকলে এডিটাথন তার গুরুত্ব হারিয়ে না ফেলে! বিষয়বস্তু হিসেবে পাখি চমৎকার। তবে পরিবেশ সম্পর্কিত নিবন্ধ গুলোকেও সংযুক্ত করা যেতে পারে। সময় খুব কাছেই। তাই সক্রিয়দের উচিত দ্রুত মতামত জানানো। — ফেরদৌস • ০৫:২৩, ৩ জুন ২০২০ (ইউটিসি)
- একদিনের এডিটাথন হলে আমার সমর্থন আছে। ফেরদৌস ভাই এর সাথে আমিও একমত। --NahidHossain (আলাপ) ০৭:৫৭, ৩ জুন ২০২০ (ইউটিসি)
ইংরেজি "Genre" শব্দের বঙ্গানুবাদ কী হওয়া উচিৎ?
এই আলোচনাটি সমন্বয়ের স্বার্থে এখানে স্থানান্তর করা হয়েছে।
জানার প্রয়োজন
কোন ব্যাবহারকারী কোন নিবন্ধন তৈরির জন্য নিবন্ধন সূচনা করে কাজ চলছে টেমপ্লেট লাগানো ও উইকিউপাত্ত এর সংযোগ করার পরও অন্য ব্যাবহারকারী বুজে হওক বা না বুজে হওক দ্রুত অপসারন ট্যাগ লাগালে সেটি কে কোন দৃষ্টি কোন হতে বিবেচনা করা হবে?মোঃ আরিফ
- জানার জন্য হলেও নিবন্ধ এর নাম উল্লেখ করে মন্তব্য করুন। ব্যাপার টা বুঝতে সুবিধা হবে। --NahidHossain (আলাপ) ০৮:২৬, ৫ জুন ২০২০ (ইউটিসি)
- দ্রুত অপসারণের জন্য বিচারধারার আলোকে আলোচনা করুন, তাতে বুঝতে সুবিধা হবে। কেউ যদি নীতিমালা ভঙ্গ করে কোন নিবন্ধ মুছে দেয় বা দ্রুত অপসারন ট্যাগ যুক্ত করে তবে সেই নির্দিস্ট নীতিমালার আলোকে আলোচনা করুন। তাতে বুঝতে সুবিধা হবে যে বুঝেই কাজটি করা হয়েছে নাকি না বুঝে? কাজ চলছে টেমপ্লেট লাগানো বা উইকিউপাত্ত এর সংযোগ দিলাম কিন্তু এক লাইনও লিখলাম না এমনটা হলে সেই নিবন্ধ টিকে থাকার কোন যৌক্তিকতা নেই। --মাসুম-আল-হাসান (আলাপ) ০৮:৫১, ৫ জুন ২০২০ (ইউটিসি)
- প্রায়শই দেখা যায় উল্লেখযোগ্য নয় এমন ব্যক্তি'র নিবন্ধ বিভিন্ন আইপি/নতুন অ্যাকাউন্ট থেকে তৈরি করা হয়ে থাকে, যেগুলোতে {{কাজ চলছে}} ট্যাগও হয়তো যুক্ত থাকে। আমার মতে সেগুলো দ্রুত অপসারণের জন্য মনোনয়ন করা যেতে পারে, যেগুলোতে স্পষ্টতই বোঝা যায় নিবন্ধ প্রণেতার উদ্দেশ্য কী। (এটি আমার ব্যক্তিগত মতামত) ~ নাহিয়ান (আলাপ) ০৯:০৩, ৫ জুন ২০২০ (ইউটিসি)
- কাজ চলছে ট্যাগ লাগানো থাকলে আমি সেই নিবন্ধ অপসারণের বিপক্ষে। সময় দিয়ে দেখা যেতে পারে তিনি নিবন্ধের মানোন্নয়ে অন্তত কাজ করছেন। কাজ চলছে ট্যাগ লাগালে বোঝা যায় যে কেউ কাজ করছে। তবে অতীতে প্রচুর নিবন্ধে কাজ চলছে ট্যাগ লাগানো দেখেছি যা পরবর্তীতে প্রণেতাগণ ট্যাগটাও অপসারণ করে না। সম্প্রতি কিছু নিবন্ধে প্রণেতাদের কৌশল লক্ষ্য করেছি। তাদের নিবন্ধ দ্রুত অপসারণযোগ্য থাকে। তাও তারা ট্যাগ লাগিয়ে রাখে। এটা বুঝতে হবে কাজ চলছে ট্যাগ কোন রক্ষা কবচ নয়, সাময়িক সুরক্ষা মাত্র। তাই নিবন্ধের উল্লেখ যোগ্যতার ব্যাপারে নিশ্চিত না হয়ে শুধুমাত্র কাজ চলছে ট্যাগ লাগিয়ে পন্ডশ্রম না করতে অন্যদেরকে আহবান জানাই। ::::: মায়া লিপি নিবন্ধটিকে দেখুন ২০১৮ সাল থেকে কাজ চলছে ট্যাগ লাগানো আছে। দাখিল দরওয়াজা নিবন্ধে ১৭ এপ্রিল থেকে কাজ চলছে ট্যাগ লাগানো আছে। দেব্রা মেসিং নিবন্ধে ফেব্রুয়ারি মাস থেকে কাজ চলছে ট্যাগ লাগানো আছে। এরকম ১৭৮ টি নিবন্ধে কাজ চলছে ট্যাগ লাগানো আছে। কিন্তু পরবর্তীতে প্রণেতাগণ কাজ করেননি এবং ট্যাগ অপসারণ করেননি। তাই অহেতুক কাজ চলছে ট্যাগ না লাগানোর অনুরোধ রইলো। — ফেরদৌস • ১০:০৮, ৫ জুন ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ — ফেরদৌস ভাই. দাখিল দরওয়াজা এর কথা মনে করিয়ে দেওয়ার জন্য। পরে আর সম্পাদনা করা হয়নি। কাজ চলছে ট্যাগ লাগিয়েছিলাম বিশেষ এডিটাথনের নির্দেশনা অনুযায়ী। পরে নিবন্ধতে নিয়মানুসারে পর্যাপ্ত পরিমানে কোন লিখা না থাকায় জমা দেইনি। আর ঘুরে গিয়ে দেখাও হয়নি। --NahidHossain (আলাপ) ১০:২০, ৫ জুন ২০২০ (ইউটিসি)
- কাজ চলছে ট্যাগ লাগানো থাকলে আমি সেই নিবন্ধ অপসারণের বিপক্ষে। সময় দিয়ে দেখা যেতে পারে তিনি নিবন্ধের মানোন্নয়ে অন্তত কাজ করছেন। কাজ চলছে ট্যাগ লাগালে বোঝা যায় যে কেউ কাজ করছে। তবে অতীতে প্রচুর নিবন্ধে কাজ চলছে ট্যাগ লাগানো দেখেছি যা পরবর্তীতে প্রণেতাগণ ট্যাগটাও অপসারণ করে না। সম্প্রতি কিছু নিবন্ধে প্রণেতাদের কৌশল লক্ষ্য করেছি। তাদের নিবন্ধ দ্রুত অপসারণযোগ্য থাকে। তাও তারা ট্যাগ লাগিয়ে রাখে। এটা বুঝতে হবে কাজ চলছে ট্যাগ কোন রক্ষা কবচ নয়, সাময়িক সুরক্ষা মাত্র। তাই নিবন্ধের উল্লেখ যোগ্যতার ব্যাপারে নিশ্চিত না হয়ে শুধুমাত্র কাজ চলছে ট্যাগ লাগিয়ে পন্ডশ্রম না করতে অন্যদেরকে আহবান জানাই। ::::: মায়া লিপি নিবন্ধটিকে দেখুন ২০১৮ সাল থেকে কাজ চলছে ট্যাগ লাগানো আছে। দাখিল দরওয়াজা নিবন্ধে ১৭ এপ্রিল থেকে কাজ চলছে ট্যাগ লাগানো আছে। দেব্রা মেসিং নিবন্ধে ফেব্রুয়ারি মাস থেকে কাজ চলছে ট্যাগ লাগানো আছে। এরকম ১৭৮ টি নিবন্ধে কাজ চলছে ট্যাগ লাগানো আছে। কিন্তু পরবর্তীতে প্রণেতাগণ কাজ করেননি এবং ট্যাগ অপসারণ করেননি। তাই অহেতুক কাজ চলছে ট্যাগ না লাগানোর অনুরোধ রইলো। — ফেরদৌস • ১০:০৮, ৫ জুন ২০২০ (ইউটিসি)
- প্রায়শই দেখা যায় উল্লেখযোগ্য নয় এমন ব্যক্তি'র নিবন্ধ বিভিন্ন আইপি/নতুন অ্যাকাউন্ট থেকে তৈরি করা হয়ে থাকে, যেগুলোতে {{কাজ চলছে}} ট্যাগও হয়তো যুক্ত থাকে। আমার মতে সেগুলো দ্রুত অপসারণের জন্য মনোনয়ন করা যেতে পারে, যেগুলোতে স্পষ্টতই বোঝা যায় নিবন্ধ প্রণেতার উদ্দেশ্য কী। (এটি আমার ব্যক্তিগত মতামত) ~ নাহিয়ান (আলাপ) ০৯:০৩, ৫ জুন ২০২০ (ইউটিসি)
- দ্রুত অপসারণের জন্য বিচারধারার আলোকে আলোচনা করুন, তাতে বুঝতে সুবিধা হবে। কেউ যদি নীতিমালা ভঙ্গ করে কোন নিবন্ধ মুছে দেয় বা দ্রুত অপসারন ট্যাগ যুক্ত করে তবে সেই নির্দিস্ট নীতিমালার আলোকে আলোচনা করুন। তাতে বুঝতে সুবিধা হবে যে বুঝেই কাজটি করা হয়েছে নাকি না বুঝে? কাজ চলছে টেমপ্লেট লাগানো বা উইকিউপাত্ত এর সংযোগ দিলাম কিন্তু এক লাইনও লিখলাম না এমনটা হলে সেই নিবন্ধ টিকে থাকার কোন যৌক্তিকতা নেই। --মাসুম-আল-হাসান (আলাপ) ০৮:৫১, ৫ জুন ২০২০ (ইউটিসি)
NahidHossain ভাই ছোট হলদেকুড়ালি এই নিবন্ধনটি ছিল।
মাসুম-আল-হাসান ভাই টিকে থাকার জন্যই আমি সম্প্রসারন এর জন্য কাজ চলছে ট্যাগ লাগিয়েছিলাম। ফেলে রাখার উদেশ্য নয়। আমার আলাপ পাতায় বার্তা রাখা যেত। আবহাওয়া খারাপ এর জন্য বিদ্যুৎ না থাকার ফলে ফোনের চার্জ না থাকায়, আমি সেটি সম্প্রসারন করতে পারিনি তখন।সকালে এসে দেখি সেটি অপসারন করা হয়েছে।
~ নাহিয়ান ভাই আমি নতুন কিংবা আইপি ছিলাম না।
— ফেরদৌস ভাই নিবন্ধনটি সম্পাসারন এর লক্ষ্যেই ট্যাগ লাগিয়েছিলাম এখন পর্যন্ত যত গুলা তে ট্যাগ লাগিয়েছি কাজ সমাপ্ত করেছি এবং যেগুলা বাকি আছে কাজ করছি। মোঃ আরিফ
- কাজ চলছে ট্যাগ কোন নিবন্ধ ধরে রাখা বা কেউ যেন সেটি অপসারণ করতে পারে সে জন্য না। এই ট্যাগ মূলত সম্পাদনা দ্বন্দ্ব এড়ানোর জন্য। আর এটি দিনের পর দিন লাগিয়ে রাখারও কোন মানে হয় না। যেটি যে কাজের জন্য সেটি সেই কাজেই ব্যবহার করা উচিত।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:১২, ৫ জুন ২০২০ (ইউটিসি)
- @Md Arif bd: সাম্প্রতিককালে আপনার প্রণীত নিবন্ধগুলির মাঝে ছোট হলদেকুড়ালি নিবন্ধটি অপসারণ করা হয়েছে, বিস্ময়ের বিষয় এই যে নিবন্ধটি পুনরায় তৈরি যিনি করেছেন, সে ব্যক্তি হলাম আমি! তবে আপনার প্রণীত নিবন্ধটিতে আমি অপসারণ প্রস্তাবণা জানাইনি, সেটা কে জানিয়েছিল তাও আমার জানা নেই (আমার দ্রুত অপসারণ লগ পাতায়'ও তা আপনি দেখতে পারেন)। সাম্প্রতিক পরিবর্তন পাতায় এডিট-এ-থন শুরু হয়ে গেছে দেখে নামযুক্ত করে আমিও নতুন করে নিবন্ধটি তৈরি করি, তখন নিবন্ধটির বাংলা নামে লাল লিংক যুক্ত ছিল। তাই যিনি অপসারণ করেছিলেন, উনার সাথে আপনার কথা বলা উচিৎ বলে আমি মনে করি। ~ নাহিয়ান আলাপ ১৪:৩১, ৫ জুন ২০২০ (ইউটিসি)
- খালি নিবন্ধ হিসাবে আমি নিবন্ধটি অপসারণ করেছিলাম। এর ব্যাখ্যা উপরে দেয়া আছে।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:৩৮, ৫ জুন ২০২০ (ইউটিসি)
- @Md Arif bd: সাম্প্রতিককালে আপনার প্রণীত নিবন্ধগুলির মাঝে ছোট হলদেকুড়ালি নিবন্ধটি অপসারণ করা হয়েছে, বিস্ময়ের বিষয় এই যে নিবন্ধটি পুনরায় তৈরি যিনি করেছেন, সে ব্যক্তি হলাম আমি! তবে আপনার প্রণীত নিবন্ধটিতে আমি অপসারণ প্রস্তাবণা জানাইনি, সেটা কে জানিয়েছিল তাও আমার জানা নেই (আমার দ্রুত অপসারণ লগ পাতায়'ও তা আপনি দেখতে পারেন)। সাম্প্রতিক পরিবর্তন পাতায় এডিট-এ-থন শুরু হয়ে গেছে দেখে নামযুক্ত করে আমিও নতুন করে নিবন্ধটি তৈরি করি, তখন নিবন্ধটির বাংলা নামে লাল লিংক যুক্ত ছিল। তাই যিনি অপসারণ করেছিলেন, উনার সাথে আপনার কথা বলা উচিৎ বলে আমি মনে করি। ~ নাহিয়ান আলাপ ১৪:৩১, ৫ জুন ২০২০ (ইউটিসি)
- — তবে একই কাজ আমার সাথেও হয়েছিল, যখন বিশেষ এডিটাথন চলছিল। রাতে আমি অর্ধেন্দুশেখর মুস্তফি নিবন্ধটি তৈরি করে {{কাজ চলছে}} ট্যাগ যুক্ত করে রেখেছিলাম, সকালে উইকিতে এসে দেখি নিবন্ধটি মুছে ফেলা হয়েছিল! অতঃপর নিবন্ধটি আমায় আবার নতুন করে তৈরি করতে হয়েছিল। ~ নাহিয়ান আলাপ ১৪:৩৮, ৫ জুন ২০২০ (ইউটিসি)
ধন্যবাদ সকলকে। নিবন্ধনটি সম্প্রসারন এর জন্যই ট্যাগটি লাগিয়েছিলাম।অনেক দিন ফেলে রাখার জন্য না। মোঃ আরিফ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনলাইন এডিটাথন
আজ ৫ মে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনলাইন এডিটাথন চলছে। এবারের বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান 'প্রকৃতির জন্য সময়'। প্রায় ৩০ টির মতো পাখির নিবন্ধ, কিছু সাপ, সরিসৃপ এবং প্রচলিত প্রায় ১০ টি গাছের নাম তালিকাভুক্ত করা হয়েছে। একদিনের এই এডিটাথনে সবাইকে 'প্রকৃতির জন্য একটু সময়' দেওয়ার আমন্ত্রন জানাই। --NahidHossain (আলাপ) ১১:২৬, ৫ জুন ২০২০ (ইউটিসি)
উইকিগ্যাপ নিবন্ধ প্রতিযোগিতা
উইকিপিডিয়া:উইকিগ্যাপ এডিটাথন ২০১৯ বা উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯ এর মতো করে এ বছরও এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা প্রয়োজন। যেখানে সাধারণত ইংরেজি উইকি থেকে বাছাই করে ভালো নিবন্ধ ও গুরুত্ব বিবেচনায় বড় ধরনের নিবন্ধ তালিকায় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হতো। যেহেতু বছরের মাঝামাঝি সময়ে চলে আসছে আর এ ধরনের প্রতিযোগিতা সাধারণত উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজন করে থাকে। তাই আশা করি এ বছরও এমন একটি আয়োজন বাস্তবায়ন হবে। চলমান পরিস্থিতিতে এ ধরনের আয়োজন করা যায় কিনা এ বিষয়ে আপনাদের সবার মতামত আশা করছি। --দেলোয়ার (✉) • ০৬:২১, ৭ জুন ২০২০ (ইউটিসি)
- আমি এই ব্যাপারে কিছুটা বিরোধিতা করছি। কারণ সাম্প্রতিক সময়ে টানা একাধিক এডিটাথন হয়েছে। ফলে এখন যদি আরো এডিটাথনের আয়োজন করা হয় তবে "এডিটাথন" তার আভিজাত্য ও গুরুত্ব হারাবে। তাই আমি এই ব্যাপারে বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৯:৩৫, ৭ জুন ২০২০ (ইউটিসি)
নতুন পাতা তৈরির যথার্থতা নিরূপন
নটর ডেম কলেজ নিবন্ধটির উল্লেখযোগ্য শিক্ষার্থী অনুচ্ছেদে ৫৪ টিরও বেশি নাম রয়েছে। এবং প্রত্যেকেই যথেষ্ট উল্লেখযোগ্য। তাই আমার মনে হয় নটর ডেম কলেজের উল্লেখযোগ্য শিক্ষার্থী নামে নতুন একটি পাতা তৈরি করে সেখানে এ তালিকা স্থানান্তর করে এখানে অল্প কয়েকটি নাম রাখলে ভালো হতো। সকলের মতামত চাইছি।
- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৪০, ৭ জুন ২০২০ (ইউটিসি)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের তালিকা আছে উইকিপিডিয়াতে। এরকম করে করা যায়। প্রাচীন প্রায় সব কলেজেই বিশেষ করে শতবর্ষী কলেজ সমূহে তালিকা করার মতো নোটেবল শিক্ষার্থী আছে। আপনি শুরু করে দিন। সমস্যা হলে নিবন্ধে আলোচনা করা যাবে তখন। --NahidHossain (আলাপ) ১৩:৫৬, ৭ জুন ২০২০ (ইউটিসি)
- হ্যাঁ তৈরি করো। তবে যাদের নাম যোগ করবে তারা যে ঐ কলেজে পড়েছে তা যেন যাচাইযোগ্য তথ্যসূত্রসহ যোগ করা হয় নিবন্ধে।— ফেরদৌস • ১৯:০৮, ৭ জুন ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ । আমি শুরু করছি।
- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৪৭, ৮ জুন ২০২০ (ইউটিসি)
- ফেরদৌস ভাইয়ের বলা যাচাইযোগ্য তথ্যসূত্র যোগের কথাটিতে গুরুত্বারোপ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের তালিকাতে বেশ কয়েকজনের নামের পাশে "নোবেল পুরষ্কারের জন্য মনোনীত" দেখাচ্ছে। একটি মাত্র যাচাই করে দেখলাম, ব্যক্তির নিজের সিভিকে তথ্যসূত্র হিসেবে দেয়া-তাও আবার সম্পূর্ণ ভুল তথ্য! কোন ব্যক্তিকে সম্মান দেখাতে গিয়ে তাকে এভাবে অসম্মান করার কোনো মানে হয় না! Nasrin (আলাপ) ২০:২৬, ১০ জুন ২০২০ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
প্রিয় সবাই, বাংলা উইকিপিডিয়ার আগ্রহী ব্যবহারকারীদের নিয়ে অনলাইনে একটি সাধারণ আড্ডা আয়োজন করতে চাচ্ছি। প্রাথমিকভাবে আগামী ১২ জুন, শুক্রবার, রাত ৮ ঘটিকা থেকে ১০টা পর্যন্ত আড্ডার সময় নির্ধারণ করেছি। সময় আলোচনাযোগ্য কিন্তু সবার হয়ত সময়ের সাথে মিলবে না। এক্ষেত্রে নিয়মিতভাবে এক মাস পরপর আয়োজন করা যেতে পারে। আড্ডাটি গুগল মিটে অনুষ্ঠিত হবে (আগ্রহীগণ মন্তব্য করুন আমি লিংক পাঠিয়ে দেব)। আমরা মূলত বাংলা উইকিপিডিয়া অবদানকারীদের সাথে সাধারণ কুশল বিনিময়সহ, উইকিপিডিয়ার বর্তমান আবস্থা, কিভাবে অবদান রাখা যায়, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন বা বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে আগ্রহী যে কাউকে স্বাগতম :) ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৩, ৯ জুন ২০২০ (ইউটিসি)
- করোনা এর সময়ে এটা একটা দারুন উদ্যগ। অফলাইন মিটাপ এর মতো করে অনলাইন মিটাপেও নিয়মিত নতুনতের আনাগোনায় মুখর থাকবে আশা করি। আমাকে লিংক পাঠিয়েন। --NahidHossain (আলাপ) ১৬:২১, ৯ জুন ২০২০ (ইউটিসি)
- উদ্যোগটিকে সাধুবাদ জানাই, আমিও আগ্রহী, আমাকেও ইমেইলে লিংক পাঠাবেন। ~ নাহিয়ান আলাপ ১৬:৪১, ৯ জুন ২০২০ (ইউটিসি)
- @Nahian: আপনার অ্যাকাউন্টে কোন ইমেইল যুক্ত করা নেই। বিশেষ:পছন্দসমূহ-এ যেয়ে একটি ইমেইল যুক্ত করে নিন অন্যথায় যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব হবে না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২৯, ৯ জুন ২০২০ (ইউটিসি)
- @NahidSultan: অ্যাকাউন্টে ইমেইল পূর্ব থেকেই যুক্ত করা ছিল, তবে কোনো ব্যবহারকারী আমায় যেন ইমেইল পাঠাতে না পারেন, সেজন্য সেটিংসটি বন্ধ ছিল। অনুগ্রহ করে আরেকবার দেখুন ইমেইল পাঠানো যাচ্ছে কিনা। ~ নাহিয়ান আলাপ ১৭:৫৭, ৯ জুন ২০২০ (ইউটিসি)
- @Nahian: আপনি বাংলা উইকিপিডিয়া এবং অন্যান্য বাংলা ভাষার উইকিমিডিয়া প্রকল্পগুলির জন্য মেইলিং লিস্ট এ যুক্ত থাকলে এ সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন সময়মতো। এটাই আপাতত সহজ সমাধান। --NahidHossain (আলাপ) ০৩:৪৪, ১০ জুন ২০২০ (ইউটিসি)
- দারুন উদ্যোগ। আমাকে লিংক পাঠিয়েন।--মহামতি মাসুম (আলাপ) ২৩:৩৯, ১১ জুন ২০২০ (ইউটিসি)
- @NahidSultan: অ্যাকাউন্টে ইমেইল পূর্ব থেকেই যুক্ত করা ছিল, তবে কোনো ব্যবহারকারী আমায় যেন ইমেইল পাঠাতে না পারেন, সেজন্য সেটিংসটি বন্ধ ছিল। অনুগ্রহ করে আরেকবার দেখুন ইমেইল পাঠানো যাচ্ছে কিনা। ~ নাহিয়ান আলাপ ১৭:৫৭, ৯ জুন ২০২০ (ইউটিসি)
- @Nahian: আপনার অ্যাকাউন্টে কোন ইমেইল যুক্ত করা নেই। বিশেষ:পছন্দসমূহ-এ যেয়ে একটি ইমেইল যুক্ত করে নিন অন্যথায় যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব হবে না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২৯, ৯ জুন ২০২০ (ইউটিসি)
- উদ্যোগটিকে সাধুবাদ জানাই, আমিও আগ্রহী, আমাকেও ইমেইলে লিংক পাঠাবেন। ~ নাহিয়ান আলাপ ১৬:৪১, ৯ জুন ২০২০ (ইউটিসি)
আন্তঃউইকি সংযোগ না দিলে সতর্ক বার্তা
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
কোন নিবন্ধ তৈরির পর আন্তঃউইকি সংযোগ দেওয়া খুবই জরুরি। কিন্তু কেউ কেউ (বিশেষ করে নতুন ব্যবহারকারীরা) আন্তঃউইকি সংযোগ দিতে ভুলে যান কিংবা নিয়ম জানেন না (আমিও এই ভুল করেছিলাম)। ফলে কেউ কেউ পূর্বে তৈরি হওয়া নিবন্ধ তৈরি করে ফেলে। এতে তার পরিশ্রম বৃথা যায়। তাই এই সমস্যা দূরীকরণে কোন ব্যবস্থা নিলে ভালো হতো।
তাই, উইকিতে এমন কোন বৈশিষ্ট্য (ফিচার) যুক্ত করা যায় কি, যেটার মাধ্যমে নতুন নিবন্ধ তৈরির পর আন্তঃউইকি সংযোগ না দেওয়া পর্যন্ত নিবন্ধে এবং ব্যবহারকারী আলাপ পাতায় অস্থায়ী বার্তা প্রদর্শিত হবে?
এই বার্তায় আন্তঃউইকি সংযোগ দেওয়ার টিউটোরিয়াল রাখলে আরো ভালো।
সকলের মতামত কামনা করছি। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১৯:০০, ২৪ মে ২০২০ (ইউটিসি)
- মন্তব্য নিবন্ধ প্রণেতার আলাপ পাতায় যদি বট দ্বারা এরকম কোনো বার্তা দেওয়ার প্রক্রিয়া চালু করা যায় তাহলে প্রণেতার আলাপ পাতায় এরকম একটি বার্তা দিয়ে রাখতে পারেন। উদাহরণস্বরূপ, সুধী, আপনার অনুবাদকৃত উদাহরণ নিবন্ধটিতে এখনো আন্তঃউইকি সংযোগ দেওয়া হয় নি। অনুগ্রহ করে নিবন্ধের শেষে
[[ভাষা কোড:উক্ত ভাষায় নিবন্ধটির শিরোনাম]]
, যেমন: ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদকৃত নিবন্ধ হলে[[en:Example]]
যোগ লেখাটি যোগ করে দিন। তাহলে বাকি সংযোগগুলো EmausBotবট স্বয়ংক্রিয়ভাবে করে দিবে। আরও জানুন, উইকিপিডিয়ায় কিভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন (লিংক)।
উল্লেখ্য, উপরোক্ত বার্তাটি শুধুমাত্র অনুবাদকৃত নিবন্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৯:৫৭, ২৪ মে ২০২০ (ইউটিসি)
- মূলত আন্তঃউইকি সংযোগ প্রদানের উক্ত সহজ নিয়মটি নতুন ও অনভিজ্ঞ ব্যবহারকারীদের শেখানো এবং তা ব্যবহারে উদ্বুদ্ধ করতে পারলেই আমার মতে একই নিবন্ধ একাধিক ব্যবহারকারী কর্তৃক তৈরির প্রবণতা কিছুটা কমে আসবে। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ০১:২৭, ২৫ মে ২০২০ (ইউটিসি)
- মন্তব্য নকীব বট ব্যবহার করে এরকমটা করা যেতে পারে। এর জন্য নকীব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। নাইম (আলাপ) ০৯:৩১, ২৫ মে ২০২০ (ইউটিসি)
- ইফতেখার নাইম ভাই, এক্ষেত্রে আমার অনুমতি প্রয়োজন। সাম্প্রতিক পরিবর্তনে টহল দেয়ার সময়ে (এখানে দেখুন) এটি করা যেতে পারে। নকীব সরকার বলুন... ১০:০৭, ২৫ মে ২০২০ (ইউটিসি)
- এই কাজ করা সম্ভব হলে, একটি বিষয় লক্ষ্য রাখা দরকার। বাংলা উইকিতে সকল নিবন্ধ অনুবাদ করে করা হয় না। অনেকে নিজ থেকেও করে, যেগুলি অন্য উইকিতে নেই। ফলে তাঁদের আন্তঃসংযোগ দেয়ার বার্তা দেয়ার দরকার নেই বা মানে হয় না। যদি করা সম্ভব হয় তবে, এই রকম করা দরকার: আন্তঃসংযোগহীন নিবন্ধের ক্ষেত্রে বট নিবন্ধের সারাংশ দেখবে, যদি সারাংশে এটি লেখা থাকে "পাতাটি অনুবাদ করে তৈরি", "অনুবাদ" তাহলে ধরে নেয়া যেতে ঐ নিবন্ধ অন্য উইকিতে আছে ও কেবল তখনি বট বার্তা দিতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫১, ২৫ মে ২০২০ (ইউটিসি)
- ইফতেখার নাইম ভাই, এক্ষেত্রে আমার অনুমতি প্রয়োজন। সাম্প্রতিক পরিবর্তনে টহল দেয়ার সময়ে (এখানে দেখুন) এটি করা যেতে পারে। নকীব সরকার বলুন... ১০:০৭, ২৫ মে ২০২০ (ইউটিসি)
প্রিয় আফতাবুজ্জামান, ইফতেখার নাইম ও রিয়াজ ভাই, আমার সাজানো অ্যালগরিদম নিম্নরূপঃ
- শুরু
- প্রতি ৪৮ ঘন্টা পর পর (কারণ নতুন টহল নীতিমালা অনুযায়ী ৪৮ ঘন্টার পূর্বে কোনোরূপ ট্যাগ লাগানো যাবে না) সাম্প্রতিক পরিবর্তন থেকে নতুন নিবন্ধগুলো ছেঁকে বের করে
- নিবন্ধ সারাংশে অনুবাদ/ভাষান্তর থাকলে
- যদি নিবন্ধ সারাংশে-ই আন্তঃউইকি সংযোগ খুঁজে পাওয়া যায় (যেমন অমুক হতে অনুবাদ)
- বট নিবন্ধের শেষে আন্তঃউইকি সংযোগটি যোগ করে দেবে
- নিবন্ধটির আলাপ পাতায় {{অনূদিত}} যোগ করবে
- অন্যথায়
- নিবন্ধের উপরে {{আন্তঃউইকিসংযোগ প্রয়োজন}} ট্যাগ যুক্ত করে দেবে
- যদি নিবন্ধ সারাংশে-ই আন্তঃউইকি সংযোগ খুঁজে পাওয়া যায় (যেমন অমুক হতে অনুবাদ)
- নিবন্ধে কোনো
</ref>
(তথ্যসূত্র) না থাকলে- {{উৎসহীন}} যুক্ত করবে
- নিবন্ধের আলাপ পাতায় {{আলাপ পাতা}} না থাকলে
- নিবন্ধ সারাংশে অনুবাদ/ভাষান্তর থাকলে
- শেষ
কোনোরূপ সংশোধনের প্রয়োজন হলে অবশ্যই বলবেন। ধন্যবাদ - নকীব সরকার বলুন... ১১:৫৬, ২৯ মে ২০২০ (ইউটিসি)
১.নিবন্ধ সারাংশে অনুবাদ/ভাষান্তর/বঙ্গানুবাদ থাকলে।
@Nokib Sarkar:। জরিপ/নজরদারী করে দেখে নিয়েন। ম্যানুয়ালী ভাবে নিবন্ধ অনুবাদ করে তৈরীর সময়; সম্পাদনা সারাংশে ঐ ২ শব্দ ব্যতিত আর কোন শব্দ ব্যবহার করে কি না? পেলে 'অ্যালগরিদমে' যুক্ত করে নিয়েন।--মহামতি মাসুম (আলাপ) ১৪:৪৫, ৪ জুন ২০২০ (ইউটিসি)
বিকল্প মতামত
হ্যাঁ, বিষয়টি আমিও লক্ষ্য করেছি। এমনকি আমিও একই ধরনের কাজ (ভুল) করে থাকি। তবে এটির কারণ হলো আমি "ফ্রি বেসিকস" ব্যবহারকারী। আর ফ্রি বেসিকসে জাভাস্ক্রিপ্ট সমর্থন করেনা। যার কারণে আমি আন্ত:উইকি সংযোগ দিতে ব্যার্থ।
তাই এই বিষয়ে কোন বিকল্প পন্থা বের করা প্রয়োজন। যাতে ফ্রি বেসিকস ব্যাবহারকারীরাও আন্ত:উইকি সংযোগ দিতে পারেন।
আশা করি বিষয়টি নিয়ে কাজ করবেন - টেকনিসিয়াম 📨 ০৫:১৮, ২৮ মে ২০২০ (ইউটিসি)
- প্রিয় MD Abu Siyam, ফ্রী বেসিক্স থেকেও দেয়া সম্ভব। আপনি শুধুমাত্র নিবন্ধের যেকোনো এক জায়গায়
[[ISO অনুযায়ী ভাষার কোড:উক্ত উইকিপিডিয়ায় নিবন্ধের শিরোনাম]]
দিলেই হবে। যেমন বাতি নিবন্ধের সঙ্গে যদি ইংরেজি Lamp নিবন্ধের আন্তঃউইকিসংযোগ দিতে চান, তবে বাতি নিবন্ধে[[en:Lamp]]
লিখুন। তাহলেই হয়ে যাবে। ধন্যবাদ। - নকীব সরকার বলুন... ১৬:৩৩, ২৮ মে ২০২০ (ইউটিসি)
- @Nokib Sarkar: এই বিষয়টি আমার জানা ছিলনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই - টেকনিসিয়াম 📨 ০৩:০৭, ২৯ মে ২০২০ (ইউটিসি)
- @MD Abu Siyam: ফ্রি বেসিক্স থেকেও খুব সহজে উইকি ডাটার মাধ্যমে আন্তঃউইকি সংযোগ দেওয়া যায়। আপনি প্রথমে ইংরেজি নিবন্ধের ডেক্সটপ মোডে যাবেন। নিবন্ধের বামপাশে বিভিন্ন ভাষার নিচে ধূসর রঙের আন্তঃউইকিসংযোগ সম্পাদনায় ক্লিক করুন। এটি আপনাকে সরাসরি ওই নিবন্ধের উইকিডাটার পেইজে নিয়ে যাবে। নিচের দিকে সাইট লিংক (উইকিপিডিয়া) এইট পাশের সম্পাদনায় ক্লিক করুন। তারপর সাইট আইডি:তে bnwiki এবং সাইট লিংক: এ নিবন্ধের নাম লিখুন। সবশেষে সাইট সংযোগ নির্ধারণ করুন এ ক্লিক করুন। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১০:৩২, ৩ জুন ২০২০ (ইউটিসি)
- @Nokib Sarkar: এই বিষয়টি আমার জানা ছিলনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই - টেকনিসিয়াম 📨 ০৩:০৭, ২৯ মে ২০২০ (ইউটিসি)
একটি দেশের নাম প্রসঙ্গে
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
Tuvalu দেশের নাম বাংলা উইকিতে এখানে তুভালু আবার এখানে ও এখানে টুভালু। একটা দেশের নাম একরকম হওয়াই বাঞ্চনীয়। — কুউ পুলক ✉ ০৯:১৫, ২৫ মে ২০২০ (ইউটিসি)
- স্থানীয় তুভালু ভাষাতে T বর্ণ বাংলা দন্ত্য ব্যঞ্জনধ্বনি "ত"-এর মতো শোনায়, দন্তমূলীয় ধ্বনি "ট"-এর মতো নয়। তাই যদি স্থানীয় উচ্চারণের সাথে সর্বোচ্চ মিল রেখে বাংলা প্রতিবর্ণীকরণ করা হয়, তাহলে দেশটির নাম "তুভালু" হওয়া উচিত। আমি স্থানীয় উচ্চারণকেই গুরুত্ব দেবার পক্ষপাতী। তবে বাকীরা কি মনে করেন, সেটাও শোনা উচিত। --অর্ণব (আলাপ | অবদান) ১০:২৪, ২৫ মে ২০২০ (ইউটিসি)
- প্রশ্ন: @Zaheen: সার্বজনীন স্বকৃত কোন উচ্চরণ আছে নাকি? যদি থাকে তবে আমি সেটাই পরামর্শ দেব। যদি থাকে তবে মনেহয় সেটা ব্যবহার করাই উচিৎ। নাইম (আলাপ) ১০:৩৪, ২৫ মে ২০২০ (ইউটিসি)
- বাংলায় কেবলমাত্র ভৌগোলিক বিষয়ে সার্বজনীন স্বীকৃত কোনও রেফারেন্স গ্রন্থ সম্ভবত নেই। তবে বিভিন্ন গ্রন্থে কিছু বানান হয়তো বেশি প্রচলিত। কিন্তু এগুলি যারা লিখেছে, তারা নিজের মনমতোই লিখেছে, বিদেশী নামের প্রতিবর্ণীকরণের ব্যাপারে কোনও মূলনীতি অনুসরণ করে লিখেছে বলে মনে হয় না। ৭০-এর দশকে ঢাকার এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ও খ্যাতনামা অধ্যাপকদের (যাদেরকে আমরা ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মরণ করি) দ্বারা সম্পাদিত বাংলা বিশ্বকোষে "তুভালু" ব্যবহৃত হয়েছে। আমি যতদূর সম্ভব মূল উচ্চারণের কাছাকাছি প্রতিবর্ণীকরণের পক্ষপাতী। তবে অতি-আলোচিত দেশের প্রচলিত নামের ক্ষেত্রে হয়ত তা সবসময় সম্ভব নয়। এক্ষেত্রে তুভালু/টুভালু কোনটাও অতিপ্রচলিত নাম না, কেননা বাংলা সংবাদমাধ্যমে এই দেশের ব্যাপারে তথ্য খুবই বিরল। তাই এক্ষেত্রে উইকির সম্পাদকেরা যদি মনে করেন যে প্রতিবর্ণীকরণের ব্যাপারে উপরের মূল উচ্চারণের কাছাকাছি যাওয়ার মূলনীতি মানবেন, তাহলে তুভালু-ই হওয়া উচিত। তুভালু রাখলে কোনও মহাভারত অশুদ্ধ হবে না, আর বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধির কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়ে দ্বীপটা আর কয়েক দশকের মধ্যে সমুদ্রগর্ভে বিলীন হবার ঝুঁকিও আছে। --অর্ণব (আলাপ | অবদান) ১২:৪৬, ২৫ মে ২০২০ (ইউটিসি)
- @Zaheen: যেহেতু আর কেউ কোন মন্তব্য করেনি, তারমানে সকলেই আমাদের সাথে একমত। তাহলে Tuvalu-এর সমস্ত বাংলা নাম একরকম বানানের করে দেবার অনুরোধ জানাচ্ছি। — কুউ পুলক ✉ ১৬:০৮, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- ব্যবহারকারী:Kupulak আমি আরেকটু ঘেঁটে দেখি। একটু সময় নিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৩১, ২৮ মে ২০২০ (ইউটিসি)
- @Zaheen: যেহেতু আর কেউ কোন মন্তব্য করেনি, তারমানে সকলেই আমাদের সাথে একমত। তাহলে Tuvalu-এর সমস্ত বাংলা নাম একরকম বানানের করে দেবার অনুরোধ জানাচ্ছি। — কুউ পুলক ✉ ১৬:০৮, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- বাংলায় কেবলমাত্র ভৌগোলিক বিষয়ে সার্বজনীন স্বীকৃত কোনও রেফারেন্স গ্রন্থ সম্ভবত নেই। তবে বিভিন্ন গ্রন্থে কিছু বানান হয়তো বেশি প্রচলিত। কিন্তু এগুলি যারা লিখেছে, তারা নিজের মনমতোই লিখেছে, বিদেশী নামের প্রতিবর্ণীকরণের ব্যাপারে কোনও মূলনীতি অনুসরণ করে লিখেছে বলে মনে হয় না। ৭০-এর দশকে ঢাকার এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ও খ্যাতনামা অধ্যাপকদের (যাদেরকে আমরা ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মরণ করি) দ্বারা সম্পাদিত বাংলা বিশ্বকোষে "তুভালু" ব্যবহৃত হয়েছে। আমি যতদূর সম্ভব মূল উচ্চারণের কাছাকাছি প্রতিবর্ণীকরণের পক্ষপাতী। তবে অতি-আলোচিত দেশের প্রচলিত নামের ক্ষেত্রে হয়ত তা সবসময় সম্ভব নয়। এক্ষেত্রে তুভালু/টুভালু কোনটাও অতিপ্রচলিত নাম না, কেননা বাংলা সংবাদমাধ্যমে এই দেশের ব্যাপারে তথ্য খুবই বিরল। তাই এক্ষেত্রে উইকির সম্পাদকেরা যদি মনে করেন যে প্রতিবর্ণীকরণের ব্যাপারে উপরের মূল উচ্চারণের কাছাকাছি যাওয়ার মূলনীতি মানবেন, তাহলে তুভালু-ই হওয়া উচিত। তুভালু রাখলে কোনও মহাভারত অশুদ্ধ হবে না, আর বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধির কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়ে দ্বীপটা আর কয়েক দশকের মধ্যে সমুদ্রগর্ভে বিলীন হবার ঝুঁকিও আছে। --অর্ণব (আলাপ | অবদান) ১২:৪৬, ২৫ মে ২০২০ (ইউটিসি)
- প্রশ্ন: @Zaheen: সার্বজনীন স্বকৃত কোন উচ্চরণ আছে নাকি? যদি থাকে তবে আমি সেটাই পরামর্শ দেব। যদি থাকে তবে মনেহয় সেটা ব্যবহার করাই উচিৎ। নাইম (আলাপ) ১০:৩৪, ২৫ মে ২০২০ (ইউটিসি)
গুজরাট না গুজরাত
Gujrat ভারতের একটি রাজ্য। বাংলা উইকিতে Gujrat শব্দের বাংলা কোথাও গুজরাট আবার কোথাও গুজরাত। সর্বসম্মতভাবে বাংলা উইকিপিডিয়ানদের একটা বেছে নেয়া উচিত। আসুন আলোচনা করি।
গুজরাট লেখা থাকা নিবন্ধ | গুজরাত লেখা থাকা নিবন্ধ | গুজরাট লেখে যেসব সংবাদপত্র | গুজরাত লেখে যেসব সংবাদপত্র | |
---|---|---|---|---|
গুজরাটি ভাষা | গুজরাত | ইন্ডিয়ান এক্সপ্রেস | ইকোনমিক টাইমস | |
গুজরাটের জেলাসমূহের তালিকা | গুজরাত সালতানাত | এই সময় | ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি | |
গুজরাট জেলা | গুজরাত (পাকিস্তান) | এনডিটিভি | আনন্দবাজার | |
গুজরাট লায়ন্স | গুজরাতি উইকিপিডিয়া | ডেইলি স্টার | বিবিসি বাংলা | |
গুজরাটি লিপি | এশিয়ানেটনিউজ | |||
গুজরাট এক্সপ্রেস | জিনিউজ | |||
যুগান্তর |
- আমার মতে গুজরাত সঠিক হবে। কেননা উপরের চিত্রটি দেখুন, শেষ অক্ষরটা ত। তাই আমি গুজরাত-এর পক্ষে। — কুউ পুলক ✉ ১০:৩৬, ৬ জুন ২০২০ (ইউটিসি)
- স্থানীয়ভাবে: [ˈɡudʒəɾɑt] () এর উচ্চারন টা খেয়াল করে দেখলাম। মনে হলো গুজরাট উচ্চারন করছে। অন্যরাও একটু শুনে দেখুন। -- )NahidHossain (আলাপ) ১২:৩০, ৬ জুন ২০২০ (ইউটিসি)
- শুনেছি, আমার কাছেও মনে হচ্ছে গুজরাট উচ্চারন করছে।~SHEKH (বার্তা) ২৩:৫০, ৬ জুন ২০২০ (ইউটিসি)
- এই বিষয়ে গুজরাত নিবন্ধের আলাপ পাতায় আলোচনা আছে। গুজরাত লেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর স্থানীয় উচ্চারণ অনুসারে এটা গুজরাত হবে কারণ হিন্দীতে गुजरात এবং গুজরাতিতে ગુજરાત লেখে। — ফেরদৌস • ২৩:৫৮, ৬ জুন ২০২০ (ইউটিসি)
- ভারতের অঞ্চলগুলির নামের উচ্চারণ নিয়ে প্রায়শই সংশয় সৃষ্টি হয়। যেমন:- কর্ণাটক আর কন্নড় একই অঞ্চল, পুদুচেরি আর পণ্ডিচেরি একই অঞ্চলের নাম। তেমনি বানানে/উচ্চারণে/অঞ্চলভেদের কারণে এগুলোর নামে বিভিন্নতা দেখা যায়। ~ নাহিয়ান আলাপ ০৩:৩২, ৭ জুন ২০২০ (ইউটিসি)
- সুধী, কর্ণাটক একটি রাজ্যের নাম এবং কন্নড় একটি ভাষা ও জাতিগোষ্ঠীর নাম। কর্ণাটকের পরিবর্তে 'কন্নড়' লিখতে বা বলতে আমি কোথাও দেখিনি, আপনি যদি দেখে থাকেন, উদাহরণ দিলে আমরা সমৃদ্ধ হব। আর উদাহরণ না থাকলে, কাল্পনিক সংশয়ের অভিযোগ অনভিপ্রেত। পুদুচেরি পূর্বতন পন্ডিচেরির বর্তমান নাম। যেমন চেন্নাই মাদ্রাজের বর্তমান। এক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে পুরানো শব্দ বজায় থাকলেও, শহরের নাম লেখার সময় নতুন নামটি ব্যবহার করাই বাঞ্ছনীয়। আশা করি আপনার সংশয় দূর করতে পারলাম। ধন্যবাদ। Asmita comp (আলাপ)
- ভারতের অঞ্চলগুলির নামের উচ্চারণ নিয়ে প্রায়শই সংশয় সৃষ্টি হয়। যেমন:- কর্ণাটক আর কন্নড় একই অঞ্চল, পুদুচেরি আর পণ্ডিচেরি একই অঞ্চলের নাম। তেমনি বানানে/উচ্চারণে/অঞ্চলভেদের কারণে এগুলোর নামে বিভিন্নতা দেখা যায়। ~ নাহিয়ান আলাপ ০৩:৩২, ৭ জুন ২০২০ (ইউটিসি)
- ভারতের গুরুত্বপূর্ণ স্থাননামগুলির প্রতিবর্ণীকরণ নিয়ে একটি আলাদা পৃষ্ঠা থাকা উচিত। কারণ, একাধিক নামের বানান নিয়ে সংশয় রয়েছে। --অর্ণব দত্ত (আলাপ) ২১:১১, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)
অপসারণ প্রস্তাবনা ব্যাতিত “তৌসিফ” নামের নিবন্ধন অপসারণ প্রসংঙ্গে
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
তৌসিফ নামে (২০১৪-১২-০৩ ২১:৫৬) তারিখে তথ্যসুত্র সহকারে নিবন্দনটি সৃস্টি করেছিলাম যা ছিল জনপ্রিয় কন্ঠশিল্পী তৌসিফ এর উইকি নিবন্ধন। তৌসিফ একজন বাংলাদেশী সুরকার গীতিকার ও সঙ্গীতশিল্পী। অসংখ্য মিশ্র অ্যালবামে সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন। তৌসিফ :(উৎস খুঁজুন: "কণ্ঠশিল্পী তৌসিফ" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র) WP:ENT, WP:ARTIST এবং WP:সৃজনশীল শর্তগুলো পুরণ করে সত্বেও কেন নিবন্ধনটি কোন অপসারণ প্রস্তাবনা ব্যাতিত এতদিন পরে অর্থ্যা প্রায় ছয় বছর তিন মাস অতিক্রান্ত হওয়ার পরে এটি অপসারণ করা হল। তা জানার আগ্রহ থেকে আলোচনায় অংশগ্রহন করেছি। তাছাড়া নিজের শ্রমিত সৃস্ট নিবন্ধন অপসারণ প্রস্তাবনার মাধ্যমে অপসারণের যোগ্য বিবেচনা করিয়া, ব্যাতিত অপসারন করা হলে। নিবন্ধন সৃস্টি করা থেকে নিরুৎসাহী করা হয়। ভুলবসত অপসারিত হয়ে থাকলে পুনরায় প্রতিস্থাপন করা যায় কি না। বা কিভাবে?--রাকিব (আলাপ) ০২:৪৬, ৭ জুন ২০২০ (ইউটিসি)
- আপনি পুনরুদ্ধার করতে পারবেননা। যিনি অপসারণ করেছেন, উনাকে বার্তা দিন যদি আপনার মনে হয় সত্যিই নিবন্ধটি পুনরুদ্ধারযোগ্য। ~ নাহিয়ান আলাপ ০৩:৩৪, ৭ জুন ২০২০ (ইউটিসি)
- সর্বশেষ ১৭ মে ২০২০ তারিখ পর্যন্ত নিবন্ধে কোন দ্রুত অপসারণের ট্যাগ না থাকা স্বত্বেও একজন প্রশাসক নি৭: বিষয়বস্তুর গুরুত্ব সম্মন্ধে কোনো ব্যাখ্যা নেই (বাস্তব ব্যক্তি) কারণ উল্লেখ করে নিবন্ধটি সরাসরি অপসারণ করেছেন। আমার মতে এটা নীতিমালা বিরোধী, কেনোনা উল্লেখিত কারণেই এ ধরণের নিবন্ধের জন্য অপসারণ প্রস্তাবনা শুরু করার কথা বলা আছে। এখানে কোনো অপসারণের প্রস্তাবনাও দেখতে পাচ্ছি না। নিবন্ধটি উল্লেখযোগ্য কিনা সে বিষয়ক আলোচনা পরবর্তী বিবেচ্য বিষয়, তবে নিবন্ধটি যেহেতু ৪ ডিসেম্বর ২০১৪ সালে তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা শুরু করা উচিত ছিলো। ~মহীন (আলাপ) ১৫:৫১, ৭ জুন ২০২০ (ইউটিসি)
- ২০১৫ সালে ইব্রাহিম হোসেন মিরাজ নিবন্ধটিতে কিছু ট্যাগ লাগিয়েছিলেন। তার মধ্যে বিজ্ঞাপনী এবং ব্যক্তির উল্লেখযোগ্যতা ট্যাগ ছিলো। কিন্তু রাকিব হোসেইন কোন সারাংশ প্রদান ব্যতিরেকে ট্যাগ গুলো অপসারণ করেন। যা কোন অর্থেই সমর্থনযোগ্য নয়। দেখুুনঃ [১] তবে তখন মিরাজ নিবন্ধে দ্রুত অপসারণ কিংবা অপসারণ প্রস্তাবনা না দিয়ে শুধু ট্যাগ লাগিয়েছেন। আজ এতদিন পরে এসে কেন মনে হচ্ছে এই নিবন্ধ কেন উল্লেখযোগ্য নয় আশা করি তার একটা ব্যাখ্যা আমরা তার কাছ থেকে পাবো। — ফেরদৌস • ১৯:০৫, ৭ জুন ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ সবাইকে। নিবন্ধের বর্তমান অবস্থায় তা দ্রুত অপসারণ যোগ্য। জীবিত ব্যক্তির নিবন্ধ একটিমাত্র সূত্রের উপর ভিত্তি করে কিভাবে এতোদিন ছিলো, সেটাই অবাক করা বিষয়। আর কিছু সূত্রও ছিলো যা নিচে তালিকা আকারে ছিলো, যা একটিও যাচাইযোগ্য নয়। এমতাবস্থায় প্রণেতার অনুরোধক্রমে আমি নিবন্ধটিকে খসড়া পাতায় স্থানান্তর করেছি। আশা করি আরোও সূত্র সহকারে মান সম্মত অবস্থায় তা মূল নামস্থানে স্থানান্তর করবেন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১৪:২২, ৯ জুন ২০২০ (ইউটিসি)
- আলোচনায় অংশ নেয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। নিবন্ধটিকে খসড়া পাতায় স্থানান্তর করার জন্য মেরাজ আপনার প্রতি কৃতজ্ঞতার সহিত আন্তরিক ধন্যবাদ রইল।--রাকিব (আলাপ) ০৫:৩২, ১২ জুন ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ সবাইকে। নিবন্ধের বর্তমান অবস্থায় তা দ্রুত অপসারণ যোগ্য। জীবিত ব্যক্তির নিবন্ধ একটিমাত্র সূত্রের উপর ভিত্তি করে কিভাবে এতোদিন ছিলো, সেটাই অবাক করা বিষয়। আর কিছু সূত্রও ছিলো যা নিচে তালিকা আকারে ছিলো, যা একটিও যাচাইযোগ্য নয়। এমতাবস্থায় প্রণেতার অনুরোধক্রমে আমি নিবন্ধটিকে খসড়া পাতায় স্থানান্তর করেছি। আশা করি আরোও সূত্র সহকারে মান সম্মত অবস্থায় তা মূল নামস্থানে স্থানান্তর করবেন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১৪:২২, ৯ জুন ২০২০ (ইউটিসি)
- ২০১৫ সালে ইব্রাহিম হোসেন মিরাজ নিবন্ধটিতে কিছু ট্যাগ লাগিয়েছিলেন। তার মধ্যে বিজ্ঞাপনী এবং ব্যক্তির উল্লেখযোগ্যতা ট্যাগ ছিলো। কিন্তু রাকিব হোসেইন কোন সারাংশ প্রদান ব্যতিরেকে ট্যাগ গুলো অপসারণ করেন। যা কোন অর্থেই সমর্থনযোগ্য নয়। দেখুুনঃ [১] তবে তখন মিরাজ নিবন্ধে দ্রুত অপসারণ কিংবা অপসারণ প্রস্তাবনা না দিয়ে শুধু ট্যাগ লাগিয়েছেন। আজ এতদিন পরে এসে কেন মনে হচ্ছে এই নিবন্ধ কেন উল্লেখযোগ্য নয় আশা করি তার একটা ব্যাখ্যা আমরা তার কাছ থেকে পাবো। — ফেরদৌস • ১৯:০৫, ৭ জুন ২০২০ (ইউটিসি)
- সর্বশেষ ১৭ মে ২০২০ তারিখ পর্যন্ত নিবন্ধে কোন দ্রুত অপসারণের ট্যাগ না থাকা স্বত্বেও একজন প্রশাসক নি৭: বিষয়বস্তুর গুরুত্ব সম্মন্ধে কোনো ব্যাখ্যা নেই (বাস্তব ব্যক্তি) কারণ উল্লেখ করে নিবন্ধটি সরাসরি অপসারণ করেছেন। আমার মতে এটা নীতিমালা বিরোধী, কেনোনা উল্লেখিত কারণেই এ ধরণের নিবন্ধের জন্য অপসারণ প্রস্তাবনা শুরু করার কথা বলা আছে। এখানে কোনো অপসারণের প্রস্তাবনাও দেখতে পাচ্ছি না। নিবন্ধটি উল্লেখযোগ্য কিনা সে বিষয়ক আলোচনা পরবর্তী বিবেচ্য বিষয়, তবে নিবন্ধটি যেহেতু ৪ ডিসেম্বর ২০১৪ সালে তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা শুরু করা উচিত ছিলো। ~মহীন (আলাপ) ১৫:৫১, ৭ জুন ২০২০ (ইউটিসি)
কওমী মাদ্রাসা নিবন্ধ
ইদানিং বেশ কিছু কওমী মাদ্রাসা নিবন্ধ তৈরি হচ্ছে। এসব মাদ্রাসার পাতায় প্রচুর পরিমানে লিখা থাকছে, কিছু কিছু মাদ্রাসা সেই ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত, আবার কিছু মাদ্রাসা নিজেদের কে ইসলামী বিশ্ববিদ্যালয় হিসেবেও পরিচয় দিচ্ছে। এসব নিবন্ধ এর উল্লেখযোগ্যতা এর ব্যাপারে কি ধরনের মানদন্ড কাজ করবে, কেউ কি একটু সাধারনভাবে বুঝিয়ে বলবেন? আমার নিজের ও কওমী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পরিস্কার জ্ঞান নাই। --NahidHossain (আলাপ) ০৯:০০, ১৪ জুন ২০২০ (ইউটিসি)
স্মার্ট রোলব্যাক
আমি এই সরঞ্জাম ব্যবহার করতে পারছিনা। এটা করতে গিয়ে গন্ডোগল করে ফেলেছি। আমাকে এটার জন্য পরামর্শ দিবেন? --নাইম (আলাপ) ১৬:২৮, ১৪ জুন ২০২০ (ইউটিসি)
- @ইফতেখার নাইম: ওটা কিসের স্ক্রিপ্ট? আমি ব্যবহার করিনি। আপনার ব্যবহারকারী:ইফতেখার নাইম/common.js-এ দুটি Rollback.js দেখতে পেলাম, তা মুছে দিলেও পারেন, আপনার ইতিমধ্যে এই অধিকার আছে। এছাড়া দুটি স্থানান্তর ও প্রতিস্থাপন.js আছে, কেবল একটা রাখেন। আর যেগুলিতে ভুল করেছেন তা আপনি নিজেই ফেরত নিতে পারেন বা আমি করে দিব? --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৪, ১৪ জুন ২০২০ (ইউটিসি)
সচেতন হোন ও তথ্যসূত্র দিন
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
প্রিয় সবাই, বাংলা উইকিপিডিয়াতে জীবনী নিবন্ধ সম্পাদনার ক্ষেত্রে ব্যক্তিগত বিভিন্ন তথ্যে তথ্যসূত্র দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে নিয়মিত অবদানকারীদের আরো সচেতন হতে আহ্বান জানাই। জীবনীর ক্ষেত্রে ব্যক্তির জন্ম তারিখ, মৃত্যু তারিখ, স্ত্রীর নাম, বিয়ের তারিখ, সন্তান কতজন, তাদের নাম ইত্যাদি ব্যক্তিগত তথ্য যুক্ত ঠিকই করা হচ্ছে কিন্তু নির্ভরযোগ্য তথ্যসূত্র বেশ অনেকক্ষেত্রেই থাকে না। পাবলিক তথ্যসূত্রহীন এমন তথ্য যেমন উক্ত ব্যক্তির প্রাইভেসির চরম লঙ্ঘন ঠিক তেমনি উইকিপিডিয়ার নীতিমালারও লঙ্ঘন। এসব তথ্য নিবন্ধে থাকতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি থাকে সেটি যেন সঠিক ও যাচাইযোগ্য হয়। না হলে অহেতুক বিতর্ক ও সর্বপুরি গ্রহণযোগ্যতাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। শুধু এগুলোই নয় উইকিপিডিয়ায় যেকোন ধরণের দাবীর ক্ষেত্রেই তথ্যসূত্র দেওয়ার কথা সকল নিবন্ধের ক্ষেত্রে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪৩, ১৬ জুন ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ @NahidSultan: ভাই। আমার মনে হয় এই চর্চা টা ছাড় দিয়ে দিয়ে হয়েছে। স্বীকার করতে লজ্জা নাই যে, আমি নিজেও উইকিপিডিয়া সম্পর্কে আমার লব্ধ জ্ঞানের বেশিরভাগ অংশই অভিজ্ঞতা থেকে শিখেছি, খুব কম অংশই নীতিমালা পড়ে পড়ে হয়েছে। নিবন্ধে এসব তথ্য যুক্ত করার সাথে সাথে যদি দেখতাম মুছে ফেলা হচ্ছে বা নোটিশ করা হচ্ছে তাহলে ঠিকই ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করতে পারতাম। আপনার কি মনে আছে, আমার সম্পাদনার প্রথম দিকে আশিক শাওন ভাই এর সাথে কি রকম আবেগী তর্ক করতাম? একটা সময় খুবই রাগ হতো মানুষটার উপর, এখন সেসব আলোচনা চোখে পড়লেই লজ্জা লাগে। আমি মনে প্রানে বিশ্বাস করি নতুন অবদানকারীরা সম্প্রদায়ের জন্য একইসাথে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। নতুনদের সাহায্য করার জন্য আসুন আমরা উইকিপিডিয়ার দৃষ্টিকোণ এবং বিশ্বকোষীয় ধারণা বৃদ্ধি করি। যারা নিয়মিত পর্যালোচনা করছেন, করছি বা করবে তাদের সবার প্রতি অনুরোধ, একটু সাহসী হই আর জীবনী নিবন্ধে একটু কম কম ছাড় দেই। --NahidHossain (আলাপ) ০১:১৪, ১৭ জুন ২০২০ (ইউটিসি)
Editing news 2020 #2
Read this in another language • Subscription list for this multilingual newsletter
This issue of the Editing newsletter includes information the Talk pages project, an effort to help contributors communicate on wiki more easily.
- Reply tool: This is available as a Beta Feature at the four partner wikis (Arabic, Dutch, French, and Hungarian Wikipedias). The Beta Feature is called "আলোচনা সরঞ্জাম". The Beta Feature will get new features soon. The new features include writing comments in a new visual editing mode and pinging other users by typing
@
. You can test the new features on the Beta Cluster now. Some other wikis will have a chance to try the Beta Feature in the coming months. - New requirements for user signatures: Soon, users will not be able to save invalid custom signatures in Special:Preferences. This will reduce signature spoofing, prevent page corruption, and make new talk page tools more reliable. Most editors will not be affected.
- New discussion tool: The Editing team is beginning work on a simpler process for starting new discussions. You can see the initial design on the project page.
- Research on the use of talk pages: The Editing team worked with the Wikimedia research team to study how talk pages help editors improve articles. We learned that new editors who use talk pages make more edits to the main namespace than new editors who don't use talk pages.
২০:৩২, ১৭ জুন ২০২০ (ইউটিসি)
নির্বাচিত নিবন্ধে অযাচিত সম্পাদনা রোধে
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সুধি উইপিডিয়ানগণ, আপনারা জানেন যে (গুগল খুজুন ব্যতিরেকে) যে কোনো পাঠক উইকিপিডিয়া খুললেই প্রথমে যেকোনো নির্বাচিত নিবন্ধ দেখতে পায়, তাই স্বাভাবিকভাবেই উক্ত পাঠক কৌতুহলবশত উক্ত নির্বাচিত নিবন্ধ সম্পাদনা করে বসে। তাই আমার অনুরোধ নির্বাচিত নিবন্ধে অযাচিত সম্পাদনা রোধে সঠিক আলোচনার ভিত্তিতে সকল WP:নির্বাচিত নিবন্ধগুলোকে সীমিত আকারের নিরাপত্তা প্রদান করা হোক।- এফ আর শুভ(বার্তা দিন) ১২:৪২, ২৪ জুন ২০২০ (ইউটিসি)
- বেশিরভাগ পাতায় তো পর্যালোচনা সুরক্ষা দেওয়া আছে। নতুন কেউ সম্পাদনা করলে তো তা নিরীক্ষকদের পর্যালোচনা করার পরই প্রদর্শিত হয়। ভারত, ভাষাবিজ্ঞান, চর্যাপদ এ এই সুরক্ষা অনুপস্থিত। সেগুলোতে এমন পর্যালোচনা সুরক্ষা দেওয়া যেতে পারে। —Wiki RuHan [ Talk ] ১৪:১৯, ২৪ জুন ২০২০ (ইউটিসি)
- সমর্থন নির্বাচিত নিবন্ধ মানেই তো সম্পূর্ণ নিবন্ধ। তাই এর সম্পাদনা সীমিত করা ভালো। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?)
- মন্তব্য বাংলাতে সেই কয়েক বছর আগে যে নিবন্ধগুলো নির্বাচিত করা হয়েছিলো তার অধিকাংশ এখন আর নির্বাচিত হওয়ার যোগ্যই না কারণ তথ্যগত ও পরিসংখ্যানগত তথ্য আর সেগুলোতে হালনাগাদ কমই করা হয়েছে। আবার যে সংস্করণ নির্বাচিত করা হয়েছিলো সেটা থেকে অনেক কিছুই বেশি পরিমানে সম্পাদনা হয়েছে। সুতরাং এগুলো এখন সুরক্ষা দেওয়ার অপ্রয়োজনীয়ই মনে হয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:১৫, ২৬ জুন ২০২০ (ইউটিসি)
"হিরোজ ওয়ার্ক হেয়ার"
সুধী, আপনাদের মধ্যে রাজশাহীতে থাকেন, এমন কেউ কি আছেন, যিনি রাজশাহী মেডিক্যাল কলেজের সামনে ডিজিটাল বোর্ডে লেখা "HEROES WORK HERE" -এর কোনো মুক্ত চিত্র কি কেউ উইকিতে দিতে পারবেন (অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে)? আমার মতে বাংলাদেশের করোনা যুদ্ধে রামেকের ঐ ডিজিটাল বোর্ডের চেয়ে প্রতীকী চিত্র আর একটাও খুঁজে পাওয়া যাবে না। ঐটি ছাড়া উইকি খালি খালি লাগছে।— Meghmollar2017 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা প্রসঙ্গে
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
আসসালামু আলাইকুম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা পাতার শিরোনামের নিচে "বেদাআতী ব্রেলভী শিক্ষা প্রতিষ্ঠান" লিখেছে কে বা কারা। এই লিখাটা মুছে দেওয়ার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর যারা এই ভাবে এই নোংরা কথাটি লিখছে তারা কি উইকিপিডিয়ার নীতিমালা ভঙ্গ করেনি? সেটা দেখার জন্য অনুরোধ রইল।— কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- ঠিক করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩৯, ২৫ জুন ২০২০ (ইউটিসি)
নামের শিরোনাম প্রসঙ্গে
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
বেশ কিছু নিবন্ধে দারুল উলূম দেওবন্দের সাথে সম্পৃক্ত ব্যক্তি দেওবন্দি (যেমন: রফি উদ্দিন দেওবন্দি), নানুতা নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন বলে নানুতুবি (যেমন: মুহাম্মদ ইয়াকুব নানুতুবি), মুরাদাবাদে জন্মগ্রহণ করে মুরাদাবাদী (যেমন: হুজুর সদরুল আফাযিল আল্লামা মাওলানা হাকিম মুফাসসির পীরজাদা হাফিজ সৈয়দ মুহাম্মদ নঈম-উদ্দিন কাদরী, মুরাদাবাদী (রেহমাতুল রিজওয়ান)) এর মতো শিরোনাম অংশ ব্যবহার করা হয়েছে। এরকম নাম কতটা গ্রহনযোগ্য? --NahidHossain (আলাপ) ১৬:১৫, ২৭ জুন ২০২০ (ইউটিসি)
- আমার মতে মূল নামের সাথে দেওবন্দি, নানুতুবি, মুরাদাবাদী ইত্যাদি নাম গ্রহণযোগ্য। কারণ অনেক সময় একই নামের বিভিন্ন ব্যক্তিদের নিবন্ধ তৈরি করতে গিয়ে আমরা বন্ধনীর ভিতরে অঞ্চল বা জেলার নাম অথবা পেশা ব্যবহার করে থাকি; যেমন- আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিবিদ), তপন চৌধুরী (গায়ক) ইত্যাদি। এছাড়া উপরোল্লেখিত ব্যক্তিগণ দেওবন্দি, নানুতুবি, মুরাদাবাদী ইত্যাদি নামে অধিক পরিচিত। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৭:১৩, ২৭ জুন ২০২০ (ইউটিসি)
- বন্ধনীর ভিতরে অঞ্চল বা জেলার নাম এবং মূল শিরোনামের সাথে টাইটেল আকারের নামের মধ্যে পার্থক্য আছে। তপন চৌধুরী (গায়ক) এবং তপন চৌধুরী গায়ক, আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিবিদ) এবং আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ এর মধ্যে পার্থক্য আছে। --NahidHossain (আলাপ) ১৭:২৩, ২৭ জুন ২০২০ (ইউটিসি)
- @NahidHossain: ভাই, মানছি পার্থক্য আছে। তবে বন্ধনীযুক্ত নামগুলো মূলত একই নামের বিভিন্ন ব্যক্তির নিবন্ধসমূহের দ্ব্যর্থতা নিরসনের লক্ষ্যে শিরোনামে লিখা হয়ে থাকে। বন্ধনীযুক্ত শিরোনামের চাইতে কোন ব্যক্তি কোন একটি নির্দিষ্ট নামে অধিক পরিচিত হয়ে থাকলে সেই নামটি ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। মনে করুন, একাধিক রফি উদ্দিন, মুহাম্মদ ইয়াকুব অথবা নঈম উদ্দিন নামের ব্যক্তির নিবন্ধ তৈরি করতে গেলে অবশ্যই দ্ব্যর্থতা নিরসনের জন্য বন্ধনীযুক্ত হোক বা বন্ধনী ছাড়া হোক কিছু না কিছু লিখতে হবে। বন্ধনী যুক্ত করে হয়তো (উদাহরণস্বরূপ- দেওবন্দের আলেম, নানুতার আলেম বা মুরাদাবাদের আলেম) লেখা যায়। কিন্তু তার চেয়ে দেওবন্দি, নানুতুবি, মুরাদাবাদী ইত্যাদি লেখা উচিত নয় কি? ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৯:২০, ২৭ জুন ২০২০ (ইউটিসি)
- যে কারোর নামের পাশে দেওবন্দি, নানুতুবি, মুরাদাবাদী ইত্যাদি লিখা উচিত নয়। আপনার উল্লেখ করা তিনটি নাম রফি উদ্দিন, মুহাম্মদ ইয়াকুব এবং নঈম উদ্দিন এখন পর্যন্ত উইকিতে ফাঁকা আছে। --NahidHossain (আলাপ) ২৩:৫৭, ২৭ জুন ২০২০ (ইউটিসি)
- ফাঁকা আছে, কিন্তু খুঁজে পাওয়ার সুবিধার জন্য টাইটেলসহ নাম পুনর্নির্দেশ করে দেওয়া প্রয়োজন। -- আদিভাই (আলাপ) ১০:২০, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- @NahidHossain: ভাই, উচিত নয় কথাটা মানতে পারলাম না। এটি কোন নীতিমালার আলোকে আপনি বলেছেন কিনা তাও আমার জানা নেই। তবে আমি মনে করি, যে ব্যক্তি যে নামে অধিক পরিচিত তাকে সে নামে শিরোনাম করা উচিত। আপনার উচিত নয় কথাটি ইমাম বুখারী নিবন্ধের ক্ষেত্রে কীভাবে ফলাবেন? এরকম আরো প্রচুর নিবন্ধ রয়েছে। অন্যান্য উইকিপিডিয়ায়ও প্রচুর। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ২০:৫৫, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- দেওবন্দি, নানুতুবি, মুরাদাবাদী ইত্যাদি এর ক্ষেত্রে কারন হিসেবে ইংরেজী ভাষায় লিখা নামের নিয়ম পড়লাম, শব্দগুলো এসব উল্লেখিত নিবন্ধে নামের অংশ হিসেবে নয় বরং অনেকটাই টাইটেল আকারে লিখা হয়েছে। অনেক দূরবর্তি উদাহরন এর চাইতে আপনাকে বরং একটা কাছকাছি উদাহরন দেই। শেখ মুজিবুর রহমান বেশিরভাগ ক্ষেত্রেই উনার টাইটেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিসেবে পরিচিত। আরো সাধারন নাম শেখ মুজিব বা আরো ছোট করে মুজিব নামেও অধিক পরিচিত। কিন্তু উইকিপিডিয়ার নিয়মানুসারে উনার ফরমাল নাম শেখ মুজিবুর রহমান ব্যবহার করা হয়েছে। --NahidHossain (আলাপ) ০২:৩৫, ২৯ জুন ২০২০ (ইউটিসি)
- শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান নামেই সর্বাধিক পরিচিত, বঙ্গবন্ধু তাঁর উপাধি। আর উপরোল্লিখিত নামগুলোর ব্যক্তিগণ রফি উদ্দিন দেওবন্দি, মুহাম্মদ ইয়াকুব নানুতুবী, নঈমউদ্দিন মুরাদাবাদী এমন নামেই সর্বাধিক পরিচিত। ওনাদেরকে যথাক্রমে দেওবন্দি, নানুতুবী বা মুরাদাবাদী বাদ দিয়ে মূল নামে পরিচয় দিতে চাইলে অধিকাংশ লোকেই চিনবে না। কিন্তু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু না বললেও সবাই অনায়াসে চিনে নিবে। একইভাবে ইমাম বুখারীকে সবাই চিনলেও মুহাম্মদ বিন ইসমাঈলকে অধিকাংশ লোকে চিনবে না, অথচ এটাই ইমাম বুখারীর মূল নাম। এরকম অগণিত উদাহরণ দেওয়া যাবে। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ০৩:৩৫, ২৯ জুন ২০২০ (ইউটিসি)
- দেওবন্দি, নানুতুবি, মুরাদাবাদী ইত্যাদি এর ক্ষেত্রে কারন হিসেবে ইংরেজী ভাষায় লিখা নামের নিয়ম পড়লাম, শব্দগুলো এসব উল্লেখিত নিবন্ধে নামের অংশ হিসেবে নয় বরং অনেকটাই টাইটেল আকারে লিখা হয়েছে। অনেক দূরবর্তি উদাহরন এর চাইতে আপনাকে বরং একটা কাছকাছি উদাহরন দেই। শেখ মুজিবুর রহমান বেশিরভাগ ক্ষেত্রেই উনার টাইটেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিসেবে পরিচিত। আরো সাধারন নাম শেখ মুজিব বা আরো ছোট করে মুজিব নামেও অধিক পরিচিত। কিন্তু উইকিপিডিয়ার নিয়মানুসারে উনার ফরমাল নাম শেখ মুজিবুর রহমান ব্যবহার করা হয়েছে। --NahidHossain (আলাপ) ০২:৩৫, ২৯ জুন ২০২০ (ইউটিসি)
- @NahidHossain: ভাই, উচিত নয় কথাটা মানতে পারলাম না। এটি কোন নীতিমালার আলোকে আপনি বলেছেন কিনা তাও আমার জানা নেই। তবে আমি মনে করি, যে ব্যক্তি যে নামে অধিক পরিচিত তাকে সে নামে শিরোনাম করা উচিত। আপনার উচিত নয় কথাটি ইমাম বুখারী নিবন্ধের ক্ষেত্রে কীভাবে ফলাবেন? এরকম আরো প্রচুর নিবন্ধ রয়েছে। অন্যান্য উইকিপিডিয়ায়ও প্রচুর। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ২০:৫৫, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- ফাঁকা আছে, কিন্তু খুঁজে পাওয়ার সুবিধার জন্য টাইটেলসহ নাম পুনর্নির্দেশ করে দেওয়া প্রয়োজন। -- আদিভাই (আলাপ) ১০:২০, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- যে কারোর নামের পাশে দেওবন্দি, নানুতুবি, মুরাদাবাদী ইত্যাদি লিখা উচিত নয়। আপনার উল্লেখ করা তিনটি নাম রফি উদ্দিন, মুহাম্মদ ইয়াকুব এবং নঈম উদ্দিন এখন পর্যন্ত উইকিতে ফাঁকা আছে। --NahidHossain (আলাপ) ২৩:৫৭, ২৭ জুন ২০২০ (ইউটিসি)
- @NahidHossain: ভাই, মানছি পার্থক্য আছে। তবে বন্ধনীযুক্ত নামগুলো মূলত একই নামের বিভিন্ন ব্যক্তির নিবন্ধসমূহের দ্ব্যর্থতা নিরসনের লক্ষ্যে শিরোনামে লিখা হয়ে থাকে। বন্ধনীযুক্ত শিরোনামের চাইতে কোন ব্যক্তি কোন একটি নির্দিষ্ট নামে অধিক পরিচিত হয়ে থাকলে সেই নামটি ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। মনে করুন, একাধিক রফি উদ্দিন, মুহাম্মদ ইয়াকুব অথবা নঈম উদ্দিন নামের ব্যক্তির নিবন্ধ তৈরি করতে গেলে অবশ্যই দ্ব্যর্থতা নিরসনের জন্য বন্ধনীযুক্ত হোক বা বন্ধনী ছাড়া হোক কিছু না কিছু লিখতে হবে। বন্ধনী যুক্ত করে হয়তো (উদাহরণস্বরূপ- দেওবন্দের আলেম, নানুতার আলেম বা মুরাদাবাদের আলেম) লেখা যায়। কিন্তু তার চেয়ে দেওবন্দি, নানুতুবি, মুরাদাবাদী ইত্যাদি লেখা উচিত নয় কি? ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৯:২০, ২৭ জুন ২০২০ (ইউটিসি)
- বন্ধনীর ভিতরে অঞ্চল বা জেলার নাম এবং মূল শিরোনামের সাথে টাইটেল আকারের নামের মধ্যে পার্থক্য আছে। তপন চৌধুরী (গায়ক) এবং তপন চৌধুরী গায়ক, আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিবিদ) এবং আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ এর মধ্যে পার্থক্য আছে। --NahidHossain (আলাপ) ১৭:২৩, ২৭ জুন ২০২০ (ইউটিসি)
আলোচনার প্রস্তাবনা অনুসারে হিরো আলম নিবন্ধের নাম কি আশরাফুল আলম সাঈদ হওয়া উচিত? বাংলা উইকিতে এখনো আশরাফুল আলম সাইদ নামটি ফাঁকা আছে। — ফেরদৌস • ১৯:৫৭, ২৯ জুন ২০২০ (ইউটিসি)
- @Ferdous: এখানের আলোচনায় যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছে তারা একাডেমিক পার্সন। তাদের একাডেমিক ডকুমেন্টস, বিভিন্ন জার্নাল, গবেষনা, প্রবন্ধে ফরমাল নাম ব্যবহারের একটা প্রচলন থাকেই। হিরো আলম এখানে মিডিয়া ব্যাপার স্যাপার। এদের নিক নাম, পরিচিত নাম, স্ক্রিন নাম, সোশ্যাল মিডিয়ায় নাম আলাদা আলাদা থাকে। তবে আমার মনে হয় হিরো আলম এর মূল নিবন্ধ আশরাফুল আলম সাঈদ রাখা উচিৎ। নিবন্ধ ভুমিকাংশে ওরফে বা অধিক পরিচিত শব্দ এর পরে স্ক্রিন নাম বা পরিচিত নাম দেয়া উচিৎ। --NahidHossain (আলাপ) ০২:২৮, ৩০ জুন ২০২০ (ইউটিসি)
- আপনারা সকলে সঠিক। তবে এক নিয়ম সব সময় সকল ক্ষেত্রে প্রয়োগ করা অসম্ভব। যিনি যে নামে পরিচিত, নিবন্ধের নাম তাই হওয়া উচিত; আবার শিরোনামে সাধারণত উপাধি, পদবি না দেয়া উচিত, তবে ক্ষেত্র বিশেষে শিরোনামেও উপাধি, পদবি থাকতে পারে। উভয় ক্ষেত্রেরই বহু উদাহরণ পাওয়া যাবে আবার ব্যতিক্রমী উদাহরণও পাওয়া যাবে। তাই, এক নিয়ম সব সময় সকল ক্ষেত্রে প্রয়োগ করা অসম্ভব, বিভিন্ন কিছু নির্ভর করবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪০, ৩০ জুন ২০২০ (ইউটিসি)
- আমার জানামতে, নিসবাহ্ নামেরই অংশ। --মহামতি মাসুম (আলাপ) ২১:১৬, ১ জুলাই ২০২০ (ইউটিসি)
গীর নিবন্ধ
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে , অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন। |
প্রিয় উইকিপিডিয়া বন্ধুগণ আমার গীর নিবন্ধটি এখন প্রধান নাম স্থানের জন্য প্রস্তুত । স্থানান্তরিত করে দিন । ধন্যবাদান্তে Anupamdutta73 (আলাপ) ১৩:০৬, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
বিশেষ এডিটাথন ২০২০-এর ফলাফল প্রকাশিত হয়েছে
সুধী,
উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০-এর ফলাফল প্রকাশিত হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকদের যৌথ সমন্বয়ের মাধ্যমে পরিচালিত এই এডিটাথনটি প্রাথমিকভাবে ১৫ দিন ব্যাপী করার পরিকল্পনা থাকলেও অংশগ্রহণকারীদের আগ্রহ ও সাধারণ ছুটি বাড়ানোর প্রেক্ষিতে এডিটাথনের সময়ও আরও ১৫ দিন বাড়িয়ে এক মাস করা হয়। পর্যালোচনার দীর্ঘ প্রক্রিয়া শেষে ফলাফল প্রকাশ করতে পারায় আমরা আনন্দিত।
এডিটাথনের ফলফল জানতে এখানে ক্লিক করুন।
মাস ব্যাপী পরিচালিত এই এডিটাথনে প্রণীত ও সম্প্রসারিত মিলিয়ে সর্বমোট ২২৩টি নিবন্ধ সম্পাদিত হয়েছে। এর মধ্যে ২০৩টি নিবন্ধ প্রণীত ও ২০টি নিবন্ধ পরিবর্ধিত হয়েছে। এডিটাথনে জমাদানকৃত নিবন্ধের পরিমাণ ২০৪টি, এবং পর্যালোচনা শেষে গৃহীত হয়েছে ১৫৮টি নিবন্ধ। ৪৫ জন অবদানকারী এই এডিটাথনে অংশগ্রহণ করেছেন।
উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০-এ সর্বোচ্চ নিবন্ধ গৃহীত হওয়া শীর্ষ তিনজন অবদানকারী হচ্ছেন:
- ১. T. Galib (আলাপ · অবদান) (গৃহীত নিবন্ধ সংখ্যা: ২৫)
- ২. Md. Golam Mukit Khan (আলাপ · অবদান) (গৃহীত নিবন্ধ সংখ্যা: ২৩)
- ৩. MS Sakib (আলাপ · অবদান) (গৃহীত নিবন্ধ সংখ্যা: ২১)
এছাড়াও ন্যূনতম তিনটি নিবন্ধ গৃহীত হয়েছে এমন অংশগ্রহণকারী রয়েছেন ১৩ জন, এবং কমপক্ষে একটি নিবন্ধ গৃহীত হয়েছে এমন অংশগ্রহণকারী রয়েছেন ৩১ জন।
কার্যকরী ও উৎসাহমূলক অংশগ্রহণের মাধ্যমে এডিটাথনটি সফল করায় আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
এডিটাথন আয়োজকদলের পক্ষে,