DelwarHossain
| |||
|
ইসলাম বিষয়ক এডিটাথন পদক
সম্পাদনাইসলাম বিষয়ক এডিটাথন পদক | ||
প্রিয় DelwarHossain,
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৪-এ অংশ নেওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে, এডিটাথনে আপনার জমাদানকৃত ১টি নিবন্ধ গৃহীত হয়েছে। ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। |
—ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ২৩:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
প্রিয় DelwarHossain,
আশা করি ভালো আছেন। আপনি জেনে আনন্দিত হবেন যে প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনী নিবন্ধটির মান যথাযথ পর্যায়ে উন্নীত করা হয়েছে এবং বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ হিসেবে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে নিবন্ধটিকে পর্যালোচনাধীন রাখা হয়েছে। আপনি এই পর্যালোচনা কার্যক্রমে অংশ নিয়ে নিবন্ধটির নির্বাচিত নিবন্ধ হিসেবে স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পর্যালোচনায় আপনার অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
—অনুরোধক্রমে, রিজওয়ান আহমেদ ২৩:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
সম্পাদনাসুপ্রিয় DelwarHossain, |
সুধী, প্রতিযোগিতা উপলক্ষে নিবন্ধটি অনুবাদের জন্য অভিনন্দন। কিন্তু সমসাময়িক ঘটনাবলী অনুচ্ছেদের প্রথমে একটি অংশ বাংলা পাতায় নেই। পাশাপাশি বিভিন্ন অংশে অনুবাদ ঠিক করতে হবে। এগুলো সমাধান করে জানালে পর্যালোচনা করে নিবন্ধটি গ্রহণ করা হবে। মেহেদী আবেদীন ০৯:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- @Mehedi Abedin পুনরায় একটু দেখবেন কি? দেলোয়ার (✉) • ১৬:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)