বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৩:১৯, ১০ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ছোট নিবন্ধ

সম্পাদনা

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভাষা সমৃদ্ধকরণে কাজ করার জন্য। আপনার তৈরি কয়েকটি নিবন্ধ দেখলাম। নিবন্ধ ভালো হচ্ছে তবে নিবন্ধে লেখা খুব কম। নিবন্ধ আরেকটু সম্প্রসারণ করার অনুরোধ করছি। আপনি নিবন্ধগুলি অনুবাদ করার দ্বারা সম্প্রসারণ করতে পারেন। আবারো ধন্যবাদ। --আফতাব (আলাপ) ২২:৫৪, ৭ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আসলে আমার মূল লক্ষ্য ছিল আগে নিবন্ধ তৈরি করা এবং পরবর্তীতে সেটিকে ধীরে ধীরে সম্প্রসারণ করা।তবে আপনার বার্তার জন্য অসংখ্য ধন্যবাদ। MD Abu Siyam (আলাপ) ০২:৫৪, ৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

২৩:৫৫, ২২ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)

১৭:০৭, ২৯ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)

চিত্রকর্ম

সম্পাদনা

দয়া করে পুরো নিবন্ধ অনুবাদ শেষ করে তারপর জমা দিন। এছাড়া, যতটুকু অনুবাদ করেছেন সেটুকু যান্ত্রিক। পুরো ইংরেজি নিবন্ধটি অনুবাদ করুন এবং পুনরায় জমা দিন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০৮, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আইফোন ৬

সম্পাদনা

আবু সিয়াম, আপনার শুরু করা উপরের নিবন্ধটিতে আপনি শুধুমাত্র তথ্যছক যুক্ত করেছিলেন কিন্তু অপর একজন ব্যবহারকারী ভুলে পাতা প্রকাশ না করেই অনুবাদ অধিকাংশ করে ফেলেছেন। আপনি যেহেতু প্রথমে নিবন্ধটি শুরু করেছেন সেক্ষেত্রে নিয়ম অনুসারে এটি আপনারই হওয়ার কথা কিন্তু যেহেতু প্রায় সব অবদান নিবন্ধের অন্য ব্যবহারকারীর সেক্ষেত্রে আপনি যদি চান তাকে নিবন্ধটি ছেড়ে দিতে পারেন। এক্ষেত্রে, আপনার কোন বাধ্যবাধকতা নেই। এটি একান্তই আপনার ইচ্ছের উপর নির্ভর করছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@NahidSultan: হ্যা,আমি বিষয়টি দেখেছি।যিনি এটি সম্প্রসারণ করেছেন তাকে ধন্যবাদ।কিন্তু উক্ত নিবন্ধটি আমিই রাখতে চাই।আমি শুধু তথ্যছক যুক্ত করলেও নিবন্ধে {{কাজ চলছে/২০১৮}} ব্যবহার করেছিলাম।অর্থাৎ,পরবর্তীতে এটি সম্প্রসারণের জন্য রেখেছিলাম।আমার আইফোন ৫এস নিবন্ধটিও এভাবেই করেছিলাম।তাই নিবন্ধটি অন্য কারো হোক আমি চাই না।আর আমার মতে,উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ যেখানে যে কেউ যেকারো নিবন্ধ সম্পাদনা করতে পারে।কিন্তু মূল কৃতিত্ব দেয়া উচিৎ তাকেই যে নিবন্ধটি শুরু করেছিল।যেমনটি করা হয় ভালো নিবন্ধে। --MD Abu Siyam (আলাপ) ০১:৪০, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
অবশ্যই আপনার কৃতিত্ব থাকবে, সে যাইহোক। আপনার ইচ্ছে। আমি দিয়ে দেওয়া মানে বলতে চেয়েছিলাম, নিবন্ধের জন্য পুরস্কারের ব্যাপারতো রয়েছে তাই আপনি এটা না লিখেও এটার জন্য পুরস্কার নিলে কেমন দেখা যায় না? সে যাইহোক, অবশ্যই নিবন্ধটি আপনার থাকবে, আমি শুধু আপনাকে নৈতিক দিক থেকে ভেবে দেখার অনুরোধ করেছিলাম। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১৮, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan:আপনাকেও মন্তব্যের জন্য ধন্যবাদ কিন্তু পূর্বের তৈরি করা নিবন্ধটিতে ভুল রয়েছে ও কিছু তথ্যের ঘাটতি রয়েছে।আমি সেসকল ভুল ঠিক করব ও নিবন্ধটি আরো সম্প্রসারণ করব।তাই পুরস্কার নেওয়াটা আমার অনৈতিক বলে মনে হচ্ছেনা।এমনটাকি করা যায় না যে দুজনকেই পুরস্কার দেয়া হবে?আর আমার পূর্বের নিবন্ধ আইফোন ৫এস পুনরায় পর্যবেক্ষণ করার অনুরোধ করছি। --MD Abu Siyam (আলাপ) ১৫:৫২, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@MD Abu Siyam: আমি নিয়মাবলী ভালভাবে পড়ি নি, আর উইকিতেও নতুন। দুইদিন ধরে কষ্ট করে লিখেছি। আমি সংরক্ষণ করার খেয়াল করলাম আগে কেউ একজন পাতাটা নিবন্ধ করেছেন। উইকিতে আমার চেয়েও সিনিয়র তাই অনুরোগ করতে পারি সর্বোচ্চ কারণ মূলধন ছিল আমার, মুনাফা আপনি নিবেন, হ্যাঁ নিয়মানুযায়ী নিতে পারেন তবে দুদিন কষ্ট করে লিখেছি একটু ভেবে দেখবেন। আর নাহিদ ভাইয়াকে ধন্যবাদ আমাকে এসব সম্পর্কে অবগত করার জন্য :)— Joybiswas391 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@Joybiswas391: আসলে আমি এতক্ষণ আপনার মতামতের জন্যই অপেক্ষা করছিলাম।হ্যা আমি নিবন্ধটি আপনার নামে করে দিচ্ছি।আপনি নিবন্ধটি আরো একটু সম্প্রসারণ করুন।নিবন্ধটি আপনারই থাকবে।@NahidSultan: কে বিষয়টি দেখার অনুরোধ করছি।— MD Abu Siyam (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@MD Abu Siyam: অসংখ্য ধন্যবাদ <3 — Joybiswas391 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

২০:৫১, ৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

২১:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

২২:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

Tech News: 2018-09

সম্পাদনা

পৃষ্ঠাটির অনুবাদ পর্যালোচনা প্রয়োজন. Jhalmuri (আলাপ) ২১:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন


১৯:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

১৭:১২, ৫ মার্চ ২০১৮ (ইউটিসি)

আপনার তৈরি প্রেম জিহাদ নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি প্রেম জিহাদ নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - আবু সাঈদ (আলাপ), মঙ্গলবার ১৭:২৪, ০৬ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

প্রজেক্টর নিবন্ধ

সম্পাদনা

প্রথমেই আপনাকে ধন্যবাদ এই নিবন্ধটি নিয়ে কাজ করার জন্য। খুব সুন্দর কাজ হচ্ছে। কিন্তু একটা ছোট্ট সমস্যা। সেটা হল নিবন্ধে ইংরেজি পরিভাষা প্রচুর ব্যবহার করা হয়েছে, যেগুলির বাংলা পরিভাষা রয়েছে। বাংলা উইকিপিডিয়াতে বাংলা পরিভাষাকে সবসময় যথাসর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঘোষিত নীতি আছে। আমি বাংলা পরিভাষাকে অগ্রাধিকার দিয়ে নিবন্ধটিকে "প্রক্ষেপক" শিরোনামে স্থানান্তর করে দিয়েছি। এছাড়াও আমি নিবন্ধের ভেতরে যতটুকু সম্ভব ইংরেজি পরিভাষাগুলি বাংলা করে দিয়েছি। আপনাকে জানিয়ে রাখলাম। নিবন্ধটিতে আপনার সম্পাদনা শুভ ও আনন্দের হোক। --অর্ণব (আলাপ | অবদান) ২১:১২, ১০ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Zaheen: আপনাকে ধন্যবাদ। -MD Abu Siyam (আলাপ) ০২:৪৬, ১১ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

১৯:৪৩, ১২ মার্চ ২০১৮ (ইউটিসি)

১৫:০৩, ১৯ মার্চ ২০১৮ (ইউটিসি)

ব্লুহোল

২০:০৪, ২৬ মার্চ ২০১৮ (ইউটিসি)

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করবে অথবা অনুষ্ঠানে কেউ উপস্থিত না থাকলে পরবর্তীতে তার পুরস্কার ডাকযোগে পাঠানো হবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
সোমবার ২৩:৪১, ২৬ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি প্রক্ষেপক নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি প্রক্ষেপক নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন । আপনার সম্পাদনা শুভ হোক!! --Shahidul Hasan Roman (আলাপ), ০৯:৪৯, ২৭ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া অ্যাডভেঞ্চারে স্বাগতম!

সম্পাদনা
 
হাই MD Abu Siyam! আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের সম্প্রদায় ও লক্ষ্যের সাথে পরিচিত হওয়ার এই বন্ধুসুলভ ও মজাদার পদ্ধতির খেলাটি খেলে তা শিখতে চেয়েছেন। আমার মতে, এই সংযোগগুলো আপনার শুরু করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

-- ০৪:৩৩, বৃহস্পতিবার ২৯ মার্চ, ২০১৮ (ইউটিসি)

সাহায্য নিন
উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার সম্পর্কে | তারকামণ্ডলীর বিশ্রামকক্ষে প্রবেশ করুন


আপনার তৈরি আইফোন ৫এস নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি আইফোন ৫এস নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), বৃহস্পতিবার ৫:৫৭, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি)

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, MD Abu Siyam। আলাপ:সুড়ঙ্গ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৯:৪৩, ২ এপ্রিল ২০১৮ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪৩, ২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

১৯:২৯, ২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

১৮:০৯, ৯ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

১৫:২০, ১৬ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

১৮:১৬, ২৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

১৬:১৮, ৩০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

১৬:২৮, ৭ মে ২০১৮ (ইউটিসি)

২২:২৩, ১৪ মে ২০১৮ (ইউটিসি)

১৭:৩৩, ২১ মে ২০১৮ (ইউটিসি)

১২:৪০, ২৯ মে ২০১৮ (ইউটিসি)

২১:৫৪, ৪ জুন ২০১৮ (ইউটিসি)

২১:৫৫, ১১ জুন ২০১৮ (ইউটিসি)

২১:৪৭, ১৮ জুন ২০১৮ (ইউটিসি)

০০:৪৬, ৩ জুলাই ২০১৮ (ইউটিসি)

২৩:১০, ৯ জুলাই ২০১৮ (ইউটিসি)

১৬:০১, ১৬ জুলাই ২০১৮ (ইউটিসি)

০৯:৪৪, ২৪ জুলাই ২০১৮ (ইউটিসি)

১৪:০৫, ৩০ জুলাই ২০১৮ (ইউটিসি)

১৯:৩৯, ৬ আগস্ট ২০১৮ (ইউটিসি)

১৭:৫৩, ১৩ আগস্ট ২০১৮ (ইউটিসি)

১৬:৪৬, ২০ আগস্ট ২০১৮ (ইউটিসি)

ইদ মোবারক!

সম্পাদনা
চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:২৩, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

১৬:১৬, ২৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)

১৬:৪৮, ৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)

২২:৩৬, ১০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)

২১:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)

১৫:২৩, ২৪ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)

১৭:৩৫, ১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

২৩:৩৮, ৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

২২:৪১, ১৫ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

২৩:১২, ২২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

২০:০৯, ২৯ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

১৭:২৯, ৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

১৯:২২, ১২ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

২৩:২৯, ১৯ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

২২:২২, ২৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

১৬:১৩, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)

১৭:৩৪, ১০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)

২০:৩৫, ১৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)

এশীয় মাস ২০১৮ WAM Address Collection

সম্পাদনা

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via this form or email to Email This User before the end of January 10th 2019. The Wikimedia Asian Month team only has access to this form, and they will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please ask us if you have any question.

Thanks, বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ১৯:০৪, ২০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) (Organizer)উত্তর দিন

১৮:৩০, ৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)

 
সুপ্রিয় MD Abu Siyam,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

বর্তমান ও ভবিষ্যৎ

সম্পাদনা

বিজ্ঞান বলেন 2030 সালে মানুষ মঙ্গল গ্রহে বসবাস Md. Abdul Momin Sheikh (আলাপ) ০৫:১৪, ২৪ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Community Insights Survey

সম্পাদনা

RMaung (WMF) ১৪:৩০, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, MD Abu Siyam। আলাপ:কুয়েতের ইতিহাস পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৮:৫৭, ৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৫৭, ৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, MD Abu Siyam। আলাপ:নাইজেরিয়ার চলচ্চিত্র পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৯:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি নাইজেরিয়ার চলচ্চিত্র নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি নাইজেরিয়ার চলচ্চিত্র নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, মঙ্গলবার ১০:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি ধর্মের ইতিহাস নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি [[: ধর্মের ইতিহাস]] নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, মঙ্গলবার ১১:০০, ১৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey

সম্পাদনা

RMaung (WMF) ১৫:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, MD Abu Siyam। আলাপ:অ্যানি হল পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯

সম্পাদনা
 
সুপ্রিয় MD Abu Siyam,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি অক্টোবর থেকে অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে ডাকযোগে পুরস্কার প্রেরণ শুরু করবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। ১ অক্টোবর থেকে ফর্মে সরবরাহ করা ইমেইল ঠিকানায় যোগাযোগ শুরু হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। এই প্রতিযোগিতার আয়োজক ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ এবং সহযোগী ‘জাগো নিউজ’-এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। -নাহিদ সুলতান (আলাপ) রবিবার ১৭:১৪, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি আরএসএ গুপ্তবিদ্যা নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি আরএসএ গুপ্তবিদ্যা নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, রবিবার ১৭:১৯, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey

সম্পাদনা

RMaung (WMF) ১৯:০০, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি কুয়েতের ইতিহাস নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি কুয়েতের ইতিহাস নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, শুক্রবার ১৯:১৮, ০৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

সম্পাদনা
  দলগত কাজের পদক
সুপ্রিয় MD Abu Siyam,

বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৮:৫৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই

সম্পাদনা

প্রিয় ব্যবহারকারী:MD Abu Siyam,

ভাষা দলটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের বৃদ্ধিতে সহায়তার জন্য অনুবাদ ব্যবহারের বিষয়টি বিস্তৃত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করছে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি দিয়ে বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছেন। (bn:উইকিপিডিয়া:আলোচনাসভা#বাংলা_উইকিপিডিয়ার_জন্য_অনুবাদ_সমর্থন_উন্নত_করা) দয়া করে আপনি আপনার স্থানীয় সম্প্রদায়ের আলোচনায় অথবা মিডিয়াউইকি প্রকল্পের আলাপ পাতার আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনার মতামত প্রদান করুন। ভাষা দলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ! Elitre (WMF) ১৩:১১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ

সম্পাদনা
 

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

MfD nomination of ব্যবহারকারী:MD Abu Siyam/টেকনিসিয়াম

সম্পাদনা

ব্যবহারকারী:MD Abu Siyam/টেকনিসিয়াম, a page you substantially contributed to, has been nominated for deletion. Your opinions on the matter are welcome; please participate in the discussion by adding your comments at Wikipedia:Miscellany for deletion/ব্যবহারকারী:MD Abu Siyam/টেকনিসিয়াম and please be sure to sign your comments with four tildes (~~~~). You are free to edit the content of ব্যবহারকারী:MD Abu Siyam/টেকনিসিয়াম during the discussion but should not remove the miscellany for deletion template from the top of the page; such a removal will not end the deletion discussion. Thank you. টেকনিসিয়াম ০৬:৪১, ১১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), রবিবার ১৪:৩৪, ০৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ এডিটাথন ২০২০ প্রোটোজোয়া নিবন্ধ প্রসঙ্গে

সম্পাদনা

প্রিয় ব্যবহারকারী:MD Abu Siyam উক্ত পাতাটি তৈরি করার জন্য ধন্যবাদ, কিন্তু পাতাটি অসম্পূর্ণ। পাতাটি পুরো অনুবাদ না করলে, তা গ্রহণ করা সম্ভব নয়। তাই উক্ত পাতাটি সম্পূর্ণ করার পর "কাজ প্রয়োজন" ট্যাগটি সরিয়ে নেয়া হবে, তাছাড়াও পাতাটিতে সচ্ছতার অভাব রয়েছে এবং বিষয়শ্রেণিও আমি দেখতে পাইনি।এফ আর শুভ (আলাপ) ১৬:২৩, ৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Foysalur Rahman Shuvo: আশা করি নিবন্ধটি প্রতিযোগিতায় গ্রহণের উপযুক্ত হয়েছে। আমি নিবন্ধটি আরও পরিষ্কার করার চেষ্টা করেছি, তবে আপনি যে বিষয়শ্রেণির অভাব বলেছেন সেটি বুঝতে পারিনি। --টেকনিসিয়াম ০১:৩৮, ৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় ব্যবহারকারী:MD Abu Siyam আমি আপনার উক্ত পাতায় বিষয়শ্রেণী যোগ করে দিয়েছি এবং উক্ত পাতাটি উইকিডাটায় সংযোগ করে দিয়েছি, বিষয়গুলো না বুজলে আমার আলাপ পাতায় আমাকে নির্ধিদায় বার্তা পাঠাতে পারেন এবং ভবিষ্যৎ নিবন্ধে বিষয়গুলো যোগ না করলে, তা গৃহীত নাও হতে পারে। উল্লেখ্য আপানার অনুবাদ এখনো অপূর্ণ, আশা করি আপনি পুরো অনুবাদ করবেন, কেননা আপনি অনুবাদ সম্পূর্ণ না করলে পাতাটি এভাবেই বছরের পর বছর পরে থাকবে। কিন্তু আমি তাও আপনার নিবন্ধ গৃহীত করলাম।এফ আর শুভ (আলাপ) ১২:৪৮, ৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি পরিবেশ আইন নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি পরিবেশ আইন নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), রবিবার ৬:৩৯, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)

আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে

সম্পাদনা
 
সুপ্রিয় MD Abu Siyam,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -মাসুম-আল-হাসান (আলাপ), রবিবার ৬:৫৯, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)


আপনার তৈরি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), বৃহস্পতিবার ১৬:০৯, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি আইনি সহায়তা নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি আইনি সহায়তা নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), রবিবার ৮:৪০, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)


আপনার তৈরি উদ্ভিদজাত ভেষজ নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি উদ্ভিদজাত ভেষজ নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), রবিবার ১০:২২, ০৩ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বরিশাল নিউজ ডটকম অপসারণ বিষয়ক

সম্পাদনা

জনাব সিয়াম,

কোনো এক কারনে বরিশাল নিউজ ডটকম নিবন্ধটি দ্রুত অপসারণ করার নোটিশ দেওয়া হয়েছে। ব্যাপারটা আমি বুঝতে পারছিনা। দয়া করে একটু ক্লিয়ার করবেন? এটি একটি পত্রিকা সম্পর্কে । উইকিপিডিয়ায় এমন নিবন্ধ অনেক আছে । উদাহরন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সেটি অপসারিত হলোনা কিন্তু এটি কেন অপসারিত হল বোধগম্য হচ্ছে না।

ধন্যবাদ

--BarishalNews (আলাপ) ০০:৫৫, ১৪ মে ২০২০ (ইউটিসি)তারিকুল ইসলামউত্তর দিন

@BarishalNews: ধন্যবাদ, আপনাকে। এখানে উইকিপিডিয়াতে সেসকল নিবন্ধ রাখা হয় যেগুলোর সঠিক পরিমাণ তথ্যসূত্র ও খ্যাতি থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর বাংলাদেশের সবচেয়ে পঠিত নিউজ পোর্টাল ও এটি সম্পর্কে যথেষ্ট তথ্যসূত্র রয়েছে।

অপরদিকে, আপনার নিবন্ধটি শুধুমাত্র ব্যক্তিগত প্রচারণা মনে হচ্ছে। কারণ এটির তেমন তথ্যসূত্র দেয়া হয়নি। তাছাড়া, আপনার ব্যবহারকারী নামটিও অনেকটা ব্যক্তিগত প্রচারণা। -টেকনিসিয়াম ০১:০৩, ১৪ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ,

প্রথম আলোর মতো একটা তথ্য সূত্র নিবন্ধে দেওয়া হয়েছে। খ্যাত্যির কথা বলতে গেলে দক্ষিণাঞ্চলে তো বটেই এক কোটি বরিশাইল্লার কাছে এটি পরিচিত। দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ায় আমি চাই এখানকার তথ্যগুলো মানুষ জানুক। তারই অংশ এই নিবন্ধ। ব্যবহারকারী নামটি সেই চিন্তা থেকেই দেওয়া হয়েছিল। যেমনটা আমার ব্যবহারকারী পাতায় বলা হয়েছে। তবে আমি ব্যবহারকারী নাম পরিবর্তণের আবেদন করেছি অলরেডি। যাহোক বহু ঘাটাঘাটি করে আর খাটাখটনি করে তৈরি করা নিবন্ধটি রাখবেন আশা করি। ধন্রবাদ।

কোনো সাজেশন থাকলে দিতে দ্বিধা করবেন না।

এর শুরুর দিকের উদ্বোধনের তথ্য ইন্টারনেটে পাওয়া যায়নি। তবে রাশিয়ান এক বিশ্ববিদ্যালয়ের একজন দেশী অধ্যাপক এ বিষয়ে গবেষণা করেছেন। সেটিই তুলে দিয়েছি।

আবারো ধন্যবাদ --BarishalNews (আলাপ) ০১:২৩, ১৪ মে ২০২০ (ইউটিসি)তারিকুল ইসলামউত্তর দিন

@BarishalNews: ধন্যবাদ ও আপনাকে উইকিপিডিয়ায় স্বাগতম। আমি জেনে খুশি হলাম যে আপনি দক্ষিণাঞ্চলের মানুষ ও ইতিহাস সম্পর্কে উইকিপিডিয়ায় তুলে ধরতে চান। তবে সেই ইতিহাস তুলে ধরার জন্য আপনি নানা নিবন্ধ তৈরি করতে পারেন। আর আপনি যেই তথ্যসূত্র উল্লেখ করেছেন সেটি মোটেও কোন উল্লেখযোগ্য তথ্যসূত্র নয়, এমনকি তথ্যসূত্রটি শুধুমাত্র আপনার বিষয়টিকে উল্লেখ করেও প্রকাশিত নয়। আর উইকিপিডিয়াতে নিবন্ধ লেখার ক্ষেত্রে কিন্তু শুধু খ্যাতিই যথেষ্ট নয়, আরও কিছু নিয়ম রয়েছে। যেগুলোর কারণে অনেক বিখ্যাত অভিনেতা ও ইউটিউবারদের সম্পর্কেও উইকিপিডিয়াতে নিবন্ধ তৈরি হয়নি। সর্বশেষ, আমি কোন প্রশাসক নই, আমি আপনার নিবন্ধ সরাতে পারবোনা। প্রশাসকরা আপনার নিবন্ধ যাচাই করবে ও পরবর্তীতে প্রয়োজনে সরিয়ে ফেলবে বা নিয়ম মানলে রেখেও দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন - টেকনিসিয়াম ০১:৩৭, ১৪ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
  ধন্যবাদ জনাব সিয়াম, আপনার পরামর্শের জন্র। ভালো থাকবেন।

ঈদ শুভেচ্ছা

সম্পাদনা
  
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় MD Abu Siyam,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

ঈদ মোবারক

সম্পাদনা
 
প্রিয় সিয়াম, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৩:৪৩, ২৪ মে ২০২০ (ইউটিসি) উত্তর দিন @Nahian~bnwiki: ধন্যবাদ, আপনাকেও জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক --টেকনিসিয়াম 📨 ১৫:১৫, ২৪ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি পুঁতি নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি পুঁতি নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), বুধবার ১৫:২৬, ২৭ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি পৃষ্ঠগড়ানো পানি নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি পৃষ্ঠগড়ানো পানি নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), শুক্রবার ১৭:৪৭, ২৯ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি বিচ্ছিন্নতা ব্যাধি নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বিচ্ছিন্নতা ব্যাধি নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), সোমবার ১৬:৩৮, ১৫ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি প্রাথমিক স্বাস্থ্যসেবা নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি প্রাথমিক স্বাস্থ্যসেবা নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), মঙ্গলবার ১৫:২৫, ১৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি ইকোপার্ক নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইকোপার্ক নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), মঙ্গলবার ১২:৩৮, ২৩ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি পশুপাখিবাহী রোগ নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি পশুপাখিবাহী রোগ নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), মঙ্গলবার ১২:৪২, ২৩ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি পায়োরিয়া নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি পায়োরিয়া নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), শুক্রবার ১৩:২০, ২৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি বনায়ন নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বনায়ন নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), শুক্রবার ১৫:২২, ২৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০

সম্পাদনা
 
সুপ্রিয় MD Abu Siyam,

উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক দল পুরস্কার প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করছে। তাই আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না। এডিটাথনের আয়োজক ‘উইকিমিডিয়া বাংলাদেশের’-এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। — অংকন (আলাপ) ১৫:৫৫, ২৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পেশাদারি কুস্তি এডিটাথনে আপনাকে আমন্ত্রণ!

সম্পাদনা
 

প্রিয় MD Abu Siyam,
আশা করছি করোনার এই মহামারীতেও আপনার পরিবারসহ সুস্থ ও ভালো আছেন। আপনি জানেন যে বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষায় রচিত একটি মুক্ত অনলাইন বিশ্বকোষ। কিন্তু অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তুলনায় বাংলা উইকিপিডিয়া নিবন্ধবৈচিত্র‍্যে অনেকটাই পিছিয়ে রয়েছে; বিশেষ করে পেশাদারি কুস্তি বিষয়ক নিবন্ধ নেই বললেই চলে। ফলশ্রুতিতে পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধঘাটতি পূরণের লক্ষ্যে আগামী ১৫ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত সম্প্রদায়ের বিশেষ উদ্যোগে পেশাদারি কুস্তিবিষয়ক এডিটাথন-এর আয়োজন করা হয়েছে। উক্ত এডিটাথনে অংশগ্রহণপূর্বক পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধ প্রণয়নের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রইল। উইকিপিডিয়ায় আপনার পদচারণা (প্রকৃতপক্ষে অঙ্গুলীচারণা) শুভ হোক।
-- ধন্যবাদান্তে,
আয়োজক কমিটির পক্ষে,
নকীব বট (আলাপ) ১১:৫৫, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনলাইন কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০

সম্পাদনা
 

সুপ্রিয় MD Abu Siyam,
শুভেচ্ছা নিবেন, বাংলা উইকিপিডিয়ায় কুস্তি বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের লক্ষ্যে উইকিপিডিয়া অনলাইন এডিটাথন কুস্তি-এর আয়োজন করা হয়েছে। এই অনলাইন এডিটাথনটি ১৫ জুলাই ২০২০ থেকে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত চলবে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদ। ‍‍‍‍ ~ নাহিয়ান আলাপ ০৬:১৮, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ঈদ মোবারক

সম্পাদনা

ঈদ মোবারক পরিশ্রমী উইকিপিডিয়ান ভাই। ~ তন্ময় (আলাপ) ১৫:২৪, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সম্পাদনা
 

সুপ্রিয় MD Abu Siyam,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল কলের পর প্রতিক্রিয়া

সম্পাদনা

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনা করতে ৬ নভেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করে ছিলাম। যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের সবাইকে পরবর্তী আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। আমাদের আলোচনার উপর ভিক্তি করে আপনাদেরকে এই ফর্মটি পূরণ করার মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রতিক্রিয়া যারা অংশগ্রহণ করেছিলেন এবং যারা অংশগ্রহণ করেননি, এমনকি নিয়মিত, অ-নিয়মিত এবং নতুন ব্যবহারকারীদেরও জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ!

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

জনি (আলাপ) সোমবার ৫:২৯, ২৭ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (বৈশ্বিক কথোপকথন)

সম্পাদনা

বৈশ্বিক কথোপকথন অনুষ্ঠান উপলক্ষে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে দ্বিতীয় দফায় আলোচনা করতে আজ, ১৯ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ০৫:২৫, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচন

সম্পাদনা

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।

আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।

২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
২৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন।

আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)

সম্পাদনা

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপ

সম্পাদনা

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।

৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ এডিটাথন পদক

সম্পাদনা
  বিশেষ এডিটাথন পদক
প্রিয় MD Abu Siyam,
২০২০ সালে অনুষ্ঠিত বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। এডিটাথনে আপনার জমাদানকৃত অন্তত একটি নিবন্ধ গৃহীত হয়েছে। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে বাংলা উইকিপিডিয়ায়কে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
আয়োজক দলের পক্ষে,
তানভির রহমানঅংকন ঘোষ দস্তিদার, ১৮:০১, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রগ্রেসিভ মডেল স্কুল নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

সম্পাদনা
 

প্রগ্রেসিভ মডেল স্কুল নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/প্রগ্রেসিভ মডেল স্কুল পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। হীরক রাজা   ১৮:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১

সম্পাদনা

সুপ্রিয় MD Abu Siyam,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন

উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।

নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সুধী, আপনার কি?

সম্পাদনা

@MD Abu Siyam এই Sarah Lancashire নিবন্ধটির অনুবাদ কাজ চলমান? আপনি যদি করতে চান তবে ঠিক আছে। কিন্তু না চাইলে আমার জন্য বিশেষ:বিষয়বস্তু অনুবাদ থেকে এই নিবন্ধটি ছেড়ে দিন। আমি ওটা অনুবাদ করতে চাই। --  কুউ পুলক    ১৪:৩২, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমি দেখতে পাচ্ছি, আপনি ইতিমধ্যেই মানোন্নয়ন শুরু করে দিয়েছেন। তাই আমি অনুরোধ করব আপনিই নিবন্ধটি শেষ করুন। টেকনিসিয়াম 📨 ১৫:১২, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@MD Abu Siyam আপনি বিশেষ:বিষয়বস্তু অনুবাদ থেকে ঐ নিবন্ধটি ছেড়ে দিন অর্থাৎ অনুবাদ পরিত্যাগ করুন এ ক্লিক করুন তাহলে আমি অনুবাদ করতে পারব। আশা করছি বুঝতে পেরেছেন। --  কুউ পুলক    ০৩:৪৬, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ব্লগ

সম্পাদনা

ভাই, আপনি চলমান প্রতিযোগিতায় ব্লগ নিয়ে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু গত ১০ দিনে এতে কোন কাজ করেননি। আপনি এই নিবন্ধটি নিয়ে কাজ করতে ইচ্ছুক? না হলে এটি অন্যদের জন্য ছেড়ে দিন ও আপনি অন্য একটি নিবন্ধ বাছাই করুন। ধন্যবাদ। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ, আসলে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় নিবন্ধটিতে কাজ করা হয়নি। তবে আমি এটি সম্প্রসারণে ইচ্ছুক। আর আশা করছি প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই এটি সম্প্রসারণের কাজ শেষ করব। -- টেকনিসিয়াম 📨 ১৫:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা, চেষ্টা করুন যতটা সম্ভব দ্রুত সম্পন্ন করতে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
 

You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC)

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩

সম্পাদনা
 

সুপ্রিয় MD Abu Siyam,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

{{subst:cfd notice|action=deletion|1=বিষয়শ্রেণী:কিশোর উইকিপিডিয়ান}} মোঃ মারুফ হাসান (আলাপ) ১৪:১৭, ১৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪

সম্পাদনা

সুধী, আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নৌচালনবিদ্যার ইতিহাস নিবন্ধটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। নাম লিখে গত ৭ দিন বা তারও বেশি সময়েও নিবন্ধটি অনুবাদ শুরু করেন নি। তাই নিবন্ধটি অন্য প্রতিযোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পুনরায় কাজ করতে চাইলে আবার নাম যোগ করুন (যদি অন্য কেউ ইতোমধ্যে নাম যোগ না করে থাকে) অথবা তালিকা থেকে অন্য কোনো নিবন্ধ বাছাই করুন। শুভেচ্ছাসহ ~ Yahya (আলাপ) ১৭:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ

সম্পাদনা
 
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:১৫, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

সম্পাদনা
 
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

সম্পাদনা

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

সম্পাদনা

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বেম্বু বিরিয়ানি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

সম্পাদনা
 

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য বেম্বু বিরিয়ানি নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি নিম্নলিখিত কারণে করা হয়েছে:

আলাদা নিবন্ধ থাকার মতো উল্লেখযোগ্য নয়, একটিও তথ্যসূত্র নেই

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যে সকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুননীল নন্দী ১৩:০১, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ফ্রড সাইয়াঁ নিবন্ধটি সম্পর্কে

সম্পাদনা

  সুপ্রিয় MD Abu Siyam, আমি Nahian। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ৭ জানুয়ারি, ২০১৮ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ২৫৬৩ দিন পূর্বে ফ্রড সাইয়াঁ নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:

  1. নিবন্ধটি আকারে অনেক ছোট

আপনি যা করতে পারেন:

  1. নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। ভেনজেন্সআলাপ ০০:২৫, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন