উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২৪/১১-১২
এই পাতাটি একটি সংগ্রহশালা। দয়া করে এটি সম্পাদনা করবেন না। কোনও মন্তব্য করতে চাইলে বর্তমান মূল পাতায় করুন। |
+ | জানুয়ারি - এপ্রিল | মে - আগস্ট | সেপ্টেম্বর - ডিসেম্বর | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০০৪/০৫ | সবচেয়ে পুরাতন | |||||||||||
২০০৬ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০০৭ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০০৮ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০০৯ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১০ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১১ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১২ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৩ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৪ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৫ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৬ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৭ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৮ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৯ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০২০ | ১ থেকে ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ -১০ | ১১ - ১২ | |||||||
২০২১ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২২ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২৩ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২৪ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
সংগ্রহশালার সূচিপত্র |
প্রশ্ন
কোন ব্যবহারকারী যদি নিম্নলিখিত অধিকার পেতে চায়, তাহলে কোন পদ বা অধিকারটি তার জন্য সন্তোষজনক বা প্রযোজ্য হবে?
- যে কোন পাতা সম্প্রসারণ এবং সংশোধন (এমনকি প্রধান পাতার মতো গুরুত্বপূর্ণ পাতা)
- যে কোন আক্রমণাত্মক, স্প্যাম, অপব্যবহারকারীকে বাধা দেওয়া
- যে কোনো পাতা অপসারণ করা
- বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে সাহায্য করা
- যে কোন পাতা পরীক্ষা করা এবং তা সংরক্ষণ
Wiki loves question (আলাপ) ১৫:৩৫, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Wiki loves question: সুরক্ষা নেই এমন পাতা সবাই সম্প্রসারণ, সংশোধন করতে পারেন, অর্ধসুরক্ষিত পাতার ক্ষেত্রে স্বয়ংনিশ্চিতকৃত হতে হবে। অপব্যবহারকারীকে বাধা দেয়া, পাতা অপসারণ করা প্রশাসকদের কাজ। পাতা পরীক্ষা বলতে কি বুঝিয়েছেন, তার ভিত্তিতে উত্তর পর্যবেক্ষক বা নিরীক্ষক হতে পারে। বিস্তারিত তথ্যের জন্য WP:UAL দেখুন। এছাড়া লক্ষ্য রাখতে হবে, উচ্চতর অধিকার থাকলেই তা ইচ্ছামত ব্যবহার করা যাবে না, এজন্য প্রয়োজনীয় নীতিমালা পড়ে নিতে হবে। — AKanik 💬 ১৮:১২, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বিষয়শ্রেণী:জেলা অনুযায়ী বাংলাদেশের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
বিষয়শ্রেণী:জেলা অনুযায়ী বাংলাদেশের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর ১৮টি উপবিষয়শ্রেণীতে ২০টি নিবন্ধ রয়েছে, যার মধ্যে ১৭টি বিষয়শ্রেণীতে শুধু একটি করে নিবন্ধ রয়েছে। তাই এই বিষয়শ্রেণীসমূহ অপ্রয়োজনীয় মনে হচ্ছে। এজন্য এগুলো অপসারণের প্রস্তাব জানাচ্ছি। বিষয়শ্রেণী:বাংলাদেশের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নামক বিষয়শ্রেণী তৈরি করে সেই ২০টি নিবন্ধ রাখা যেতে পারে।
উল্লেখ্য: টেকনিক্যাল স্কুল ও কলেজ সমূহ বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কারিগরি প্রতিষ্ঠান হিসেবে শ্রেণিবদ্ধ করে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২১:২১, ৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- বিভাগ অনুযায়ী বিষয়শ্রেণী করা যেতে পারে। তবে বাংলা উইকিপিডিয়ার নীতিমালায় কোন বিষয়শ্রেণীতে শুধু ১টি নিবন্ধ থাকলে তা অপসারণ করা হবে কিনা তা অজানা। ইংরেজি উইকিপিডিয়ায় এটা হয়, কিন্তু বাংলা উইকিপিডিয়ার নীতিমালা ইংরেজি থেকে একটু আলাদা। মেহেদী আবেদীন ২২:৫১, ৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে। এই জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠান আছে ১৪৯টি ও সবগুলি নিয়েও নিবন্ধ তৈরি হবে না। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০১, ৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!
প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৪ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।
কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:২৩, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাংলায় হ্যাকাথনের আয়োজন
সুধীবৃন্দ!
আপনারা হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।
- একনজরে
- অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
- নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
- নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।
প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পর যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে।
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
মেহেদী আবেদীন ১০:৩৮, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)