জুঁইদণ্ডী ইউনিয়ন
জুঁইদণ্ডী বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
জুঁইদণ্ডী | |
---|---|
ইউনিয়ন | |
১১নং জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে জুঁইদণ্ডী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৯′৯″ উত্তর ৯১°৫২′৬″ পূর্ব / ২২.১৫২৫০° উত্তর ৯১.৮৬৮৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | আনোয়ারা উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মাস্টার মোহাম্মদ ইদ্রিচ |
আয়তন | |
• মোট | ৮.৬৮ বর্গকিমি (৩.৩৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৭,৫৭৫ |
• জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২২.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাজুঁইদণ্ডী ইউনিয়নের আয়তন ২,১৪৪ একর (৮.৬৮ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী জুঁইদণ্ডী ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭,৫৭৫ জন। এর মধ্যে পুরুষ ৮,৪৯৫ জন এবং মহিলা ৯,০৮০ জন। মোট পরিবার ৩,২৯১টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাআনোয়ারা উপজেলার সর্ব-দক্ষিণে সাঙ্গু নদী দিয়ে ঘেরা জুঁইদণ্ডী ইউনিয়ন। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বটতলী ইউনিয়ন; পূর্বে বরুমছড়া ইউনিয়ন, সাঙ্গু নদী, বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ও সাধনপুর ইউনিয়ন; দক্ষিণে সাঙ্গু নদী ও বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন এবং পশ্চিমে রায়পুর ইউনিয়ন, সাঙ্গু নদী ও বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাজুঁইদণ্ডী ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পশ্চিম জুঁইদণ্ডী
- উত্তর জুঁইদণ্ডী
- পূর্ব জুঁইদণ্ডী
- দক্ষিণ জুঁইদণ্ডী
- মধ্য জুঁইদণ্ডী
- খুরুশকুল
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জুঁইদণ্ডী ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৬%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়,১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- জুঁইদণ্ডী আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা
- 'তা’লীমুল কোরআন ওয়াসসুন্নাহ্ মাদরাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাজুইদণ্ডী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক আনোয়ারা-জুঁইদণ্ডী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
সম্পাদনাজুঁইদণ্ডী ইউনিয়নের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম তিন পাশ দিয়েই বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া ইউনিয়নের অভ্যন্তরে প্রবাহিত হচ্ছে আইরমঙ্গল খাল এবং জুঁইদণ্ডী খাল।[২]
হাট-বাজার
সম্পাদনাজুঁইদণ্ডী ইউনিয়নের হাট-বাজারগুলো হল:
- বানু হাট
- জুঁইদণ্ডী চৌমুহনী বাজার
- গাবতল বাজার
- লামার বাজার। [৩]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- মুহাম্মদ আইয়ুব, সাবেক সহ-সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামীলীগ।
দর্শনীয় স্থান
সম্পাদনা- শরফুদ্দীন শাহ মাজার শরীফ[৪]
- সাঙ্গুর পাড় (সাঙ্গু নদী)
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান:মাস্টার মোহাম্মদ ইদ্রিচ।[৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- ↑ "খাল ও নদী - জুঁইদন্ডী ইউনিয়ন - জুঁইদন্ডী ইউনিয়ন"। juidandiup.chittagong.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - জুঁইদন্ডী ইউনিয়ন - জুঁইদন্ডী ইউনিয়ন"। juidandiup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - জুঁইদন্ডী ইউনিয়ন - জুঁইদন্ডী ইউনিয়ন"। juidandiup.chittagong.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ uddin, Minhaj (২০২২-০১-৩১)। "আনোয়ারায় জুঁইদন্ডী ইউপি নির্বাচনে নৌকার বিজয়"। বাংলাধারা। সংগ্রহের তারিখ ২০২২-০২-০১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]