চাতরী ইউনিয়ন

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার একটি ইউনিয়ন

চাতরী বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

চাতরী
ইউনিয়ন
৮নং চাতরী ইউনিয়ন পরিষদ
চাতরী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চাতরী
চাতরী
চাতরী বাংলাদেশ-এ অবস্থিত
চাতরী
চাতরী
বাংলাদেশে চাতরী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৪′০″ উত্তর ৯১°৫৩′২″ পূর্ব / ২২.২৩৩৩৩° উত্তর ৯১.৮৮৩৮৯° পূর্ব / 22.23333; 91.88389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাআনোয়ারা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী সোহেল
আয়তন
 • মোট১৩.২১ বর্গকিমি (৫.১০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৯,০২২
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৩.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চাতরী ইউনিয়নের আয়তন ৩,২৬৫ একর (১৩.২১ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চাতরী ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯,০২২ জন। এর মধ্যে পুরুষ ৯,৩৮৪ জন এবং মহিলা ৯,৬৩৮ জন। মোট পরিবার ৩,৭০৮টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

আনোয়ারা উপজেলার সর্ব-উত্তরে চাতরী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে বারখাইন ইউনিয়নআনোয়ারা ইউনিয়ন; পূর্বে আনোয়ারা ইউনিয়ন, হাইলধর ইউনিয়ন, পরৈকোড়া ইউনিয়নপটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন; উত্তরে পরৈকোড়া ইউনিয়ন, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নকর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন এবং পশ্চিমে বৈরাগ ইউনিয়নকর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

চাতরী ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • বেলচূড়া
  • চাতরী
  • ডুমুরিয়া
  • কৈনপুরা
  • কেয়াগড়
  • পশ্চিম কন্যারা
  • রুদুরা
  • সিংহরা

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাতরী ইউনিয়নের সাক্ষরতার হার ৬৩.২%।[] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়[]
প্রাথমিক বিদ্যালয়
  • আলহাজ্ব ফজলুল কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কেয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কৈনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব সিংহরা পশ্চিম কন্যারা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়
  • বেলচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মহতর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রুদুরা সারদা চরদা চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

চাতরী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-আনোয়ারা সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

চাতরী ইউনিয়নে ৩৮টি মসজিদ, ৯টি ঈদগাহ, ২৪টি মন্দির ও ২টি বিহার রয়েছে।

খাল ও নদী

সম্পাদনা

চাতরী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বোয়ালগাঁও খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

চাতরী ইউনিয়নের প্রধান হাট/বাজার হল চাতরী চৌমুহনী বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • শেখ কুতুব (রহ.) মাজার
  • পেঠান শাহ মাজার
  • মোহাম্মদিয়া কুদ্দুছিয়া দরবার
  • ছিদ্দিক শাহ মাজার
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ প্রান্ত।

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী সোহেল (২০২২- বর্তমান)
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মৌলভী ফজলুল করিম উকিল
০২ আবদুর শুক্কুর
০৩ আলহাজ্ব এয়াকুব আলী
০৪ শামসুদ্দীন আহমদ চৌধুরী
০৫ মোহাম্মদ ইয়াছিন হিরু

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা
  • আবদুল অদুদ চৌধুরী –– ডীন, কলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • কামাল উদ্দিন –– প্রকৌশলী এবং প্রাক্তন এমডি, ইস্টার্ন রিফাইনারি।
  • ফজলুল করিম –– আইনজীবী ও সমাজসেবী।
  • এহেতেশাম উদ্দিন আহমেদ চৌধুরী রনি - লেফটেন্যান্ট কমান্ডার বাংলাদেশ নৌবাহিনী

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - চাতরী ইউনিয়ন - চাতরী ইউনিয়ন"chatariup.chittagong.gov.bd। ১৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭ 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - চাতরী ইউনিয়ন - চাতরী ইউনিয়ন"chatariup.chittagong.gov.bd 
  4. "খাল ও নদী - চাতরী ইউনিয়ন - চাতরী ইউনিয়ন"chatariup.chittagong.gov.bd। ১৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭ 
  5. "হাট বাজারের তালিকা - চাতরী ইউনিয়ন - চাতরী ইউনিয়ন"chatariup.chittagong.gov.bd 
  6. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - চাতরী ইউনিয়ন - চাতরী ইউনিয়ন"chatariup.chittagong.gov.bd। ১৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা