এম এ মতিন (ইসলামী রাজনীতিবিদ)
বাংলাদেশের একজন ইসলামী রাজনীতিবিদ, লেখক এবং গবেষক
মুহাম্মদ আব্দুল মতিন (জন্ম: ৩ মার্চ ১৯৬০) বাংলাদেশের একজন ইসলামী রাজনীতিবিদ, লেখক এবং গবেষক, যিনি এম. এ. মতিন বা আল্লামা এম. এ. মতিন নামে পরিচিত।[১] তিনি বর্তমানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান।
মুহাম্মদ আব্দুল মতিন | |
---|---|
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ২০২২ – বর্তমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | রাউজান, চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) | ৩ মার্চ ১৯৬০
নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ ইসলামী ফ্রন্ট |
প্রাক্তন শিক্ষার্থী | জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া |
পেশা | লেখক, গবেষক ও রাজনীতিবিদ |
ধর্ম | ইসলাম |
এম এ মতিন আশির দশকে প্রতিষ্ঠিত বাংলাদেশের সুন্নি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সেই থেকে তিনি এদশের সুন্নি আন্দালনকে বেগবান করার জন্য কাজ করেন। ১৯৯০ সালের ২১শে ডিসেম্বর সুন্নি রাজনৈতিক দল বাংলাদেশ ইমলামী ফ্রন্ট গঠিত হলে তিনি দলটির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি হলে তিনি দলটির মহাসচিব নির্বাচিত হন। ২০২২ সালের দলীয় কাউন্সিলে তিনি দলটির চেয়ারম্যান নির্বাচিত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান"। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। ২৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।