বরুমছড়া ইউনিয়ন

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার একটি ইউনিয়ন

বরুমছড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

বরুমছড়া
ইউনিয়ন
৫নং বরুমছড়া ইউনিয়ন পরিষদ
বরুমছড়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বরুমছড়া
বরুমছড়া
বরুমছড়া বাংলাদেশ-এ অবস্থিত
বরুমছড়া
বরুমছড়া
বাংলাদেশে বরুমছড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৯′৫৩″ উত্তর ৯১°৫২′৪৫″ পূর্ব / ২২.১৬৪৭২° উত্তর ৯১.৮৭৯১৭° পূর্ব / 22.16472; 91.87917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাআনোয়ারা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানবীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল ইসলাম চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২৩.৯৯ বর্গকিমি (৯.২৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২০,০৬১
 • জনঘনত্ব৮৪০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৮.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বরুমছড়া ইউনিয়নের আয়তন ৫,৯২৭ একর (২৩.৯৯ বর্গ কিলোমিটার)।[] এটি আনোয়ারা উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বরুমছড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,০৬১ জন। এর মধ্যে পুরুষ ৯,৫৮২ জন এবং মহিলা ১০,৪৭৯ জন। মোট পরিবার ৩,৯১৩টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

আনোয়ারা উপজেলার দক্ষিণাংশে বরুমছড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে জুঁইদণ্ডী ইউনিয়নবটতলী ইউনিয়ন; উত্তরে বারখাইন ইউনিয়ন; পূর্বে বারখাইন ইউনিয়ন এবং দক্ষিণে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নসাঙ্গু নদী অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

বরুমছড়া ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • বরুমছড়া
  • নলদিয়া
  • ভরাচর

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরুমছড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৫%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরুমছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরুমছড়া উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরুমছড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরুমছড়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরুমছড়া নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

বরুমছড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক আনোয়ারা-বরুমছড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

বরুমছড়া ইউনিয়নে ৩২টি মসজিদ, ১০টি ঈদগাহ ও ৩টি মন্দির রয়েছে।

খাল ও নদী

সম্পাদনা

বরুমছড়া ইউনিয়নের পূর্ব ও দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া রয়েছে টিন্টি খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

বরুমছড়া ইউনিয়নের প্রধান হাট/বাজার হল কানু মাঝির হাট।[] এছাড়া রয়েছে সওদাঘর দীঘির পাড় (বিয়ান বাজার)।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • সাঙ্গু নদীর পাড়[]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: শামসুল ইসলাম চৌধুরী
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ হাফেজ আহমদ
০২ মোহাম্মদ ফয়েজ আহমদ
০৩ এডভোকেট ফোরক মিয়া
০৪ মোহাম্মদ ফেরদৌস টুণ্টু
০৫ হুমায়ুন কবির আনছার ২০০২-২০১৬
০৬ মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী ২০১৬-২০২২
০৭ শামসুল ইসলাম চৌধুরী ২০২২-বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বরুমচড়া ইউনিয়ন - বরুমচড়া ইউনিয়ন"barumcharaup.chittagong.gov.bd। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭ 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - বরুমচড়া ইউনিয়ন - বরুমচড়া ইউনিয়ন"barumcharaup.chittagong.gov.bd 
  4. "খাল ও নদী - বরুমচড়া ইউনিয়ন - বরুমচড়া ইউনিয়ন"barumcharaup.chittagong.gov.bd। ২৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭ 
  5. "হাট বাজারের তালিকা - বরুমচড়া ইউনিয়ন - বরুমচড়া ইউনিয়ন"barumcharaup.chittagong.gov.bd 
  6. "দর্শনীয়স্থান - বরুমচড়া ইউনিয়ন - বরুমচড়া ইউনিয়ন"barumcharaup.chittagong.gov.bd। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭ 
  7. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বরুমচড়া ইউনিয়ন - বরুমচড়া ইউনিয়ন"barumcharaup.chittagong.gov.bd। ২৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা