১৯২১ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
ক্রিকেট সফর
(Australian cricket team in England in 1921 থেকে পুনর্নির্দেশিত)
অস্ট্রেলিয়া ক্রিকেট দল পূর্বঘোষিত সময়সূচী মোতাবেক ১৯২১ সালে ইংল্যান্ড গমন করে। এ সফরে দলটি অ্যাশেজ সিরিজ জয়লাভে সমর্থ হয়। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সফরকারীরা প্রথম তিন টেস্ট জয় করে। এরফলে দলটি ১৯২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর একাধারে আট টেস্টে জয় পায়। সিরিজের শেষ দুই টেস্ট অবশ্য ড্রয়ে পরিণত হয়েছিল।
টেস্ট খেলার পাশাপাশি অস্ট্রেলিয়া দল ইংল্যান্ডের শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেয়। এছাড়াও, গুরুত্বহীন খেলায়ও তারা খেলে। সব মিলিয়ে দলটি ৩৮ খেলায় অংশ নিয়ে ২২টি জয়, ১৪টি ড্র ও মাত্র দুইটি খেলায় পরাভূত হয়েছিল। হেরে যাওয়া খেলাগুলো মৌসুমের শেষদিকে সংঘটিত হয়।
সফরকারী দল
সম্পাদনাটেস্ট সিরিজ
সম্পাদনাপ্রথম টেস্ট
সম্পাদনাব
|
||
- ইংল্যান্ড দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ২৯ মে বিশ্রামবার ছিল।
- খেলাটি তিনদিনের হলেও দুই দিনেই শেষ হয়ে যায়।
- ইংল্যান্ডের পক্ষে ডিজে নাইট, পি হোমস, জিই টিল্ডসলে, ভিডব্লিউসি জাপ ও টিএল রিচমন্ড এবং অস্ট্রেলিয়ার পক্ষে টিজেই অ্যান্ডুজ ও এইচএসটিএল হেন্ড্রি’র একযোগে টেস্ট অভিষেক ঘটে।
দ্বিতীয় টেস্ট
সম্পাদনাব
|
||
- ইংল্যান্ড দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ১২ জুন বিশ্রামবার ছিল।
- ইংল্যান্ডের পক্ষে এই ডিপার, এজে ইভান্স, এনই হেইগ ও এফজে ডারস্টনের একযোগে টেস্ট অভিষেক ঘটে।
তৃতীয় টেস্ট
সম্পাদনাব
|
||
- অস্ট্রেলিয়া দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ৩ জুলাই বিশ্রামবার ছিল।
- ইংল্যান্ডের পক্ষে এইচটিডব্লিউ হার্ডিঞ্জ, এ ডুকাট, জি ব্রাউন ও জেসি হোয়াইটের টেস্ট অভিষেক ঘটে।
চতুর্থ টেস্ট
সম্পাদনাব
|
||
- ইংল্যান্ড দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- প্রথম দিন খেলা হয়নি।
- ২৪ জুলাই বিশ্রামবার ছিল।
- ইংল্যান্ডের পক্ষে সি হলোস ও সিডব্লিউএল পার্কারের টেস্ট অভিষেক ঘটে।
পঞ্চম টেস্ট
সম্পাদনাব
|
||
- ইংল্যান্ড দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ১৪ আগস্ট বিশ্রামবার ছিল।
- ইংল্যান্ডের পক্ষে এ স্যান্ডহামের টেস্ট অভিষেক ঘটে।
বার্ষিক পর্যালোচনা
সম্পাদনাআরও পড়ুন
সম্পাদনা- Bill Frindall, The Wisden Book of Test Cricket 1877-1978, Wisden, 1979
- Chris Harte, A History of Australian Cricket, Andre Deutsch, 1993