২৩ সেপ্টেম্বর

তারিখ
(23 September থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  

২৩ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৬তম (অধিবর্ষে ২৬৭তম) দিন। বছর শেষ হতে আরো ৯৯ দিন বাকি রয়েছে। ২৩ সে‌প্টেম্বর থে‌কে রাত বড় হওয়া শুরু হয়।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৬২০ - তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।
  • ১৮৩৩ - নিউইয়র্কে ডেইলি সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
  • ১৮৩৩ - চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস এয়ারস যাত্রা করেন।
  • ১৮৩৯ - নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।
  • ১৮৪৬ -নেপচুন, যা কিনা সোলার সিস্টেম এর অষ্টম গ্রহ, আবিষ্কৃত হয়েছিল।
  • ১৮৭০ - ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম দখল করে।
  • ১৯৩২ - সৌদী আরব প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আযিয বিন সৌদ দেশটির বাদশাহ হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।
  • ১৯৪৯ - সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
  • ১৯৬৫ - ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি ঘটে।
  • ১৯৯১ - আর্মেনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৪৮৬ - আর্থার, ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র।
  • ১৭৯১ - কার্ল থিওডোর কোর্নার, জার্মান সৈনিক, লেখক ও কবি।
  • ১৮১৯ - হিপলয়টে ফিযেয়াউ, ফরাসি পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
  • ১৮৪৭ - আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক।(মৃ.২০/০৮/১৯০৬)
  • ১৮৬১ - রবার্ট বশ, জার্মান প্রকৌশলী, ব্যবসায়ী ও রবার্ট বশ জিএমবিএইচ এর প্রতিষ্ঠিতা।
  • ১৮৮০ - জন বয়েড অর্‌, ১ম ব্যারন বয়েড-অর্‌, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী, চিকিৎসক ও শিক্ষক।
  • ১৮৯৭ - ওয়াল্টার পিজেয়ন, মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা। (মৃ. ১৯৮৪)
  • ১৯০০ - অফেলিয়া হুপার, পানামানীয় প্রমিলা সমাজবিজ্ঞানী, কবি, অধ্যাপক, গবেষক ও নাগরিক অধিকার আন্দোলনকর্মী। (মৃ. ১৯৮১)
  • ১৯০১ - জারস্লাভ সেইফেরট, নোবেল পুরস্কার বিজয়ী চেক কবি ও সাংবাদিক।
  • ১৯০৭ - অজিতকুমার দত্ত, বাঙালি কবি,সাহিত্যিক, প্রাবন্ধিক এবং অধ্যাপক।(মৃ.৩০/১২/১৯৭৯)
  • ১৯০৮ - রামধারী সিং দিনকর, প্রখ্যাত ভারতীয় হিন্দি কবি, প্রাবন্ধিক, দেশপ্রেমিক এবং শিক্ষাবিদ।(মৃ.২৪/০৪/১৯৭৪)
  • ১৯১৫ - ক্লিফোর্ড গ্লেনউড শাল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
  • ১৯১৭ - অসীমা চট্টোপাধ্যায়, ভারতীয় জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ।(মৃ.২২/১১/২০০৬)
  • ১৯২০ - মিকি রুনি, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও বেতার ব্যক্তিত্ব। (মৃ. ২০১৪)
  • ১৯৩৭ - বিভাস চক্রবর্তী,ভারতীয় বাঙালি অভিনেতা ও খ‍্যাতনামা নাট‍্যব‍্যক্তিত্ব।
  • ১৯৪০ - মিশেল টেমার, ব্রাজিলীয় আইনজীবী, কবি ও রাজনীতিবিদ।
  • ১৯৪৩ - তনুজা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৪৪ - রমেন রায়চৌধুরী, ভারতীয় বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব। (মৃ.২০১৯)
  • ১৯৫২ - অংশুমান গায়কওয়াড়, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ২০২৪)
  • ১৯৫৬ - পাওলো রসি, ইতালীয় ফুটবলার।
  • ১৯৬২ - শোভা, আসল নাম মহালক্ষ্মী মেনন, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ.০১/০৫/১৯৮০)
  • ১৯৭১ - মঈন খান, পাকিস্তানি ক্রিকেটার।
  • ১৯৭২ - অ্যালিস্টেয়ার ক্যাম্পবেল, জিম্বাবুয়ীয় ক্রিকেটার।
  • ১৯৭৭ - সৃজিত মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার
  • ১৯৭৮ - এন্থনি মাকিয়ে, আমেরিকান অভিনেতা।
  • ১৯৮৫ - আম্বতি রায়ডু, ভারতীয় ক্রিকেটার।
  • ১৯৯৬ - লি হাই, দক্ষিণ কোরিয়ান গায়ক।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস বা আন্তর্জাতিক সংকেত ভাষা দিবস

বহিঃসংযোগ

সম্পাদনা