১০ সেপ্টেম্বর
তারিখ
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০২৫ |
১০ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৩তম (অধিবর্ষে ২৫৪তম) দিন। বছর শেষ হতে আরো ১১২ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৭৯৪ - কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।
- ১৮২৩ - দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন।
- ১৮৯৮ - অষ্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়।
- ১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সাথে অস্ট্রিয়ার সাঁ-জের্মাঁ চুক্তি (Traîte de Saint-Germain) স্বাক্ষরিত।
- ১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে যোগ দেয়।
- ১৯৬৭ - জিব্রাল্টারের জনগণ স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়।
- ১৯৭৪ - পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯১ - যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৯৩ - দীর্ঘ ৪৫ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয়।
- ২০০২ - সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০তম সদস্য রাষ্ট্র হয়।
- ২০০৮ - বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়।
জন্ম
সম্পাদনা- ১৭৭১ - মঙ্গো পার্ক, আফ্রিকা আবিষ্কারক অভিযাত্রী।
- ১৮৩৯ - চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।
- ১৮৬৩ - চার্লস স্পিয়ারম্যান, ইংরেজ মনোবিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ। (মৃ. ১৭/০৯/১৯৪৫)
- ১৮৭২ - কুমার শ্রী রঞ্জিতসিংজী, কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় রাজা। তিনি ইংল্যান্ডের পক্ষে ১৫টি টেস্ট ম্যাচ খেলেন। (মৃ. ০২/০৪/১৯৩৩)
- ১৮৮৭ - গোবিন্দ বল্লভ পন্থ , ভারতের স্বাধীনতা সংগ্রামী ও আধুনিক ভারতের রূপকার। (মৃ. ০৭/০৩/১৯৬১)
- ১৮৮৯ - পুণ্যলতা চক্রবর্তী, বাঙালি শিশুসাহিত্যিক। (মৃ. ২১/১১/১৯৭৪)
- ১৮৯০ - অসিত কুমার হালদার ,বাংলা স্কুলের ভারতীয় চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী। (মৃ. ১৩/০২/১৯৬৪)
- ১৮৯০ - ফ্রানৎস ভেরফেল, একজন অস্ট্রিয়-বোহেমিয়ান ঔপন্যাসিক, নাট্যকার এবং কবি। (মৃ. ১৯৪৫)
- ১৮৯২ - আর্থার কম্পটন,১৯২৭ নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৫/০৩/১৯৬২)
- ১৮৯৪ - অলিয়েক্সান্দর দভজেন্কো, ইউক্রেনে জন্মগ্রহণকারী সোভিয়েত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও লেখক। (মৃ. ১৯৫৬)
- ১৮৯৮ - বেসি লাভ, ছিলেন একজন মার্কিন-ব্রিটিশ অভিনেত্রী। (মৃ. ১৯৮৯)
- ১৯১২ - বসপ্পা ধনপ্পা জত্তী, ভারতের পঞ্চম উপরাষ্ট্রপতি। (মৃ. ২০০২)
- ১৯১৪ - রবার্ট ওয়াইজ, মার্কিন চলচ্চিত্র সম্পাদক, সাউন্ড ইফেক্ট সম্পাদক, প্রযোজক এবং পরিচালক। (মৃ. ২০০৫)
- ১৯১৫ - এডমন্ড ওব্রায়েন, ছিলেন একজন মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮৫)
- ১৯২২ - ধনঞ্জয় ভট্টাচার্য ,প্রখ্যাত বাঙালী সঙ্গীতশিল্পী ও সুরকার। (মৃ.২৭/১২/১৯৯২)
- ১৯২০ - সি আর রাও,পরিসংখ্যানে আন্তর্জাতিক পুরস্কারে (গণিতে নোবেল) সম্মানিত ভারতীয়-আমেরিকান পরিসংখ্যানবিদ।
- ১৯২৩ - গ্লেন পি. রবিনসন, তিনি ছিলেন একজন আমেরিকান ব্যবসায়ী এবং সায়েন্টিফিক আটলান্টার প্রতিষ্ঠাতা। (মৃ. ২০১৩)
- ১৯৪১ - এটিএম শামসুজ্জামান, বাংলাদেশী অভিনেতা, পরিচালক ও লেখক। (মৃ. ২০/০২/২০২১)
- ১৯৪১ - স্টিভেন জে গুল্ড একজন মার্কিন জীবাশ্মবিজ্ঞানী, বিবর্তনবাদী জীববিজ্ঞানী এবং বিজ্ঞানের ইতিহাসবিদ। (মৃ. ২০০২)
- ১৯৫৩ - অ্যামি আরভিং, একজন মার্কিন অভিনেত্রী।
- ১৯৫৮ - ক্রিস কলম্বাস, একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যলেখক।
- ১৯৬০ - কলিন ফার্থ, একজন ইংরেজ-ইতালীয় অভিনেতা।
- ১৯৬৪ - জ্যাক মা, চীনের শীর্ষ ধনী ব্যক্তি এবং আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা।
- ১৯৬৮ - গাই রিচি, একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক তিনি তার ক্রাইম চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
- ১৯৭৪ - রায়ান ফিলিপ, একজন মার্কিন অভিনেতা।
- ১৯৮৬ - ইয়ন মর্গ্যান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়।
- ১৯৮৯ - ম্যাট রিচি, একজন ইংরেজ–স্কটল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
- ১৯৯১ - স্যাম মরসি, একজন মিশরীয় পেশাদার ফুটবলার।
- ১৯৯৫ - জ্যাক গ্রিলিশ, একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
- ২০০১ - আর্মান্দো ব্রোয়া, একজন ইংরেজ-আলবেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
সম্পাদনা- ২১০ বিসি - ছিন শি হুয়াং,ছিলেন চীনের ছিন রাজ্যের রাজা। (জ. ২৬০ বিসি)
- ১৭৪৯ - এমিলি দ্যু শাতলে, ফরাসি গণিতবিদ এবং পদার্থবিদ (জ. ১৭০৬)
- ১৭৯৭ - মেরি ওলস্টোনক্রাফট, ইংরেজ নারীবাদী লেখিকা।
- ১৮০৬ - ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।
- ১৯১৫ - বাঘা যতীন, বাঙালি বিপ্লবী। (জ. ০৭/১২/১৮৭৯)
- ১৯২৩ - সুকুমার রায়, বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকদের একজন। (জ. ৩০/১০/১৮৮৭)
- ১৯৪৩ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম চারজন শহীদ-
- ১৯৪৩ -সত্যেন্দ্রচন্দ্র বর্ধন, বাঙালী বিপ্লবী ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ। (জ.১৮৮৮)
- ১৯৪৩ -ভাক্কম আব্দুল খাদের, দক্ষিণ ভারতীয় বিপ্লবী এবং আজাদ হিন্দ ফৌজের একজন সৈনিক। (জ.১৯১৭)
- ১৯৭৫ - জর্জ প্যাগেট থমসন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী। (জ. ১৮৯২)
- ১৯৭৯ - আগস্টিনহো নেটো, ছিলেন ১ম অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি। (জ. ১৯২২)
- ১৯৮৩ - ফেলিক্স ব্লখ, সুইজ পদার্থবিজ্ঞানী, তিনি বিজ্ঞানী এডওয়ার্ড মিল্স পারসেলের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। (জ. ১৯০৫)
- ১৯৮৩ - বি জে ভরস্টার, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। (জ. ১৯১৫)
- ১৯৮৮ - অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়,ভারতীয় বাঙালি লেখক ও প্রাবন্ধিক। (জ. ১৯১৬)
- ২০০৫ - হেরমান বন্ডি, অস্ট্রিয়ান গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী। (জ. ১৯১৯)
- ২০০৭ - জেন ওয়াইম্যান, ছিলেন একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী ও মানবহিতৈষী। (জ. ১৯১৭)
- ২০২০ - ডায়ানা রিগ, একজন ইংরেজ অভিনেত্রী ছিলেন। (জ. ১৯৩৮)
- ২০২৩ - ইয়ান উইলমুট, ইংরেজ ভ্রুণতত্ত্ব বিজ্ঞানী (জ. ১৯৪৪)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস৷
- দারিদ্রের বিরুদ্ধে সাদা ফিতা দিবস৷
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ১০ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।