লুইস ফ্লেচার
এস্টেল লুইস ফ্লেচার[১] (ইংরেজি: Estelle Louise Fletcher; ২২ জুলাই ১৯৩৪ - ২৩ সেপ্টেম্বর ২০২২) একজন মার্কিন অভিনেত্রী। তিনি নাট্যধর্মী ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট (১৯৭৫) ছবিতে নার্স রেচেড চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[২] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। অড্রি হেপবার্ন ও লাইজা মিনেলির পর তিনি তৃতীয় অভিনেত্রী যিনি নির্দিষ্ট একটি কাজের জন্য এই তিনটি পুরস্কার অর্জন করেছেন।
লুইস ফ্লেচার | |
---|---|
জন্ম | এস্টেল লুইস ফ্লেচার ২২ জুলাই ১৯৩৪ বার্মিংহাম, অ্যালাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | সেপ্টেম্বর ২৩, ২০২২ | (বয়স ৮৮)
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৫৭ - ২০১৭ |
পরিচিতির কারণ | ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট |
উচ্চতা | ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মি) |
দাম্পত্য সঙ্গী | জেরি বিক (বি. ১৯৬০; বিচ্ছেদ. ১৯৭৭) |
সন্তান | ২ |
১৯৫৮ সালে ইয়ান্সি ডেরিঙ্গার টেলিভিশন ধারাবাহিক দিয়ে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। তিনি ১৯৫৯ সালে ওয়াগন ট্রেন টিভি ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করেন এবং ১৯৬৩ সালে আ গ্যাদারিং অব ঈগলস্ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রায় এক দশক অভিনয় থেকে দূরে থাকার পর তিনি ১৯৭৪ সালে রবার্ট আল্টম্যানের থিভস্ লাইক আস ছবিতে অভিনয় করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল একসরসিস্ট টু: দ্য হেরেটিক (১৯৭৭), ব্রেইনস্ট্রর্ম (১৯৮৩), ফায়ারস্টার্টার (১৯৮৪), ফ্লাওয়ার ইন দি অ্যাটিক (১৯৮৭), টু ডেজ ইন দ্য ভ্যালি (১৯৯৬) ও ক্রুয়েল ইনটেনশন্স (১৯৯৯)।
তার কর্মজীবনের পরবর্তীকালে তিনি টেলিভিশনে কাজ করেন। তিনি স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন (১৯৯৩-১৯৯৯) ধারাবাহিকে উইন অ্যাডামি চরিত্রে অভিনয় করেন, এবং পিকেট ফেঞ্চেস (১৯৯৬) ও জোয়ান অব আর্কাডিয়া (২০০৪) ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করেন প্রাইমটাইম এমি পুরস্কারে মনোনীত হন। তিনি ২০১১-১২ সালে শোটাইম টেলিভিশনের শেমলেস ধারাবাহিকে ফ্র্যাঙ্ক গ্যালাগার ভূমিকায় এবং নেটফ্লিক্সের গার্লসবস (২০১৭) ধারাবাহিকে রোজি ভূমিকায় অভিনয় করেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাফ্লেচার ১৯৩৪ সালের ২২শে জুলাই অ্যালাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে জন্মগ্রহণ করেন।[৩] তার মাতা এস্টেল (জন্মনাম: কাডওয়েল)[৪] এবং পিতা রেভারেন্ড রবার্ট ক্যাপার্স ফ্লেচার এর্যাবের একজন এপিসকোপালিয়ান মিশনারি। তার পিতামাতা দুজনেই বধির ছিলেন এবং বধির ও যারা কানে কম শুনেন তাদের নিয়ে কাজ করতেন।[৫][৬] ফ্লেচারের পিতা অ্যালাবামায় বধিরদের জন্য চল্লিশের অধিক গির্জা প্রতিষ্ঠা করেন।[৭]
ফ্লেচার তার পিতামাতার চার সন্তানের মধ্যে দ্বিতীয়। ফ্লেচার ও তার ভাইবোন - রবার্টা, জন,[৮] ও জর্জিয়ানা[৭] কেউই কানে শুনতে সমস্যা নিয়ে জন্মাননি।[৯] ফলে তাদেরকে কথা বলতে শিখান তাদের একজন আত্মীয়।[৫]
কর্মজীবন
সম্পাদনা১৯৫৮ সালে ইয়ান্সি ডেরিঙ্গার টেলিভিশন ধারাবাহিক দিয়ে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর তিনি লম্যান (১৯৫৮) ও মাভেরিক (১৯৫৯) ধারাবাহিকে অভিনয় করেন। জেমস গার্নারের সাথে "দ্য সাগা অব ওয়াকো উইলিয়ামস" ছিল মাভেরিক ধারাবাহিকের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত পর্ব।[১০] তিনি ১৯৫৯ সালে ওয়াগন ট্রেন টিভি ধারাবাহিকে অতিথি চরিত্রে এবং মূল আনটাচেবলস ধারাবাহিকের দ্বিতীয় পর্বে রবার্ট স্ট্যাকের সাথে এবং মা বার্কার অ্যান্ড হার বয়েজ ধারাবাহিকে এলুইজি চরিত্রে অভিনয় করেন। ফ্লেচার ওয়েস্টার্ন ঘরানার কাজের তার সফলতার পিছনে তার উচ্চতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে বলেন:
"আমি ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মি; ১৭৮ সেমি) উচ্চতা বিশিষ্ট ছিলাম, এবং টেলিভিশন প্রযোজকেরা মনে করতেন এত লম্বা নারী কারও কাছে যৌন আকর্ষক হবে না। আমি শুধু ওয়েস্টার্ন ঘরানার কাজ পেতাম কারণ সেই অভিনেতারা আমার থেকেও লম্বা ছিল।"
— লুইস ফ্লেচার (নভেম্বর ১৯৭৫)[৫]
১৯৬০ সালে ফ্লেচার দুটি অতিথি চরিত্রে অভিনয় করেন, প্রথমটি হল পেরি মেসন ধারাবাহিকের "দ্য কেস অব দ্য মিথিক্যাল মাঙ্কিজ" পর্বে গ্ল্যাডিস ডয়েল চরিত্রে এবং "দ্য কেস অব দ্য লার্সেনস লেডি" পর্বে সুজান কনলি চরিত্রে। ১৯৬০ সালের তিনি টেট টিভি ধারাবাহিকের "দ্য বাউন্টি হান্টার" পর্বে রবার্তা ম্যাকনেল চরিত্রে অভিনয় করেন। ১৯৬৩ সালে আ গ্যাদারিং অব ঈগলস্ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।
প্রায় এক দশক অভিনয় থেকে দূরে থাকার পর তিনি ১৯৭৪ সালে তার স্বামী জেরি বিক ও রবার্ট অল্টম্যানের প্রযোজিত ও অল্টম্যানের পরিচালিত থিভস্ লাইক আস ছবিতে অভিনয় করেন। ইতোমধ্যে পরিচালক মিলশ ফরমান থিভস্ লাইক আস চলচ্চিত্রে তার অভিনয় দেখে তাকে ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট চলচ্চিত্রের নার্স রেচেড চরিত্রের জন্য নির্বাচন করেন।[৫] ফ্লেচার তার এই চরিত্রের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি অড্রি হেপবার্ন ও লাইজা মিনেলির পর তৃতীয় অভিনেত্রী হিসেবে একই কাজের জন্য এই তিনটি পুরস্কার অর্জন করেন। ফ্লেচার অস্কার গ্রহণকালে তার পিতামাতাকে ধন্যবাদ জানাতে ইশারা ভাষার ব্যবহার করেন।[১১]
ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট-এর পর ফ্লেচার চলচ্চিত্রে মিশ্র সফলতা অর্জন করেন। তিনি কয়েকটি ব্যবসাসফল ও সমাদৃত চলচ্চিত্রে অভিনয় করেন এবং বাকিগুলো বক্স অফিসে ব্যর্থ হয়। তিনি একসরসিস্ট টু: দ্য হেরেটিক (১৯৭৭), দ্য চিপ ডিটেকটিভ (১৯৭৮), দ্য লেডি ইন রেড (১৯৭৯), দ্য ম্যাজিশিয়ান অব লুবলিন (১৯৭৯), ব্রেইনস্ট্রর্ম (১৯৮৩), ফায়ারস্টার্টার (১৯৮৪), ইনভেডার্স ফ্রম মার্স (১৯৮৬), ফ্লাওয়ার ইন দি অ্যাটিক (১৯৮৭), টু মুন জাংকশন (১৯৮৮), বেস্ট অব দ্য বেস্ট (১৯৮৯), ব্লু স্টিল (১৯৯০), ভার্চুওসিটি (১৯৯৫), হাই স্কুল হাই (১৯৯৬), টু ডেজ ইন দ্য ভ্যালি (১৯৯৬) ও ক্রুয়েল ইনটেনশন্স (১৯৯৯) চলচ্চিত্রে অভিনয় করেন।
ফ্লেচার টিভি চলচ্চিত্র দ্য ক্যারেন কার্পেন্টার স্টোরি (১৯৮৯)-এ ক্যারেন ও রিচার্ড কার্পেন্টারের মা অ্যাগনেস চরিত্রে অভিনয় করেন। এছারা তিনি নাইটমেয়ার অন দ্য থার্টিন্থ ফ্লোর (১৯৯০), দ্য হন্টিং অব সিক্লিফ ইন (১৯৯৪) ও দ্য স্টেপফোর্ড হাসবেন্ডস (১৯৯৬)-এ অভিনয় করেন। তিনি স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন (১৯৯৩-১৯৯৯) ধারাবাহিকে ধর্মীয় প্রধান কাই উইন অ্যাডামি চরিত্রে অভিনয় করেন।[১২] তিনি পিকেট ফেঞ্চেস (১৯৯৬) ধারাবাহিকের "বাই বাই, বে বে" পর্ব এবং জোয়ান অব আর্কাডিয়া (২০০৪) ধারাবাহিকে "ডু দ্য ম্যাথ" পর্বে অতিথি চরিত্রে অভিনয় করেন প্রাইমটাইম এমি পুরস্কারে মনোনীত হন।[১৩] ২০০৯ সালে তিনি হিরোজ ধারাহিকে এমা কুলিজ চরিত্রের চিকিৎসক মা চরিত্রে অভিনয় করেন। তিনি ২০১১-১২ সালে শোটাইম টেলিভিশনের শেমলেস ধারাবাহিকের চারটি পর্বে ফ্র্যাঙ্ক গ্যালাগারের মা গ্র্যামি গ্যালাগারের ভূমিকায় অভিনয় করেন, যিনি মেথ ল্যাব বিস্ফোরণের ফলে মানুষ হত্যার দায়ে জেল খাটছেন। তিনি নেটফ্লিক্সের গার্লসবস (২০১৭) ধারাবাহিকে রোজি ভূমিকায় অভিনয় করেন।
ব্যক্তিগত জীবন ও মৃত্যু
সম্পাদনাফ্লেচার ১৯৬০ সালে সাহিত্যিক প্রতিনিধি ও প্রযোজক জেরি বিককে বিয়ে করেন। ১৯৭৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।[১১] এই দম্পতির দুই সন্তান ছিল, তারা হলেন জন ড্যাশিয়েল বিক ও অ্যান্ড্রু উইলসন বিক।[১৪] ফ্লেচার তাদেরকে লালনপালন করার জন্য অভিনয় থেকে ১১ বছরের বিরতি নেন।[১১]
ফ্লেচার ১৯৮২ সালে গালোদেত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি অর্জন করেন।[১৫]
ফ্লেচার ২০২২ সালের ২৩শে সেপ্টেম্বর ৮৮ বছর বয়সে ফ্রান্সের মোঁদ্যুরোসে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।[১৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Louise Fletcher"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৮।
- ↑ ওয়াকার, টিম (২২ জানুয়ারি ২০১৬)। "Whatever happened to Nurse Ratched?"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৮।
- ↑ "Louise Fletcher"। দি এনসাইক্লোপিডিয়া অব অ্যালাবামা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Estelle Caldwell Fletcher; Pioneer in Ministry to Deaf"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ১৯৯২। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ক খ গ ঘ হার্মেটজ, অলজিন (নভেম্বর ১৯৭৫)। "The Nurse Who Rules the Cuckoo's Nest"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Louise Fletcher"। ইয়াহু মুভিজ। মে ২২, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ক খ "Rev. John Fletcher, 87; Ministered to the Deaf"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ১৬ মার্চ ১৯৮৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Caldwell Fletcher Obituary (2004) The Washington Post"। লেগ্যাসি.কম। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ রবার্টসন, ন্যান (এপ্রিল ১৯৭৬)। "The Fletchers: Family That Heard The Silent Thanks"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "This date in MAVERICK TV History: "The Saga of Waco Williams", the most-watched episode of the entire Maverick series, airs on Feb. 15, 1959"। টেলিভিশন কনফিডেনশিয়াল। ২৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ক খ গ ওয়েইনরাব, বার্নার্ড (২৭ মার্চ ১৯৯৫)। "Oscar's Glory is Fleeting. Ask One Who Knows."। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Winn-ing With DS9's Louise Fletcher"। স্টারট্রেক.কম। সিবিএস স্টুডিওজ ইঙ্ক., প্যারামাউন্ট পিকচার্স কর্পোরেশন ও সিবিএস ইন্টারেকটিভ ইঙ্ক.। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Louise Fletcher"। এমিস.কম। টেলিভিশন অ্যাকাডেমি। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Jerry Bick: Literary agent, producer"। পত্রিকা। ২২ নভেম্বর ২০০৪। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Honorary Degree Recipients" (পিডিএফ)। গালোদেত বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ইভান্স, গ্রেগ। "Louise Fletcher Dies: Oscar-Winning 'One Flew Over The Cuckoo's Nest' Actor Was 88"। ডেডলাইন হলিউড। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে লুইস ফ্লেচার
- ইন্টারনেট মুভি ডেটাবেজে লুইস ফ্লেচার (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে লুইস ফ্লেচার (ইংরেজি)
- রটেন টম্যাটোসে লুইস ফ্লেচার (ইংরেজি)