৬ সেপ্টেম্বর
তারিখ
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০২৫ |
৬ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৯তম (অধিবর্ষে ২৫০তম) দিন। বছর শেষ হতে আরো ১১৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৬৫৭ - মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
- ১৭১৬ - বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
- ১৭৭৮ - হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন।
- ১৮৭৯ - লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।
- ১৮৮০ - ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।
- ১৯০৫ - আটলান্টা জীবন বীমা কম্পানি প্রতিষ্ঠিত হয়।
- ১৯০৮ - কলকাতায় সর্বপ্রথম কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়।
- ১৯৬৫ - প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।
- ১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- ১৯৯৮ - বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।
জন্ম
সম্পাদনা- ১৭৬৬ - জন ডাল্টন, একজন ইংরেজ রসায়নবিদ, স্কুলশিক্ষক, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ। (মৃ. ১৮৪৪)
- ১৮০৮ - আব্দুল কাদের আল-জাজায়িরি, আলজেরিয়ার জিহাদ-লড়াই করার একজন মুজাহিদ। (মৃ. ১৮৮৩)
- ১৮৬০ - জেন অ্যাডামস, একজন সমাজ সংগঠক, অধ্যাপক, বুদ্ধিজীবী ও লেখক। (মৃ. ১৯৩৫)
- ১৮৭৬ - জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ। (মৃ. ১৯৩৫)
- ১৮৮৯ - শরৎচন্দ্র বসু , বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।(মৃ. ২০/০২/১৯৫০)
- ১৮৯২ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, একজন ইংরেজ পদার্থবিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৬৫)
- ১৯০৬ - লুইস ফেদেরিকো লেলইর, আর্জেন্টিনীয় চিকিৎসক ও জৈবরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৭)
- ১৯১৩ - লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার। (মৃ. ২০০৪)
- ১৯১৭ - বাসন্তী দুলাল নাগচৌধুরী, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ। (মৃ. ২৫/০৬/২০০৬)
- ১৯১৭ - জর্জ মান, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ২০০১)
- ১৯১৮ - জগন্ময় মিত্র,ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী। (মৃ.০৪/০৯/২০০৩)
- ১৯২০ - শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি,কথা-সাহিত্যিক ও নাট্যকার৷ (মৃ. ২৬/০৫/১৯৯৯)
- ১৯৩৭ - শঙ্কর রায়চৌধুরী, ভারতীয় সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা (১৯৯৪-৯৭)।
- ১৯৩৯ - সুসুমু তোনেগাওয়া, একজন জাপানি বংশাণুবিজ্ঞানী, আণবিক জীববিজ্ঞানী, অনাক্রম্যবিজ্ঞানী ও স্নায়ুবিজ্ঞানী।
- ১৯৪২ - রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৪৩ - রিচার্ড জে. রবার্টস, একজন ব্রিটিশ প্রাণরসায়নবিদ এবং আণবিক জীববিজ্ঞানী।
- ১৯৪৩ - রজার ওয়াটার্স, একজন ব্রিটিশ সঙ্গীতঙ্গ, গায়ক, গীতিকার এবং বহু-বাদ্যযন্ত্রী।
- ১৯৪৯ - রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।
- ১৯৫৭ - আলি দিভান্দারি, একজন ইরানি কার্টুনিস্ট, চিত্রশিল্পী, গ্রাফিক ডিজাইনার, ভাস্কর্যশিল্পী, এবং ফটোগ্রাফার।
- ১৯৬৪ - রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।
- ১৯৬৮ - সাঈদ আনোয়ার, পাকিস্তানি ক্রিকেটার।
- ১৯৭২ - ইদ্রিস এলবা, ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে।
- ১৯৭৪ - টিম হেনম্যান, একজন অবসরপ্রাপ্ত পেশাদার ব্রিটিশ টেনিস খেলোয়াড়।
- ১৯৭৬ - নাওমি হ্যারিস, ইংরেজ অভিনেত্রী।
- ১৯৭৮ - হোমারে সাওয়া, জাপানের শীর্ষস্থানীয় ও অত্যন্ত জনপ্রিয় প্রমিলা ফুটবল খেলোয়াড়।
- ১৯৮৩ - ব্রোন স্ট্রোম্যান, আমেরিকান কুস্তিগীর ও শক্তিশালী ব্যক্তি।
- ১৯৯৫ - মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।
- ২০০১ - ফ্রেয়া অ্যালান, ইংরেজ অভিনেত্রী।
- ২০০২ - অ্যাশার এঞ্জেল, আমেরিকান অভিনেতা।
মৃত্যু
সম্পাদনা- ১৫৬৬ - সুলতান সুলাইমান, ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দশম ও সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত প্রভাবশালী সুলতান। (জ. ১৪৯৪)
- ১৮৮৫ - নার্সিস মন্টারিওল ই এস্টারিওল, একজন স্প্যানিশ বুদ্ধিজীবী, শিল্পী এবং প্রকৌশলী। (জ. ১৮১৯)
- ১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক। (জ. ১৯৩৯)
- ১৯৫৯ - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা। (জ. ১৮৭৭)
- ১৯৫৯ - কে কেন্ডল; একজন ইংরেজ অভিনেত্রী ও কৌতুকাভিনেত্রী। (জ. ১৯২৭)
- ১৯৬৬ - মার্গারেট স্যাঙ্গার, একজন মার্কিন জন্ম নিরোধক কর্মী, যৌন শিক্ষক, লেখিকা এবং সেবিকা। (জ. ১৮৭৯)
- ১৯৬৬ - হেনড্রিক ভরবের্ড, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং সাংবাদিক ছিলেন। (জ. ১৯০১)
- ১৯৬৯ - আর্তুর ফ্রিডেনরাইখ, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। (জ. ১৮৯২)
- ১৯৭২ - উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসাবে পরিচিত সঙ্গীতজ্ঞ। (জ. ০৮/১০/১৯৬২)
- ১৯৭৮ - আডল্ফ ডাসলার, জার্মানির বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জাম কোম্পানি আডিডাস-এর প্রতিষ্ঠাতা ছিলেন। (জ. ১৯০০)
- ১৯৮২ - অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় খ্যাতনামা গণিতের অধ্যাপক। নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক। (জ.১৮৯২)
- ১৯৮৯ - মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশী চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা। (জ. ১৯১১)
- ১৯৯০ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯১৬)
- ১৯৯৬ - সালমান শাহ, বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (জ. ১৯৭১)
- ১৯৯৭ - পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক। (জ. ১৯১৮)
- ১৯৯৮ - আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯১০)
- ২০১১ - মাইকেল এস হার্ট, ছিলেন আমেরিকান লেখক, গুটেনবার্গ প্রকল্পের প্রতিষ্ঠাতা। (জ. ১৯৪৭)
- ২০১৭ - কেইট মিলেট, মার্কিন নারীবাদী লেখক ও সমাজকর্মী। (জ. ১৯৩৪)
- ২০১৭ - লতফি জাদেহ, ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। (জ. ২০১৭)
- ২০১৮ - বার্ট রেনল্ডস, আমেরিকান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। (জ. ১৯৩৬)
- ২০১৯ - রবার্ট মুগাবে, জিম্বাবুয়ের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন ছিলেন। (জ. ১৯২৪)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- ডায়াবেটিস সেবা দিবস ৷
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ৬ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |