২০১৪ ফিফা বিশ্বকাপ

আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২০তম আসর
(2014 FIFA World Cup থেকে পুনর্নির্দেশিত)

২০১৪ ফিফা বিশ্বকাপ ছিল ফিফা বিশ্বকাপের ২০তম আসর। এটি একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যা দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলে ২০১৪ সালের ১৩ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়। []

২০১৪ ফিফা বিশ্বকাপ
কোপা দু মুন্দো দা ফিফা
ব্রাজিল ২০১৪[nb ১]
২০১৪ ফিফা বিশ্বকাপ আনুষ্ঠানিক লোগো:
Juntos num só ritmo
(এক ছন্দে সবই)
বিবরণ
স্বাগতিক দেশব্রাজিল
তারিখ১৩ জুন - ১৩ জুলাই ২০১৪ (৩২ দিন)
দল৩২ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠ১২ (১২টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন জার্মানি (৪র্থ শিরোপা)
রানার-আপ আর্জেন্টিনা
তৃতীয় স্থান নেদারল্যান্ডস
চতুর্থ স্থান ব্রাজিল
পরিসংখ্যান
ম্যাচ৬৪
গোল সংখ্যা১৭১ (ম্যাচ প্রতি ২.৬৭টি)
দর্শক সংখ্যা৩৩,৫৫,১৩৫ (ম্যাচ প্রতি ৫২,৪২৪ জন)
শীর্ষ গোলদাতাকলম্বিয়া হামেস রদ্রিগেস
(৬ গোল)
সেরা খেলোয়াড়আর্জেন্টিনা লিওনেল মেসি
সেরা যুব খেলোয়াড়ফ্রান্স পল পগবা
সেরা গোলরক্ষকজার্মানি ম্যানুএল নয়ার

১৯৫০ সালের বিশ্বকাপের পর এটি হচ্ছে ব্রাজিলের আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপ। সেই সাথে মেক্সিকো, ইতালি, ফ্রান্স এবং জার্মানির পর ব্রাজিল হচ্ছে পঞ্চম দেশ যারা প্রত্যেকে দুইবার করে বিশ্বকাপ আয়োজন করেছে। এছাড়াও ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের পর এটি আমেরিকা মহাদেশে আয়োজিত প্রথম বিশ্বকাপ। সেই সাথে ১৯৭৮ সালে আর্জেন্টিনায় আয়োজিত বিশ্বকাপের পর দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম বিশ্বকাপ। এই বিশ্বকাপেই ব্রাজিল প্রতি আট বছর পর পর ইউরোপে বিশ্বকাপ আয়োজনের প্রচলিত ঐতিহ্য ভঙ্গ করেছে।

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া সবকয়টি দলই এবারের বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকায় ৪ বার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে যার সবকয়টিই জিতেছে দক্ষিণ আমেরিকান কোন দল।

১৯৮৬,১৯৯০ এর ন্যায় ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও ওঠে জার্মানি এবং আর্জেন্টিনা।নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১১৩ মিনিটে জার্মানির মারিও গোটজার গোলে ১-০ তে জেতে জার্মানি।এটিই ছিল পূর্ব ও পশ্চিম জার্মানির একীভূতকরণ হওয়ার পর জার্মানির প্রথম বিশ্বকাপ জয় এবং একইসাথে এটিই প্রথমবারের মতো কোন ইউরোপের দেশের দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ জয়!

মনোনয়ন প্রক্রিয়া

সম্পাদনা
 
স্বাগতিক দেশের জন্যে ব্রাজিলের নাম ঘোষণা করছেন সেপ ব্লাটার

ফিফা পর্যায়ক্রমিকভাবে মহাদেশভিত্তিক ২০১৪ সালের স্বাগতিক দেশের জন্যে দক্ষিণ আমেরিকাকে পূর্ব নির্ধারিত করেছিল। ফিফা পূর্বেই পর্যায়ক্রমিকভিত্তিতে স্বাগতিক দেশ নির্ধারণের জন্যে পদক্ষেপ গ্রহণ করে।[] কিন্তু ২০১৪ সালের পর এ সিদ্ধান্ত বলবৎ হবে না বলে ঘোষণা করে।

কলম্বিয়া ২০১৪ সালের জন্যে স্বাগতিক দেশ হবার আগ্রহ প্রকাশ করেছিল[] কিন্তু প্রার্থীতা প্রত্যাহার করে।[] কোরিয়া-জাপানের সফলভাবে বিশ্বকাপ সমাপণের পর চিলি এবং আর্জেন্টিনাও যৌথভাবে স্বাগতিক দেশ হবার জন্যে কিছুটা আগ্রহ প্রকাশ করেছিল; কিন্তু যৌথ ডাক প্রক্রিয়া অগ্রহণযোগ্য হওয়ায় তা বাতিল হয়ে যায়। ব্রাজিলও স্বাগতিক দেশ হবার জন্যে আগ্রহ প্রকাশ করে। দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল ব্রাজিলকে স্বাগতিক হবার জন্যে সমর্থন ব্যক্ত করে।[] ফলে ব্রাজিল একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে কনমেবলের মাধ্যমে ডিসেম্বর, ২০০৬ সালে ডাক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সমাপণের জন্যে প্রস্তাবনা পাঠায়। ঐ সময়ে কলম্বিয়া, চিলি এবং আর্জেন্টিনা প্রার্থীতা প্রত্যাহার করে ফেলে। ভেনেজুয়েলা ডাকে অংশগ্রহণ করেনি।

এরফলে ব্রাজিল প্রথমবারের মতো প্রতিপক্ষবিহীন অবস্থায় ডাক প্রক্রিয়ায় জয়লাভ করে। ৩০ অক্টোবর, ২০০৭ সালে ফিফা নির্বাহী পরিষদ স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করে।[]

অংশগ্রহণকারী দলসমূহ এবং কর্মকর্তাবৃন্দ

সম্পাদনা

২০১১ সালের ৩০ জুলাই রিও দি জেনিরোর মারিনা দা গ্লোরিয়ায় ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়।[][] আয়োজক দেশ হিসেবে, ব্রাজিল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়।

২০৮টি ফিফা জাতীয় দলের মধ্যে ২০৩টি দল বাছাইপর্বে অংশগ্রহণ করে, যা শুরু হয় ২০১১ সালের ১৫ জুন থেকে এবং শেষ হয় ২০১৩ সালের ২০ নভেম্বর। ২০১০ বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের মধ্যে ২৪টি দেশ ২০১৪ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়। এবারই প্রথমবারের মত বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায় বসনিয়া ও হার্জেগোভিনা[] এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে ব্যর্থ দেশগুলোর মধ্যে র‍্যাংকিং এ সবচেয়ে উপরে অবস্থানকারী দেশ ইউক্রেন (১৮)।[১০] ওএফসি অঞ্চল থেকে কোন দল ২০১৪ বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পায়নি।

চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দল

নিচের ৩২টি দল বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। নিচে দলগুলোকে প্রতিযোগিতা পূর্ব র‍্যাংকিংসহ দেখানো হয়েছে।[১১]

চূড়ান্ত ড্র

সম্পাদনা

২০১৪ বিশ্বকাপের চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৬ ডিসেম্বর বাইয়ার মাতা দি সাঁও জোয়াঁও এর কোস্তা দো সাউইপে রিসর্টে।[১২] স্থানীয় সময় ১৩:০০ (ইউসিটি−৩)।[১৩] চূড়ান্ত ড্রয়ের প্রস্তুতি হিসেবে, বাছাইপর্বে উত্তীর্ণ ৩২টি দলকে চারটি পাত্রে ভাগ করা হয়। প্রত্যেক পাত্রে রয়েছে আটটি করে দল। র‍্যাংকিং এর শীর্ষ সাতটি দলকে আয়োজক ব্রাজিলের সাথে একই পাত্রে রাখা হয়েছে।[১৪][১৫]

পূর্বেকার প্রতিযোগিতার মত ফিফা এমনভাবে গ্রুপ তৈরি করে যেন উয়েফা ব্যতীত একই কনফেডারেশনের দুইটি দল একই গ্রুপে না পড়ে। একটি গ্রুপে সর্বোচ্চ দুইটি উয়েফার দল থাকতে পারে।[১৬] পাত্রগুলোতে বিভিন্ন অঞ্চলের দলগুলোর সংখ্যা অসম হওয়ার কারণে, দলগুলো আটটি গ্রুপে ভাগ করতে ড্রয়ের জন্য অতিরিক্ত কিছু পদ্ধতি প্রয়োগ করা হয়।[১৫]

স্কোয়াডসমূহ

সম্পাদনা

২০১০ বিশ্বকাপের মত ২০১৪ বিশ্বকাপেরও প্রতিটি স্কোয়াড ২৩ সদস্য বিশিষ্ট (তিনজন গোলরক্ষক আবশ্যক)। অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশকে প্রতিযোগিতা শুরুর কমপক্ষে ১০ দিন পূর্বে স্কোয়াড ঘোষণা করে। ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের প্রতিস্থাপনে বৈধতা রয়েছে, তবে তা তাদের প্রথম খেলা শুরুর ২৪ ঘণ্টা পূর্বে করতে হবে।[১৭]

কর্মকর্তাবৃন্দ

সম্পাদনা

২০১৩ সালের মার্চে, ৫২ জন সম্ভাব্য রেফারির তালিকা প্রকাশ করে এবং তাদের প্রত্যেকের সাথে ২ জন করে সহকারী রেফারিকে তালিকায় রাখা হয়।[১৮] ২০১৪ সালের ১৪ জানুয়ারী, ফিফার রেফারি কমিটি ২৫ জন রেফারি এবং তাদের সাথে ২ জন করে সহকারী রেফারিকে নির্বাচিত করে।[১৯][২০]

মাঠসমূহ

সম্পাদনা

আঠারোটি শহরকে বিশ্বকাপের সম্ভাব্য আয়োজক শহর হিসেবে উপস্থাপন করা হয়: বেলেম, বেলো অরিজন্ঠ, ব্রাসিলিয়া, কাম্পো গ্রান্দে, কুইয়াবা, কুরিতিবা, ফ্লোরিয়ানোপোলিস, ফর্তালিজা, গোইয়ানিয়া, মাসেইও, মানাউশ, নাতাল, পোর্তো আলেগ্রে, রেসিফি, রিও ব্রাঙ্কো, রিউ দি জানেইরু, সালভাদোর এবং সাও পাওলো[২১]

ফিফা প্রস্তাব দেয় যে একাধিক শহরে দুইটি স্টেডিয়াম ব্যবহার করা যাবে না এবং আয়োজক শহরের সংখ্যা হতে হবে আট থেকে দশটি। অবশ্য, ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশনের তত্‍কালীন প্রধান রিকার্দো তেইশেইরা পুরো দেশের স্বার্থের জন্য বারোটি স্টেডিয়াম ব্যবহারের প্রস্তাব দেয়। যা ২০০৮ সালের ডিসেম্বর ফিফা কর্তৃক গৃহীত হয়।[২২]

২০০৯ সালের ৩১ মে, বারোটি আয়োজক শহরের নাম ঘোষণা করা হয়। বেলেম, কাম্পো গ্রান্দে, ফ্লোরিয়ানাপোলিস, গোইয়ানিয়া এবং রিও ব্রাঙ্কোকে বাতিল করা হয়।[২৩] ২০০৯ সালের জানুয়ারিতে, মাসেইও তাদের প্রর্থীতা বাতিল করে। নির্বাচিত বারোটি শহর ব্রাজিলের বারোটি প্রদেশের রাজধানী, যা ব্রাজিলের সমস্ত প্রধান অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করে।[২৪] এর ফলে প্রতিযোগিতা চলাকালে দলগুলোর দীর্ঘ ভ্রমণের প্রয়োজনীয়তা দেখা দেবে।[২৫]

প্রায় ৩.৪৭ বিলিয়ন মার্কিন ডলার স্টেডিয়াম প্রকল্পগুলোর পেছনে ব্যয় করা হয়েছে।[২৬] আয়োজক শহরগুলোর মধ্যে পাঁচটি শহরে বিশ্বকাপের জন্য বিশেষভাবে নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়। রাজধানী ব্রাসিলিয়ার এস্তাদিও ন্যাশিওন্যাল মানে গারিঞ্চা ভেঙ্গে ফেলে নতুন করে তৈরি করা হয় এবং অপর ছয়টি স্টেডিয়ামের ব্যাপকভাবে উন্নয়ন করা হয়।[২৭] রিউ দি জানেইরুতে অবস্থিত এস্তাদিও দো মারাকানা বারোটি স্টেডিয়ামের মধ্যে সবচেয়ে বড়। যা একটি বিশ্বকাপ ফাইনালের জন্য সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড বহন করে (১৯৯,৮৫৪)। এই স্টেডিয়ামেই প্রতিযোগিতার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। সিবিএফ এর মূল উদ্দেশ্য ছিল উদ্বোধনী খেলাটি সাঁউ পাউলুর এস্তাদিও দো মরুম্বিতে আয়োজন করার, কিন্তু ২০১০ সালে তাদের পরিকল্পনা ভেস্তে যায়, যখন প্রয়োজনীয় উন্নয়নের জন্য তারা আর্থিক নিশ্চয়তা প্রদানে ব্যর্থ হয়। উদ্বোধনী খেলার জন্য বেছে নেওয়া হয় অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামটিকে।[২৮]

প্রথম নতুন স্টেডিয়াম ফর্তালিজার ক্যাস্তেলাও, ২০১৩ সালের জানুয়ারি থেকে ব্যবহার শুরু হয়।[২৯] ছয়টি স্টেডিয়ামকে ২০১৩ কোপা লিবের্তাদোরেসের সময় ব্যবহার করা হয়।[৩০] অপর ছয়টি স্টেডিয়ামের কাজ ফিফার বেঁধে দেওয়া সময়সীমা ৩১ ডিসেম্বর ২০১৩ এর মধ্যে সম্পন্ন হবে না।[৩১] নতুন স্টেডিয়াম অ্যারেনা করিন্থিয়ান্সের নির্মাণ কাজের সময় ক্রেন ধ্বসে পড়ার কারণে এর নির্মাণ কাজে বিঘ্ন ঘটে এবং দুইজন নির্মাণ কর্মী নিহত হয়।[৩২]

রিউ দি জানেইরু ব্রাসিলিয়া সাও পাওলো ফর্তালিজা
এস্তাদিও দো মারাকানা এস্তাদিও ন্যাশিওন্যাল মানে গারিঞ্চা[৩৩] অ্যারেনা করিন্থিয়ান্স এস্তাদিও ক্যাস্তেলাও

২২°৫৪′৪৩.৮″ দক্ষিণ ৪৩°১৩′৪৮.৫৯″ পশ্চিম / ২২.৯১২১৬৭° দক্ষিণ ৪৩.২৩০১৬৩৯° পশ্চিম / -22.912167; -43.2301639 (Estádio do Maracanã)

১৫°৪৭′০.৬″ দক্ষিণ ৪৭°৫৩′৫৬.৯৯″ পশ্চিম / ১৫.৭৮৩৫০০° দক্ষিণ ৪৭.৮৯৯১৬৩৯° পশ্চিম / -15.783500; -47.8991639 (Estádio Nacional Mané Garrincha)

২৩°৩২′৪৩.৯১″ দক্ষিণ ৪৬°২৮′২৪.১৪″ পশ্চিম / ২৩.৫৪৫৫৩০৬° দক্ষিণ ৪৬.৪৭৩৩৭২২° পশ্চিম / -23.5455306; -46.4733722 (Arena Corinthians)

৩°৪৮′২৬.১৬″ দক্ষিণ ৩৮°৩১′২০.৯৩″ পশ্চিম / ৩.৮০৭২৬৬৭° দক্ষিণ ৩৮.৫২২৪৮০৬° পশ্চিম / -3.8072667; -38.5224806 (Estádio Castelão)

ধারণক্ষমতা: ৭৬,৯৩৫[৩৪]

(উন্নয়নকৃত)

ধারণক্ষমতা: ৭০,০৪২[৩৫]

(নতুন স্টেডিয়াম)

ধারণক্ষমতা: ৬৮,০০০
(নতুন স্টেডিয়াম)
ধারণক্ষমতা: ৬৪,৮৪৬[৩৬]

(উন্নয়নকৃত)

       
বেলো অরিজন্ঠ পোর্তো আলেগ্রে
এস্তাদিও মিনেইরাও এস্তাদিও বেইরা-রিও

১৯°৫১′৫৭″ দক্ষিণ ৪৩°৫৮′১৫″ পশ্চিম / ১৯.৮৬৫৮৩° দক্ষিণ ৪৩.৯৭০৮৩° পশ্চিম / -19.86583; -43.97083 (Estádio Mineirão)

৩০°৩′৫৬.২১″ দক্ষিণ ৫১°১৪′৯.৯১″ পশ্চিম / ৩০.০৬৫৬১৩৯° দক্ষিণ ৫১.২৩৬০৮৬১° পশ্চিম / -30.0656139; -51.2360861 (Estádio Beira-Rio)

ধারণক্ষমতা: ৬২,৫৪৭

(উন্নয়নকৃত)

ধারণক্ষমতা: ৫১,৩০০[৩৭]
(renovated)[৩৮]
 
সালভাদোর রেসিফি
অ্যারেনা ফোন্তে নোভা অ্যারেনা পেরনামবুকো

১২°৫৮′৪৩″ দক্ষিণ ৩৮°৩০′১৫″ পশ্চিম / ১২.৯৭৮৬১° দক্ষিণ ৩৮.৫০৪১৭° পশ্চিম / -12.97861; -38.50417 (Arena Fonte Nova)

৮°২′২৪″ দক্ষিণ ৩৫°০′২৯″ পশ্চিম / ৮.০৪০০০° দক্ষিণ ৩৫.০০৮০৬° পশ্চিম / -8.04000; -35.00806 (Arena Pernambuco)

ধারণক্ষমতা: ৫৬,০০০[৩৯]

(নতুন স্টেডিয়াম)

ধারণক্ষমতা: ৪৬,১৫৪

(নতুন স্টেডিয়াম)

   
কুইয়াবা মানাউশ নাতাল কুরিতিবা
অ্যারেনা পান্তানাল অ্যারেনা দা আমাজনিয়া অ্যারেনা দাস দুনাস অ্যারেনা দা ব্যাইশাদ

১৫°৩৬′১১″ দক্ষিণ ৫৬°৭′১৪″ পশ্চিম / ১৫.৬০৩০৬° দক্ষিণ ৫৬.১২০৫৬° পশ্চিম / -15.60306; -56.12056 (Arena Pantanal)

৩°৪′৫৯″ দক্ষিণ ৬০°১′৪১″ পশ্চিম / ৩.০৮৩০৬° দক্ষিণ ৬০.০২৮০৬° পশ্চিম / -3.08306; -60.02806 (Arena Amazônia)

৫°৪৯′৪৪.১৮″ দক্ষিণ ৩৫°১২′৪৯.৯১″ পশ্চিম / ৫.৮২৮৯৩৮৯° দক্ষিণ ৩৫.২১৩৮৬৩৯° পশ্চিম / -5.8289389; -35.2138639 (Arena das Dunas)

২৫°২৬′৫৪″ দক্ষিণ ৪৯°১৬′৩৭″ পশ্চিম / ২৫.৪৪৮৩৩° দক্ষিণ ৪৯.২৭৬৯৪° পশ্চিম / -25.44833; -49.27694 (Arena da Baixada)

ধারণক্ষমতা: ৪২,৯৬৮
(নতুন স্টেডিয়াম)
ধারণক্ষমতা: ৪২,৩৭৪
(নতুন স্টেডিয়াম)
ধারণক্ষমতা: ৪২,০৮৬
(নতুন স্টেডিয়াম)
ধারণক্ষমতা: ৪৩,৯৮১[৪০]
(উন্নয়নকৃত)
       

ফিফা অনুরাগীদের উল্লাস

সম্পাদনা

বেস ক্যাম্প

সম্পাদনা

২০১৪ সালের ৩১ জানুয়ারী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য বেস ক্যাম্প ঘোষণা করে ফিফা।[৪১]

দল শহর প্রদেশ   দল শহর প্রদেশ
  আলজেরিয়া সরোকাবা সাঁউ পাউলু   গ্রিস আরাকাজু সেরজিপে
  আর্জেন্টিনা ভেসপাসিয়ানো মিনাস জেরাইস   হন্ডুরাস পোর্তো ফেলিজ সাঁউ পাউলু
  অস্ট্রেলিয়া ভিতরিয়া এস্পিরিতো সান্তো   ইরান গুয়ারুলুস সাঁউ পাউলু
  বেলজিয়াম মজি দাস ক্রুজেস সাঁউ পাউলু   ইতালি মাঙ্গারাতিবা রিউ দি জানেইরু
  বসনিয়া ও হার্জেগোভিনা গুয়ারুজা সাঁউ পাউলু   কোত দিভোয়ার আগুয়াস দে লিন্দইয়া সাঁউ পাউলু
  ব্রাজিল তেরেজোপোলিস রিউ দি জানেইরু   জাপান ইতু সাঁউ পাউলু
  ক্যামেরুন ভিতরিয়া এস্পিরিতো সান্তো   মেক্সিকো সান্তোস সাঁউ পাউলু
  চিলি বেলো অরিজন্ঠ মিনাস জেরাইস   নেদারল্যান্ডস রিউ দি জানেইরু রিউ দি জানেইরু
  কলম্বিয়া কোতিয়া সাঁউ পাউলু   নাইজেরিয়া কাম্পিনাস সাঁউ পাউলু
  কোস্টা রিকা সান্তোস সাঁউ পাউলু   পর্তুগাল কাম্পিনাস সাঁউ পাউলু
  ক্রোয়েশিয়া মাতা দে সাঁও জোয়াঁও বাইয়া   রাশিয়া ইতু সাঁউ পাউলু
  ইকুয়েডর ভিয়ামাও রিও গ্রান্দে দু সুল   দক্ষিণ কোরিয়া ফজ দো ইগুয়াসু পারানা
  ইংল্যান্ড রিউ দি জানেইরু রিউ দি জানেইরু   স্পেন কুরিতিবা পারানা
  ফ্রান্স রিবেইরাও প্রেতো সাঁউ পাউলু    সুইজারল্যান্ড পোর্তো সেগুরো বাইয়া
  জার্মানি সান্তা ক্রুজ কাব্রালিয়া বাইয়া   মার্কিন যুক্তরাষ্ট্র সাও পাওলো সাঁউ পাউলু
  ঘানা মাসেইও আলাগোয়াস   উরুগুয়ে সেতে লাগোয়াস মিনাস জেরাইস

উদ্ভাবন

সম্পাদনা

ফরম্যাট

সম্পাদনা

 
২০১৪ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশসমূহ

গ্রুপের বিজয়ী এবং রানার-আপ দল ১৬ দলের পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।[১৭]

পুরস্কারের অর্থ

সম্পাদনা

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল অন্তত ৮ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারসরূপ পাবে। চ্যাম্পিয়ন ও রানার-আপ দল পাবে যথাক্রমে ৩৫ মিলিয়ন ও ২৫ মিলিয়ন মার্কিন ডলার। ১৬ দলের পর্বে হেরে যাওয়া দলগুলো পাবে ৯ মিলিয়ন মার্কিন ডলার এবং কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলো পাবে ১৪ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপ আসরের জন্য ক্লাব থেকে বিদায় নেওয়ার সময় খেলোয়াড়রা যেসব ক্লাবে খেলে থাকেন সেসব ক্লাবকে খেলোয়াড়দের বীমা এবং অন্যান্য খরচ বাবদ দেওয়া হবে ৭০ মিলিয়ন মার্কিন ডলার। সর্বমোট, ৫৭৬ মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অর্থ খরচ করবে ফিফা, যা একটি নতুন রেকর্ড। এর আগে ২০১০ বিশ্বকাপে ফিফা খরচ করেছিল ৪২০ মিলিয়ন মার্কিন ডলার।[৪২]

গ্রুপ পর্ব

সম্পাদনা

২০১১ সালের ২০ অক্টোবর, জুরিখে ফিফার সদর দপ্তরে ২০১৪ বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হয়।[৪৩] খেলা শুরু হওয়ার সময়গুলো ঘোষণা করা হয় ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর।[৪৪]

নিচের তালিকাভুক্ত খেলাগুলো ব্রাজিলের দাপ্তরিক সময় অনুযায়ী দেওয়া রয়েছে (ইউটিসি−৩)। এটি বারোটির মধ্যে দশটি মাঠের সময় অঞ্চল; অন্য দুইটি মাঠ, কুইয়াবা এবং মানাউশ, অ্যামাজন সময় অঞ্চলের অন্তর্ভুক্ত (ইউটিসি–৪), সেজন্য এই দুইটি মাঠে অনুষ্ঠিতব্য খেলাগুলো শুরু হওয়ার স্থানীয় সময় নিচের তালিকাভূক্ত সময়ের চেয়ে এক ঘণ্টা আগে।[৪৫]

গ্রুপ টেবিলের রঙের ব্যাখ্যা
গ্রুপ বিজয়ী ও গ্রুপ রানার আপ ১৬ দলের রাউন্ডে অগ্রসর হবে

গ্রুপ এ

সম্পাদনা
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  ব্রাজিল +৫
  মেক্সিকো +৩
  ক্রোয়েশিয়া
  ক্যামেরুন −৮





গ্রুপ বি

সম্পাদনা
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  নেদারল্যান্ডস ১০ +৭
  চিলি +২
  স্পেন −৩
  অস্ট্রেলিয়া −৬







গ্রুপ সি

সম্পাদনা
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  কলম্বিয়া +৭
  গ্রিস −২
  কোত দিভোয়ার −১
  জাপান −৪







গ্রুপ ডি

সম্পাদনা
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  কোস্টা রিকা +৩
  উরুগুয়ে
  ইতালি −১
  ইংল্যান্ড −২



ইতালি  ০–১  কোস্টা রিকা
প্রতিবেদন রুইজ   ৪৪'
দর্শক সংখ্যা: ৪০,২৮৫


গ্রুপ ই

সম্পাদনা
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  ফ্রান্স +৬
   সুইজারল্যান্ড +১
  ইকুয়েডর
  হন্ডুরাস −৭





গ্রুপ এফ

সম্পাদনা
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  আর্জেন্টিনা +৩
  নাইজেরিয়া
  বসনিয়া ও হার্জেগোভিনা
  ইরান −৩




নাইজেরিয়া  ২–৩  আর্জেন্টিনা
মুসা   ৪'৪৭' প্রতিবেদন মেসি   ৩'৪৫+১'
রোহো   ৫০'

গ্রুপ জি

সম্পাদনা
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  জার্মানি +৫
  মার্কিন যুক্তরাষ্ট্র
  পর্তুগাল −৩
  ঘানা −২
জার্মানি  ৪–০  পর্তুগাল
মুলার   ১২' (পে.)৪৫+১'৭৮'
হুমেলস   ৩২'
প্রতিবেদন





গ্রুপ এইচ

সম্পাদনা
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  বেলজিয়াম +৩
  আলজেরিয়া +১
  রাশিয়া −১
  দক্ষিণ কোরিয়া −৩







নকআউট পর্ব

সম্পাদনা

নকআউট পর্বে যদি কোন খেলা সাধারণ ৯০ মিনিট সময়ের মধ্যে শেষ না হয়, তবে ৩০ মিনিটের অতিরিক্ত সময় প্রদান করা হবে (১৫ মিনিট করে দুইবার)। যদি এতেও খেলা শেষ না হয়, তাহলে পেনাল্টি শুট-আউটের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হবে।[১৭]

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
২৮ জুন – বেলু ওরিজোঁতি
 
 
  ব্রাজিল (পে.) ১ (৩)
 
৪ জুলাই – ফর্তালিজা
 
  চিলি ১ (২)
 
  ব্রাজিল
 
২৮ জুন – রিউ দি জানেইরু
 
  কলম্বিয়া
 
  কলম্বিয়া
 
৮ জুলাইবেলু ওরিজোঁতি
 
  উরুগুয়ে
 
  ব্রাজিল
 
৩০ জুন – ব্রাসিলিয়া
 
  জার্মানি
 
  ফ্রান্স
 
৪ জুলাই – রিউ দি জানেইরু
 
  নাইজেরিয়া
 
  ফ্রান্স
 
৩০ জুন – পোর্তু আলেগ্রে
 
  জার্মানি
 
  জার্মানি (অ.স.প.)
 
১৩ জুলাইরিউ দি জানেইরু
 
  আলজেরিয়া
 
  জার্মানি (অ.স.প.)
 
২৯ জুন – ফর্তালিজা
 
  আর্জেন্টিনা
 
  নেদারল্যান্ডস
 
৫ জুলাই – সালভাদোর
 
  মেক্সিকো
 
  নেদারল্যান্ডস (পে.) ০ (৪)
 
২৯ জুন – রেসিফি
 
  কোস্টা রিকা ০ (৩)
 
  কোস্টা রিকা (পে.) ১ (৫)
 
৯ জুলাই – সাও পাওলো
 
  গ্রিস ১ (৩)
 
  নেদারল্যান্ডস ০ (২)
 
১ জুলাই – সাও পাওলো
 
  আর্জেন্টিনা (পে.) ০ (৪) তৃতীয় স্থান নির্ধারণী
 
  আর্জেন্টিনা (অ.স.প.)
 
৫ জুলাই – ব্রাসিলিয়া ১২ জুলাই – ব্রাসিলিয়া
 
   সুইজারল্যান্ড
 
  আর্জেন্টিনা   ব্রাজিল
 
১ জুলাই – সালভাদোর
 
  বেলজিয়াম   নেদারল্যান্ডস
 
  বেলজিয়াম (অ.স.প.)
 
 
  মার্কিন যুক্তরাষ্ট্র
 


১৬ দলের পর্ব

সম্পাদনা







কোয়ার্টার-ফাইনাল

সম্পাদনা



সেমি-ফাইনাল

সম্পাদনা
ব্রাজিল  ১–৭  জার্মানি
অস্কার   ৯০' প্রতিবেদন মুলার   ১১'
ক্লোজে   ২৩'
ক্রুস   ২৪'২৬'
খেদিরা   ২৯'
শুর্লে   ৬৯'৭৯'

তৃতীয় স্থান নির্ধারণী

সম্পাদনা

ফাইনাল

সম্পাদনা

পরিসংখ্যান

সম্পাদনা

গোলদাতাগণ

সম্পাদনা

প্রতিযোগিতায় এখনও সক্রিয় রয়েছে এধরণের খেলোয়াড়ের নাম গাঢ় অবস্থায় প্রদর্শিত হয়েছে।

৬ গোল
৫ গোল
৪ গোল
৩ গোল
২ গোল
১ গোল
অাত্মঘাতী গোল

উৎস:[৫১]

সহায়ক

সম্পাদনা
৪ সহায়ক
৩ সহায়ক
২ সহায়ক
১ সহায়ক

উৎস: UEFA[৫২]

শৃঙ্খলা

সম্পাদনা

পুরস্কার

সম্পাদনা

টুর্নামেন্ট শেষে নিম্নলিখিত পুরষ্কারসমূহ প্রদান করা হয়ে থাকে:[৫৩]

পুরস্কারের অর্থ

সম্পাদনা

প্রতিযোগিতায় দলসমূহের র‍্যাঙ্কিং

সম্পাদনা
 
২০১৪ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলসমূহের অবস্থান
র‍্যা দল গ্রু খেলা ড্র পগো বিগো গোপা পয়ে.
ফাইনাল
  জার্মানি জি ১৮ +১৪ ১৯
  আর্জেন্টিনা এফ +৪ ১৬
৩য় এবং ৪র্থ অবস্থান
  নেদারল্যান্ডস বি ১৫ +১১ ১৫
  ব্রাজিল ১১ ১৪ -৩ ১১
কোয়ার্টার-ফাইনালে বাদ পরা দল
  কলম্বিয়া সি ১২ +৮ ১২
  বেলজিয়াম এইচ +৩ ১২
  ফ্রান্স ১০ +৭ ১০
  কোস্টা রিকা ডি +৩
১৬ দলের পর্বে বাদ পরা দল
  চিলি বি +২
১০   মেক্সিকো +২
১১    সুইজারল্যান্ড
১২   উরুগুয়ে ডি –২
১৩   গ্রিস সি −২
১৪   আলজেরিয়া এইচ
১৫   মার্কিন যুক্তরাষ্ট্র জি −১
১৬   নাইজেরিয়া এফ −২
গ্রুপ পর্বে বাদ পরা দল
১৭   ইকুয়েডর
১৮   পর্তুগাল জি –৩
১৯   ক্রোয়েশিয়া
২০   বসনিয়া ও হার্জেগোভিনা এফ
২১   কোত দিভোয়ার সি −১
২২   ইতালি ডি –১
২৩   স্পেন বি −৩
২৪   রাশিয়া এইচ −১
২৫   ঘানা জি −২
২৬   ইংল্যান্ড ডি −২
২৭   দক্ষিণ কোরিয়া এইচ −৩
২৮   ইরান এফ −৩
২৯   জাপান সি −৪
৩০   অস্ট্রেলিয়া বি −৬
৩১   হন্ডুরাস −৭
৩২   ক্যামেরুন −৮

প্রতীক

সম্পাদনা
 
ব্রাজিল ২০১৪ এর অফিসিয়াল লোগো।

প্রতিযোগিতার অফিসিয়াল লোগোটি ডিজাইন করে ব্রাজিলীয় সংস্থা আফ্রিকা। লোগোটি "ইন্সপিরেশন" শিরোনামে উন্মুক্ত করা হয়।[৫৪] লোগোর ডিজাইনে তিনটি বিজয়ী হাত বিশ্বকাপের শিরোপা তুলে ধরে রয়েছে এবং এর হলুদ ও সবুজ রং ব্রাজিলের পুরো বিশ্বকে তাদের দেশে উষ্ণ স্বাগতম জানানোর প্রতি নির্দেশ করে। এই লোগোটি উন্মুক্ত করা হয় ২০১০ বিশ্বকাপ চলাকালে জোহানেসবার্গে একটি অনুষ্ঠানে।[৫৪] লোগো ডিজাইনের জন্য ব্রাজিল ভিত্তিক ২৫টি সংস্থাকে আমন্ত্রণ জানানো হায়েছিল, এবং এই ২৫টি ডিজাইনের মধ্যে থেকে লোগোটি নির্বাচিত করা হয়।[৫৫] ব্রাজিলীয় গ্রাফিক ডিজাইনার আলেজান্দ্রে অউনের ডিজাইনের সমালোচনা করেন।

ফিফা প্রতিযোগিতার একটি অফিসিয়াল পোস্টারও অনুমোদিত করে যা ২০১৩ সালের জানুয়ারীতে উন্মুক্ত করা হয়, এবং এর ডিজাইন করে ব্রাজিলীয় উদ্ভাবনী সংস্থা ক্রামা.[৫৬] প্রতিযোগিতার অফিসিয়াল স্লোগান হল "একই ছন্দে সব" (পর্তুগিজ: Juntos num só ritmo, ইংরেজি: All in One Rhythm).[৫৭]

অফিসিয়াল সঙ্গীত

সম্পাদনা

১৯৬২ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে অফিসিয়াল সঙ্গীত তৈরি করা হয়েছে। ২০১৪ সালের ২৪ জানুয়ারী, ফিফা এবং সনি মিউজিক ঘোষণা করে যে প্রতিযোগিতার অফিসিয়াল সঙ্গীত হতে যাচ্ছে "উই আর ওয়ান (ওলে ওলা)", যাতে কন্ঠ দিয়েছেন পিটবুল, জেনিফার লোপেজ এবং ক্লাউদা লেইত্তি[৫৮] এছাড়া সনি প্রতিযোগিতার অফিসিয়াল অ্যালবাম ওয়ান লাভ, ওয়ান রিদমের জন্য একটি গান নিবার্চিত করতে 'সুপারসং' শিরোনামে বিশ্বব্যাপী একটি সঙ্গীত প্রতিযোগিতাও চালু করে।[৫৯] এই সঙ্গীত প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যে কেউ একটি ওয়েবসাইটের মাধ্যমে গান জমা দিতে পারবে এবং ২০১৪ সালের ফেব্রুয়ারিতে বিজয়ী নির্বাচিত করা হবে। নির্বাচিত গানটি রিকি মার্টিনের কন্ঠে রেকর্ড করা হবে।[৫৯] ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি, মার্কিন গীতিকার এলিজাহ্ কিং এর দাখিল করা "ভিদা" (বাংলায় "জীবন") গানটি নির্বাচিত করা হয়।[৬০] শাকিরার "ডেয়ার (লা লা লা)" গানটির একটি পরিবর্তীত সংস্করণ প্রতিযোগিতার দ্বিতীয় অফিসিয়াল সঙ্গীত হিসেবে ব্যবহৃত হবে।[৬১]

 
ফুলেকো, ২০১৪ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মাসকট।

এই বিশ্বকাপের মাসকট হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্রাজিলীয় তাতু-বলা, একটি আরমাডিলো যা শিকারিদের থেকে বাঁচতে বলের মত করে গুটিয়ে যায়। ২০১২ সালের সেপ্টেম্বরে স্থানীয় আয়োজক কমটি কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে এটিকে নির্বাচিত করা হয়।[৬২] ছয়টি ব্রাজিলীয় সংস্থা কর্তৃক দাখিলকৃত ৪৭টি ডিজাইনের মধ্যে থেকে এটিকে নির্বাচিত করা হয়।[৬৩]

সে সময় নামহীন এই মাসকটটি প্রথম উন্মুক্ত করা হয় ব্রাজিলীয় সংবাদ অনুষ্ঠান ফান্তাসতিকোর একটি অংশে।[৬৪] তিনটি সম্ভাব্য নাম দিয়ে একটি অনলাইন ভোটের আয়োজন করা হয়।[৬৫] বিজয়ী ফুলেকো (পর্তুগিজ: Fuleco) নামটি ঘোষণা করা হয় ২০১২ সালের ২৫ নভেম্বর।[৬৬] ১.৭ মিলিয়ন (প্রায় ৪৮ শতাংশ) ভোট পায় ফুলেকো, জুজেকো পায় ৩১ শতাংশ ভোট এবং আমিজুবি পায় ২১ শতাংশ ভোট।[৬৭]

ফুলেকো (Fuleco) শব্দটি দুইটি পর্তুগিজ শব্দের সংমিশ্রণ: "Futebol" ("ফুটবল") এবং "Ecologia" ("বাস্তুসংস্থান")। অসফল নাম দুইটি আমিজুবি (Amijubi) ("Amizade" ("বন্ধুত্ব") এবং "Júbilo" ("আনন্দ")) এবং জুজেকো ("Azul" ("নীল") এবং "Ecologia").[৬৬]

২০১৪ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল আডিডাস ব্রাজুকা[৬৮] বলের নাম নির্বাচনের জন্য গণভোটের আয়োজন করা হয়েছিল, যাতে অংশগ্রহণ করে ১০ লক্ষেরও বেশি ব্রাজিলীয় ফুটবল ভক্ত। ব্রাজুকা নামটি প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়।[৬৯] বিশ্বকাপে বল সরবরাহের দায়িত্ব দেওয়া হয় আডিডাসকে, যারা ১৯৭০ বিশ্বকাপ থেকে এই দায়িত্ব পালন করে আসছে।[৬৯]

কাশিরলা

সম্পাদনা

প্রতিযোগিতায় একটি অফিসিয়াল বাদ্যযন্ত্রেরও স্বীকৃতি দেওয়া হয়েছে, যার নাম কাশিরলা। এটি টোকা দিয়ে বাজানো যায় এমন একটি বাদ্যযন্ত্র যা তৈরি করেছেন ব্রাজিলীয় সুরকার কারলিনিয়োস ব্রাউন। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা আফ্রিকান ভুভুজেলার চেয়ে মৃদু ধ্বনি সৃষ্টি করতে পারে। অবশ্য, নিরাপত্তা জনিত কারণে, ফিফা পরবর্তীতে ঘোষণা দেয় যে কাশিরলাকে নিয়ে স্টেডিয়ামের ভিতরে ঢোকা যাবেনা।[৭০] ২০১৩ সালের ২৮ এপ্রিল, বা-ভি ডার্বিতে দর্শকরা মাঠে বাদ্যযন্ত্রটি ছুড়ে মারার কারণে ফিফা এটিকে স্টেডিয়ামের ভিতরে নিষিদ্ধ করে।[৭১] অবশ্য, ২০১০ বিশ্বকাপে ভুভুজেলাকে নিষিদ্ধ করা হয়েছিল না।

প্রস্তুতি

সম্পাদনা

পরিকাঠামো প্রকল্প

সম্পাদনা

মারাকানা প্রকল্প

সম্পাদনা

করিন্থিয়ান্স প্রকল্প

সম্পাদনা

নিরাপত্তা ব্যবস্থা

সম্পাদনা

প্রতিবাদ

সম্পাদনা

টিকেটিং

সম্পাদনা

প্রযুক্তি

সম্পাদনা

এবারই প্রথমবারের মত কোন বিশ্বকাপ আসরে গোল-লাইন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিগত বিশ্বকাপকে বলা যায় এই প্রযুক্তি ব্যবহারের অনুঘটক। কেননা, বিগত বিশ্বকাপের ১৬ দলের, পর্বে জার্মানি ও ইংল্যান্ডের মধ্যকার খেলায় রেফারির ভুল সিদ্ধান্তে ইংল্যান্ডের একটি গোল বাতিল হয়ে যায়।[৭২] এই ঘটনার পর ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারও গোল-লাইন প্রযুক্তি ব্যবহারের পক্ষে মত প্রকাশ করেন।[৭৩] ২০১২ সালে আইএফএবি এই প্রযুক্তি ব্যবহারের স্বীকৃতি প্রদান করে।[৭৪] এটি ফিফার চতুর্থ প্রতিযোগিতা যেখানে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এর আগে ২০১২ ক্লাব বিশ্বকাপ, ২০১৩ ক্লাব বিশ্বকাপ এবং ২০১৩ কনফেডারেশন্স কাপে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২০১৩ সালের অক্টোবরে, জার্মান কোম্পানি গোলকন্ট্রোলকে প্রতিযোগিতার অফিসিয়াল গোল-লাইন প্রযুক্তি প্রদানকারী হিসেবে নির্বাচিত করা হয়।[৭৫]

২০১৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, ২০১৩ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এবং ২০১৩ ফিফা ক্লাব বিশ্বকাপে সফল ব্যবহারের পর প্রথমবারের মত কোন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ভ্যানিশিং স্প্রে ব্যবহারের সিদ্ধান্ত নেয় ফিফা। এটি পানি দিয়ে তৈরি এক ধরনের স্প্রে যা ব্যবহারের এক মিনিটের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। খেলা চলাকালে প্রতিপক্ষ দলের জন্য ১০ গজের লাইন চিহ্নিত করতে এটি ব্যবহৃত হবে। এছাড়া, ফ্রি-কিকের স্থান চিহ্নিত করতেও রেফারিরা এটি ব্যবহার করবেন।[৭৬]

আরও দেখুন

সম্পাদনা
  1. পর্তুগিজ উচ্চারণ হলো [ˈkɔpɐ du ˈmũdu ˈfifɐ bɾɐˈziw ˈdojz ˈmiw i kɐˈtoʁzi], ব্রাজিলীয় প্রমিত উচ্চারণে।
  2. এটি ক্লোজের ১৫তম বিশ্বকাপ গোল, যা তাকে রোনালদোর সাথে যৌথভাবে বিশ্বকাপের ইতিহাসের শীর্ষ গোলদাতায় পরিণত করে।[৫০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Pot allocations for the Preliminary Draw"। FIFA। ২৭ জুলাই ২০১১। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১১ 
  2. "Games win inspires bid to host 2018 World Cup" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ এপ্রিল ২০২০ তারিখে by John Goodbody, The Times, November 16, 2005. Retrieved on January 8, 2006.
  3. BBC News, Colombia bids for 2014 World Cup, 17 July 2006
  4. FIFA, Brazil confirms bid - Colombia withdraws ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে, 13 April 2007
  5. Brazil set to host World Cup, BBC. Retrieved on April 11, 2006.
  6. "Clear declaration to defend the autonomy of sport" (সংবাদ বিজ্ঞপ্তি)। FIFA। ২০০৬-১২-০৬। ২০১০-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-০৬ 
  7. "Rio draw pits Spain against France"। ফিফা। ৩০ জুলাই ২০১১। ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩ 
  8. "Draw for World Cup qualifiers at Marina da Glória in Rio" (পর্তুগিজ ভাষায়)। globoesporte.com। ৮ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩ 
  9. "Barbarez: The World Cup is priceless"। ফিফা। ১৬ অক্টোবর ২০১৩। ৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩ 
  10. "Portugal climbs to 5th in FIFA Ranking"। Goal.com। ২৮ নভেম্বর ২০১৩। 
  11. "FIFA sets 2014 seeding parameters"ইএসপিএন এফসি। ৪ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩ 
  12. "Key issues addressed at Brasilia meeting"। ফিফা। ২৮ জুন ২০১২। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৩ 
  13. "Final Draw"ফিফা। ৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৩ 
  14. "Pot 1 seeds set for Brazil 2014 draws"। ফিফা। ১৭ অক্টোবর ২০১৩। ২৩ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩ 
  15. "Draw procedures approved"। ফিফা। ৩ ডিসেম্বর ২০১৩। ৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩ 
  16. "Final draw procedures" (পিডিএফ)ফিফা। ৩ ডিসেম্বর ২০১৩। ১৮ মার্চ ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩ 
  17. "Regulations – FIFA World Cup Brazil 2014" (পিডিএফ)। ফিফা। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩ 
  18. "Open list of prospective referees & assistant referees for the 2014 FIFA World Cup" (পিডিএফ)। ফিফা। ৭ মার্চ ২০১৩। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৪ 
  19. "Referee trios and support duos appointed for 2014 FIFA World Cup"। ফিফা। ১৫ জানুয়ারি ২০১৪। ২ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৪ 
  20. "Referees & Assistant referees for the 2014 FIFA World Cup" (পিডিএফ)। ফিফা। ১৪ জানুয়ারি ২০১৪। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৪ 
  21. "FIFA's Inspection Report" (পিডিএফ)। ৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩ 
  22. "Host cities – World Cup"। বিবিসি নিউজ। ৩১ মে ২০০৯। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩ 
  23. "Host Cities for Brazil 2014 to be announced in May"ফিফা। ১২ মার্চ ২০০৯। ৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩ 
  24. dom (৩১ মে ২০০৯)। "Host cities in 1950 FIFA World Cup"। Colunas.globoesporte.com। ১৭ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩ 
  25. "2014 Fifa World Cup: Luck of the draw 'an essential component'"। বিবিসি। ২ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩ 
  26. "Price tag rises for Brazil's World Cup stadiums"। গোল। ২৮ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩ 
  27. "2014 Fifa World Cup: Where are the 12 host stadiums in Brazil?"। বিবিসি। ৩ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩ 
  28. "Sao Paulo dropped for 2014"। এসবিএস। ১৭ জুন ২০১০। ২৮ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩ 
  29. "Brazil's first 2014 World Cup stadium holds matches"। NewVision। ২৮ জানুয়ারি ২০১৩। ২৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩ 
  30. "Destination: Stadiums"ফিফা। ১৫ জুন ২০১৩। ৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩ 
  31. "Brazil World Cup: Six stadiums to miss Fifa deadline"ফিফা। ৫ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩ 
  32. "Two die in Brazil World Cup stadium accident"বিবিসি। ২৭ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩ 
  33. "Estádio Nacional Mané Garrincha"। ফিফা। ২৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪ 
  34. "Estadio do Maracana – Rio De Janeiro"। ফিফা। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪ 
  35. "Fifa admite adotar nome Mané Garrincha em estádio de Brasília na Copa"। Copadomundo.uol.com.br। ৬ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪ 
  36. "Estadio Castelao – Fortaleza"। ফিফা। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৩ 
  37. "Site oficial do Sport Club Internacional – Projeto Gigante Para Sempre"। Internacional.com.br। ৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪ 
  38. "Beira-Rio stadium re-opened"। ফিফা। ২৭ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪ 
  39. "Arena Fonte Nova – Salvador Stadium"। FIFA। ২৮ জানুয়ারি ১৯৫১। ২২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪ 
  40. "Arena da Baixada's capacity"। Globoesporte.globo.com। ৩০ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৩ 
  41. "Team Base Camps for Brazil 2014 announced"ফিফা। ২১ জানুয়ারি ২০১৪। ২২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪ 
  42. "Der Weltmeister bekommt ein Rekord-Preisgeld von 25,6 Millionen Euro" [The World Champions Get Record Prize Money of 25.ক6 Million Euros] (জার্মান ভাষায়)। stuttgarter-zeitung.de। ৫ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪ 
  43. "Match schedule for 2014 FIFA World Cup™ unveiled"। ফিফা। ২০ অক্টোবর ২০১১। ২০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩ 
  44. "FIFA Executive Committee approves kick-off times for Brazil 2014"। ফিফা। ২৭ সেপ্টেম্বর ২০১২। ৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩ 
  45. "Match schedule for 2014 FIFA World Cup™" (পিডিএফ)। ফিফা। ১৭ মে ২০১৩। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩ 
  46. "Match report – Brazil–Croatia" (পিডিএফ)FIFA.com। ১২ জুন ২০১৪। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪ 
  47. "Referee designations for matches 1-4" (পিডিএফ)fifa.com। ১০ জুন ২০১৪। ৩০ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪ 
  48. "Referee designations for matches 5-8" (পিডিএফ)ফিফা। ১২ জুন ২০১৪। ১৭ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪ 
  49. "Referee designations for matches 9-11" (পিডিএফ)ফিফা। ১৩ জুন ২০১৪। ২৮ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪ 
  50. "GER-GHA"। ফিফা। ২৩ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৪ 
  51. "অ্যাডিডাস গোল্ডেন বুট"। FIFA.com (Fédération Internationale de Football Association)। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  52. "Statistics – Assists"UEFA (Union of European Football Associations)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪ 
  53. "2014 FIFA World Cup – Awards"। FIFA.com। ২৬ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  54. "Re-live the Brazil 2014 Emblem Launch"। ফিফা। ৭ জুলাই ২০১০। ৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 
  55. Shanahan, Mark; Goldstein, Meredith (১০ জুলাই ২০১০)। "Gisele picks logo, shops with Tom"Boston Globe। ১১ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 
  56. "2014 Ambassadors unveil Official Poster"। ফিফা। ৩০ জানুয়ারি ২০১৩। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 
  57. "Brazil 2014 slogan presented: All in one rhythm™ / Juntos num só ritmo"। ফিফা। ৩০ মে ২০১২। ১৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 
  58. Rusu, Dragos (২৪ জানুয়ারি ২০১৪)। "Pitbull's "We Are One" Collaboration Named as Official 2014 World Cup Anthem"সফটপিডিয়া। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 
  59. "Music hopefuls invited to add to the rhythm of the 2014 FIFA World Cup"। ফিফা। ১৫ নভেম্বর ২০১৩। ৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 
  60. "Ricky Martin's World Cup Song Written By Elijah King; Salaam Remi to Produce"বিলবোর্ড। ২০ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 
  61. "Shakira Releases 'La La La,' Official 2014 World Cup Song (Video)"। NESN। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 
  62. "Fifa registra desenho e confirma tatu-bola como mascote da Copa" (পর্তুগিজ ভাষায়)। Globoesporte.com। ১১ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৪ 
  63. "Armadillo alert: Official Mascot introduced to the world"। ফিফা। ১৭ সেপ্টেম্বর ২০১২। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৪ 
  64. "2014 Mascot is big in Brazil"। ফিফা। ২৫ সেপ্টেম্বর ২০১২। ৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৪ 
  65. "Official Mascot Launc – Q&A" (পিডিএফ)। ৯ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪  অজানা প্যারামিটার |accsessdate= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  66. "Fuleco é escolhido como nome do mascote da Copa de 2014"UOL Esporte (Portuguese ভাষায়)। São Paulo। ২৬ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১২ 
  67. "Fuleco wins name game"। ফিফা। ২৬ নভেম্বর ২০১২। ৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৪ 
  68. "World Cup 2014 Brazuca"Soccer.com/Guide। Soccer.com। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৪ 
  69. "adidas Brazuca – Name of Official Match Ball decided by Brazilian fans"। ফিফা। ২ সেপ্টেম্বর ২০১২। ২৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৪ 
  70. "Police ban Brazilian vuvuzelas"। Fox Sports। ১০ মে ২০১৩। 
  71. "Caxirola is Banned in Brazil's Games and FIFA Events"। folha.uol.com.br। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৪ 
  72. "England v Germany: Frank Lampard denied goal by Uruguayan linesman – in pictures"দ্য ডেইলি টেলিগ্রাফ। ২৭ জুন ২০১০। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৪ 
  73. "World Cup 2010: Blatter apologises for disallowed goal"বিবিসি স্পোর্ট। ২৯ জুন ২০১০। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৪ 
  74. "IFAB gives the green light to goal-line technology"। ফিফা। ৫ জুলাই ২০১২। Archived from the original on ১১ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৪ 
  75. "GoalControl confirmed as goal-line technology provider for Brazil 2014"। ফিফা। ১০ অক্টোবর ২০১৩। ১ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৪ 
  76. "Vanishing spray set for World Cup"। eurosport.com। ২১ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:Brazil topics