জাভাদ নেকুউনাম
ইরানী ফুটবলার
জাভাদ নেকুউনাম (ফার্সি: جواد نکونام; জন্ম: সেপ্টেম্বর ১৯৮০, রেয়, ইরান) হচ্ছেন ইরানি ফুটবলার যিনি বর্তমানে কুয়েতি ক্লাব কুয়েত এসসি ও জাতীয় দলের হয়ে খেলছেন। তিনি জাতীয় দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন[তথ্যসূত্র প্রয়োজন]। তিনি সাধারণত সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে খেলে থাকেন, কিন্তু এর পাশাপাশি পাসিং দক্ষতা, রক্ষণশীলতা ও শক্তিশালী দীর্ঘমাপের শটের জন্য বিখ্যাত।[১]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জাভাদ নেকুউনাম | ||
জন্ম | ৭ সেপ্টেম্বর ১৯৮০ | ||
জন্ম স্থান | রেয়, ইরান | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | সেন্ট্রাল মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল কুয়েত | ||
জার্সি নম্বর | ৬ | ||
যুব পর্যায় | |||
নাফ্ত তেহরান | |||
পাস তেহরান | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৯৮-২০০৫ | পাস তেহরান | ১৭৯ | (৪৫) |
২০০৫-২০০৬ | আল ওয়াহাদা | ১ | (৩) |
২০০৬ | আল শারজা | ১৪ | (৮) |
২০০৬-২০১২ | ওসাসানু | ১৪৯ | (২৪) |
২০১২-২০১৪ | এস্তেঘাল এফ.সি | ৪৪ | (৮) |
২০১৪– | আল কুয়েত | ৭ | (১) |
জাতীয় দল‡ | |||
১৯৯৮-২০০০ | ইরান অনূর্ধ্ব ১৯ | ||
২০০২ | ইরান অনূর্ধ্ব ২৩ | 6 | (2) |
২০০০[তথ্যসূত্র প্রয়োজন]– | ইরান | ১৩৮ | (৩৭) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৫০ ১৬ মার্চ ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:১২ ২৬ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
তিনি তার ফুটবলীয় জীবনের দীর্ঘ সময় ইরানের ক্লাব পাস তেহরান ও স্পেনীয় ক্লাব ওসাসানুর হয়ে খেলেছেন। ওসাসানুতে তিনি ১৭৪ খেলায় ২৬ গোল করেন।
তার ডাকনাম নেকু;[২] তিনি জাতীয় দলের হয়ে ১৩০-এর অধিক ম্যাচ খেলে ৩৭টি গোল করেন। তিনি একধিকা বড় টুর্নামেন্টেও অংশগ্রহণ করেন এর মধ্যে রয়েছে ২০০২ ও ২০০৬ ফিফা বিশ্বকাপ।
ক্যারিয়ার
সম্পাদনাক্লাব
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনাসর্বশেষ ২০১৪ সালের ৩০ মে[৩] অবধি পর্যন্ত হালনাগাদকৃত পরিসংখ্যান:
ইরান | ||
---|---|---|
বছর | উপস্থিতি | গোল |
২০০০ | ৭ | ০ |
২০০১ | ১১ | ০ |
২০০২ | ৯ | ০ |
২০০৩ | ১১ | ১ |
২০০৪ | ১৮ | ৭ |
২০০৫ | ১১ | ৪ |
২০০৬ | ১১ | ২ |
২০০৭ | ৮ | ৪ |
২০০৮ | ৮ | ৪ |
২০০৯ | ৮ | ২ |
২০১০ | ৬ | ১ |
২০১১ | ১০ | ৫ |
২০১২ | ৯ | ১ |
২০১৩ | ৮ | ৬ |
২০১৪ | ৩ | ০ |
সর্বমোট | ১৩৮ | ৩৭ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nekounam Fan Thread"। Persian Football। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "World Cup 2014: Player profile – who is Javad Nekounam, the Iran midfielder?"। The Independent। ১৬ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৪।
- ↑ "J. NEKOUNAM" (ইংরেজি ভাষায়)। সকার ওয়ে। ৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে জাভেদ নেকুউনাম সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ওসাসানু প্রোফাইল (স্পেনীয়)
- বিডিফুটবলে প্রোফাইল
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জাভাদ নেকুউনাম (ইংরেজি)
- জাভাদ নেকুউনাম – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেট প্রোফাইল