২০১৪ ফিফা বিশ্বকাপ কর্মকর্তাবৃন্দ
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
২০১৩ সালের মার্চে, ৫২ জন সম্ভাব্য রেফারির তালিকা প্রকাশ করে এবং তাদের প্রত্যেকের সাথে ২ জন করে সহকারী রেফারিকে তালিকায় রাখা হয়।[১] ২০১৪ সালের ১৪ জানুয়ারী, ফিফার রেফারি কমিটি ২৫ জন রেফারি এবং তাদের সাথে ২ জন করে সহকারী রেফারিকে নির্বাচিত করে।[২][৩]
কনফেডারেশন | রেফারি | সহকারী |
---|---|---|
এএফসি | রাভশান ইরমাতভ (উজবেকিস্তান) | আব্দুকহামিদুল্লা রাসুলোভ (উজবেকিস্তান) বাহাদির কোচকারভ (কিরগিজিস্তান) |
ইউচি নিশিমুরা (জাপান) | টরু সাগারা (জাপান) টশিউকি নাগি (জাপান) | |
নাবাফ শুকরাল্লা (বাহরাইন) | ইয়াসের তুলেফাত (বাহরাইন) ইব্রাহিম সালেহ (বাহরাইন) | |
বেন উইলিয়ামস (অস্ট্রেলিয়া) | ম্যাথিউ ক্রিম (অস্ট্রেলিয়া) হাকান আনাজ (অস্ট্রেলিয়া) | |
সিএএফ | নুমানডিয়ে ডুয়ে (আইভরি কোস্ট) | সঙ্গিফলো ইয়েও (আইভরি কোস্ট) জঁ-ক্লদে বিহুমুশাইউ (বুরুন্দি) |
বাকারি গাসামা (জাম্বিয়া) | ইভারিস্ত মেনকুয়ান্দে (ক্যামেরুন) ফেলিসিয়াঁ কাবান্দা (রুয়ান্ডা) | |
জামিল হামুদি (আলজেরিয়া) | আব্দেলহাক এচিয়ালি (আলজেরিয়া) রেদোয়ান আশিক (মরক্কো) | |
কনকাকাফ | জোয়েল আগিলার (এল সালভাদোর) | উইলিয়াম তোরেস (এল সালভাদোর) হুয়ান জুম্বা (এল সালভাদোর) |
মার্ক গাইগার (যুক্তরাষ্ট্র) | মার্ক হার্ড (যুক্তরাষ্ট্র) জো ফ্লেচার (কানাডা) | |
মার্কো রোদ্রিগেস (মেক্সিকো) | মারভিন তরেন্তেরা (মেক্সিকো) মার্কোস কিন্তেরো (মেক্সিকো) | |
কনমেবল | নেস্তোর পিতানা (আর্জেন্টিনা) | এর্নান মাইদানা (আর্জেন্টিনা) হুয়ান পাবলো বেলাত্তি (আর্জেন্টিনা) |
সান্দো হিসি (ব্রাজিল) | এমারসন দে কারভালো (ব্রাজিল) মার্সেলো ভন গাসে (ব্রাজিল) | |
এনরিক ওসেস (চিলি) | কার্লোস আস্ত্রোজা (চিলি) সার্হিও রোমান (চিলি) | |
উইলমার রোলদান (কলম্বিয়া) | উমবের্তো ক্লাবিহো (কলম্বিয়া) এদুয়ার্দো দিয়াজ (কলম্বিয়া) | |
কার্লোস বেরা (ইকুয়েডর) | ক্রিস্তিয়ান লেস্কানো (ইকুয়েডর) বাইরন রোমেরো (ইকুয়েডর) | |
ওএফসি | পিটার ও’রেলি (নিউজিল্যান্ড) | জ্যান-হেন্ডরিক হিন্টজ (নিউজিল্যান্ড) মার্ক রুল (নিউজিল্যান্ড)১ |
উয়েফা | ফেলিক্স ব্রাইচ (জার্মানি) | স্তেফান লুপ (জার্মানি) মার্ক বশ (জার্মানি) |
জুনেয়িত চাকির (তুরস্ক) | বাহাত্তিন দুরান (তুরস্ক) তারিক অঙ্গুন (তুরস্ক) | |
ইয়োনাস এরিকসন (সুইডেন) | মাথিয়াস ক্লাসানিউস (সুইডেন) দানিয়েল ওয়ার্নমার্ক (সুইডেন) | |
বিওয়ের্ন কাইপার্স (নেদারল্যান্ডস) | সান্দের ফন রুকেল (নেদারল্যান্ডস) এরবিন জেইনস্ত্রা (নেদারল্যান্ডস) | |
মিলোরাদ মাজিচ (সার্বিয়া) | মিলোভান রিস্তিচ (সার্বিয়া) দালিবর দিউরদেভিচ (সার্বিয়া) | |
পেদ্রো প্রোয়েন্সা (পর্তুগাল) | বের্তিনো মিরান্দা (পর্তুগাল) তিয়াগো ত্রিগো (পর্তুগাল) | |
নিকোলা রিজ্জলি (ইতালি) | রেনাতো ফাভেরানি (ইতালি) আন্দ্রে স্তেফানি (ইতালি) | |
কার্লোস বেলাস্কো কারবায়ো (স্পেন) | রোবের্তো আলনসো ফের্নান্দেজ (স্পেন) হুয়ান কার্লোস ইউস্তে হিমেনেজ (স্পেন) | |
হাওয়ার্ড ওয়েব (ইংল্যান্ড) | মাইক মুলারকি (ইংল্যান্ড) ড্যারেন কান (ইংল্যান্ড) |
কনফেডারেশন | সাপোর্ট রেফারি | সহকারী সাপোর্ট রেফারি |
---|---|---|
এএফসি | আলিরেজা ফাঘানি (ইরান) | হাসান কামরানিফার (ইরান) |
সিএএফ | নিয় আলিউম (ক্যামেরুন) | জিবরিল কেমাহা (সেনেগাল) - ২আডেন মারওয়া (কেনিয়া) |
কনকাকাফ | রোবের্তো মরেনো (পানামা) | এরিক বরিয়া (যুক্তরাষ্ট্র) |
ওয়াল্তের লোপেজ (গুয়াতেমালা) | লেওনেল লেয়াল (কোস্টা রিকা) | |
কনমেবল | বিক্তোর উগো কারিয়ো (পেরু) | রোদনি আকিনো (প্যারাগুয়ে) |
ওএফসি | নহবেহ্ হুয়াতা (তাহিতি) | মার্ক রুল (নিউজিল্যান্ড) |
উয়েফা | স্ভাইন ওদভার মোয়েন (নরওয়ে) | কিম হাগলুন্দ (নরওয়ে) |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Open list of prospective referees & assistant referees for the 2014 FIFA World Cup" (পিডিএফ)। ফিফা। ৭ মার্চ ২০১৩। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৪।
- ↑ "Referee trios and support duos appointed for 2014 FIFA World Cup"। ফিফা। ১৫ জানুয়ারি ২০১৪। ২ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৪।
- ↑ "Referees & Assistant referees for the 2014 FIFA World Cup" (পিডিএফ)। ফিফা। ১৪ জানুয়ারি ২০১৪। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৪।
- ↑ "Referee Bennet out of World Cup"। ১১ জুন ২০১৪।