নিউজিল্যান্ড ফুটবল

নিউজিল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা

নিউজিল্যান্ড ফুটবল (ইংরেজি: New Zealand Football; এছাড়াও সংক্ষেপে এনজেডএফ নামে পরিচিত) হচ্ছে নিউজিল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫৭ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৭৫ বছর পর ১৯৬৬ সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ওএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে অবস্থিত।

নিউজিল্যান্ড ফুটবল
ওএফসি
প্রতিষ্ঠিত১৮৯১; ১৩৩ বছর আগে (1891)[]
সদর দপ্তরঅকল্যান্ড, নিউজিল্যান্ড
ফিফা অধিভুক্তি১৯৪৮[]
ওএফসি অধিভুক্তি১৯৬৬
সভাপতিনিউজিল্যান্ড জোহানা উড
সহ-সভাপতিনিউজিল্যান্ড হ্যারি কারনাচান
ওয়েবসাইটwww.nzfootball.co.nz

এই সংস্থাটি নিউজিল্যান্ডের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে নিউজিল্যান্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ, জাতীয় নারী লীগ এবং চ্যাথাম কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে নিউজিল্যান্ড ফুটবলের সভাপতির দায়িত্ব পালন করছেন জোহানা উড এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অ্যান্ড্রু প্রাগনেল।

কর্মকর্তা

সম্পাদনা
২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি জোহানা উড
সহ-সভাপতি হ্যারি কারনাচান
সাধারণ সম্পাদক অ্যান্ড্রু প্রাগনেল
কোষাধ্যক্ষ লেই গার্ডিনার
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালক অ্যান্ডি বয়েন্স
ফুটসাল সমন্বয়কারী ডেভিড পেইন
জাতীয় দলের কোচ (পুরুষ) ড্যানি হে
জাতীয় দলের কোচ (নারী) টম সেরমানি
রেফারি সমন্বয়কারী কেনেথ ওয়ালেস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:নিউজিল্যান্ডে ফুটবল টেমপ্লেট:নিউজিল্যান্ড ফুটবল