২০১৪ ফিফা বিশ্বকাপ গ্রুপ বি
২০১৪ ফিফা বিশ্বকাপ গ্রুপ২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ বি স্পেন, নেদারল্যান্ড, চিলি, এবং অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত। এই গ্রুপের খেলা ১৩ জুন থেকে শুরু হয়ে ২৩ জুন ২০১৪ পর্যন্ত চলবে।
দলসমূহ
সম্পাদনাড্র স্থান | দল | বাছাইয়ের পদ্ধতি |
বাছাইয়ের তারিখ |
চূড়ান্তপর্বে উত্তীর্ণ |
সর্বশেষ উপস্থিতি |
সর্বোচ্চ সাফল্য |
ফিফা র্যাঙ্কিং[দ্রষ্টব্য ১] |
---|---|---|---|---|---|---|---|
বি১ | স্পেন | উয়েফা গ্রুপ-১ বিজয়ী | ১৫ অক্টোবর ২০১০ | ১৪তম | ২০১০ | বিজয়ী (২০১০) | ১ |
বি২ | নেদারল্যান্ডস | উয়েফা গ্রুপ ডি বিজয়ী | ১০ সেপ্টেম্বর ২০১৩ | ১০ম | ২০১০ | রানার-আপ (১৯৭৪, ১৯৭৮, ২০১০) | ৮ |
বি৩ | চিলি | কনমেবোল রাউন্ড রবিন ৩য় স্থান | ১৫ অক্টোবর ২০১৩ | ৯ম | ২০১০ | তৃতীয় স্থান (১৯৬২) | ১২ |
বি৪ | অস্ট্রেলিয়া | এএফসি গ্রুপ বি চতুর্থ রাউন্ড | রানার আপ১৮ জুন ২০১৩ | চতুর্থ | ২০১০ | ১৬ দলের রাউন্ড (২০০৬) | ৫৭ |
অবস্থান
সম্পাদনাব্যাখ্যা |
---|
গ্রুপ বিজয়ী ও গ্রুপ রানার আপ ১৬ দলের রাউন্ডে অগ্রসর হবে |
দল
|
খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
নেদারল্যান্ডস | ৩ | ৩ | ০ | ০ | ১০ | ৩ | +৭ | ৯ |
চিলি | ৩ | ২ | ০ | ১ | ৫ | ৩ | +২ | ৬ |
স্পেন | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৭ | −৩ | ৩ |
অস্ট্রেলিয়া | ৩ | ০ | ০ | ৩ | ৩ | ৯ | −৬ | ০ |
খেলাসমূহ
সম্পাদনাস্পেন বনাম নেদারল্যান্ড
সম্পাদনাএর আগে দল দুইটি ১০টি খেলায় মুখোমুখি হয়েছিল, যার মধ্যে ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলাটি উল্লেখযোগ্য, যেখানে স্পেন অতিরিক্ত সময়ের পর ১-০ গোলে জয় লাভ করে।[১] ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এক আসরের ফাইনালে খেলা দুই দল ঠিক পরের আসরেই গ্রুপ পর্বে মুখোমুখি হয়।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে, নেদারল্যান্ডসের স্তিফান দে ফ্রেই স্পেনের দিয়েগো কোস্তাকে পেনাল্টি অঞ্চলের ভিতরে ট্যাকল করায় রেফারি স্পেনের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন। শাবি আলোনসো ঐ পেনাল্টি থেকে গোল করে স্পেনকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান। কিন্তু প্রথমার্ধ শেষ না হতেই খেলায় সমতা ফিরে আসে, দালি ব্লিন্দের লং বলকে ১৫ গজ দূর থেকে দুর্দান্ত হেডারে গোলে পরিণত করেন রবিন ফন পার্সি। দ্বিতীয়ার্ধে, নেদারল্যান্ডসের আরও একটি গোলে সহায়তা করেন ব্লিন্দ, এসময় গোল করেন আরিয়েন রোবেন। ১২ মিনিট পর, নেদারল্যান্ডস আবারও গোল করে, ওয়েসলি স্নাইডারের ফ্রি কিককে গোলে পরিণত করেন দে ফ্রেই। স্পেনীয় গোলরক্ষক ইকের কাসিয়াস প্রতিবাদ করেন যে ফন পার্সি তাকে ফাউল করেছেন, কিন্তু রেফারি গোল বাতিল না করে কাসিয়াসকে প্রতিবাদের জন্য হলুদ কার্ড দেখান। এর কিছুক্ষণ পরেই সার্হিও রামোসের একটি ব্যাকপাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কাসিয়াস, ফলাফলস্বরূপ, নেদারল্যান্ডসের পক্ষে দ্বিতীয় গোল করেন ফন পার্সি। নেদারল্যান্ডসের পঞ্চম গোলটি হয় আরিয়েন রোবেনের একক নৈপুণ্যে। মাঠের হাফলাইনের কাছে রন ফ্লারের পাস থেকে বল গ্রহণ করে, তিনি একাই বল টেনে নিয়ে গিয়ে গোল করেন।[২][৩][৪]
১–৫ গোলে পরাজয় ফিফা বিশ্বকাপে কোন ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়, এছাড়া এটি ১৯৫০ সালের পর বিশ্বকাপে স্পেনেরও সবচেয়ে বড় ব্যাবধানে পরাজয়।[৫] এই খেলায় গোল করার মাধ্যমে, ফন পার্সি ও রোবেন প্রথম ডাচ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিনটি আসরে গোল করার কৃতিত্ব অর্জন করেন।[৬]
স্পেন
|
নেদারল্যান্ডস
|
|
|
ম্যাচসেরা:
সহকারী রেফারি:
|
চিলি বনাম অস্ট্রেলিয়া
সম্পাদনাদুইটি দল এর আগে চারবার মুখোমুখি হয়েছে। ১৯৭৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে দল দুইটির মধ্যকার খেলাটি গোলশুন্য ড্র হয়।[৮]
খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় চিলি। প্রথম গোলটি করেন আলেক্সিস সানচেজ এবং দ্বিতীয়টি সানচেজের পাস থেকে হোর্হে বালদিবিয়া। ৩৫ মিনিটে একটি গোল শোধ করে অস্ট্রেলিয়া, ইভান ফ্রাঞ্জিচের ক্রস থেকে হেড করে গোল করেন টিম কেহিল। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে চিলির বদলি খেলোয়াড় জিয়ান বসেহুর গোল করে ব্যবধান বাড়ান।[৯]
টিম কেহিল তার গোলের মাধ্যমে প্রথম অস্ট্রেলীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিনটি আসরে গোল করার কৃতিত্ব অর্জন করেন।[১০] অন্যদিকে, বসেহুর তার গোলের মাধ্যমে প্রথম চিলিয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের দুইটি আসরে গোল করার কৃতিত্ব অর্জন করেন।[১১]
চিলি | ৩ - ১ | অস্ট্রেলিয়া |
---|---|---|
সানচেজ ১২' বালদিবিয়া ১৪' বসেহুর ৯০+২' |
প্রতিবেদন | কেহিল ৩৫' |
চিলি
|
অস্ট্রেলিয়া
|
|
|
ম্যাচসেরা:
সহকারী রেফারিগণ:
|
অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড
সম্পাদনাদল দুইটি এর আগে তিনটি খেলায় মুখোমুখি হয়েছিল, যার সবগুলোই ছিল প্রদর্শনী খেলা। অতিসম্প্রতি তারা ২০০৯ সালে মুখোমুখি হয়েছিল।[১২]
খেলার প্রথম গোলটি আসে নেদারল্যান্ডসের পক্ষে। দালি ব্লিন্দের পাস থেকে হাফওয়ে লাইনের কাছে বল পেয়ে একাই অস্ট্রেলিয়ার পেনাল্টি অঞ্চলের দিকে এগিয়ে গিয়ে গোল করেন আরিয়েন রোবেন। মাত্র এক মিনিটের মাথায় দুর্দান্ত ভলিতে গোল করে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান টিম কেহিল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি অঞ্চলের ভিতরে নেদারল্যান্ডসের দারিল ইয়ানমাত হ্যান্ডবল করায় অস্ট্রেলিয়ার পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যান মাইল জেডিনাক। কিন্তু মেমফিস দেপির পাস থেকে গোল করে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান রবিন ফন পার্সি। দশ মিনিট পর, ইয়োনাথান দে গুজমানের পাস থেকে নেদারল্যান্ডসের পক্ষে জয়সূচক গোল করেন মেমফিস দেপি।[১৩]
দেপি তার এই গোলের মাধ্যমে সর্বকনিষ্ঠ ডাচ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন।[১৪]
অস্ট্রেলিয়া | ২–৩ | নেদারল্যান্ডস |
---|---|---|
কেহিল ২১' জেডিনাক ৫৪' (পে.) |
প্রতিবেদন | রোবেন ২০' ফন পার্সি ৫৮' মেমফিস ৬৮' |
অস্ট্রেলিয়া
|
নেদারল্যান্ডস
|
|
|
ম্যাচসেরা:
সহকারী রেফারিগণ:
|
স্পেন বনাম চিলি
সম্পাদনাঅস্ট্রেলিয়া বনাম স্পেন
সম্পাদনাঅস্ট্রেলিয়া | ৩৫তম খেলা | স্পেন |
---|---|---|
নেদারল্যান্ড বনাম চিলি
সম্পাদনানেদারল্যান্ডস | ৩৬তম খেলা | চিলি |
---|---|---|
নোটস
সম্পাদনা- ↑ ১৭ অক্টোবর ২০১৩ অনুসারে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং অনুসারে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃষ্ঠা ৯। ২৯ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৪।
- ↑ "Spain 1-5 Netherlands"। বিবিসি স্পোর্ট। ১৩ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৪।
- ↑ "Spain v Holland, World Cup 2014: as it happened"। দ্য টেলিগ্রাফ। ১৩ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৪।
- ↑ "Spain v Holland: World Cup 2014 – as it happened"। The Guardian। ১৩ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৪।
- ↑ Lowe, Sid (১৩ জুন ২০১৪)। "Spain suffer not just a defeat but a World Cup disaster against Holland"। দ্য গার্ডিয়ান। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "Manchester United Striker Robin Van Persie Sets New Dutch World Cup Goal-Scoring Record"। Caughtoffisde.com। ১৪ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৪।
- ↑ ক খ "Referee designations for matches 1-4" (পিডিএফ)। ফিফা। ১০ জুন ২০১৪। ৩০ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৪।
- ↑ "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃষ্ঠা ১০। ২৯ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৪।
- ↑ "Chile 3 Australia 1"। বিবিসি স্পোর্ট। ১৩ জুন ২০১৪।
- ↑ "World Cup 2014: Battling Socceroos take Chile to the wire"। The Sydney Morning Herald। ১৪ জুন ২০১৪।
- ↑ "A place in history for returning Beausejour"। ফিফা। ১৪ জুন ২০১৪। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৪।
- ↑ "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃষ্ঠা ২৮। ২৯ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৪।
- ↑ "Australia 2 Netherlands 3"। BBC Sport। ১৮ জুন ২০১৪।
- ↑ "Eagles down, but not out -Ameobi"। দ্য সান। ২০ জুন ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- 2014 FIFA World Cup Group B ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুন ২০১৪ তারিখে, FIFA.com