২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কার
২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের চতুর্বিংশ আয়োজন। ২০২২ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০২৩ সালের ৮ই সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেতা সিয়াম আহমেদ, তারা প্রথমবারের মত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন।।
২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ৮ সেপ্টেম্বর ২০২৩ | |||
স্থান | বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | প্রীতম হাসান, সিয়াম আহমেদ | |||
আলোকপাত | ||||
সর্বাধিক পুরস্কার | হাওয়া (৫টি) | |||
সর্বাধিক মনোনয়ন | হাওয়া ও পরাণ (৬টি) | |||
|
হাওয়া ও পরাণ যৌথভাবে সর্বাধিক ছয়টি বিভাগে মনোনয়ন লাভ করে। রেদওয়ান রনি দুটি ভিন্ন বিভাগে (সেরা চলচ্চিত্র এবং সেরা ওয়েব ধারাবাহিক) চারটি মনোনয়ন লাভ করেন। চঞ্চল চৌধুরী তিনটি ভিন্ন বিভাগে (তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা ও সেরা টিভি অভিনেতা এবং সমালোচক শাখায় সেরা চলচ্চিত্র অভিনেতা) তিনটি মনোনয়ন লাভ করেন।
হাওয়া সর্বাধিক পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করে। চঞ্চল চৌধুরী তিনটি মনোনয়ন থেকে সেরা চলচ্চিত্র অভিনেতা (তারকা জরিপ) এবং সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) বিভাগে দুটি পুরস্কার অর্জন করেন।
বিজয়ী ও মনোনীতদের তালিকা
সম্পাদনা২০২৩ সালের ২রা সেপ্টেম্বর সঙ্গীত,[১] চলচ্চিত্র,[২] টেলিভিশন ও ডিজিটাল মাধ্যম,[৩] নবাগত অভিনয়শিল্পী,[৪] এবং সমালোচক শাখার[৫] মনোনীতদের নাম ঘোষণা করা হয়। ২০২৩ সালের ৮ই সেপ্টেম্বর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।[৬][৭] নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা প্রদান করা হয়েছে এবং বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।
আজীবন সম্মাননা
সম্পাদনাতারকা জরিপ
সম্পাদনাসেরা গায়ক | সেরা গায়িকা |
---|---|
|
|
সেরা চলচ্চিত্র অভিনেতা | সেরা চলচ্চিত্র অভিনেত্রী |
সেরা টিভি অভিনেতা | সেরা টিভি অভিনেত্রী |
|
|
সেরা নবাগত অভিনয়শিল্পী | |
সমালোচক
সম্পাদনাসেরা চলচ্চিত্র | সেরা চলচ্চিত্র পরিচালক |
---|---|
|
|
সেরা চলচ্চিত্র অভিনেতা | সেরা চলচ্চিত্র অভিনেত্রী |
সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা চিত্রনাট্যকার | সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা নির্দেশক |
|
|
সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেতা | সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী |
|
|
সেরা ওয়েব ধারাবাহিক | সেরা ওয়েব ধারাবাহিক পরিচালক |
|
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অনেক বড় কিছু পেয়ে গেছি..."। দৈনিক প্রথম আলো। ২ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "'মনোনয়ন পেয়েই পুরস্কার পাওয়ার মতো অনুভূতি কাজ করছে'"। দৈনিক প্রথম আলো। ২ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "এই অনুভূতি অনেক সুন্দর, অনেক আনন্দের"। দৈনিক প্রথম আলো। ৪ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "মনোনয়নের এই অনুভূতি স্বপ্নের চেয়ে কম কিছু নয়"। দৈনিক প্রথম আলো। ২ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ ওয়াজেদ, মইনুল (২ সেপ্টেম্বর ২০২৩)। "'আগে ভাবতাম লবিং করে মনোনয়ন বা পুরস্কার পেতে হয়'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ আলম, মো রাশেদুল (৯ সেপ্টেম্বর ২০২৩)। "মেরিল-প্রথম আলো পুরস্কার: তারকা জরিপ পুরস্কারে সেরা হলেন যারা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২: সেরা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনেতা চঞ্চল চৌধুরী"। বণিক বার্তা। ৯ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পেলেন সৈয়দ আব্দুল হাদী"। দৈনিক প্রথম আলো। ৮ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৩।