সাবিলা নূর

বাংলাদেশী মডেল ও অভিনেত্রী

সাবিলা নূর (জন্ম: ২৭ মে , ১৯৯৫) একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেত্রী।[] মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউ টার্ন।[]

সাবিলা নূর
জন্ম (1995-05-27) ২৭ মে ১৯৯৫ (বয়স ২৯)
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামসাবিলা
নাগরিকত্ববাংলাদেশ
শিক্ষাস্নাতক
মাতৃশিক্ষায়তনআমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
পেশা
কর্মজীবন২০১৪ –বর্তমান
আদি নিবাসঢাকা
উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার)
দাম্পত্য সঙ্গীনেহাল তাহের [][]

প্রাথমিক জীবন

সম্পাদনা

সাবিলা চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল। সাবিলা বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুঁড়ি চ্যাম্পিয়ন হয়েছিলেন, যখন তিনি প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে ৩.৯৮ সিজিপিএ নিয়ে ইংরেজীতে অর্নাস সম্পূর্ণ করছেন।[][]

কর্মজীবন

সম্পাদনা

সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণ ফোন, নেস্কেফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।[]

টেলিভিশন নাটক

সম্পাদনা
বছর নাটক সহ-অভিনেতা ভূমিকা চ্যানেল পরিচালক মন্তব্য
২০১৪ ইউ টার্ন তৌসিফ মাহবুব, মেহজাবিন চৌধুরী একুশে টিভি প্রথম অভিনীত নাটক
মনোনীত: মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা নবাগত অভিনয়শিল্পী
২০১৫ মাঙ্কি বিজনেস তামিম মৃধা, শবনম ফারিয়া এনটিভি
কল্পনার ঘর নাঈম --- ---
২০১৬ কেমেস্ট্রি মিশু সাব্বির, সাফা কবির , তৌসিফ মাহবুব --- এনটিভি ---
টীন টিন সালমান মুক্তাদির , জোভান --- আর টিভি মাবরুর রাশিদ বান্নাহ
মাস্তি আনলিমিটেড মিশু সাব্বির। সাফা কবির, তৌসিফ মাহবুব --- এন টিভি ---
শত ডানার প্রজাপতি জোভান, মিশু --- এন টিভি ---
রোদ বৃষ্টি অথবা অন্নকিছু তৌসিফ মাহবুব --- জি টিভি ---
চুপ --- আর টিভি ---
সনাতন কাব্য তৌসিফ মাহবুব --- এন টিভি ---
বুলেট প্রফ ম্যরেজ মিশু --- এনটিভি ---
ক্রস কানেকশন শামিম , তাসনোভা , সাজু --- এনটিভি ---
মিসফায়ার সালমান মুক্তাদির , মোশাররফ করিম --- এনটিভি ---
জোনাকির আলো জোভান --- এন টিভি ---
খন্দকার সাহেব সালমান মুক্তাদির এস এ টিভি ---
ভালোবাসার ভূত ও ভবিষ্যৎ অ্যালেন শ্রুভ্র --- এনটিভি ---
থ্রি ফ্রেন্ডস সালমান মুক্তাদির --- এনটিভি ---
হেল মেট সাব্বির অর্নব, নিলয় আলমগীর --- ---
এমএমএস সালমান মুক্তাদির ---
টুগেদার তৌসিফ মাহবুব --- এনটিভি ---
প্রেমের অলি গল্প তৌসিফ মাহবুব --- ---
ক্ষরণ হৃদয় খান, তারিন --- এনটিভি ---
প্রতিশোধ অপর্ণা ঘোষ --- ---
অপরাজিতা তুমি সৌমিক আহমেদ, হিল্লোল --- এনটিভি ---
জল কলঙ্ক তৌসিফ মাহবুব --- ---
সাইরেন অপর্ণা --- ---
লাভ অ্যান্ড কোম্পানি মাহফুজ আহমেদ, পূর্ণিমা --- ---
সমাপ্তি সজল নূর --- ---
পাষাণ ইজ ব্যাক অপর্ণা --- ---
যা কিছু ঘটে সালমান মুক্তাদির --- ---
শয়তানি হাসি --- ---
২০১৭ মেঘ এনেছি ভেজা সায়েম --- বাংলা ভিশন রুবায়েত মাহমুদ ভালবাসা দিবসে ক্লোজ আপ কাছে আসার গল্প
পলায়ন বিদ্যা --- মাসুদ সেজান
যেমন খুশি তেমন সাজো’ --- মনিরুজ্জামান রিপন
২০১৮ ব্যাচেলর পয়েন্ট মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ , তৌসিফ মাহবুব --- চ্যানেল নাইন ---
২০২১ রুনু ভাই জিয়াউল ফারুক অপূর্ব, শিখা খান মৌ, খালেকুজ্জামান, মাসুম বাশার, শম্পা নিজাম --- এনটিভি শিহাব শাহীন ঈদুল আজহায় সম্প্রচারিত[]

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
বছর পুরস্কারের নাম বিভাগ নাটক ফলাফল সূত্র
২০১৪ মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা নবীন অভিনয়শিল্পী ইউটার্ন মনোনীত []
২০১৯ আরটিভি স্টার অ্যাওয়ার্ড ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেত্রী - কেন্দ্রীয় চরিত্র উবার মনোনীত [১০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছি: সাবিলা নূর | banglatribune.com"Bangla Tribune। ২০১৯-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৮ 
  2. "২৫ অক্টোবর অভিনেত্রী সাবিলা নূরের বিয়ে"চ্যানেল আই (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৮ 
  3. "মত পাল্টালেন সাবিলা নূর"দৈনিক প্রথম আলো। ৮ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮ 
  4. "ঈদে রেদওয়ান রনির 'ইউটার্ন'"প্রথম আলো। ২৩ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭ 
  5. "Sabila Nur graduates from AIUB"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৩-২০। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২০ 
  6. "1 MINUTE PLEASE!"দ্য ডেইলি স্টার। ২০১৫-০৫-১৫। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০৭ 
  7. বুলবুল, এন আই (২৯ অক্টোবর ২০১৭)। "ব্যতিক্রমী সাবিলা নূর"দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮ 
  8. "আজ রাতে এনটিভিতে চার নাটক"এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। জুলাই ২২, ২০২১। সংগ্রহের তারিখ জুলাই ৩০, ২০২১ 
  9. "মেরিল–প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৪"প্রথম আলো। ৩০ এপ্রিল ২০১৫। ২২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯ 
  10. "৯ম আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৯"আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা