অপারেশন সুন্দরবন
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(ফেব্রুয়ারি ২০২৩) |
অপারেশন সুন্দরবন বাংলাদেশের একটি আসন্ন রোমাঞ্চকর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[১] সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন দীপংকর সেনগুপ্ত দীপন।[২] এটি বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র।[৩] র্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড-এর অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।[৪][৫]
অপারেশন সুন্দরবন | |
---|---|
পরিচালক | দীপংকর সেনগুপ্ত দীপন |
প্রযোজক | থ্রি হুইলারস লিমিটেড
র্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড |
রচয়িতা | গবেষণা উন্নয়ন একটি দল (আরডিটি) |
চিত্রনাট্যকার | দীপংকর সেনগুপ্ত দীপন নাজিম-উদ-দৌলা |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | প্রিতম অম্লান চক্রবর্তি |
চিত্রগ্রাহক | রম্যদীপ সাহা |
সম্পাদক | মোহাম্মদ কালাম |
প্রযোজনা কোম্পানি | থ্রি হুইলারস লিমিটেড র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড |
পরিবেশক | থ্রি হুইলারস লিমিটেড |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳৪ কোটি (#উন্নয়ন) |
২০১৬ হতে ২০১৮ পর্যন্ত সুন্দরবন, খুলনা ও বাগেরহাট অঞ্চলের বিভিন্ন জনপদ হতে জলদস্যু মুক্ত করার অভিযান, বন্য প্রাণী সংরক্ষণ এবং জলদস্যুমুক্ত পরবর্তী সময়ে সুন্দরবনকেন্দ্রিক বিভিন্ন পেশার মানুষের জীবন নিয়ে[৬][৭] দীপন ও নাজিম-উদ-দৌলা যৌথপ্রয়াসে ছায়াচিত্রটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেন।[৮] চলচ্চিত্রটির সংলাপ রচনা করেন নাজিম-উদ-দৌলা। এটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ ও নুসরাত ফারিয়া প্রমুখ। ২০১৯ সালের ২০ ডিসেম্বর হতে সুন্দরবন ও তটবর্তী সাগরে চিত্রগ্রহণ শুরু হয়। করোনা ভাইরাসের মহামারির কারণে দীর্ঘ বিরতির পর ২০২০ সালের নভেম্বরে ছায়াছবির মুখ্য চিত্রগ্রহণ শেষ হয়। চলচ্চিত্রটি ২০২১ সালের ইদুল আজহায় মুক্তির জন্য পরিকল্পিত ছিল[৮] এবং মুক্তির অপেক্ষাধীন রয়েছে।
কাহিনিসংক্ষেপ
সম্পাদনাপৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। বিভিন্ন প্রজাতির বন্যপ্রানীর অভয়রাণ্য এই বন, পশুপাখিদের আশ্রয়স্থল ছাড়াও এর তটবর্তী জনপদে বাস করা মানুষদের জীবিকার উৎস। ৪০ বছরের অন্ধিক সময় ধরে এই বনে বিভিন্ন জলদস্যু বেআইনি কাজ করে যাচ্ছে।
বন্যপ্রানী পাচার ছাড়াও বনের প্রান্তিক জনগোষ্টি তাদের অত্যাচারে পীড়িত। সুন্দরবনকে জলদুস্যমুক্ত করতে দায়িত্ব পায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বনের শৃঙ্খলা স্থাপন ও বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠির মাঝে শান্তি ফিরিয়ে র্যাবের মহাপরিচালক (মানস বন্দ্যোপাধ্যায়) দায়িত্ব দেন সুন্দরবন অঞ্চলের র্যাব-৬-এর কমান্ডিং অফিসার ইসতিয়াক আহমেদ(রিয়াজ)কে। ইসতিয়াক তার ব্যাটেলিয়নের অপর দুই অফিসার লেফটেনেন্ট কমান্ডার রিশান
(জিয়াউল রোশান), সিপিসি-১ কমান্ডার ও নবগঠিত সুন্দরবন স্কোয়াডের কমান্ডার মেজর সায়েম (সিয়াম আহমেদ) কে নিয়ে সুন্দরবন দুস্যমুক্ত করার অভিযান শুরু করেন। একই সময় স্থানীয় একটি বেসরকারী এজেন্সির মালিক আমজাদ চৌধুরী(রাইসুল ইসলাম আসাদ)-এর সাহায্যে সুন্দরবনের বাঘ নিয়ে গবেষণা করতে আসেন তানিয়া কবির(নুসরাত ফারিয়া) ও তার সহযোগী সুমি (শাকিলা পারভিন)। গজাল (এহসানুর রহমান)-এর মত একের পর এক জলদস্যুদের ঘাঁটি উৎখাত করতে থাকে ইসতিয়াক, সায়েম ও রিশান। একটা সময় তারা বুঝতে পারে, এই জলদস্যুরা কোন বড় অশুভশক্তির নিয়ন্ত্রণে থাকা পুতুল। সেই অশুভ শক্তির বিরুদ্ধে নবোদ্যমে শুরু হয় তাদের লড়াই।
কুশীলব
সম্পাদনাঅপারেশন সুন্দরবনে মুখ্য শিল্পী ছাড়াও বিভিন্ন পার্শ্ব চরিত্রে ৩০ জন র্যাব সদস্যসহ সুন্দরবন এলাকার প্রায় ১০০ জন স্থানীয় লোকজন অভিনয় করেছেন।[৬] এছাড়াও চলচ্চিত্রটি নির্মাণে প্রায় ১৩০০ কলাকুশলী যুক্ত ছিলেন।[৭] মুখ্য অভিনয়শিল্পীদের প্রকাশিত চরিত্র সমূহ (আনুষ্ঠানিক বাতায়ন হতে অভিযোজিত)[৯]-
- সিয়াম আহমেদ - মেজর সায়েম সাদাত।[১০][১১]
- নুসরাত ফারিয়া - তানিয়া কবির, একজন বাঘ গবেষক।[১২]
- জিয়াউল রোশান - লেফটেনেন্ট কমান্ডার রিশান রায়হান।
- রিয়াজ - ইশতিয়াক আহমেদ, ব্যাটালিয়ান কমান্ডার।[১৩][১৪][১৫]
- মনোজ কুমার প্রামাণিক - সাজু।
- সামিনা বাশার - পাখি।[১৬]
- তাসকিন রহমান - রকিব।
- দিপু ইমাম - টাই হারুন[১৭][১৮]
- দর্শনা বণিক - চিকিৎসক অদিতি রহমান।
- মানস বন্দ্যোপাধ্যায়[১৯] - র্যাব মহাপরিচালক।
- মনির খান শিমুল[১৯] - র্যাব-এর অতিরিক্ত মহাপরিচালক।
- রাইসুল ইসলাম আসাদ[২০] - আমজাদ চৌধুরী।
- আরমান পারভেজ মুরাদ - হাবিব রাজা।
- শতাব্দী ওয়াদুদ - মনা।
- নরেশ ভুইয়া - আক্কাস।
- রওনক হাসান - পলাশ।
- কাজী উজ্জল - সামাদ মাস্টার।
- টুয়া চক্রবর্তী[৬] - পাপড়ী।
- এহসানুর রহমান - গজাল।
- বৈদ্যনাথ - লোকমান মাঝি।
- খায়রুল আলম টিপু - বাবা ওসমান।
- নাজিম হামিদ - ক্যাপ্টেন আসাদ।
- শাকিলা পারভীন[২১] - সুমি।
- দুখু সুমন - সুমন।
- রতন দেব - জলিল।
- তুহিন তানজিল - এএসপি কায়েস।
- প্রণব ঘোষ - বাচ্চু।
- রাজ - রাতুল।
- রাফি - আদনান।
- মিসকাতুল জেমিন - জারা।
- নায়ীম আবির - নায়ীম।
- আরফান শাহ বাবু - লালু।
- গোপাল কর্মকার - রাকেশ শাহা।
- মাসুদ আহমেদ - মনির।
- মোঃ জাহাঙ্গীর আলম - সেলিম।
প্রাক-প্রযোজনা
সম্পাদনা“বিশ্বের সবচেয়ে বড় প্যারাবন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিলো। এটি ছিলো সাধারণ মানুষের জন্য ভয়ের একটি জায়গা। এখন সুন্দরবন দস্যুশূন্য। এটি সম্ভব হয়েছে র্যাবের চৌকস বাহিনীর একের পর এক দুঃসাহসিক অভিযানের কারণে। সেই সব অভিযান নিয়েই আমার নতুন ছবি।”
—দ্য ডেইলি স্টার অনলাইনকে দীপঙ্কর দীপন[২২]
উন্নয়ন
সম্পাদনাএপ্রিল,২০১৮ তে চলচ্চিত্রটি পরিচালনার জন্য র্যাব কর্তৃক দীপংকর দীপনকে প্রস্তাব দেয়া হয়।[১০] চলচ্চিত্রটি নির্মাণের পূর্বে দীপংকর দীপন সুন্দরবন নিয়ে দেড় বছর গবেষণা করেন। চিত্রনাট্যের ৭০ভাগ চিত্রগ্রহণ সুন্দরবন করার জন্য বনের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন দীপন।[১৫][২৩] গবেষণা উন্নয়ন একটি দল (আরডিটি) গল্প রচনা করে।[১০] দীপনের সাথে নাজিম-উদ-দৌলা যৌথভাবে চিত্রনাট্য রচনা করেন।[১২][২৪][২৫] নাজিম-উদ-দৌলা চলচ্চিত্রটির সংলাপ রচনাও করেন।[৮] ১৩ জুন, ২০১৯ তারিখে চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেয়া হয়।[২৬][২৭] নির্মাণের জন্য অনুমিত বাজেট চার কোটি টাকা নির্ধারণ করা হয়।[২৩] র্যাবের পাশাপাশি চিত্রগ্রহণ শেষে সম্পাদনার পৃষ্টপোষক হিসেবে ইভ্যালি[২৮] ও পরবর্তীতে মিনিস্টার গ্রুপ অর্থায়ণ করে।[২৯]
অভিনয়শিল্পী নির্বাচন
সম্পাদনাপ্রাথমিক ভাবে নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, সিয়াম আহমেদ, তাসকিন রহমান,[৩০] রিয়াজ,[৩১] সামিনা বাশার, মনোজ প্রামানিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমান[১১] অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।[৩২][৩৩] 'অপারেশন সুন্দবন'-এর মাধ্যমে সামিনা বাশার চলচ্চিত্রে অভিষিক্ত হন।[১৫] ১ নভেম্বর, ২০১৯ তারিখে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সুন্দরবন জলদুস্য মুক্ত হওয়ার প্রথম বর্ষপূর্তিতে 'অপারেশন সুন্দরবন'-এর লোগো, পোস্টার প্রকাশ ও অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়।[১][৫][১০][৩৪] ১৬ নভেম্বর, ২০১৯ দীপংকর দীপন র্যাব সংশ্লিষ্ট পার্শ্বচরিত্রে অভিনয় করার জন্য নতুন অভিনেতা ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে খুঁজে বের করেন।[৩৫] পরবর্তীতে শতাব্দী ওয়াদুদ,[৩৬] দর্শনা বণিক[৩৭] ও টুয়া চক্রবর্তীর[৬] নাম প্রকাশিত হয়। অন্যান্য মুখ্য শিল্পীদের নাম চলচ্চিত্রটির আনুষ্ঠানিক বাতায়নের মাধ্যমে প্রকাশ করা হয়।[৯]
নির্মাণ
সম্পাদনাপ্রাক-নির্মাণ
সম্পাদনাচিত্রগ্রহণের পূর্বে অভিনয় শিল্পীদের নিয়ে চিত্রনাট্য অনুযায়ী মহড়া দেয়া হয়।[৩৩][৩৮] র্যাব সংশ্লিষ্ট চরিত্র সমূহ আত্মস্থ করার জন্য ১৪ থেকে ১৬ নভেম্বর, ২০১৯ সিয়াম, রোশান ও রিয়াজ র্যাবের প্রশিক্ষণ স্কুলে প্রশিক্ষণ নেন।[১৩][৩৯] ফেসবুকে র্যাব-এর পোশাক পরিহিত রিয়াজ ও সিয়ামের 'ফার্স্ট লুক' প্রকাশ হওয়া নিয়ে যমুনা টেলিভিশন প্রতিবেদন প্রকাশ করে।[৪০] মহরত অনুষ্ঠানের পর ১০ ডিসেম্বর, ২০১৯ হতে চিত্রগ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়।[১১][১৩][২৫][৪১] চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরুর পূর্বে সুন্দরবনের দৃশ্যগুলির জন্য দ্বিতীয় বার মহড়া করা হয়।[৪২][৪৩] চিত্রগ্রহণের প্রয়োজনে দুবলার চরের ছোট জামতলায় বনদস্যুদের আস্তানা ও জেটি নির্মাণ করা হয়।[৪৪] দৃশ্যধারণের জন্য দুটি বড় জলজাহাজ, সাতটি স্পিডবোট, ছয়টি লঞ্চ, দুটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।[৬]
চিত্রগ্রহণের স্থান নির্বাচন
সম্পাদনাপ্রাথমিকভাবে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল, সুন্দরবনের মান্দারবাড়ি চর, বঙ্গবন্ধু চর, পত্নীর চর, কটকার চর এবং বঙ্গপোসাগরের গভীর সমুদ্রে চিত্রগ্রহণের পরিকল্পনা করা হয়।[১০] তবে চিত্রগ্রহণ শুরুর পর সাতক্ষীরার মুন্সীগঞ্জ ও বুড়ি গোয়ালিনী ইউনিয়ন; গভীর বনের অনুকূল পরিবেশের বিবেচনায় কালিরচর, দুবলার চর, আলোর চর, মেহের আলীর চর, ডিমের চর, লক্ষ্মীর চর, হিরন পয়েন্ট ও বানিয়াশান্তা এলাকায় চিত্রায়ন হয়েছে। মুন্সীগঞ্জের কলবাড়িতে চিত্রগ্রহণ পরবর্তী সমইয়ে নির্মাণদল বাঘের মুখোমুখি হয়েছিল।[৪৫] এছাড়াও চলচ্চিত্রটির কিছু 'ইনডোর' দৃশ্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি), গাজীপুরের র্যাব ট্রেনিং সেন্টার ও র্যাবের সদর দপ্তরে নেয়া হয়েছে।[৬]
চিত্রগ্রহণ
সম্পাদনা৪১ দিন সময় নিয়ে চলচ্চিত্রটির সঙ্গীত বাদে চিত্রনাট্যের পূর্ণ চিত্রগ্রহণ করা হয়।[৪৬] দুই ধাপে ৩২ দিন সুন্দরবনে চিত্রগ্রহণ করা হয়।[৬] ২০ ডিসেম্বর, ২০১৯ হতে সাতক্ষীরার মুন্সীগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি, হরিনগর,[৪৭][৪৮] বুড়ি গোয়ালিনী ইউনিয়নের কতিপয় গ্রামে এলাকায় সিয়াম, মনোজ প্রামাণিক ও সামিনা বাশারকে নিয়ে প্রথম ধাপের চিত্রগ্রহণ শুরু হয়।[৪২][৪৯][৫০] ৩০ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত সুন্দরবন, কাটেশ্বর, তটবর্তী বঙ্গপোসাগর ও মংলা বন্দরে প্রথম ধাপের দৃশ্যায়ন সম্পন্ন হয়। ৮ ফেব্রুয়ারি, ২০২০ হতে দ্বিতীয় ধাপের চিত্রগ্রহণ শুরুর ঘোষণা দেয়া হয়[৫১][৫২] এই পর্যায়ে ১৩ ফেব্রুয়ারি হতে ১১ মার্চ পর্যন্ত দুবলার চরের ছোট জামতলায় চিত্রগ্রহণের মাধ্যমে সুন্দরবন অংশের দৃশ্যায়ন শেষ হয়।[৪৪] বাংলাদেশে করোনা ভাইরাস মহামারির কারণে এর শেষাংশের চিত্রগ্রহণ স্থগিত থাকে এবং আট মাস বাদে শেষাংশের চিত্রগ্রহণ শুরু হয়।[১৯] ১০ নভেম্বর, ২০২০ পূর্ণ চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[৫৩]
সঙ্গীত
সম্পাদনাঅপারেশন সুন্দরবন-এ ‘প্রেমের চাদরে’ ও ‘চাই ঘূর্ণিঝড়ে’ শিরোনামের দুইটি সহ মোট তিনটি গান ব্যবহার করা হয়েছে।[৪৪][৫৪]
প্রচারণা ও মুক্তি
সম্পাদনাঅপারেশন সুন্দরবন-এর মুক্তির তারিখ বেশ কয়েকবার পরিবর্তিত হয়। প্রাথমিকভাবে চলচ্চিত্রটি ২০২০ সালের ঈদুল আযহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহ সমূহে মুক্তির পরিকল্পিত ছিল।[৬][৩৮][৫৫][৫৬] পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে চলচ্চিত্রটি মুক্তির ঘোষণা দেয়া হয়।[৭] ট্রেইলার উম্মুক্তকরণ ও আনুষ্ঠানিক বাতায়ন সক্রীয় করার মাধ্যমে চলচ্চিত্রটির প্রচারণা শুরু হয়,[৫৭] একই সাথে ২০২১ সালের ইদুল আজহায় মুক্তির ঘোষণা করা হয়।[৫৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "'None will be spared to keep Sundarbans free from robbers'"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০২। ২০২২-০১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ "Dipankar Dipon to make film on RAB"। ঢাকা ট্রিবিউন। ২০১৯-০৬-১৫। ২০১৯-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "'অপারেশন সুন্দরবন' ছবির আনুষ্ঠানিক ঘোষণা"। দৈনিক মানবজমিন। ২০১৯-০৬-১৫। ২০১৯-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "এবার র্যাবের অভিযান নিয়ে চলচ্চিত্র 'অপারেশন সুন্দরবন'"। দৈনিক কালের কণ্ঠ। ২০১৯-০৬-১৩। ২০১৯-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ "'অপারেশন সুন্দরবন'-এর কলাকুশলীদের সামনে আনছেন পরিচালক"। দেশ রূপান্তর। ২০১৯-১০-৩১। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "সুন্দরবনে শেষ, এবার ঢাকায়"। প্রথম আলো। ২০২০-০৩-১৬। ২০২০-০৩-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৬।
- ↑ ক খ গ "'অপারেশন সুন্দরবন' কোন লাভজনক চলচ্চিত্র নয়: আশিক বিল্লাহ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-১০-৩১। ২০২০-১১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-৩১।
- ↑ ক খ গ "টিজারে 'অপারেশন সুন্দরবন', মুক্তি ঈদে"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২১-০২-২৪। ২০২১-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০২।
- ↑ ক খ "কলা-কুশলী"। অপারেশন সুন্দরবন আনুষ্ঠানিক বাতায়ন। ২০২২-০১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৩।
- ↑ ক খ গ ঘ ঙ "জলদস্যুদের সামনে সিনেমার শিল্পীরা"। প্রথম আলো। ২০১৯-১০-৩১। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ গ "ব্লকবাস্টার একটি ছবি হবে 'অপারেশন সুন্দরবন'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-০১। ২০২০-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ ক খ "নুসরাত ফারিয়া এবার বাঘ গবেষক!"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-০১। ২০২০-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭।
- ↑ ক খ গ "র্যাবের প্রশিক্ষণ নিলেন তিন নায়ক"। মানবজমিন। ২০১৯-১২-০৬। ২০১৯-১২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০।
- ↑ "র্যাবের কমান্ডিং অফিসার রিয়াজ"। দৈনিক আমাদের সময়। ২০১৯-১১-০২। ২০১৯-১১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ ক খ গ "দীপনের অপারেশন সুন্দরবন-এ সামিনা"। বাংলাদেশ প্রতিদিন। ২০১৯-১১-০২। ২০১৯-১১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ "শুরুতেই দুই সিনেমা"। মানবজমিন। ২০১৯-১১-০৪। ২০১৯-১১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- ↑ "৫ সিনেমাতে দিপু ইমাম"। দৈনিক সংবাদ। ২০১৯-১২-১০। ২০১৯-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯।
- ↑ "দুই ঈদে বড়পর্দায় দিপু ইমাম"। দেশ রূপান্তর। ২০১৯-১২-১৫। ২০১৯-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯।
- ↑ ক খ গ "'অপারেশন সুন্দরবন' এর শেষ লটে যুক্ত হলেন মানস ও শিমুল"। দৈনিক সমকাল। ২০২০-১০-২৯। ২০২০-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-৩১।
- ↑ "স্বাধীনতা দিবসে আসছে 'অপারেশন সুন্দরবন'"। বাংলা ট্রিবিউন। ২০২০-১০-৩১। ২০২০-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-৩১।
- ↑ "অপারেশন সুন্দরবনে শাকিলা"। যায় যায় দিন। ২০২০-০৩-১২। ২০২১-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৩।
- ↑ "সুন্দরবনে র্যাবের অভিযানের গল্প সিনেমায়"। দ্য ডেইলি স্টার অনলাইন। ২০১৯-০৬-১৫। ২০২০-০৪-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ "'ঢাকা অ্যাটাক'-এর পর 'অপারেশন সুন্দরবন'"। প্রথম আলো। ২০১৯-০৬-১৪। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "দুই বছর গবেষণার ফল দীপনের 'অপারেশন সুন্দরবন'"। বাংলা মুভি ডেটাবেজ। ২০২০-০২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ "তারকাবহুল 'অপারেশন সুন্দরবন'"। দেশ রূপান্তর। ২০১৯-১১-০২। ২০১৯-১১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- ↑ "সুন্দরবনে র্যাবের অভিযানের গল্প সিনেমায়"। দ্য ডেইলি স্টার। ২০১৯-০৬-১৫। ২০২০-০৪-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "র্যাবের অভিযান নিয়ে দীপনের ছবি 'অপারেশন সুন্দরবন'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৬-১৩। ২০২০-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "ইভ্যালির পৃষ্ঠপোষকতায় র্যাবের চলচ্চিত্র 'অপারেশন সুন্দরবন'"। দৈনিক ইত্তেফাক। ২০২১-০১-১১। ২০২২-০১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২।
- ↑ "'অপারেশন সুন্দরবন' চলচ্চিত্রের গোল্ড স্পনসর মিনিস্টার গ্রুপ"। বাংলা ট্রিবিউন। ২০২১-০২-২৩। ২০২১-০৪-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০২।
- ↑ "দীপঙ্কর দীপনের নতুন দুই ছবিতে তাসকিন"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১০-০৬। ২০২০-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "সিনেমায় ফিরছেন রিয়াজ"। সারাবাংলা.নেট। ২০১৯-১০-৩১। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "নায়ক-নায়িকা নিয়ে সুন্দরবনে মহরত"। প্রথম আলো। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ "জলদস্যুদের নিয়ে থ্রিলার 'অপারেশন সুন্দরবন'"। দ্য ডেইলি স্টার। ২০১৯-১১-০৫। ২০২০-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১১।
- ↑ "'অপারেশন সুন্দরবন' ছবির শিল্পীদের পরিচয়পর্ব কাল"। এনটিভি অনলাইন। ২০১৯-১০-৩১। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "অপারেশন সুন্দরবন: র্যাব চরিত্রে অভিনেতা খুঁজছেন নির্মাতা"। দেশ রূপান্তর। ২০১৯-১১-১৩। ২০১৯-১১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- ↑ "'এটা আমার কাছে বড় প্রাপ্তি'"। মানবজমিন। ২০১৯-১১-১৬। ২০১৯-১১-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- ↑ "'অপারেশন সুন্দরবন' সিনেমায় যুক্ত হলেন কলকাতার দর্শনা"। বাংলানিউজ২৪.কম। ২০২০-০৩-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯।
- ↑ ক খ "Shooting for 'Operation Sundarban' to start from December"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০৪। ২০১৯-১১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- ↑ "র্যাবের প্রশিক্ষণ নিলেন রিয়াজ-সিয়াম-রোশান"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-০৬। ২০১৯-১২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০।
- ↑ "রিয়াজ ও সিয়ামের লুকে আসতে যাচ্ছে 'অপারেশন সুন্দরবন'"। যমুনা টিভি। ২০১৯-১১-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬ – ইউটিউব-এর মাধ্যমে।
- ↑ "'অপারেশন সুন্দরবন'-এ জুটি বাঁধছেন মনোজ-সামিনা"। সময় টিভি। ২০১৯-১১-০২। ২০১৯-১১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ ক খ "সুন্দরবনে শুরু হলো দীপনের অপারেশন!"। বাংলা ট্রিবিউন। ২০১৯-১২-২০। ২০১৯-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- ↑ "ছবির মহড়া করাচ্ছে র্যাব"। প্রথম আলো। ২০১৯-১২-২০। ২০১৯-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- ↑ ক খ গ "জেটি-টাওয়ার নির্মাণ করে শুটিং!"। সারাবাংলা.নেট। ২০২০-০৩-০১। ২০২০-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯।
- ↑ "অপারেশন সুন্দরবন সিনেমার শুটিং স্পটে বাঘ!"। জাগো নিউজ। ২০২১-০২-২২। ২০২১-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০২।
- ↑ "৩ মাসের অপারেশন শেষ হলো ১১ মাসে"। বাংলা ট্রিবিউন। ২০২০-১১-১২। ২০২০-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৪।
- ↑ "Shooting of 'Operation Sundarbans' begins"। unb.com.bd (English ভাষায়)। ২০১৯-১২-২০। ২০২০-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯।
- ↑ "শ্যামনগরে 'অপারেশন সুন্দরবন' সিনেমার শ্যুটিং শুরু এক সাথে রিয়াজ-সিয়াম-রোশান-নুসরাত ফারিয়া-তাসকিন"। দৈনিক ইনকিলাব। ২০১৯-১২-২০। ২০১৯-১২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৫।
- ↑ "শৈত্যপ্রবাহ তবু শুটিং"। দৈনিক কালের কণ্ঠ। ২০১৯-১২-২০। ২০১৯-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- ↑ "সাতক্ষীরায় 'অপারেশন সুন্দরবন'র শুটিং শুরু"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৯-১২-২০। ২০১৯-১২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- ↑ "'টানা ১১ দিন পানিতে থাকতে হবে'"। প্রথম আলো। ২০২০-০১-২১। ২০২০-০১-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২।
- ↑ "'মিশন এক্সট্রিম' শুরুর সময় তিনটি ছবিতে চুক্তিবদ্ধ ছিলাম: দীপন"। সারাবাংলা.নেট। ২০২০-০১-২৩। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।
- ↑ "ভোরে শেষ 'অপারেশন সুন্দরবন', মুক্তি ২৬ মার্চ"। এনটিভি অনলাইন। ২০২০-১১-১০। ২০২০-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-১০।
- ↑ "অপারেশন সুন্দরবন: টিজারের সঙ্গে পাওয়া গেল গানও"। বাংলা ট্রিবিউন। ২০২১-০২-২৪। ২০২১-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৪।
- ↑ "র্যাব নিয়ে সিনেমা বানাচ্ছেন দীপন"। ঢাকা ট্রিবিউন Bangla। ২০১৯-০৬-১৪। ২০২২-০১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "দীপনের নতুন ছবি 'অপারেশন সুন্দরবন'"। আমাদের সময়। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "'অপারেশন সুন্দরবন'র টিজার-ওয়েবসাইট উন্মোচিত"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২১-০২-২৪। ২০২১-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০২।
- ↑ "'অপারেশন সুন্দরবন' : টিজারে রহস্যঘেরা নতুনত্ব, মুক্তি ঈদে"। এনটিভি অনলাইন। ২০২১-০২-২৪। ২০২২-০১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ফেসবুকে অপারেশন সুন্দরবন
- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে অপারেশন সুন্দরবন
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অপারেশন সুন্দরবন (ইংরেজি)