৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৪৭তম আয়োজন; যা ২০২২ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়।[১] ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে। ২০২৩ সালের ৩১ অক্টোবর আনুষ্ঠানিক বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।[২][৩][৪]
৪৭তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০২২ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
ঘোষণা | ৩১ অক্টোবর ২০২৩ | |||
প্রদান | ১৪ নভেম্বর ২০২৩ | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | ||||
শ্রেষ্ঠ অভিনেতা | চঞ্চল চৌধুরী | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | জয়া আহসান এবং রিকিতা নন্দিনী শিমু | |||
সর্বাধিক পুরস্কার | শিমু (৪) | |||
|
বিজয়ীদের তালিকা
সম্পাদনাআজীবন সম্মাননা
সম্পাদনাবিভাগ | বিজয়ী | সূত্র |
---|---|---|
আজীবন সম্মাননা | রোজিনা ও খসরু | [৫] |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-১০-৩১)। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন জয়া-চঞ্চল-শিমু, রোজিনা-খসরুকে আজীবন সম্মাননা"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০১।
- ↑ "সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু"। banglanews24.com। ২০২৩-১০-৩১। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ ঘোষণা"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২: অভিনয়ে শ্রেষ্ঠ চঞ্চল, জয়া ও শিমু"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০১।
- ↑ "৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীরা" (পিডিএফ)। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা চঞ্চল, অভিনেত্রী জয়া–শিমু"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-০১। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০১।
- ↑ "আমি ভীষণ আনন্দিত: বাপ্পা মজুমদার"। সময় নিউজ। ১ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৩।