হাওয়া (চলচ্চিত্র)
হাওয়া হলো ২০২২ সালের একটি বাংলাদেশী বাংলা ভাষার রহস্য–নাট্যধর্মী চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। এটি সুমনের পরিচালিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের অধীনে প্রযোজিত এবং ফেসকার্ড প্রোডাকশনের অধীনে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির গল্প মূলত একালের রূপকথা নির্ভর, যার কাহিনি গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারে আটকে পড়া আটজন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে আবর্তিত হয়েছে।[৪] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল ও রিজভী রিজু।[৫]
হাওয়া | |
---|---|
পরিচালক | মেজবাউর রহমান সুমন |
প্রযোজক | অঞ্জন চৌধুরী পিন্টু |
রচয়িতা | মেজবাউর রহমান সুমন |
সংলাপ | সুকর্ণ সাহেদ ধীমান |
চিত্রনাট্যকার | জাহিন ফারুক আমিন |
কাহিনিকার | মেজবাউর রহমান সুমন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
চিত্রগ্রাহক | কামরুল হাসান খসরু |
সম্পাদক | সজল অলক |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক |
|
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
আয় | ৳১৬ কোটি[২][৩] |
চলচ্চিত্রটি ২০২২ সালের ২৯ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৬] মুক্তির পর চলচ্চিত্রটি এর পরিচালনা, চিত্রগ্রহণ ও অভিনয়শিল্পীদলের অভিনয়ের জন্য প্রশংসিত হয়। এটি ৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২টি বিভাগে এবং ২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কারে ৬টি মনোনয়ন থেকে সেরা চলচ্চিত্র, সেরা চলচ্চিত্র পরিচালক (সুমন)-সহ পাঁচটি পুরস্কার অর্জন করে।
পটভূমি
সম্পাদনাঅভিজ্ঞ চান মাঝির নেতৃত্বে আটজন মাঝি মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। তার সাথে আছে তার পুরনো সঙ্গী এজা, নাগু, ফণী ও মরা এবং দলে নতুন ইবা, উরকেস ও পারকেস। মাছ ধরতে গিয়ে জাল ফেলে তারা এক বেদের মেয়েকে সমুদ্র থেকে তোলে। এরপর থেকে ট্রলারে রহস্যময় সব ঘটনা ঘটতে থাকে। তাদের জালে কোন মাছ ওঠে না এবং গভীর সমুদ্রে হারিয়ে যায়। সবাই বেদের মেয়েকে দোষারোপ করে ট্রলার থেকে সমুদ্রে ফেলে দিতে বলে। ইবা তার পাশে দাড়ায় এবং তার সাথে বন্ধুত্ব হয়ে ওঠে। ইবা জানতে পারে বেদের মেয়ের নাম (গুলতি)। সে প্রতিশোধ নিতে এই ট্রলারে এসেছে। তারপর একে একে সবাই তার শিকার হতে থাকে।
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- চঞ্চল চৌধুরী – চান মাঝি
- নাজিফা তুষি – গুলতি[৭]
- শরিফুল রাজ – ইবা (ইব্রাহীম)
- সুমন আনোয়ার – এজা
- নাসির উদ্দিন খান – নাগু
- সোহেল মণ্ডল – উরকেস
- রিজভী রিজু – পারকেস
- মাহমুদ আলম – মরা
- বাবলু বোস – ফণী
- মৃণাল দত্ত
- ইকবাল হোসেন - ক্যানভাসার
- আহমেদ ফারুক
- শরীফ সিরাজ - ইঞ্জিন মিস্ত্রী
- এজাজ বারী
- আবিদ মল্লিক
- আমিনুল ইসলাম হেলাল
- এরফান মৃধা শিবলু - গায়ক
- কাউয়া নিজাম
- সঞ্জয় পাল
- সুশান্ত পৃথ্বীরাজ
- নাঈম জামান
- মীর কাশেম
- নারু বিকাশ দাস
নির্মাণ
সম্পাদনাচলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় ২০১৯ সালের ১৩ অক্টোবর।[৮][৯] বঙ্গোপসাগরের কোল ঘেষা সেন্ট মার্টিন দ্বীপে এর দৃশ্যধারণ করা হয়েছে।[১০]
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানে কণ্ঠ দিয়েছেন এরফান মৃধা শিবলু, মেঘদল ও বাসুদেব দাস বাউল। এ চলচ্চিত্রের হাশিম মাহমুদের লেখা ও সুর করা "সাদা সাদা কালা কালা" গানটি দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা লাভ করে।
হাওয়া | |
---|---|
ইমন চৌধুরী, হাশিম মাহমুদ, আরফান মৃধা শিবলু, মেঘদল কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ২০২২ |
শব্দধারণের সময় | ২০২০ |
ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত |
ভাষা | বাংলা |
গানের তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "সাদা সাদা কালা কালা" | হাশিম মাহমুদ | এরফান মৃধা শিবলু | ৩:৫৫ |
২. | "এ হাওয়া" | শিবু কুমার শীল, মেজবাউর রহমান সুমন | মেঘদল (শিবু কুমার শীল, মেজবাউর রহমান সুমন) | ৫:৫৫ |
৩. | "৮টা বাজে দেরি করিস না" | বাসুদেব দাস বাউল | বাসুদেব দাস বাউল | ৪:০১ |
মুক্তি
সম্পাদনা২০২২ সালের ২রা এপ্রিল চলচ্চিত্রটির পোস্টার প্রকাশিত হয়।[৫] ২০২২ সালের ৭ই জুন চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশিত হয়।[৪][১১][১২] ২০২২ সালের ৩রা জুলাই চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সেন্সর ছাড়পত্র পায়। একই বছরের ২৯ জুলাই দেশের ২৪টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পায়।[১][১৩] মুক্তির পর চলচ্চিত্রটি দর্শকদের থেকে ইতিবাচক মন্তব্য লাভ করে।[১৪]
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাপ্রদানের তারিখ | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
৪ মার্চ ২০২৩ | বাইফা পুরস্কার | সেরা প্রতিশ্রুতিশীল তারকা (নারী) | নাজিফা তুষি | বিজয়ী | [১৫] |
৮ সেপ্টেম্বর ২০২৩ | মেরিল-প্রথম আলো পুরস্কার | সেরা চলচ্চিত্র অভিনেতা | চঞ্চল চৌধুরী | বিজয়ী | [১৬] [১৭] [১৮] |
সেরা গায়ক | এরফান মৃধা শিবলু | বিজয়ী | |||
সেরা নবাগত অভিনয়শিল্পী | রিজভী রিজু | মনোনীত | |||
সেরা চলচ্চিত্র (সমালোচক) | অজয় কুমার কুন্ডু | বিজয়ী | |||
সেরা চলচ্চিত্র পরিচালক (সমালোচক) | মেজবাউর রহমান সুমন | বিজয়ী | |||
সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) | নাজিফা তুষি | বিজয়ী | |||
৩১ অক্টোবর ২০২৩ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | চঞ্চল চৌধুরী | বিজয়ী | [১৯] |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | রিপন নাথ | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "মুক্তি পেল 'হাওয়া'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২২-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০২২-০৭-৩১।
- ↑ "ইউএস টপচার্টে বাংলাদেশের 'হাওয়া'"। বাংলা ট্রিবিউন। ৭ সেপ্টেম্বর ২০২২। ৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "মাল্টিপ্লেক্সেই 'হাওয়া'র ১৪ কোটি টাকার ব্যবসা"। দ্য ডেইলি স্টার। ২২ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২।
- ↑ ক খ "অবশেষে মুক্তি পেলো বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'হাওয়া'-র ট্রেইলার"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮।
- ↑ ক খ "'হাওয়া'র পোস্টার রিলিজ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২২-০৪-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮।
- ↑ "আজ থেকে 'হাওয়া' বইবে"। দৈনিক প্রথম আলো। ২৯ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২২।
- ↑ "৬ মাস বিছানায় ঘুমাননি, বেদেপল্লির 'গুলতি' হওয়ার অভিজ্ঞতা শোনালেন তুষি"। ঢাকা ট্রিবিউন। ২০২২-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০২২-০৭-৩১।
- ↑ "শুরু হলো সুমনের 'হাওয়া' চলচ্চিত্রের শুটিং"। চ্যানেল আই অনলাইন। ২০২২-০৪-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮।
- ↑ "অবশেষে প্রকাশ্যে এলো বহুল প্রতীক্ষিত 'হাওয়া'-র ট্রেলার"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮।
- ↑ "৪০ দিন পর বাড়ি ফিরলেন চঞ্চল চৌধুরী"। দৈনিক প্রথম আলো। ২০১৯-১২-০৮। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮।
- ↑ "বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'হাওয়া'-র ট্রেইলার"। বাংলাদেশ জার্নাল। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮।
- ↑ "অবশেষে প্রকাশ্যে এলো বহুল প্রতীক্ষিত 'হাওয়া'-র ট্রেলার"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮।
- ↑ "২৪ হলে মুক্তি পাচ্ছে 'হাওয়া'"। সময় নিউজ। সংগ্রহের তারিখ ২০২২-০৭-৩১।
- ↑ "Hawa: A Chanchal Chowdhury Show!"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০২২-০৭-৩১।
- ↑ রণ, মাসিদ (৫ মার্চ ২০২৩)। "তারকাখচিত দ্বিতীয় বাইফা অ্যাওয়ার্ড"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩।
- ↑ আলম, মো রাশেদুল (৯ সেপ্টেম্বর ২০২৩)। "মেরিল-প্রথম আলো পুরস্কার: তারকা জরিপ পুরস্কারে সেরা হলেন যারা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২: সেরা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনেতা চঞ্চল চৌধুরী"। বণিক বার্তা। ৯ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "মনোনয়নের এই অনুভূতি স্বপ্নের চেয়ে কম কিছু নয়"। দৈনিক প্রথম আলো। ২ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২: অভিনয়ে শ্রেষ্ঠ চঞ্চল, জয়া ও শিমু"। বাংলা ট্রিবিউন। ৩১ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে হাওয়া (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে হাওয়া
- ফেসবুকে হাওয়া