২০২৪ আইসিসি টি২০ বিশ্বকাপ দলীয় সদস্য
২০২৪ আইসিসি টি২০ বিশ্বকাপ দলীয় সদস্য হল আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের নবম সংস্করণ আসর।[১] এটি ১ থেকে ২৮ জুন ২০২৪ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজক হিসেবে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল।[২] ১ মে ২০২৪ তারিখে প্রতিটি দলীয় সদস্যদের নাম জমা দেওয়ার চূড়ান্ত শেষ সময় ধার্য করা হয়েছিল।[৩]
গ্রুপ এ
সম্পাদনাকানাডা
সম্পাদনা২৩ মে ২০২৪-এ, তারিখে কানাডা তাদের দল ঘোষণা করেছিল।[৪]
কোচ: পুবুদু দাসানায়াকে
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | জিটি২০ দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক | |||||
২৩ | সাদ বিন জাফর (অধিঃ) | ১০ নভেম্বর ১৯৮৬ (বয়স ৩৭) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | টরন্টো ন্যাশনালস |
ব্যাটসম্যান | |||||
৮৪ | দিলপ্রীত বাজওয়া | ৪ জানুয়ারি ২০০১ (বয়স ২৩) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | মন্ট্রিল টাইগার্স |
৩৭ | নবনিত ধালিওয়াল | ১০ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৫) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | মিসিসাগা প্যান্থার্স |
৪৫ | অ্যারন জনসন | ১৬ মার্চ ১৯৯১ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ব্র্যাম্পটন ওলভেস |
৯৮ | নিকোলাস কিরটন | ৬ মে ১৯৯৮ (বয়স ২৫) | বাঁহাতি | ডানহাতি অফ ব্রেক | টরন্টো ন্যাশনালস |
৩ | পারগত সিং | ১৩ এপ্রিল ১৯৯২ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | সারে জাগুয়ার্স |
৪৯ | রবীন্দ্রপাল সিং | ১৪ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৫) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ভ্যাঙ্কুভার নাইটস |
উইকেট-রক্ষক | |||||
৪৩ | শ্রেয়াস মোভা (উইঃ) | ৪ সেপ্টেম্বর ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | – | মিসিসাগা প্যান্থার্স |
অল রাউন্ডার | |||||
৬ | রাইয়ান পাঠান | ৬ ডিসেম্বর ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ভ্যাঙ্কুভার নাইটস |
স্পিনার্স | |||||
১৩ | নিখিল দত্ত২ | ১৩ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | মিসিসাগা প্যান্থার্স |
৮১ | জুনায়েদ সিদ্দিকী | ২৫ মার্চ ১৯৮৫ (বয়স ৩৯) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | - |
পেসার | |||||
১৯ | জেরেমি গর্ডন | ২০ জানুয়ারি ১৯৮৭ (বয়স ৩৭) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ব্র্যাম্পটন ওলভেস |
২০ | ডিলন হেইলিগার | ২১ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৪) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | সারে জাগুয়ার্স |
১১ | ঋষিব যোশী১ | ৪ অক্টোবর ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | বাঁহাতি মিডিয়াম-ফাস্ট | ব্র্যাম্পটন ওলভেস |
৫ | কালিম সানা | ১ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩০) | ডানহাতি | বাঁহাতি মিডিয়াম-ফাস্ট | মন্ট্রিল টাইগার্স |
প্রত্যাহার করা খেলোয়াড় | |||||
৫৮ | কানওয়ারপাল তথগুর (উইঃ)১ | ৫ আগস্ট ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | - | ভ্যাঙ্কুভার নাইটস |
১৮ | হর্ষ ঠাকর২ | ২৪ অক্টোবর ১৯৯৭ (বয়স ২৬) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ভ্যাঙ্কুভার নাইটস |
১কানওয়ারপাল তথগুর চূড়ান্ত দল থেকে বাদ পড়েছিলেন, যিনি ঋষিব যোশীকে প্রতিস্থাপন করেছিলেন।[৫]
২চোটের কারণে হর্ষ ঠাকর টুর্নামেন্ট থেকে ছিটকে যান ও নিখিল দত্তকে তার স্থলাভিষিক্ত করা হয়।[৫]
ভারত
সম্পাদনা৩০ এপ্রিল ২০২৪-এ, তারিখে ভারত তাদের দল ঘোষণা করেছিল।[৬]
কোচ: রাহুল দ্রাবিড়
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | এফসি দল / আইপিএল দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক ও সহ-অধিনায়ক | |||||
৪৫ | রোহিত শর্মা (অধিঃ) | ৩০ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৭) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | মুম্বই / মুম্বই ইন্ডিয়ান্স |
৩৩ | হার্দিক পাণ্ড্য (সহ-অধিঃ) | ১১ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | বরোদা / মুম্বই ইন্ডিয়ান্স |
ব্যাটসম্যান | |||||
৬৪ | যশস্বী জয়সওয়াল | ২৮ ডিসেম্বর ২০০১ (বয়স ২২) | বাঁহাতি | ডানহাতি লেগ ব্রেক | মুম্বই / রাজস্থান রয়্যালস |
১৮ | বিরাট কোহলি | ৫ নভেম্বর ১৯৮৮ (বয়স ৩৫) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | দিল্লি / রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
৬৩ | সূর্যকুমার যাদব | ১৪ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | মুম্বই / মুম্বই ইন্ডিয়ান্স |
উইকেট-রক্ষক | |||||
১৭ | ঋষভ পন্থ (উইঃ) | ৪ অক্টোবর ১৯৯৭ (বয়স ২৬) | বাঁহাতি | – | দিল্লি / দিল্লি ক্যাপিটালস |
৯ | সঞ্জু স্যামসন (উইঃ) | ১১ নভেম্বর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | কেরালা / রাজস্থান রয়্যালস |
অল রাউন্ডার | |||||
২৫ | শিবম দুবে | ২৬ জুন ১৯৯৩ (বয়স ৩০) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম | মুম্বই /চেন্নাই সুপার কিংস |
৮ | রবীন্দ্র জাদেজা | ৬ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৫) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | সৌরাষ্ট্র /চেন্নাই সুপার কিংস |
২০ | অক্ষর প্যাটেল | ২০ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩০) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | গুজরাত / দিল্লি ক্যাপিটালস |
পেসার | |||||
৯৩ | জসপ্রিত বুমরাহ | ৬ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | গুজরাত / মুম্বই ইন্ডিয়ান্স |
২ | আর্শদীপ সিং | ৫ ফেব্রুয়ারি ১৯৯৯ (বয়স ২৫) | বাঁহাতি | বাঁহাতি মিডিয়াম-ফাস্ট | পাঞ্জাব / পাঞ্জাব কিংস |
৭৩ | মোহাম্মদ সিরাজ | ১৩ মার্চ ১৯৯৪ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | হায়দ্রাবাদ / রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
স্পিনার্স | |||||
৩ | যুজবেন্দ্র চাহাল | ২৩ জুলাই ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | হরিয়ানা / রাজস্থান রয়্যালস |
২৩ | কুলদীপ যাদব | ১৪ ডিসেম্বর ১৯৯৪ (বয়স ২৯) | বাঁহাতি | বাঁহাতি রিস্ট স্পিন | উত্তরপ্রদেশ / দিল্লি ক্যাপিটালস |
স্ট্যান্ডবাই খেলোয়াড়[৬] | |||||
৭১ | খলিল আহমেদ | ৫ ডিসেম্বর ১৯৯৭ (বয়স ২৬) | ডানহাতি | বাঁহাতি ফাস্ট-মিডিয়াম | রাজস্থান / দিল্লি ক্যাপিটালস |
৭৭ | শুভমান গিল | ৮ সেপ্টেম্বর ১৯৯৯ (বয়স ২৪) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | পাঞ্জাব / গুজরাত টাইটান্স |
৬৫ | আবেশ খান | ১৩ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২৭) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | মধ্যপ্রদেশ / রাজস্থান রয়্যালস |
৩৫ | রিংকু সিং | ১২ অক্টোবর ১৯৯৭ (বয়স ২৬) | বাঁহাতি | ডানহাতি অফ স্পিন | উত্তরপ্রদেশ /কলকাতা নাইট রাইডার্স |
আয়ারল্যান্ড
সম্পাদনা৭ মে ২০২৪-এ, আয়ারল্যান্ড দল তাদের সদস্যদের তালিকা প্রকাশ করেছিল।[৭]
কোচ: হাইনরিখ মালান
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | এফসি দল / আইপিটি২০ দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক | |||||
১ | পল স্টার্লিং (অধিঃ) | ৩ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি অফ-ব্রেক | নর্দার্ন নাইটস |
ব্যাটসম্যান | |||||
১৫ | রস অ্যাডায়ার | ২১ এপ্রিল ১৯৯৪ (বয়স ৩০) | ডানহাতি | - | নর্দার্ন নাইটস |
৬৩ | অ্যান্ড্রু বালবির্নি | ২৮ ডিসেম্বর ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি অফ-ব্রেক | লিনস্টার লাইটনিং |
১৩ | হ্যারি টেক্টর | ৬ ডিসেম্বর ১৯৯৯ (বয়স ২৪) | ডানহাতি | ডানহাতি অফ-ব্রেক | লিনস্টার লাইটনিং |
উইকেট-রক্ষক | |||||
5 | নিল রক (উইঃ) | ২৪ সেপ্টেম্বর ২০০০ (বয়স ২৩) | বাঁহাতি | - | নর্দার্ন নাইটস |
3 | লোরকান টাকার (উইঃ) | ১০ সেপ্টেম্বর ১৯৯৬ (বয়স ২৭) | ডানহাতি | - | লিনস্টার লাইটনিং |
অল রাউন্ডার | |||||
৮৫ | কার্টিস ক্যাম্ফার | ২০ এপ্রিল ১৯৯৯ (বয়স ২৫) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | মুনস্টার রেডস |
৬৪ | গ্যারেথ ডেলানি | ২৮ এপ্রিল ১৯৯৭ (বয়স ২৭) | ডানহাতি | ডানহাতি লেগ-ব্রেক | মুনস্টার রেডস |
৫০ | জর্জ ডকরেল | ২২ জুলাই ১৯৯২ (বয়স ৩১) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | লিনস্টার লাইটনিং |
পেসার | |||||
৩২ | মার্ক অ্যাডায়ার | ২৭ মার্চ ১৯৯৬ (বয়স ২৮) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | নর্দার্ন নাইটস |
৪১ | গ্রাহাম হিউম | ২৩ নভেম্বর ১৯৯০ (বয়স ৩৩) | বাঁহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স |
৮২ | জোশ লিটল | ১ নভেম্বর ১৯৯৯ (বয়স ২৪) | ডানহাতি | বাঁহাতি ফাস্ট-মিডিয়াম | লিনস্টার লাইটনিং |
৬০ | ব্যারি ম্যাকার্থি | ১৩ সেপ্টেম্বর ১৯৯২ (বয়স ৩১) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | লিনস্টার লাইটনিং |
৪৪ | ক্রেগ ইয়ং | ৪ এপ্রিল ১৯৯০ (বয়স ৩৪) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স |
স্পিনার্স | |||||
৮৬ | বেন হোয়াইট | ২৯ আগস্ট ১৯৯৮ (বয়স ২৫) | ডানহাতি | ডানহাতি লেগ-ব্রেক | নর্দার্ন নাইটস |
পাকিস্তান
সম্পাদনা২৪ মে ২০২৪-এ, পাকিস্তান দল ঘোষণা করেছিল।[৮]
কোচ: গ্যারি কার্স্টেন
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | এফসি দল / পিএসএল দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক | |||||
৫৬ | বাবর আজম (অধিঃ) | ১৫ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি অফ-ব্রেক | - / পেশোয়ার জালমি |
ব্যাটসম্যান | |||||
৬৩ | সাইম আইয়ুব | ২৪ মে ২০০২ (বয়স ২২) | বাঁহাতি | বাঁহাতি অফ ব্রেক | করাচি হোয়াইটস / পেশোয়ার জালমি |
৩৯ | ফখর জামান | ১০ এপ্রিল ১৯৯০ (বয়স ৩৪) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | অ্যাবোটাবাদ / পেশোয়ার জালমি |
৯৫ | ইফতিখার আহমেদ | ৩ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি অফ-ব্রেক | পেশোয়ার / মুলতান সুলতান্স |
উইকেট-রক্ষক | |||||
৭৮ | উসমান খান (উইঃ) | ১০ মে ১৯৯৫ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি অফ-ব্রেক | - / মুলতান সুলতান্স |
৭৭ | আজম খান (উইঃ) | ১০ আগস্ট ১৯৯৮ (বয়স ২৫) | ডানহাতি | - | করাচি হোয়াইটস /ইসলামাবাদ ইউনাইটেড |
১৬ | মোহাম্মদ রিজওয়ান (উইঃ) | ১ জুন ১৯৯২ (বয়স ৩১) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | পেশোয়ার / মুলতান সুলতান্স |
অল রাউন্ডার | |||||
৯ | ইমাদ ওয়াসিম | ১৮ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৫) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | ইসলামাবাদ / ইসলামাবাদ ইউনাইটেড |
৭ | শাদাব খান | ৪ অক্টোবর ১৯৯৮ (বয়স ২৫) | ডানহাতি | ডানহাতি লেগ-ব্রেক | রাওয়ালপিন্ডি / ইসলামাবাদ ইউনাইটেড |
পেসার | |||||
৫৫ | আব্বাস আফ্রিদি | ৪ মে ২০০১ (বয়স ২২) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | পেশোয়ার / মুলতান সুলতান্স |
১০ | শাহীন আফ্রিদি | ৬ এপ্রিল ২০০০ (বয়স ২৪) | বাঁহাতি | বাঁহাতি ফাস্ট | ফাতা /লাহোর কালান্দার্স |
৫ | মোহাম্মদ আমির | ১৩ এপ্রিল ১৯৯২ (বয়স ৩২) | বাঁহাতি | বাঁহাতি ফাস্ট-মিডিয়াম | - / কোয়েটা গ্ল্যাডিয়েটর্স |
৯৭ | হারিস রউফ | ৭ নভেম্বর ১৯৯৩ (বয়স ২৮) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ইসলামাবাদ / লাহোর কালান্দার্স |
৭১ | নাসিম শাহ | ১৫ ফেব্রুয়ারি ২০০৩ (বয়স ২১) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | - / ইসলামাবাদ ইউনাইটেড |
স্পিনার্স | |||||
৪০ | আবরার আহমেদ | ১১ সেপ্টেম্বর ১৯৯৮ (বয়স ২৫) | ডানহাতি | ডানহাতি লেগ-ব্রেক | করাচি হোয়াইটস / কোয়েটা গ্ল্যাডিয়েটর্স |
মার্কিন যুক্তরাষ্ট্র
সম্পাদনা৩ মে ২০২৪-এ, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দল ঘোষণা করেছিল।[৯]
কোচ: স্টুয়ার্ট ল
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | এফসি দল / এমএলসি দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক ও সহ–অধিনায়ক | |||||
১ | মোনাঙ্ক প্যাটেল (অধিঃ, উইঃ) | ১ মে ১৯৯৩ (বয়স ৩১) | ডানহাতি | — | মধ্য-আটলান্টিক অঞ্চল / এমআই নিউ ইয়র্ক |
৮৫ | অ্যারন জোন্স (সহ–অধিঃ) | ১৯ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | দক্ষিণ অঞ্চল / সিয়াটল অর্কাস |
ব্যাটসম্যান | |||||
৬৮ | আন্দ্রিস গুস | ২৪ নভেম্বর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | — | দক্ষিণ পশ্চিম অঞ্চল / ওয়াশিংটন ফ্রিডম |
১৪ | মিলিন্দ কুমার | ১৫ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি অফ-ব্রেক | দক্ষিণ পশ্চিম অঞ্চল / টেক্সাস সুপার কিংস |
২১ | নিতিশ কুমার | ২১ মে ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | দক্ষিণ পশ্চিম অঞ্চল / লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স |
উইকেট-রক্ষক | |||||
৩০ | শায়ান জাহাঙ্গীর (উইঃ) | ২৪ ডিসেম্বর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | দক্ষিণ পশ্চিম অঞ্চল / এমআই নিউ ইয়র্ক |
অল রাউন্ডার | |||||
৭৮ | কোরি অ্যান্ডারসন | ১৩ ডিসেম্বর ১৯৯০ (বয়স ৩৩) | বাঁহাতি | বাঁহাতি মিডিয়াম-ফাস্ট | দক্ষিণ পশ্চিম অঞ্চল / সান ফ্রান্সিসকো ইউনিকর্নস |
৮৯ | শ্যাডলি ভ্যান শালকউইক | ৫ জুলাই ১৯৮৮ (বয়স ৩৫) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম | পশ্চিম অঞ্চল / লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স |
8 | স্টিভেন টেলর | ৯ নভেম্বর ১৯৯৩ (বয়স ৩০) | বাঁহাতি | ডানহাতি অফ ব্রেক | দক্ষিণ অঞ্চল / এমআই নিউ ইয়র্ক |
পেসার | |||||
২৩ | আলী খান | ১৩ ডিসেম্বর ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | - / লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স |
২০ | সৌরভ নেত্রাবলকর | ১৬ অক্টোবর ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | বাঁহাতি ফাস্ট-মিডিয়াম | পশ্চিম অঞ্চল / ওয়াশিংটন ফ্রিডম |
২৯ | জসদীপ সিং | ১০ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ৩১) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | মধ্য-আটলান্টিক অঞ্চল / — |
স্পিনার্স | |||||
৬৪ | নশতুশ কেনজিগে | ২ মার্চ ১৯৯১ (বয়স ৩৩) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | দক্ষিণ পশ্চিম অঞ্চল / এমআই নিউ ইয়র্ক |
৭ | নিসর্গ প্যাটেল | ২০ এপ্রিল ১৯৮৮ (বয়স ৩৬) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | পশ্চিম অঞ্চল / — |
২৭ | হরমীত সিং | ৭ সেপ্টেম্বর ১৯৯২ (বয়স ৩১) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | দক্ষিণ পশ্চিম অঞ্চল / সিয়াটল অর্কাস |
স্ট্যান্ডবাই খেলোয়াড়[৯] | |||||
টিবিএ | জুয়ানয় ড্রিসডেল | ৫ জানুয়ারি ১৯৯২ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | পূর্ব অঞ্চল / — |
৮৮ | ইয়াসির মোহাম্মদ | ১০ অক্টোবর ২০০২ (বয়স ২১) | বাঁহাতি | ডানহাতি লেগ-ব্রেক গুগলি | মধ্য-আটলান্টিক অঞ্চল / ওয়াশিংটন ফ্রিডম |
৪৬ | গজানন্দ সিং | ৩ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩৬) | বাঁহাতি | ডানহাতি অফ স্পিন | পূর্ব অঞ্চল / — |
গ্রুপ বি
সম্পাদনাঅস্ট্রেলিয়া
সম্পাদনা১ মে ২০২৪-এ, অস্ট্রেলিয়া দল ঘোষণা করেছিল।[১০]
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | এফসি দল / বিবিএল দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক | |||||
8 | মিচেল মার্শ (অধিঃ) | ২০ অক্টোবর ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া / পার্থ স্কর্চার্স |
ব্যাটসম্যান | |||||
৮৫ | টিম ডেভিড | ১৬ মার্চ ১৯৯৬ (বয়স ২৮) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | — / হোবার্ট হারিকেন্স |
৬২ | ট্র্যাভিস হেড | ২৯ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ৩০) | বাঁহাতি | ডানহাতি অফ ব্রেক | সাউথ অস্ট্রেলিয়া /অ্যাডিলেড স্ট্রাইকার্স |
৩১ | ডেভিড ওয়ার্নার | ২৭ অক্টোবর ১৯৮৬ (বয়স ৩৭) | বাঁহাতি | - | — / সিডনি থান্ডার |
উইকেট-রক্ষক | |||||
৪৮ | জশ ইংলিস (উইঃ) | ৪ মার্চ ১৯৯৫ (বয়স ২৯) | ডানহাতি | – | ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া / পার্থ স্কর্চার্স |
১৩ | ম্যাথু ওয়েড (উইঃ) | ২২ ডিসেম্বর ১৯৮৭ (বয়স ৩৬) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম | তাসমানিয়া / হোবার্ট হারিকেন্স |
অল রাউন্ডার | |||||
৪২ | ক্যামেরন গ্রিন | ৩ জুন ১৯৯৯ (বয়স ২৪) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া / পার্থ স্কর্চার্স |
৩২ | গ্লেন ম্যাক্সওয়েল | ১৪ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৫) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ভিক্টোরিয়া / মেলবোর্ন স্টার্স |
১৭ | মার্কাস স্টইনিস | ১৬ আগস্ট ১৯৮৯ (বয়স ৩৪) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া /মেলবোর্ন স্টার্স |
পেসার | |||||
১২ | নাথান এলিস | ২২ সেপ্টেম্বর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | তাসমানিয়া / হোবার্ট হারিকেন্স |
৩৮ | জশ হ্যাজলউড | ৩ মে ১৯৯১ (বয়স ৩২) | বাঁহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | নিউ সাউথ ওয়েলস / — |
৫৬ | মিচেল স্টার্ক | ৩০ জানুয়ারি ১৯৯০ (বয়স ৩৪) | বাঁহাতি | বাঁহাতি ফাস্ট | নিউ সাউথ ওয়েলস / — |
৩০ | প্যাট কামিন্স | ৮ মে ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | নিউ সাউথ ওয়েলস / — |
স্পিনার্স | |||||
৪৬ | অ্যাশটন অ্যাগার | ১৪ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩০) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া / পার্থ স্কর্চার্স |
৮৮ | অ্যাডাম জাম্পা | ৩১ মার্চ ১৯৯২ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | নিউ সাউথ ওয়েলস / মেলবোর্ন রেনেগেডস |
স্ট্যান্ডবাই খেলোয়াড়[১১] | |||||
টিবিএ | জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক১ | ১১ এপ্রিল ২০০২ (বয়স ২২) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | সাউথ অস্ট্রেলিয়া / মেলবোর্ন রেনেগেডস |
৫ | ম্যাথিউ শর্ট১ | ৮ নভেম্বর ১৯৯৫ (বয়স ২৮) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ভিক্টোরিয়া /অ্যাডিলেড স্ট্রাইকার্স |
১জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক এবং ম্যাথিউ শর্ট ভ্রমণ রিজার্ভ হিসাবে যুক্ত করা হয়েছিল।[১২]
ইংল্যান্ড
সম্পাদনা৩০ মে ২০২৪-এ, তারিখে ইংল্যান্ড দল ঘোষণা করেছিল। [১৩]
কোচ: ম্যাথু মট
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | ঘরোয়া দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক ও সহ–অধিনায়ক | |||||
৬৩ | জস বাটলার (অধিঃ, উইঃ) | ৮ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | - | ল্যাঙ্কাশায়ার লাইটনিং |
১৮ | মঈন আলী (সহ–অধিঃ) | ১৮ জুন ১৯৮৭ (বয়স ৩৬) | বাঁহাতি | ডানহাতি অফ স্পিন | বার্মিংহাম বিয়ার |
ব্যাটসম্যান | |||||
৮৮ | হ্যারি ব্রুক | ২২ ফেব্রুয়ারি ১৯৯৯ (বয়স ২৫) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ইয়র্কশায়ার ভাইকিংস |
১৭ | বেন ডাকেট | ১৭ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৯) | বাঁহাতি | ডানহাতি লেগ ব্রেক | নটস আউটলজ |
৮৫ | উইল জ্যাকস | ২১ নভেম্বর ১৯৯৮ (বয়স ২৫) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | সারে |
২৩ | লিয়াম লিভিংস্টোন | ৪ আগস্ট ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | ল্যাঙ্কাশায়ার লাইটনিং |
উইকেট-রক্ষক | |||||
৫১ | জনি বেয়ারস্টো (উইঃ) | ২৬ সেপ্টেম্বর ১৯৮৯ (বয়স ৩৪) | ডানহাতি | – | ইয়র্কশায়ার ভাইকিংস |
৬১ | ফিল সল্ট (উইঃ) | ২৮ আগস্ট ১৯৯৬ (বয়স ২৭) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ল্যাঙ্কাশায়ার লাইটনিং |
অল রাউন্ডার | |||||
৫৮ | স্যাম কারেন | ৩ জুন ১৯৯৮ (বয়স ২৫) | বাঁহাতি | বাঁহাতি মিডিয়াম-ফাস্ট | সারে |
পেসার | |||||
২২ | জোফরা আর্চার | ১ এপ্রিল ১৯৯৫ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | সাসেক্স শার্কস |
৩৪ | ক্রিস জর্ডান | ৪ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৫) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | সারে |
৩৮ | রিস টপলি | ২১ ফেব্রুয়ারি ১৯৯৪ (বয়স ৩০) | ডানহাতি | বাঁহাতি মিডিয়াম-ফাস্ট | সারে |
৩৩ | মার্ক উড | ১১ জানুয়ারি ১৯৯০ (বয়স ৩৪) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ডারহাম |
স্পিনার্স | |||||
৭৯ | টম হার্টলি | ৩ মে ১৯৯৯ (বয়স ২৪) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | ল্যাঙ্কাশায়ার লাইটনিং |
৯৫ | আদিল রশিদ | ১৭ ফেব্রুয়ারি ১৯৮৮ (বয়স ৩৬) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | ইয়র্কশায়ার ভাইকিংস |
নামিবিয়া
সম্পাদনা১০ মে ২০২৪-এ, নামিবিয়া তাদের দল ঘোষণা করেছিল।[১৪]
কোচ: পিয়ের ডি ব্রুইন
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | |
---|---|---|---|---|---|
অধিনায়ক ও সহ–অধিনায়ক | |||||
৭ | গেরহার্ড ইরাসমাস (অধিঃ) | ১১ এপ্রিল ১৯৯৫ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | - |
১২ | জেজে স্মিথ (সহ–অধিঃ) | ১০ নভেম্বর ১৯৯৫ (বয়স ২৮) | ডানহাতি | বাঁহাতি মিডিয়াম-ফাস্ট | - |
ব্যাটসম্যান | |||||
৬৪ | নিকো ডেভিন | ১৯ ডিসেম্বর ১৯৯৭ (বয়স ২৬) | ডানহাতি | ডানহাতি লেগে ব্রেক | - |
৫ | মালান ক্রুগার | ১২ আগস্ট ১৯৯৫ (বয়স ২৮) | ডানহাতি | - | - |
২২ | ডিলান লেইচার | ৩ মার্চ ২০০৪ (বয়স ২০) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | - |
৬৩ | মাইকেল ভ্যান লিঙ্গেন | ২৪ অক্টোবর ১৯৯৭ (বয়স ২৬) | বাঁহাতি | বাঁহাতি মিডিয়াম | - |
উইকেট-রক্ষক | |||||
৪৮ | জেন গ্রিন (উইঃ) | ১১ অক্টোবর ১৯৯৬ (বয়স ২৭) | বাঁহাতি | - | - |
৮ | জঁ-পিয়ের কোটজে (উইঃ) | ২৩ এপ্রিল ১৯৯৪ (বয়স ৩০) | বাঁহাতি | - | - |
অল রাউন্ডার | |||||
৪৯ | জান ফ্রাইলিঙ্ক | ৬ এপ্রিল ১৯৯৪ (বয়স ৩০) | বাঁহাতি | বাঁহাতি মিডিয়াম-ফাস্ট | - |
৯৬ | ডেভিড উইজ | ১৮ মে ১৯৮৫ (বয়স ৩৮) | ডানহাতি | ডানহাতি ফাস্ট মিডিয়াম | - |
পেসার | |||||
৪ | জ্যাক ব্রাসেল | ৩১ মার্চ ২০০৫ (বয়স ১৯) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | - |
৯ | টাঙ্গেনি লুঙ্গামেনি | ১৭ এপ্রিল ১৯৯২ (বয়স ৩২) | বাঁহাতি | বাঁহাতি মিডিয়াম | - |
৪৭ | বেন শিকোঙ্গো | ৮ মে ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | - |
৭০ | রুবেন ট্রাম্পেলম্যান | ১ ফেব্রুয়ারি ১৯৯৮ (বয়স ২৬) | ডানহাতি | বাঁহাতি ফাস্ট-মিডিয়াম | - |
স্পিনার্স | |||||
টিবিএ | পিটার-ড্যানিয়েল ব্লিগনাট | ২১ অক্টোবর ২০০৫ (বয়স ১৮) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | - |
১ | বার্নার্ড শোল্টজ | ৩ অক্টোবর ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | - |
ওমান
সম্পাদনা১ মে ২০২৪-এ, ওমান তাদের দল ঘোষণা করেছিল।[১৫]
কোচ: দিলীপ মেন্ডিস
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | ঘরোয়া দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক | |||||
৪৭ | আকিব ইলিয়াস (অধিঃ) | ৫ সেপ্টেম্বর ১৯৯২ (বয়স ৩১) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | |
ব্যাটসম্যান | |||||
৩৬ | খালিদ কাইল | ১৩ অক্টোবর ১৯৯৬ (বয়স ২৭) | ডানহাতি | - | রুই রেঞ্জার্স |
৬ | শোয়েব খান | ৬ ডিসেম্বর ১৯৯২ (বয়স ৩১) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | কুরুম থান্ডার্স |
৮ | কাশ্যপ প্রজাপতি | ১১ অক্টোবর ১৯৯৫ (বয়স ২৮) | ডানহাতি | ডানহাতি অফব্রেক | কুরুম থান্ডার্স |
উইকেট-রক্ষক | |||||
২৭ | প্রতীক আটওয়ালে (উইঃ) | ২০ এপ্রিল ১৯৯৭ (বয়স ২৭) | ডানহাতি | ডানহাতি অফব্রেক | আমিরাত রয়্যালস |
৮৬ | নাসিম খুশি (উইঃ) | ১১ আগস্ট ১৯৮২ (বয়স ৪১) | ডানহাতি | - | |
অল রাউন্ডার | |||||
৩০ | আয়ান খান | ৩১ আগস্ট ১৯৯২ (বয়স ৩১) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | কুরুম থান্ডার্স |
১৪ | মেহরান খান | ১৩ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৭) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | খুওয়াইর ওয়ারিয়র্স |
১২ | জিশান মাকসুদ | ২৪ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩৩) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | দারসাইত টাইটান্স |
৯৯ | মোহাম্মদ নাদিম | ৪ সেপ্টেম্বর ১৯৮২ (বয়স ৪১) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |
২০ | রাফিউল্লাহ | ১৬ আগস্ট ১৯৯৬ (বয়স ২৭) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | আমিরাত রয়্যালস |
পেসার | |||||
১ | ফাইয়াজ বাট | ১৭ আগস্ট ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | বাউশার বাস্টার্স |
২২ | কালিমুল্লাহ | ২৪ ডিসেম্বর ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | রুই রেঞ্জার্স |
১৮ | বিলাল খান | ১০ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৭) | বাঁহাতি | বাঁহাতি ফাস্ট-মিডিয়াম | রুই রেঞ্জার্স |
স্পিনার্স | |||||
১০ | শাকিল আহমেদ | ৪ ফেব্রুয়ারি ১৯৮৮ (বয়স ৩৬) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | আমিরাত রয়্যালস |
স্ট্যান্ডবাই খেলোয়াড়[১৫] | |||||
২১ | সুফিয়ান মেহমুদ | ২১ অক্টোবর ১৯৯১ (বয়স ৩২) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম | বাউশার বাস্টার্স |
৫ | জে ওডেড্রা | ৫ নভেম্বর ১৯৮৯ (বয়স ৩৪) | ডানহাতি | ডানহাতি অফ-ব্রেক | আমিরাত রয়্যালস |
১৫ | সময় শ্রীবাস্তব | ১৩ মার্চ ১৯৯১ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি লেগ-ব্রেক | কুরুম থান্ডার্স |
১০ | যতীন্দর সিং | ৫ মার্চ ১৯৮৯ (বয়স ৩৫) | ডানহাতি | ডানহাতি অফ-ব্রেক | কুরুম থান্ডার্স |
স্কটল্যান্ড
সম্পাদনা৬ মে ২০২৪-এ, স্কটল্যান্ড তাদের দল ঘোষণা করেছিল।[১৬]
কোচ: ডগ ওয়াটসন
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | ঘরোয়া দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক | |||||
৪৪ | রিচি বেরিংটন (অধিঃ) | ৩ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৭) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ক্লাইডেসডেল |
ব্যাটসম্যান | |||||
১৪ | অলি হাইয়ার্স | ১৪ এপ্রিল ১৯৯১ (বয়স ৩৩) | বাঁহাতি | ডানহাতি অফ ব্রেক | ওয়াটসনীয় |
৪৯ | মাইকেল জোন্স | ৫ জানুয়ারি ১৯৯৮ (বয়স ২৬) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | - |
৯৩ | জর্জ মানসে | ২১ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ৩১) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | রয়্যাল হাই কর্স্টরফিনবাম |
উইকেট-রক্ষক | |||||
৯ | ম্যাথু ক্রস (উইঃ) | ১৫ অক্টোবর ১৯৯২ (বয়স ৩১) | ডানহাতি | - | হেরিয়টস |
২৪ | চার্লি টিয়ার (উইঃ) | ১২ জুন ২০০৪ (বয়স ১৯) | ডানহাতি | - | - |
অল রাউন্ডার | |||||
৬৬ | জ্যাক জার্ভিস | ২৯ মে ২০০৩ (বয়স ২০) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | দ্য গ্রেঞ্জ |
২৯ | মাইকেল লিস্ক | ২৯ অক্টোবর ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ফরফারশায়ার |
২১ | ব্র্যান্ডন ম্যাকমুলেন | ১৮ অক্টোবর ১৯৯৯ (বয়স ২৪) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | রয়্যাল হাই কর্স্টরফিন |
পেসার | |||||
৪ | ব্র্যাড কুরি | ৮ নভেম্বর ১৯৯৮ (বয়স ২৫) | ডানহাতি | বাঁহাতি মিডিয়াম-ফাস্ট | - |
৫০ | সাফিয়ান শরীফ | ২৪ মে ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | পার্থ ডু'কট |
৬৯ | ক্রিস সোল | ২৭ ফেব্রুয়ারি ১৯৯৪ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | দ্য গ্রেঞ্জ |
৫৮ | ব্র্যাড হুইল | ২৮ আগস্ট ১৯৯৬ (বয়স ২৭) | ডানহাতি | ডানহাতি ফাস্ট মিডিয়াম | - |
স্পিনার্স | |||||
১৩ | ক্রিস গ্রিভস | ১২ অক্টোবর ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | দ্য গ্রেঞ্জ |
৫১ | মার্ক ওয়াট | ২৯ জুলাই ১৯৯৬ (বয়স ২৭) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | হেরিয়টস |
গ্রুপ সি
সম্পাদনাআফগানিস্তান
সম্পাদনা৩০ এপ্রিল ২০২৪-এ, তারিখে আফগানিস্তান তাদের দল ঘোষণা করেছিল।[১৭]
কোচ: জোনাথন ট্রট
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | ঘরোয়া দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক | |||||
১৯ | রশিদ খান (অধিঃ) | ২০ সেপ্টেম্বর ১৯৯৮ (বয়স ২৫) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | বন্দ-ই-আমির ড্রাগন |
ব্যাটসম্যান | |||||
১৮ | ইব্রাহিম জাদরান | ১২ ডিসেম্বর ২০০১ (বয়স ২২) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | কাবুল ঈগলস |
১ | নাজিবুল্লাহ জাদরান | ২৮ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ৩১) | বাঁহাতি | ডানহাতি অফ স্পিন | স্পিংগার টাইগার্স |
উইকেট-রক্ষক | |||||
২১ | রহমানুল্লাহ গুরবাজ (উইঃ) | ২৮ নভেম্বর ২০০১ (বয়স ২২) | ডানহাতি | – | কাবুল ঈগলস |
৬৩ | মোহাম্মদ ইসহাক (উইঃ) | ১ ফেব্রুয়ারি ২০০৫ (বয়স ১৯) | ডানহাতি | – | বুস্ট ডিফেন্ডার |
অল রাউন্ডার | |||||
১১ | করিম জানাত | ১০ আগস্ট ১৯৯৪ (বয়স ২৯) | বাঁহাতি | বাঁহাতি ফাস্ট-মিডিয়াম | বন্দ-ই-আমির ড্রাগন |
১৪ | গুলবাদিন নায়েব | ১৬ মার্চ ১৯৯১ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | মিস আইনাক নাইটস |
৯ | আজমতুল্লাহ ওমরজাই | ২৪ মার্চ ২০০০ (বয়স ২৪) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | মিস আইনাক নাইটস |
৭ | মোহাম্মদ নবী | ১ জানুয়ারি ১৯৮৫ (বয়স ৩৯) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | কাবুল ঈগলস |
পেসার | |||||
৫৬ | ফরিদ আহমদ | ১০ আগস্ট ১৯৯৪ (বয়স ২৯) | বাঁহাতি | বাঁহাতি ফাস্ট-মিডিয়াম | স্পিংগার টাইগার্স |
৫ | ফজলহক ফারুকী | ২২ সেপ্টেম্বর ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | বাঁহাতি ফাস্ট-মিডিয়াম | বুস্ট ডিফেন্ডার |
৭৮ | নবীন-উল-হক | ২৩ সেপ্টেম্বর ১৯৯৯ (বয়স ২৪) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | কাবুল ঈগলস |
স্পিনার্স | |||||
১৫ | নূর আহমদ | ৩ জানুয়ারি ২০০৫ (বয়স ১৯) | বাঁহাতি | বাঁহাতি আনঅর্থোডক্স স্পিন | মিস আইনাক নাইটস |
১২ | নাঙ্গিয়ালাই খরোটি | ২৫ এপ্রিল ২০০৪ (বয়স ২০) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | কাবুল ঈগলস |
৮৮ | মুজিব উর রহমান | ২৮ মার্চ ২০০১ (বয়স ২৩) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | হিন্দুকুশ তারকা |
স্ট্যান্ডবাই খেলোয়াড়[১৭] | |||||
২৬ | সিদ্দিকুল্লাহ আতাল | ১২ আগস্ট ২০০১ (বয়স ২২) | বাঁহাতি | – | কাবুল ঈগলস |
৬৮ | মোহাম্মদ সেলিম | ৯ সেপ্টেম্বর ২০০২ (বয়স ২১) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | বুস্ট ডিফেন্ডার |
৩ | হযরতউল্লাহ জাজাই | ২৩ মার্চ ১৯৯৮ (বয়স ২৬) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | হিন্দুকুশ স্টারস |
নিউজিল্যান্ড
সম্পাদনা২৯ এপ্রিল ২০২৪-এ, নিউজিল্যান্ড দল ঘোষণা করেছিল।[১৮]
কোচ: গ্যারি স্টিড
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | ঘরোয়া দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক | |||||
২২ | কেন উইলিয়ামসন (অধিঃ) | ৮ আগস্ট ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | নর্দার্ন নাইটস |
ব্যাটসম্যান | |||||
৭৫ | ড্যারিল মিশেল | ২০ মে ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ক্যান্টারবারি কিংস |
৮০ | মার্ক চ্যাপম্যান | ২৭ জুন ১৯৯৪ (বয়স ২৯) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | অকল্যান্ড এসেস |
২৩ | গ্লেন ফিলিপস | ৬ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২৭) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | ওটাগো ভোল্টস |
উইকেট-রক্ষক | |||||
১৬ | ফিন অ্যালেন (উইঃ) | ২২ এপ্রিল ১৯৯৯ (বয়স ২৫) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | অকল্যান্ড এসেস |
৮৮ | ডেভন কনওয়ে (উইঃ) | ৮ জুলাই ১৯৯১ (বয়স ৩২) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম | ওয়েলিংটন ফায়ারবার্ডস |
অল রাউন্ডার | |||||
৪ | মাইকেল ব্রেসওয়েল | ১৪ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ৩৩) | বাঁহাতি | ডানহাতি অফ স্পিন | ওয়েলিংটন ফায়ারবার্ডস |
৫০ | জেমস নিশাম | ১৭ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৩) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | অকল্যান্ড এসেস |
৮ | রচিন রবীন্দ্র | ১৮ নভেম্বর ১৯৯৯ (বয়স ২৫) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | ওয়েলিংটন ফায়ারবার্ডস |
৭৪ | মিচেল স্যান্টনার | ৫ ফেব্রুয়ারি ১৯৯২ (বয়স ৩২) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | নর্দার্ন নাইটস |
পেসার | |||||
১৮ | ট্রেন্ট বোল্ট | ২২ জুলাই ১৯৮৯ (বয়স ৩৪) | ডানহাতি | বাঁহাতি ফাস্ট-মিডিয়াম | নর্দার্ন নাইটস |
৬৯ | লকি ফার্গুসন | ১৩ জুন ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | অকল্যান্ড এসেস |
২১ | ম্যাট হেনরি | ১৪ ডিসেম্বর ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ক্যান্টারবারি কিংস |
৩৮ | টিম সাউদি | ১১ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৫) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | নর্দার্ন নাইটস |
স্পিনার্স | |||||
৬১ | ইশ সোধি | ৩১ অক্টোবর ১৯৯২ (বয়স ৩১) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | নর্দার্ন নাইটস |
স্ট্যান্ডবাই খেলোয়াড়[১৮] | |||||
১৪ | বেন সিয়ার্স | ১১ ফেব্রুয়ারি ১৯৯৮ (বয়স ২৬) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ওয়েলিংটন ফায়ারবার্ডস |
পাপুয়া নিউগিনি
সম্পাদনা৭ই মে ২০২৪-এ, পাপুয়া নিউগিনি তাদের দল ঘোষণা করেছিল।[১৯]
কোচ: তাতেন্দা তাইবু
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | ঘরোয়া দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক ও সহ–অধিনায়ক | |||||
১৩ | আসাদ ভালা (অধিঃ) | ৫ আগস্ট ১৯৮৭ (বয়স ৩৬) | বাঁহাতি | ডানহাতি অফ ব্রেক | মেরিনার্স |
৯২ | চার্লস আমিনি (সহ–অধিঃ) | ১৪ এপ্রিল ১৯৯২ (বয়স ৩২) | বাঁহাতি | ডানহাতি লেগ ব্রেক | মাডমেন |
ব্যাটসম্যান | |||||
৩৪ | সেসে বাউ | ২৩ জুন ১৯৯২ (বয়স ৩১) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম | ব্ল্যাক বাস |
৪৪ | হিরি হিরি | ১ মে ১৯৯৫ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ক্যাসোয়ারি |
৬ | লেগা সিয়াকা | ২১ ডিসেম্বর ১৯৯২ (বয়স ৩১) | ডাডানহাতিন | ডানহাতি লেগ ব্রেক | ক্যাসোয়ারি |
৪ | টনি উরা | ১৫ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৪) | ডানহাতি | - | ব্ল্যাক বাস |
উইকেট-রক্ষক | |||||
৪৫ | কিপলিন ডরিগা (উইঃ) | ১৮ সেপ্টেম্বর ১৯৯৫ (বয়স ২৮) | ডানহাতি | - | মাডমেন |
৬৭ | হিলা ভারে (উইঃ) | ১০ আগস্ট ২০০১ (বয়স ২২) | বাঁহাতি | - | ক্যাসোয়ারি |
অল রাউন্ডার | |||||
১৪ | জ্যাক গার্ডনার | ২৩ ডিসেম্বর ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | মাডমেন |
৭৭ | চাদ সোপার | ১৯ নভেম্বর ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ক্যাসোয়ারি |
২ | নরম্যান ভানুয়া | ২ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ব্ল্যাক বাস |
Pacers | |||||
৫ | সেমো কামিয়া | ২১ আগস্ট ২০০১ (বয়স ২২) | বাঁহাতি | বাঁহাতি ফাস্ট | মেরিনার্স |
১৬ | কাবুয়া মোরিয়া | ৩০ সেপ্টেম্বর ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | বাঁহাতি মিডিয়াম | ব্ল্যাক বাস |
৮ | আলেই নাও | ৯ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ক্যাসোয়ারি |
স্পিনার্স | |||||
৭৫ | জন কারিকো | ১৬ জানুয়ারি ২০০৪ (বয়স ২০) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | মেরিনার্স |
উগান্ডা
সম্পাদনা৬ মে ২০২৪-এ, উগান্ডা তাদের দল ঘোষণা করেছিল।[২০]
কোচ: অভয় শর্মা
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | ঘরোয়া দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক ও সহ–অধিনায়ক | |||||
৪৯ | ব্রায়ান মাসাবা (অধিঃ) | ২২ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | - |
২২ | রিয়াজত আলী শাহ (সহ–অধিঃ) | ২০ ফেব্রুয়ারি ১৯৯৮ (বয়স ২৬) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | - |
ব্যাটসম্যান | |||||
৩৭ | রজার মুকাসা (উইঃ) | ২২ মে ১৯৮৯ (বয়স ৩৪) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | - |
৮২ | রবিনসন ওবুয়া | ১২ ডিসেম্বর ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | - | - |
৭ | রওনক প্যাটেল (উইঃ) | ১৮ আগস্ট ১৯৮৮ (বয়স ৩৫) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | - |
২৪ | সাইমন সেসাজি | ৬ জুন ১৯৯৬ (বয়স ২৭) | বাঁহাতি | ডানহাতি অর্থোডক্স | - |
উইকেট-রক্ষক | |||||
৪৬ | ফ্রেড আচেলাম (উইঃ) | ২৭ জানুয়ারি ২০০১ (বয়স ২৩) | ডানহাতি | - | - |
অল রাউন্ডার | |||||
৬৯ | অল্পেশ রামজানি | ২৪ সেপ্টেম্বর ১৯৯৪ (বয়স ২৯) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | - |
৮ | কেনেথ ওয়াইসওয়া | ১১ নভেম্বর ১৯৯৮ (বয়স ২৫) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | - |
পেসার | |||||
৯৯ | বিলাল হাসান | ১৫ এপ্রিল ১৯৯০ (বয়স ৩৪) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | - |
৩৯ | কসমাস কিউউতা | ২৮ ডিসেম্বর ২০০১ (বয়স ২২) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | - |
৫৭ | জুমা মিয়াগি | ৫ এপ্রিল ২০০৩ (বয়স ২১) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | - |
১৯ | দিনেশ নাকরানি | ২১ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩২) | বাঁহাতি | বামহাতি মিডিয়াম | - |
স্পিনার্স | |||||
১৪ | ফ্রাঙ্ক এনসুবুগা | ২০ আগস্ট ১৯৮০ (বয়স ৪৩) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | - |
৪ | হেনরি সেনাইউন্ডো | ১২ আগস্ট ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | - |
স্ট্যান্ডবাই খেলোয়াড়[২০] | |||||
টিবিএ | রোনাল্ড লুটায়া | ১৫ মার্চ ২০০৩ (বয়স ২১) | বাঁহাতি | - | - |
টিবিএ | ইনোসেন্ট এমওয়েবাজে | ২৪ আগস্ট ২০০৩ (বয়স ২০) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | - |
ওয়েস্ট ইন্ডিজ
সম্পাদনা৩ মে ২০২৪-এ, ওয়েস্ট ইন্ডিজ দল তাদের সদস্যদের তালিকা প্রকাশ করেছিল।[২১]
কোচ: ড্যারেন স্যামি
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | এফসি দল / সিপিএল দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক ও সহ-অধিনায়ক | |||||
৫২ | রভম্যান পাওয়েল (অধিঃ) | ২৩ জুলাই ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | জ্যামাইকা /বার্বাডোস রয়্যালস |
৮ | আলজারি জোসেফ (সহ–অধিঃ) | ২০ নভেম্বর ১৯৯৬ (বয়স ২৭) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | লিওয়ার্ড দ্বীপপুঞ্জ / সেন্ট লুসিয়া কিংস |
ব্যাটসম্যান | |||||
২৫ | জনসন চার্লস | ১৪ জানুয়ারি ১৯৮৯ (বয়স ৩৫) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জ / সেন্ট লুসিয়া কিংস |
২ | শিমরন হেটমায়ার | ২৬ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২৭) | বাঁহাতি | – | গায়ানা /গায়ানা আমাজন ওয়ারিয়র্স |
৫৩ | ব্র্যান্ডন কিং | ১৬ ডিসেম্বর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | – | জ্যামাইকা /জ্যামাইকা তালাওয়াস |
৫০ | শেরফেন রাদারফোর্ড | ১৫ আগস্ট ১৯৯৮ (বয়স ২৫) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | গায়ানা / সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস |
উইকেট-রক্ষক | |||||
৪ | শাই হোপ উইঃ) | ১০ নভেম্বর ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | – | বার্বাডোস /গায়ানা আমাজন ওয়ারিয়র্স |
২৯ | নিকোলাস পুরান (উইঃ) | ২ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৯) | বাঁহাতি | ডানহাতি অফ ব্রেক | ত্রিনিদাদ ও টোবাগো / ত্রিনবাগো নাইট রাইডার্স |
অল রাউন্ডার | |||||
১০ | রোস্টন চেজ | ২২ মার্চ ১৯৯২ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | বার্বাডোস /সেন্ট লুসিয়া কিংস |
৯৮ | জেসন হোল্ডার | ৫ নভেম্বর ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | বার্বাডোস /বার্বাডোস রয়্যালস |
১২ | আন্দ্রে রাসেল | ২৯ এপ্রিল ১৯৮৮ (বয়স ৩৬) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | জ্যামাইকা /ত্রিনবাগো নাইট রাইডার্স |
১৬ | রোমারিও শেফার্ড | ২৬ নভেম্বর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | গায়ানা /গায়ানা আমাজন ওয়ারিয়র্স |
পেসার | |||||
৭০ | শামার জোসেফ | ৩১ আগস্ট ১৯৯৯ (বয়স ২৪) | বাঁহাতি | ডানহাতি ফাস্ট | গায়ানা /গায়ানা আমাজন ওয়ারিয়র্স |
স্পিনার্স | |||||
৭ | আকিয়াল হোসেইন | ২৫ এপ্রিল ১৯৯৩ (বয়স ৩১) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | ত্রিনিদাদ ও টোবাগো / ত্রিনবাগো নাইট রাইডার্স |
৬৪ | গুডাকেশ মোতি | ২৯ মার্চ ১৯৯৫ (বয়স ২৯) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | গায়ানা /গায়ানা আমাজন ওয়ারিয়র্স |
গ্রুপ ডি
সম্পাদনাবাংলাদেশ
সম্পাদনা১৪ মে ২০২৪-এ, বাংলাদেশ তাদের দল ঘোষণা করেছিল।[২২]
কোচ: চন্ডিকা হাথুরুসিংহ
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | এফসি দল /বিপিএল দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক ও সহ–অধিনায়ক | |||||
৯৯ | নাজমুল হোসেন শান্ত (অধিঃ) | ২৫ আগস্ট ১৯৯৮ (বয়স ২৫) | বাঁহাতি | ডানহাতি অফ স্পিন | রাজশাহী/সিলেট স্ট্রাইকার্স |
৩ | তাসকিন আহমেদ (সহ–অধিঃ) | ৩ এপ্রিল ১৯৯৫ (বয়স ২৯) | বাঁহাতি | ডানহাতি ফাস্ট | ঢাকা মেট্রোপলিস/দুর্দান্ত ঢাকা |
ব্যাটসম্যান | |||||
৩১ | তানজিদ হাসান | ১ ডিসেম্বর ২০০০ (বয়স ২৩) | বাঁহাতি | – | রাজশাহী/চট্টগ্রাম চ্যালেঞ্জার্স |
৭৭ | তাওহীদ হৃদয় | ৪ ডিসেম্বর ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | রাজশাহী/কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
৫৯ | সৌম্য সরকার | ২৫ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ৩১) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম | খুলনা/ফরচুন বরিশাল |
উইকেটরক্ষক | |||||
৫১ | জাকের আলী (উইঃ) | ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ (বয়স ২৬) | ডানহাতি | — | সিলেট/কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
১৬ | লিটন দাস (উইঃ) | ১৩ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | — | রংপুর/কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
অলরাউন্ডার | |||||
৩০ | মাহমুদউল্লাহ রিয়াদ | ৪ ফেব্রুয়ারি ১৯৮৬ (বয়স ৩৮) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ঢাকা/ফরচুন বরিশাল |
৭৫ | সাকিব আল হাসান | ২৪ মার্চ ১৯৮৭ (বয়স ৩৭) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | খুলনা/রংপুর রাইডার্স |
৫৫ | মাহেদী হাসান | ১২ ডিসেম্বর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | খুলনা/রংপুর রাইডার্স |
স্পিনার্স | |||||
৬৯ | তানভীর ইসলাম | ২৫ অক্টোবর ১৯৯৬ (বয়স ২৭) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | বরিশাল/কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
২২ | রিশাদ হোসেন | ১৫ জুলাই ২০০২ (বয়স ২১) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | রংপুর/কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
পেসার | |||||
৯০ | মুস্তাফিজুর রহমান | ৬ সেপ্টেম্বর ১৯৯৫ (বয়স ২৮) | বাঁহাতি | বাঁহাতি ফাস্ট-মিডিয়াম | খুলনা/কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
৪৭ | শরিফুল ইসলাম | ৩ জুন ২০০১ (বয়স ২২) | বাঁহাতি | বাঁহাতি মিডিয়াম-ফাস্ট | রংপুর/দুর্দান্ত ঢাকা |
৪১ | তানজিম হাসান সাকিব | ২০ অক্টোবর ২০০২ (বয়স ২১) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | সিলেট/সিলেট স্ট্রাইকার্স |
স্ট্যান্ডবাই খেলোয়াড়[২২] | |||||
৮৮ | আফিফ হোসেন | ২২ সেপ্টেম্বর ১৯৯৯ (বয়স ২৪) | বাঁহাতি | ডানহাতি অফ ব্রেক | খুলনা/খুলনা টাইগার্স |
৯১ | হাসান মাহমুদ | ১২ অক্টোবর ১৯৯৯ (বয়স ২৪) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | চট্টগ্রাম/রংপুর রাইডার্স |
নেপাল
সম্পাদনা১ মে ২০২৪-এ, নেপাল তাদের দল ঘোষণা করেছিল।[২৩]
কোচ: মন্টি দেশাই
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | ঘরোয়া দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক | |||||
১৭ | রোহিত কুমার পৌডেল (অধিঃ) | ২ সেপ্টেম্বর ২০০২ (বয়স ২১) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | বিরাটনগর সুপার কিংস |
ব্যাটসম্যান | |||||
১৪ | কুশল ভুর্টেল | ২২ জানুয়ারি ১৯৯৭ (বয়স ২৭) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | লুম্বিনী অল স্টার |
২১ | সন্দীপ জোড়া | ২২ অক্টোবর ২০০১ (বয়স ২২) | ডানহাতি | – | জনকপুর রয়্যালস |
উইকেট-রক্ষক | |||||
১৬ | অনিল কুমার সাহ (উইঃ) | ১৭ নভেম্বর ১৯৯৮ (বয়স ২৫) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | লুম্বিনী অল স্টার |
৯ | আসিফ শেখ (উইঃ) | ২২ জানুয়ারি ২০০১ (বয়স ২৩) | ডানহাতি | – | পোখারা অ্যাভেঞ্জার্স |
অল রাউন্ডার | |||||
১৫ | গুলসান ঝা | ১৭ ফেব্রুয়ারি ২০০৬ (বয়স ১৮) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম | লুম্বিনী অল স্টার |
২ | কুশল মল্ল | ৫ মার্চ ২০০৪ (বয়স ২০) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | পোখারা অ্যাভেঞ্জার্স |
৪৫ | দীপেন্দ্র সিং আইরি | ২৪ জানুয়ারি ২০০০ (বয়স ২৪) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | লুম্বিনী অল স্টার |
পেসার | |||||
৯৪ | কমল সিং আইরি | ১৯ ডিসেম্বর ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | কাঠমান্ডু নাইটস |
১৩ | অবিনাশ বোহারা | ৩০ জুলাই ১৯৯৭ (বয়স ২৬) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | কাঠমান্ডু নাইটস |
৩৩ | করণ কেসি | ১০ অক্টোবর ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ফার ওয়েস্ট ইউনাইটেড |
৩৭ | প্রাতিস জিসি | ২২ মে ২০০৪ (বয়স ১৯) | ডানহাতি | বাঁহাতি মিডিয়াম | পোখারা অ্যাভেঞ্জার্স |
১০ | সোমপাল কামি | ২ ফেব্রুয়ারি ১৯৯৬ (বয়স ২৮) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | জনকপুর রয়্যালস |
স্পিনার্স | |||||
২৫ | সন্দীপ লামিচানে | ২ আগস্ট ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | ডানহাতি লেগে ব্রেক | - |
৮ | সাগর ঢাকাল | ১৪ ডিসেম্বর ২০০১ (বয়স ২২) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | - |
২৭ | ললিত রাজবংশী | ২৭ ফেব্রুয়ারি ১৯৯৯ (বয়স ২৫) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | জনকপুর রয়্যালস |
নেদারল্যান্ডস
সম্পাদনা১৩ মে ২০২৪-এ, নেদারল্যান্ডস তাদের দল ঘোষণা করেছিল।[২৪]
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | ঘরোয়া দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক | |||||
৩৫ | স্কট এডওয়ার্ডস (অধিঃ, উইঃ) | ২৩ আগস্ট ১৯৯৬ (বয়স ২৭) | ডানহাতি | ধীর বাঁহাতি অর্থোডক্স | এসভি কাম্পং |
ব্যাটসম্যান | |||||
৭২ | সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট | ১৫ সেপ্টেম্বর ১৯৮৮ (বয়স ৩৫) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ভুরবার্গ |
৫৫ | মাইকেল লেভিট | ১৯ জুন ২০০৩ (বয়স ২০) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ভুরবার্গ |
৪ | ম্যাক্স ও'ডাউড | ৪ মার্চ ১৯৯৪ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | এসভি কাম্পং |
৭ | বিক্রমজিৎ সিং | ৯ জানুয়ারি ২০০৩ (বয়স ২১) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম | ভিআরএ |
২৫ | তেজা নিদামানুরু | ২২ আগস্ট ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ভিআরএ |
উইকেট-রক্ষক | |||||
৩৪ | ওয়েসলি বারেসি (উইঃ) | ৩ মে ১৯৮৪ (বয়স ৪০) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | এইচবিএস |
অল রাউন্ডার | |||||
5 | বাস ডি লিড | ১৫ নভেম্বর ১৯৯৯ (বয়স ২৪) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ডারহাম |
১৭ | লোগান ভ্যান বিক | ৭ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৩) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ওয়েলিংটন |
৬৬ | সাকিব জুলফিকার১ | ২৮ মার্চ ১৯৯৭ (বয়স ২৭) | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | পাঞ্জাব সিসিআর |
পেসার | |||||
২৩ | ভিভিয়ান কিংমা | ২৩ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ভুরবার্গ |
১ | কাইল ক্লাইন২ | ৩ জুলাই ২০০১ (বয়স ২২) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | এইচবিএস |
৪৭ | পল ভ্যান মিকেরেন | ১৫ জানুয়ারি ১৯৯৩ (বয়স ৩১) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ওয়েস্টন-সুপার-মেরে সিসি |
স্পিনার্স | |||||
১১ | টিম প্রিঙ্গল | ২৯ আগস্ট ২০০২ (বয়স ২১) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | নর্দার্ন ডিস্ট্রিক্টস |
৮৮ | আরিয়ান দত্ত | ১৭ মে ২০০৩ (বয়স ২০) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | হার্মিস ডিভিএস |
স্ট্যান্ডবাই খেলোয়াড়[২৫] | |||||
১৫ | রায়ান ক্লাইন৩ | ১৫ জুন ১৯৯৭ (বয়স ২৬) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ভুরবার্গ |
প্রত্যাহার করা খেলোয়াড় | |||||
৩৩ | ড্যানিয়েল ডোরাম১ | ১৩ অক্টোবর ১৯৯৭ (বয়স ২৬) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | লিওয়ার্ড দ্বীপপুঞ্জ |
১২ | ফ্রেড ক্লাসেন২ | ১৩ নভেম্বর ১৯৯২ (বয়স ৩১) | ডানহাতি | বাঁহাতি মিডিয়াম-ফাস্ট | কেন্ট |
১ড্যানিয়েল ডোরাম ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান ও তার সাকিব জুলফিকার স্থলাভিষিক্ত হন।[২৫]
২ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ফ্রেড ক্লাসেনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য কাইল ক্লাইনকে রিজার্ভের তালিকা থেকে সরিয়ে আনা হয়েছিল।[২৫]
৩রায়ান ক্লাইন ভ্রমণ রিজার্ভ হিসাবে যুক্ত করা হয়েছিল।[২৫]
দক্ষিণ আফ্রিকা
সম্পাদনা৩০ এপ্রিল ২০২৪-এ, দক্ষিণ আফ্রিকা তাদের দল ঘোষণা করেছিল।[২৬]
কোচ: রব ওয়াল্টার
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | এফসি দল / এসএ২০ দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক | |||||
৪ | এইডেন মার্করাম (অধিঃ) | ৪ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | টাইটান্স / সানরাইজার্স ইস্টার্ন কেপ |
ব্যাটসম্যান | |||||
১৭ | রিজা হেনড্রিক্স | ১৪ আগস্ট ১৯৮৯ (বয়স ৩৪) | ডানহাতি | ডানহাতি অফ-ব্রেক | লায়ন্স / জোবার্গ সুপার কিংস |
১০ | ডেভিড মিলার | ১০ জুন ১৯৮৯ (বয়স ৩৪) | বাঁহাতি | ডানহাতি অফ স্পিন | ডলফিন / পার্ল রয়্যালস |
৩০ | ট্রিস্টান স্টাবস | ১৪ আগস্ট ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | ওয়ারিয়র্স / সানরাইজার্স ইস্টার্ন কেপ |
উইকেট-রক্ষক | |||||
১২ | কুইন্টন ডি কক (উইঃ) | ১৭ ডিসেম্বর ১৯৯২ (বয়স ৩১) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | টাইটান্স / ডারবান সুপার জায়ান্টস |
৪৫ | হাইনরিখ ক্লাসেন (উইঃ) | ৩০ জুলাই ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | টাইটান্স / ডারবান সুপার জায়ান্টস |
৪৪ | রায়ান রিকেলটন (উইঃ) | ১১ জুলাই ১৯৯৬ (বয়স ২৭) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | লায়ন্স / এমআই কেপ টাউন |
অল রাউন্ডার | |||||
৭০ | মার্কো জ্যানসেন | ১ মে ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | বাঁহাতি ফাস্ট | ওয়ারিয়র্স / সানরাইজার্স ইস্টার্ন কেপ |
১৬ | কেশব মহারাজ | ৭ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ৩৪) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | ডলফিন / ডারবান সুপার জায়ান্টস |
পেসার | |||||
৪১ | ওটনিয়েল বার্টম্যান | ১৮ মার্চ ১৯৯৩ (বয়স ৩১) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ডলফিন / সানরাইজার্স ইস্টার্ন কেপ |
৬২ | জেরাল্ড কোয়েটজি | ২ অক্টোবর ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | টাইটান্স / জোবার্গ সুপার কিংস |
২০ | অ্যানরিখ নর্টজে | ১৬ নভেম্বর ১৯৯৩ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ওয়ারিয়র্স / প্রিটোরিয়া ক্যাপিটালস |
২৫ | কাগিসো রাবাদা | ২৫ মে ১৯৯৫ (বয়স ২৮) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | লায়ন্স / এমআই কেপ টাউন |
স্পিনার্স | |||||
৭৭ | বিয়র্ন ফরটুইন | ২১ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | বাঁহাতি অর্থোডক্স | লায়ন্স / পার্ল রয়্যালস |
২৬ | তাব্রাইজ শামসি | ১৮ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ৩৪) | ডানহাতি | বাঁহাতি আনঅর্থোডক্স | টাইটান্স / পার্ল রয়্যালস |
স্ট্যান্ডবাই খেলোয়াড়[২৬] | |||||
৭১ | নন্দরে বার্গারে | ১১ আগস্ট ১৯৯৫ (বয়স ২৮) | বাঁহাতি | বাঁহাতি ফাস্ট | ওয়েস্টার্ন প্রভিন্স / জোবার্গ সুপার কিংস |
২২ | লুঙ্গি এনগিডি | ২৯ মার্চ ১৯৯৬ (বয়স ২৮) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | টাইটান্স / পার্ল রয়্যালস |
শ্রীলঙ্কা
সম্পাদনা৯ মে ২০২৪-এ, শ্রীলঙ্কা তাদের দল ঘোষণা করেছিল।[২৭]
কোচ: ক্রিস সিলভারউড
ক্রম. | খেলোয়াড় | জন্মতারিখ | ব্যাটিং শৈলী | বোলিং শৈলী | এফসি দল / এলপিএল দল |
---|---|---|---|---|---|
অধিনায়ক ও সহ–অধিনায়ক | |||||
৪৯ | ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিঃ) | ২৯ জুলাই ১৯৯৭ (বয়স ২৬) | ডানহাতি | ডানহাতি লেগ-ব্রেক | কলম্বো / বি-লাভ ক্যান্ডি |
৭২ | চারিথ আসালাঙ্কা (সহ–অধিঃ) | ২৯ জুন ১৯৯৭ (বয়স ২৬) | বাঁহাতি | ডানহাতি অফ-ব্রেক | সিংহলী / জাফনা কিংস |
ব্যাটসম্যান | |||||
১৮ | পাথুম নিসাঙ্কা | ১৮ মে ১৯৯৮ (বয়স ২৫) | ডানহাতি | - | ননডেস্ক্রিপ্ট / জাফনা কিংস |
উইকেট-রক্ষক | |||||
১৩ | কুশল মেন্ডিস (উইঃ) | ২ ফেব্রুয়ারি ১৯৯৫ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি লেগ-ব্রেক | সিংহলী / জাফনা কিংস |
২৩ | সাদিরা সমরবিক্রম (উইঃ) | ৩০ আগস্ট ১৯৯৫ (বয়স ২৮) | ডানহাতি | - | তামিল ইউনিয়ন / কলম্বো স্ট্রাইকার্স |
অল রাউন্ডার | |||||
৭৫ | ধনঞ্জয়া ডি সিলভা | ৬ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি অফ-ব্রেক | তামিল ইউনিয়ন / জাফনা কিংস |
৬৯ | অ্যাঞ্জেলো ম্যাথিউস | ২ জুন ১৯৮৭ (বয়স ৩৬) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | কোল্টস / বি-লাভ ক্যান্ডি |
২১ | কামিন্দু মেন্ডিস | ৩০ সেপ্টেম্বর ১৯৯৮ (বয়স ২৫) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স, ডানহাতি অফ ব্রেক | কলম্বো / বি-লাভ ক্যান্ডি |
৭ | দাসুন শানাকা | ৯ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩০) | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | সিংহলীজ / বি-লাভ ক্যান্ডি |
পেসার | |||||
৫ | দুষ্মন্ত চামিরা | ১১ জানুয়ারি ১৯৯২ (বয়স ৩২) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ননডেস্ক্রিপ্টস / বি-লাভ ক্যান্ডি |
৯৮ | দিলশান মাদুশঙ্কা | ১৮ সেপ্টেম্বর ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | বাঁহাতি ফাস্ট-মিডিয়াম | কোল্টস / ডাম্বুলা থান্ডার্স |
৮১ | মাথিশা পাথিরানা | ১৮ ডিসেম্বর ২০০২ (বয়স ২১) | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ননডেস্ক্রিপ্ট / কলম্বো স্ট্রাইকার্স |
৫৩ | নুয়ান থুশারা | ৬ আগস্ট ১৯৯৪ (বয়স ২৯) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | বাদুরেলিয়া / ডাম্বুলা থান্ডার্স |
স্পিনার্স | |||||
৬১ | মহেশ তীক্ষণ | ১ আগস্ট ২০০০ (বয়স ২৩) | ডানহাতি | ডানহাতি অফ-ব্রেক | কোল্টস / গল মার্ভেলস |
১ | দুনিথ ওয়েল্লালাগে | ৯ জানুয়ারি ২০০৩ (বয়স ২১) | বাঁহাতি | বাঁহাতি অর্থোডক্স | কোল্টস / কলম্বো স্ট্রাইকার্স |
স্ট্যান্ডবাই খেলোয়াড়[২৭] | |||||
৫৪ | ভানুকা রাজাপাকসে | ২৪ অক্টোবর ১৯৯১ (বয়স ৩২) | বাঁহাতি | ডানহাতি মিডিয়াম | - / গালে মার্ভেলস |
৭৮ | অসিত ফার্নান্দো | ৩১ জুলাই ১৯৯৭ (বয়স ২৬) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | কলম্বো / জাফনা কিংস |
৬৭ | জানিথ লিয়ানাগে | ১২ জুলাই ১৯৯৫ (বয়স ২৮) | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | রাগামা / গালে মার্ভেলস |
৫৫ | বিজয়কান্ত বিয়াসকান্ত | ৫ ডিসেম্বর ২০০১ (বয়স ২২) | ডানহাতি | ডানহাতি লেগ-ব্রেক | তামিল ইউনিয়ন / জাফনা কিংস |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "USA to stage T20 World Cup: 2024–2031 ICC Men's tournament hosts confirmed"। International Cricket Council। ১৬ নভেম্বর ২০২১। ৫ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২২।
- ↑ "Next Men's T20 World Cup set to be played from June 4 to 30, 2024"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ২৮ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৮।
- ↑ "2024 T20 World Cup: When will the teams be finalized? ICC deadline approaching fast"। USA Today। ২৬ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৪।
- ↑ "Debutants Canada name squad for T20 World Cup tilt"। International Cricket Council। ২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২ মে ২০২৪।
- ↑ ক খ de Jong, Bertus। "Dutta returns for Canada, Dassanayake to stay on as coach"। Cricbuzz। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৪।
- ↑ ক খ "India's squad for ICC Men's T20 World Cup 2024 announced"। Board of Control for Cricket in India। ৩০ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৪।
- ↑ "Ireland announce squad for ICC Men's T20 World Cup 2024"। International Cricket Council। ৭ মে ২০২৪। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৪।
- ↑ "Pakistan name 15-member T20 World Cup squad"। International Cricket Council (ইংরেজি ভাষায়)। ২৪ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ ক খ "World Cup finalist named in USA T20 World Cup 2024 squad"। International Cricket Council। ৩ মে ২০২৪। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৪।
- ↑ "Aussies reveal T20 World Cup squad, Marsh to lead"। Cricket Australia। ২০২৪-০৫-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।
- ↑ "Australia name JFM, Short as T20 World Cup reserves"। Cricket Australia। ২০২৪-০৫-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২১।
- ↑ "Reserves added as Australia finalise squad for T20 World Cup, no room for big names"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৪।
- ↑ "England Men name preliminary ICC Men's T20 World Cup squad"। England and Wales Cricket Board। ৩০ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৪।
- ↑ "Erasmus to skipper as Namibia name squad for T20 World Cup"। International Cricket Council। ১০ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৪।
- ↑ ক খ "Ilyas to lead Oman at T20 World Cup"। Times of Oman। ২০২৪-০৫-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।
- ↑ "Key players return to Scotland's squad for T20 World Cup"। International Cricket Council। ৬ মে ২০২৪। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৪।
- ↑ ক খ "Afghanistan announce T20 World Cup 2024 squad"। International Cricket Council। ৩০ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৪।
- ↑ ক খ "Williamson to lead experienced squad to ICC T20 World Cup"। New Zealand Cricket। ২৯ এপ্রিল ২০২৪। ২৯ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৪।
- ↑ "Papua New Guinea stick with experience in T20 World Cup 2024 squad"। International Cricket Council। ৭ মে ২০২৪। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৪।
- ↑ ক খ "Uganda name squad for historic T20 World Cup appearance"। International Cricket Council। ২০২৪-০৫-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৬।
- ↑ "Co-hosts West Indies announce squad for T20 World Cup"। International Cricket Council। ৩ মে ২০২৪। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৪।
- ↑ ক খ "Shanto to lead Bangladesh's squad for T20 World Cup"। International Cricket Council। ১৪ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৪।
- ↑ "Nepal put forward strong squad on T20 World Cup return"। International Cricket Council। ৫ মে ২০২৪। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৪।
- ↑ "Big names miss out as Netherlands announce squad for T20 World Cup"। International Cricket Council। ১৩ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৪।
- ↑ ক খ গ ঘ "Injuries force two changes to Netherlands' T20 World Cup squad"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৪।
- ↑ ক খ "Proteas men's squad named for 2024 T20 World Cup"। Cricket South Africa। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৪।
- ↑ ক খ "Sri Lanka name star-studded squad for ICC Men's T20 World Cup 2024"। International Cricket Council। ৯ মে ২০২৪। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৪।