নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব

শ্রীলঙ্কান প্রথম-শ্রেণীর ক্রিকেট দল
(ননডেস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাব থেকে পুনর্নির্দেশিত)

নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব শ্রীলঙ্কার কলম্বোভিত্তিক প্রথম-শ্রেণীর ক্রিকেট দলনন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে দলটি অতিথি দলগুলোর বিপক্ষে নিজেদের খেলার আয়োজন করে থাকে।[]

নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব
কর্মীবৃন্দ
অধিনায়কশ্রীলঙ্কা অ্যাঞ্জেলো পেরেরা
কোচশ্রীলঙ্কা সজিত ফার্নান্দো
দলের তথ্য
শহরকলম্বো
রংনীল  []
প্রতিষ্ঠা১৮৮৮; ১৩৬ বছর আগে (1888)
স্বাগতিক মাঠনন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ড
ধারণক্ষমতা২,০০০
ইতিহাস
প্রিমিয়ার ট্রফি জয়১৬
প্রিমিয়ার লিমিটেড ওভার্স টুর্নামেন্ট জয়
টুয়েন্টি২০ টুর্নামেন্ট জয়
উল্লেখযোগ্য খেলোয়াড়কুমার সাঙ্গাকারা
অরবিন্দ ডি সিলভা
রাসেল আর্নল্ড
লাসিথ মালিঙ্গা
উপুল থারাঙ্গা
দীনেশ চন্ডিমাল

১৮৮৮ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল। যে-কেউ অংশগ্রহণ করতে পারবে এ নীতিবোধে বিশ্বাসী হিসেবে নন্দেস্ক্রিপ্টস নামটি আহরিত হয়েছে। স্বতন্ত্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণে কলম্বোভিত্তিক অন্যান্য ক্লাব বিশেষ করে সিংহলীজ স্পোর্টস ক্লাব, মুরস স্পোর্টস ক্লাব এবং তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের সাথে বিপরীত চিত্র তুলে ধরে। এর সদস্য সকলের জন্যে উন্মুক্ত।[]

সম্মাননা

সম্পাদনা
  • পি সারাভানামুত্তু ট্রফি / রবার্ট সেনানায়েকে ট্রফি / লাকস্প্রে ট্রফি / প্রিমিয়ার ট্রফি (১৬)

১৯৫২-৫৩, ১৯৫৩-৫৪, ১৯৫৪-৫৫, ১৯৫৬-৫৭, ১৯৫৭-৫৮, ১৯৬০-৬১, ১৯৬৯-৭০, ১৯৭০-৭১, ১৯৭৫-৭৬, ১৯৭৬-৭৭, ১৯৭৮-৭৯, ১৯৮৫-৮৬, ১৯৮৮-৮৯, ১৯৯৩-৯৪, ২০০০-০১, ২০১৩-১৪

  • অনূর্ধ্ব-২৩ ট্রফি (২)

২০০৮-০৯ ২০০৯-১০

দলীয় রেকর্ড

সম্পাদনা

অন্য নন্দেস্ক্রিপ্টস ক্লাব

সম্পাদনা

১৯শ শতাব্দীতে লন্ডনভিত্তিক দল থেকে নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব নামটি এসেছে। বিস্ময়কর ক্রিকেট ক্লাব হিসেবে নন্দেস্ক্রিপ্টসের কোন নির্দিষ্ট মাঠ ছিল না ও বিভিন্ন মানের খেলোয়াড়দেরকে নিয়ে গঠিত হয়। ১৯৬২ সালে মূলতঃ ক্রিকেটের নীতি, ক্রীড়াসূলভ মনোভাব, পোশাকের উচ্চ মান, দৃষ্টিভঙ্গী ও প্রয়োগ ঘটাতে নিউজিল্যান্ডীয় নন্দেস্ক্রিপ্টস ক্লাব প্রতিষ্ঠিত হয়। বিস্ময়কর ক্লাব হিসেবে এটি ওয়েলিংটন ও লোয়াড় হাটের খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছিল। ইয়ান চ্যাটফিল্ড, জন রিডবব ব্লেয়ারসহ আটজন নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার অংশ নিয়েছেন। ১৯৮০-এর দশকে নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব ব্রুনেই ক্রিকেট লীগে অংশ নিয়েছিল। মূলতঃ শ্রীলঙ্কান প্রবাসী সিংহলী ও তামিলদের নিয়ে ক্লাবটি গঠিত হলেও পরবর্তীতে অন্য ক্লাবের সাথে নাম পরিবর্তিত হয়ে একীভূত হয়।

উল্লেখযোগ্য খেলোয়াড়

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sri Lanka Cricket"www.srilankacricket.lk। ৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০ 
  2. Nondescripts Cricket Club Ground, Colombo - Cricinfo
  3. "Descriptions of the Nondescripts" - Andrew Miller, Cricinfo

বহিঃসংযোগ

সম্পাদনা