২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল ২০২২-এর ২৯ মে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এটি একটি দিবা/রাত্রি টি-টোয়েন্টি ম্যাচ, যা ভারতের একটি বার্ষিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ মৌসুমের বিজয়ী নির্ধারণ করে।[২]
প্রতিযোগিতা | ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
গুজরাত টাইটান্স ৭ উইকেটে জয়ী | |||||||||
তারিখ | ২৯ মে ২০২২ | ||||||||
মাঠ | নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ | ||||||||
ম্যাচসেরা | হার্দিক পাণ্ড্য (গুজরাত টাইটান্স) | ||||||||
আম্পায়ার | ক্রিস গফানি নিতিন মেনন | ||||||||
উপস্থিত দর্শক | ১,০৪,৮৫৯[১] | ||||||||
← ২০২১ ২০২৩ → |
পটভূমি
সম্পাদনা২৪ ফেব্রুয়ারি ২০২২-এ বিসিসিআই আইপিএলের ২০২২ মৌসুমের সময়সূচী ঘোষণা করে। চারটি ভেন্যুতে গ্রুপ পর্ব আয়োজনের জন্য নির্ধারিত হয়। ৩ মে প্লে অফের সময়সূচী ঘোষণা করা হয়। কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর-এর আয়োজন করার জন্য কলকাতার ইডেন গার্ডেনকে বেছে নেওয়া হয়েছিল এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে কোয়ালিফায়ার ২ এবং ফাইনালের আয়োজন করার জন্য বেছে নেওয়া হয়েছিল।[৩] গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালস-এর মধ্যকার ফাইনাল ম্যাচ ২৯ মে ২০২২-এ অনুষ্ঠিত হয়েছিল।[৪]
ফাইনালের পথ
সম্পাদনাউৎস: ইএসপিএন ক্রিকইনফো[৫] ইন্ডিয়া টুডে[৬] ফার্স্টপোস্ট[৭]
গুজরাত টাইটান্স | বনাম | রাজস্থান রয়্যালস | ||||
---|---|---|---|---|---|---|
গ্রুপ পর্ব | ||||||
বিপক্ষ | তারিখ | ফলাফল | # | বিপক্ষ | তারিখ | ফলাফল |
লখনউ সুপার জায়ান্টস | ২৮ মার্চ ২০২২ | জয়ী | ম্যাচ ১ | সানরাইজার্স হায়দ্রাবাদ | ২৯ মার্চ ২০২২ | জয়ী |
দিল্লি ক্যাপিটালস | ২ এপ্রিল ২০২২ | জয়ী | ম্যাচ ২ | মুম্বই ইন্ডিয়ান্স | ২ এপ্রিল ২০২২ | জয়ী |
পাঞ্জাব কিংস | ৮ এপ্রিল ২০২২ | জয়ী | ম্যাচ ৩ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৫ এপ্রিল ২০২২ | পরাজিত |
সানরাইজার্স হায়দ্রাবাদ | ১১ এপ্রিল ২০২২ | পরাজিত | ম্যাচ ৪ | লখনউ সুপার জায়ান্টস | ১০ এপ্রিল ২০২২ | জয়ী |
রাজস্থান রয়্যালস | ১৪ এপ্রিল ২০২২ | জয়ী | ম্যাচ ৫ | গুজরাত টাইটান্স | ১৪ এপ্রিল ২০২২ | পরাজিত |
চেন্নাই সুপার কিংস | ১৭ এপ্রিল ২০২২ | জয়ী | ম্যাচ ৬ | কলকাতা নাইট রাইডার্স | ১৮ এপ্রিল ২০২২ | জয়ী |
কলকাতা নাইট রাইডার্স | ২৩ এপ্রিল ২০২২ | জয়ী | ম্যাচ ৭ | দিল্লি ক্যাপিটালস | ১৮ এপ্রিল ২০২২ | জয়ী |
সানরাইজার্স হায়দ্রাবাদ | ২৭ এপ্রিল ২০২২ | জয়ী | ম্যাচ ৮ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ২৬ এপ্রিল ২০২২ | জয়ী |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৩০ এপ্রিল ২০২২ | জয়ী | ম্যাচ ৯ | মুম্বই ইন্ডিয়ান্স | ৩০ এপ্রিল ২০২২ | পরাজিত |
পাঞ্জাব কিংস | ২ মে ২০২২ | পরাজিত | ম্যাচ ১০ | কলকাতা নাইট রাইডার্স | ২ মে ২০২২ | পরাজিত |
মুম্বই ইন্ডিয়ান্স | ৬ মে ২০২২ | পরাজিত | ম্যাচ ১১ | পাঞ্জাব কিংস | ৭ মে ২০২২ | জয়ী |
লখনউ সুপার জায়ান্টস | ১০ মে ২০২২ | জয়ী | ম্যাচ ১২ | দিল্লি ক্যাপিটালস | ১১ মে ২০২২ | পরাজিত |
চেন্নাই সুপার কিংস | ১৫ মে ২০২২ | জয়ী | ম্যাচ ১৩ | লখনউ সুপার জায়ান্টস | ১৫ মে ২০২২ | জয়ী |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ১৯ মে ২০২২ | পরাজিত | ম্যাচ ১৪ | চেন্নাই সুপার কিংস | ২০ মে ২০২২ | জয়ী |
প্লে-অফ পর্ব | ||||||
বাছাই ১ | বাছাই ১ | |||||
বিপক্ষ | তারিখ | ফলাফল | # | বিপক্ষ | তারিখ | ফলাফল |
রাজস্থান রয়্যালস | ২৪ মে ২০২২ | জয়ী | ম্যাচ ১৫ | গুজরাত টাইটান্স | ২৪ মে ২০২২ | পরাজিত |
বাছাই ২ | ||||||
# | বিপক্ষ | তারিখ | ফলাফল | |||
ম্যাচ ১৬ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ২৭ মে ২০২২ | জয়ী | |||
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল |
ম্যাচ
সম্পাদনাসংক্ষিপ্ত বিবরণ
সম্পাদনারাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন টস জিতে প্রতিপক্ষ গুজরাত টাইটান্সনের ফিল্ডিং-এর বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেন। রাজস্থান রয়্যালস তাদের ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১৩০ রান সংগ্রহ করে। অন্যদিকে গুজরাত টাইটান্স মাত্র ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে, এভাবে প্রদত্ত লক্ষ্য তাড়া করে আইপিএল-এ তাদের প্রথম শিরোপা জিতে নেয়।
রাজস্থান রয়্যালস
১৩০/৯ (২০ ওভার) |
ব
|
গুজরাত টাইটান্স
১৩৩/৩ (১৮.১ ওভার) |
- রাজস্থান রয়্যালস টসে জয়ী হয় ও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- গুজরাত টাইটান্স আইপিএল-এর আসরে তাদের প্রথম শিরোপা জয় করে।
স্কোরকার্ড
সম্পাদনা- অন-ফিল্ড আম্পায়ার: ক্রিস গফানি ও নিতিন মেনন
- তৃতীয় আম্পায়ার: কে. এন. অনন্তপদ্মানাভন
- রিজার্ভ আম্পায়ার: অনিল চৌধুরী
- ম্যাচ রেফারি: জাভাগল শ্রীনাথ
ব্যাটসম্যান | আউটের পদ্ধতি | রান | বল | স্ট্রাইক রেট |
---|---|---|---|---|
যশস্বী জয়সওয়াল | ক রবিশ্রিনিবাসন সাই কিশোর ব যশ দয়াল | ২২ | ১৬ | ১৩৭.৫০ |
জস বাটলার | ক ঋদ্ধিমান সাহা ব হার্দিক পাণ্ড্য | ৩৯ | ৩৫ | ১১১.৪৩ |
সঞ্জু স্যামসন | ক রবিশ্রিনিবাসন সাই কিশোর ব হার্দিক পাণ্ড্য | ১৪ | ১১ | ১২৭.২৭ |
দেবদূত পাদিক্কাল | ক মোহাম্মদ শামি ব রশিদ খান | ২ | ১০ | ২০.০০ |
শিমরন হেটমায়ার | ক ও ব হার্দিক পাণ্ড্য | ১১ | ১২ | ৯১.৬৭ |
রবিচন্দ্রন অশ্বিন | ক ডেভিড মিলার ব রবিশ্রিনিবাসন সাই কিশোর | ৬ | ৯ | ৬৬.৬৭ |
রিয়ান পরাগ | ব মোহাম্মদ শামি | ১৫ | ১৫ | ১০০.০০ |
ট্রেন্ট বোল্ট | ক রাহুল তেওয়াতিয়া ব রবিশ্রিনিবাসন সাই কিশোর | ১১ | ৭ | ১৫৭.১৪ |
ওবেদ ম্যাককয় | রান আউট রাহুল তেওয়াতিয়া | ৮ | ৫ | ১৬০.০০ |
প্রসিধ কৃষ্ণা | অপরাজিত | ০ | – | – |
যুজবেন্দ্র চাহাল | ব্যাট করেনি | |||
অতিরিক্ত | (০ বা., ২ লে.বা., ০ নো.ব., ০ ও.) | ২ | ||
মোট | (২০ ওভার, প্রতি ওভারে ৬.৫০ রান) | ১৩০/৯ |
বোলার | ওভার | মেইডেন | রান | উইকেট | গড় |
---|---|---|---|---|---|
মোহাম্মদ শামি | ৪ | ০ | ৩৩ | ১ | ৮.২৫ |
যশ দয়াল | ৩ | ০ | ১৮ | ১ | ৬.০০ |
লকি ফার্গুসন | ৩ | ০ | ২২ | ০ | ৭.৩৩ |
রশিদ খান | ৪ | ০ | ১৮ | ১ | ৪.৫০ |
হার্দিক পাণ্ড্য | ৪ | ০ | ১৭ | ৩ | ৪.২৫ |
আর. সাই কিশোর | ২ | ০ | ২০ | ২ | ১০.০০ |
উইকেটের পতন: ৩১/১ (জয়সওয়াল, ৩.৬ ওভার), ৬০/২ (স্যামসন, ৮.২ ওভার), ৭৯/৩ (পাডিকল, ১১.৫ ওভার), ৭৯/৪ (বাটলার, ১২.১ ওভার) ), ৯৪/৫ (হেটমায়ার, ১৪.৬ ওভার), ৯৮/৬ (অশ্বিন, ১৫.৫ ওভার), ১১২/৭ (বোল্ট, ১৭.৩ ওভার), ১৩০/৮ (ম্যাককয়, ১৯.৪ ওভার), ১৩০/৯ (পরাগ, ২০ ওভার)
ব্যাটসম্যান | আউটের পদ্ধতি | রান | বল | স্ট্রাইক রেট |
---|---|---|---|---|
ঋদ্ধিমান সাহা | ব প্রসিধ কৃষ্ণা | ৫ | ৭ | ৭১.৪৩ |
শুভমান গিল | অপরাজিত | ৪৫ | ৪৩ | ১০৪.৬৫ |
ম্যাথু ওয়েড | ক রিয়ান পরাগ ব ট্রেন্ট বোল্ট | ৮ | ১০ | ৮০.০০ |
হার্দিক পাণ্ড্য | ক যশস্বী জয়সওয়াল ব যুজবেন্দ্র চাহাল | ৩৪ | ৩০ | ১১৩.৩৩ |
ডেভিড মিলার | অপরাজিত | ৩২ | ১৯ | ১৬৮.৪২ |
রাহুল তেওয়াতিয়া | ব্যাট করেনি | |||
রশিদ খান | ব্যাট করেনি | |||
আর. সাই কিশোর | ব্যাট করেনি | |||
লকি ফার্গুসন | ব্যাট করেনি | |||
মোহাম্মদ শামি | ব্যাট করেনি | |||
যশ দয়াল | ব্যাট করেনি | |||
অতিরিক্ত | (০ বা., ১ লে.বা., ০ নো.ব., ৭ ও.) | ৮ | ||
মোট | (১৮.১ ওভার) | ১৩৩/৩ |
বোলার | ওভার | মেইডেন | রান | উইকেট | গড় |
---|---|---|---|---|---|
ট্রেন্ট বোল্ট | ৪ | ১ | ১৪ | ১ | ৩.৫০ |
প্রসিধ কৃষ্ণা | ৪ | ০ | ৪০ | ১ | ১০.০০ |
যুজবেন্দ্র চাহাল | ৪ | ০ | ২০ | ১ | ৫.০০ |
ওবেদ ম্যাককয় | ৩.১ | ০ | ২৬ | ০ | ৮.২১ |
আর. অশ্বিন | ৩ | ০ | ৩২ | ০ | ১০.৬৭ |
উইকেটের পতন: ৯/১ (সাহা, ১.৪ ওভার), ২৩/২ (ওয়েড, ৪.৩ ওভার), ৮৬/৩ (হার্দিক, ১৩.২ ওভার)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "IPL 2022, GT vs RR | Biggest crowd I have ever faced: David Miller excited for final showdown in Ahmedabad"। India Today। ২৯ মে ২০২২।
- ↑ "BCCI announces schedule for playoffs"। indianexpress.com। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২।
- ↑ "BCCI announces schedule for IPL 2022"। www.sportstar.thehindu.com। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২২।
- ↑ "IPL Final: Gujarat Titans Brace Up For Fight Against Rajasthan Royals"। NDTVSports.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-৩০।
- ↑ "Indian Premier League 2022 – Fixtures and Results"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২২।
- ↑ Chowdhury, Sabyasachi (২৯ মার্চ ২০২২)। "IPL 2022 Final, GT vs RR: Gujarat Titans' road to the final"। India Today।
- ↑ "IPL 2022: Rajasthan Royals (RR) road to final"। Firstpost। ২৯ মে ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- IPLT20.com-এ ম্যাচ সেন্টার
- ইএসপিএন ক্রিকইনফো-এ সিরিজ হোম