২০২০–২১ ফেডারেশন কাপ (বাংলাদেশ)
২০২০–২১ বাংলাদেশ ফেডারেশন কাপ (পৃষ্ঠপোষকজনিত কারণে ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০ নামে পরিচিত)[১] বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক বাংলাদেশী ক্লাবগুলো নিয়ে আয়োজিত বার্ষিক ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশ ফেডারেশন কাপের ৩২তম আসর। ২০২০ সালের ২২ ডিসেম্বর শুরু হয়[২][৩] এবং ২০২১ সালের ১০ জানুয়ারি ফাইনাল খেলার মাধ্যমে আসরের সমাপ্তি ঘটে।[৪] আসরের খেলাগুলো ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চারটি গ্রুপে পূর্ব মৌসুমে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১৩টি দল অংশগ্রহণ করছে।
ওয়াল্টন ফেডারেশন কাপ | |
দেশ | বাংলাদেশ |
---|---|
তারিখ | ২২ ডিসেম্বর ২০২০ – ১০ জানুয়ারি ২০২১ |
মাঠ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা |
দল | ১৩ |
চ্যাম্পিয়ন | বসুন্ধরা কিংস (২য় শিরোপা) |
রানার্স-আপ | সাইফ স্পোর্টিং ক্লাব |
ম্যাচ খেলেছে | ২২ |
গোল সংখ্যা | ৬৪ (ম্যাচ প্রতি ২.৯১টি) |
শীর্ষ গোলদাতা | ৫ গোল রাউল বেসেরা (বসুন্ধরা কিংস) কেনেথ ইকেচুকু (সাইফ স্পোর্টিং ক্লাব) |
সেরা খেলোয়াড় | কেনেথ ইকেচুকু |
← ২০১৯–২০ ২০২১–২২ →
সকল পরিসংখ্যান ১০ জানুয়ারি ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত। |
ফাইনালে বসুন্ধরা কিংস ১–০ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা জয় করে, যা বসুন্ধরা কিংসয়ের জন্য টানা দ্বিতীয় শিরোপা জয়।[৫] এই আসরের বিজয়ী দল ২০২২ এএফসি কাপের প্রাথমিক পর্বে খেলার জন্য উত্তীর্ণ হয়। চট্টগ্রাম আবাহনী এই আসরের ফেয়ার প্লে ট্রফি জয় করে। প্রতিযোগিতার মোট ২২ ম্যাচে ২.৯১ গড়ে ৬৪টি গোল হয়েছে। বসুন্ধরা কিংসের রাউল বেসেরা ও সাইফ স্পোর্টিং ক্লাবের কেনেথ ইকোচুকু ব্যক্তিগত সর্বোচ্চ ৫ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা হয়েছিলেন। কেনেথ ইকোচুকু শীর্ষ গোলদাতা হওয়ার পাশাপাশি এই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিলেন।[৬]
বিন্যাস
সম্পাদনাদলসমূহ চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রত্যেক গ্রুপের পয়েন্ট তালিকার সেরা দুই দল (চার গ্রুপ থেকে সর্বমোট ৮টি দল) নকআউট পর্ব তথা কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ হবে এবং কোয়ার্টার-ফাইনালে বিজয়ী চারটি দল সেমি-ফাইনাল উত্তীর্ণ হবে। সর্বশেষে সেমি-ফাইনালে বিজয়ী দলদ্বয় ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। ফাইনালে বিজয়ী দল চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা হাতে তুলবে।[৭] প্রতিযোগিতায় কোন তৃতীয় স্থান নির্ধারণী খেলা রাখা হয়নি। প্রথমবারের মত ফিফার সাময়িক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় বদল করার সুযোগ রাখা হয়।[৮]
মাঠ
সম্পাদনাএই আসরের সকল খেলা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।[৯]
ঢাকা | |
---|---|
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ৩৬,০০০ | |
পৃষ্ঠপোষক ও পুরস্কার
সম্পাদনাবাংলাদেশী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ ফেডারেশন কাপের এই আসেরর মূল পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে। এছাড়াও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড এই আসরের সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে অর্থায়ন করেছে।[১০] অংশগ্রহণকারী প্রতিটি ক্লাব এই আসরে অংশগ্রহণ বাবদ ২ লাখ টাকা পেয়েছে। চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে ৫ লাখ ও ৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। দলগত অর্থ প্রদানের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের জন্য প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়, আসরের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষকের জন্য পৃথক পুরস্কার ছিল।[১১]
অংশগ্রহণকারী দল ও গ্রুপিং
সম্পাদনা২০১৯–২০ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১৩টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।[১][১২] দল ও গ্রুপের তালিকা[১৩]-
গ্রুপ 'এ' | গ্রুপ 'বি' | গ্রুপ 'সি' | গ্রুপ 'ডি' |
---|---|---|---|
† একত্রিশতম আসরের শিরোপা বিজয়ী; ‡ একত্রিশতম আসরের রানার্স-আপ দল।[১৪]
খেলা পরিচালনাকারী
সম্পাদনাবাংলাদেশ ফুটবল ফেডারেশনের ৯ জন প্রধান রেফারি প্রতিযোগিতার ২২টি ম্যাচের খেলা পরিচালনা করেছেন।-
গ্রুপ পর্ব
সম্পাদনা২০২০ সালের ১৩ই ডিসেম্বর ঢাকার মতিঝিলের বিএফএফ হাউজে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। প্রত্যেক গ্রুপে, দলগুলো একে অপরের সাথে একবার করে মুখোমুখি হয়েছে। প্রত্যেক গ্রুপের বিজয়ী দল এবং রানার-আপ দল নকআউট পর্বের জন্য উত্তীর্ণ হয়। এই পর্বের সকল খেলা ২০২০ সালের ২২শে ডিসেম্বর হতে ৩০শে ডিসেম্বর তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়।[১৫] নিম্নে তালিকাভুক্ত খেলাগুলোর সময় বাংলাদেশ মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৬)।
গ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শেখ রাসেল ক্রীড়া চক্র | ২ | ২ | ০ | ০ | ৪ | ২ | +২ | ৬ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ |
২ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২ | ০ | ১ | ১ | ৪ | ৫ | −১ | ১ | |
৩ | বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব | ২ | ০ | ১ | ১ | ২ | ৩ | −১ | ১ |
শেখ রাসেল ক্রীড়া চক্র | ১–০ | বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব |
---|---|---|
আস্ররভ ৫০' | প্রতিবেদন |
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব | ২–২ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব |
---|---|---|
স্বাধীন ১০' আরিফুল ৭৭' (আ.গো.) |
প্রতিবেদন | জোবে ৫১' সলোমন ৭৯' |
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২–৩ | শেখ রাসেল ক্রীড়া চক্র |
---|---|---|
সলোমন ৪৯ (পে)', ৯০ (পে)' | প্রতিবেদন | আস্ররভ ৬' উগোচুকু ৩৯' তকলিস ৫৯' |
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | সাইফ স্পোর্টিং ক্লাব | ৩ | ৩ | ০ | ০ | ১০ | ১ | +৯ | ৯ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ |
২ | উত্তর বারিধারা ক্লাব | ৩ | ২ | ০ | ১ | ৬ | ৫ | +১ | ৬ | |
৩ | আরামবাগ ক্রীড়া সংঘ | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৪ | ০ | ৩ | |
৪ | ব্রাদার্স ইউনিয়ন | ৩ | ০ | ০ | ৩ | ১ | ১১ | −১০ | ০ |
সাইফ স্পোর্টিং ক্লাব | ৩–০ | উত্তর বারিধারা ক্লাব |
---|---|---|
সায়েদ ৪৯' (আ.গো.) ইকেচুকু ৬৪' ফাহিম ৬৯' |
প্রতিবেদন |
আরামবাগ ক্রীড়া সংঘ | ২–০ | ব্রাদার্স ইউনিয়ন |
---|---|---|
চিজোবা ৪৪' মুরাদ ৯০' |
প্রতিবেদন |
উত্তর বারিধারা ক্লাব | ৩–২ | আরামবাগ ক্রীড়া সংঘ |
---|---|---|
সুমন ২৪' সুজন ৩০' কাহরাবা ৪৪' |
প্রতিবেদন | চিজোবা ৩৭' উচ্ছাস ৭৫' |
সাইফ স্পোর্টিং ক্লাব | ৬–১ | ব্রাদার্স ইউনিয়ন |
---|---|---|
ইকেচুকু ১৯', ৬৩' ইয়াসিন ৩৫' আরিফ ৫০' মারাজ ৭৭' সাজ্জাদ ৮০' |
প্রতিবেদন | সিও ৯০+২' (p.) |
ব্রাদার্স ইউনিয়ন | ০–৩ | উত্তর বারিধারা ক্লাব |
---|---|---|
প্রতিবেদন | কোচনেভ ১৪' সুমন ২৭' সায়েদ ৬১' |
সাইফ স্পোর্টিং ক্লাব | ১–০ | আরামবাগ ক্রীড়া সংঘ |
---|---|---|
আরিফ ৫৬' | প্রতিবেদন |
গ্রুপ সি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বসুন্ধরা কিংস | ২ | ২ | ০ | ০ | ৪ | ০ | +৪ | ৬ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ |
২ | চট্টগ্রাম আবাহনী | ২ | ১ | ০ | ১ | ১ | ১ | ০ | ৩ | |
৩ | রহমতগঞ্জ এমএফএস | ২ | ০ | ০ | ২ | ০ | ৪ | −৪ | ০ |
বসুন্ধরা কিংস | ৩–০ | রহমতগঞ্জ এমএফএস |
---|---|---|
বেসেরা ৪৩' রবিনিয়ো ৫৩' মাগরিবি ৬৫' (আ.গো.) |
প্রতিবেদন |
রহমতগঞ্জ এমএফএস | ০–১ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
প্রতিবেদন | নিক্সন ৩৬' |
চট্টগ্রাম আবাহনী | ০–১ | বসুন্ধরা কিংস |
---|---|---|
বেসেরা ৪৯' |
গ্রুপ ডি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ঢাকা আবাহনী | ২ | ২ | ০ | ০ | ৫ | ১ | +৪ | ৬ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ |
২ | ঢাকা মোহামেডান | ২ | ১ | ০ | ১ | ৪ | ৪ | ০ | ৩ | |
৩ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ২ | ০ | ০ | ২ | ২ | ৬ | −৪ | ০ |
ঢাকা আবাহনী | ৩–০ | ঢাকা মোহামেডান |
---|---|---|
মাসিহ ৪১' জুয়েল ৪৫', ৫৩' |
প্রতিবেদন |
ঢাকা মোহামেডান | ৪–১ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র |
---|---|---|
সোহাগ ৪২' আতিকুজ্জামান ৭৫' নুরাত ৮০', ৮৩' |
প্রতিবেদন | খোলদারভ ৬৮' |
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ১–২ | ঢাকা আবাহনী |
---|---|---|
রোহিত ৮৭' | প্রতিবেদন | মাসিহ ৩০' বেলফোর্ট ৬৯' |
নকআউট পর্ব
সম্পাদনানকআউট পর্বের সকল খেলা ২০২১ সালের ১ হতে ১০ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলাগুলোর ক্ষেত্রে ৯০ মিনিট পর যদি ম্যাচের ফলাফল সমতায় থাকলে, অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয়েছে এবং এরপরও যদি ম্যাচের ফলাফল সমতা থাকায় পেনাল্টি শুট-আউটের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হয়েছে। নিম্নে তালিকাভুক্ত খেলাগুলোর সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৬)।
বন্ধনী
সম্পাদনাকোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||
১ জানুয়ারি ২০২১ | ||||||||||
শেখ রাসেল ক্রীড়া চক্র | ০ | |||||||||
৬ জানুয়ারি ২০২১ | ||||||||||
চট্টগ্রাম আবাহনী (অ.স.প.) | ২ | |||||||||
চট্টগ্রাম আবাহনী | ০ | |||||||||
২ জানুয়ারি ২০২১ | ||||||||||
সাইফ স্পোর্টিং ক্লাব | ৩ | |||||||||
সাইফ স্পোর্টিং ক্লাব (পে.) | ২ (৭) | |||||||||
১০ জানুয়ারি ২০২১ | ||||||||||
ঢাকা মোহামেডান | ২ (৬) | |||||||||
সাইফ স্পোর্টিং ক্লাব | ০ | |||||||||
৩ জানুয়ারি ২০২১ | ||||||||||
বসুন্ধরা কিংস | ১ | |||||||||
বসুন্ধরা কিংস | ২ | |||||||||
৭ জানুয়ারি ২০২১ | ||||||||||
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ০ | |||||||||
বসুন্ধরা কিংস (অ.স.প.) | ৩ | |||||||||
৪ জানুয়ারি ২০২১ | ||||||||||
ঢাকা আবাহনী | ১ | |||||||||
ঢাকা আবাহনী | ১ | |||||||||
উত্তর বারিধারা ক্লাব | ০ | |||||||||
কোয়ার্টার-ফাইনাল
সম্পাদনাকোয়ার্টার-ফাইনালের সকল খেলা ২০২১ সালের ১ হতে ৪ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলাগুলোর ক্ষেত্রে ৯০ মিনিট পর যদি ম্যাচের ফলাফল সমতায় থাকলে, অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয়েছে এবং এরপরও যদি ম্যাচের ফলাফল সমতা থাকায় পেনাল্টি শুট-আউটের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হয়েছে। নিম্নে তালিকাভুক্ত খেলাগুলোর সময় বাংলাদেশ মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৬)।
শেখ রাসেল ক্রীড়া চক্র | ০–২ (অ.স.প.) | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
প্রতিবেদন | রাকিব ১০৭' মান্নাফ ১১৩' |
সাইফ স্পোর্টিং ক্লাব | ২–২ (অ.স.প.) | ঢাকা মোহামেডান |
---|---|---|
আরিওয়াচুকু ৭' ইকেচুকু ১৩' |
প্রতিবেদন | আতিকুজ্জামান ১' দিয়াবাতে ৪৩' |
পেনাল্টি | ||
৭–৬ |
বসুন্ধরা কিংস | ২–০ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব |
---|---|---|
বেসেরা ১০' রবিনিয়ো ৮৯' |
প্রতিবেদন |
ঢাকা আবাহনী | ১–০ | উত্তর বারিধারা ক্লাব |
---|---|---|
ওয়াগসলি ৯০+৫' | প্রতিবেদন |
সেমি-ফাইনাল
সম্পাদনাসেমি-ফাইনালের সকল খেলা ২০২১ সালের ৬ই এবং ৭ই জানুয়ারি তারিখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। নিম্নে তালিকাভুক্ত খেলাগুলোর সময় বাংলাদেশ মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৬)।
চট্টগ্রাম আবাহনী | ০–৩ | সাইফ স্পোর্টিং ক্লাব |
---|---|---|
প্রতিবেদন | আরিওয়াচুকু ৮' ইকেচুকু ৭১' ইয়াসিন ৯০' |
বসুন্ধরা কিংস | ৩–১ | ঢাকা আবাহনী |
---|---|---|
ফারনান্দেজ ৫১', ১২০+১' বেসেরা ১১১' |
প্রতিবেদন | ওয়াগসলি ৩১' |
ফাইনাল
সম্পাদনাদুই সেমি-ফাইনালের বিজয়ী দলগুলো নিয়ে ২০২১ সালের ১০ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার সময় বাংলাদেশ মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৬)।
সাইফ স্পোর্টিং ক্লাব | ০–১ | বসুন্ধরা কিংস |
---|---|---|
প্রতিবেদন | বেসেরা ৫২' |
গোলদাতা
সম্পাদনাএই প্রতিযোগিতায় ২২টি ম্যাচে ৬৪টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৯১টি গোল (১০ জানুয়ারি ২০২১ তারিখ অনুযায়ী)।
৫টি গোল
৩টি গোল
২টি গোল
- মাসিহ সাইঘানি (ঢাকা আবাহনী লিমিটেড)
- আরিফুর রহমান (সাইফ স্পোর্টিং ক্লাব)
- জুয়েল রানা (ঢাকা আবাহনী লিমিটেড)
- সুমন রেজা (উত্তর বারিধারা ক্লাব)
- মোহাম্মদ আতিকুজ্জামান (ঢাকা মোহামেডান)
- ইয়াসিন আরাফাত (সাইফ স্পোর্টিং ক্লাব)
- ফ্রান্সিস্কো ওয়াগসলি (ঢাকা আবাহনী)
- রবিনিয়ো (বসুন্ধরা কিংস)
- ফারনান্দেজ (বসুন্ধরা কিংস)
- ক্রিস্টোফার চিজোবা (আরামবাগ ক্রীড়া সংঘ)
- মোহামেদ আবিওলা নুরাত (ঢাকা মোহামেডান)
- এমানুয়েল আরিওয়াচুকু (সাইফ স্পোর্টিং ক্লাব)
- সিয়োভুশ আস্ররভ (শেখ রাসেল ক্রীড়া চক্র)
১টি গোল
- ফয়সাল আহমেদ ফাহিম (সাইফ স্পোর্টিং ক্লাব)
- মুরাদ হোসেন (আরামবাগ ক্রীড়া সংঘ)
- নিহাত জামান উচ্ছাস (আরামবাগ ক্রীড়া সংঘ)
- মেরাজ হোসেইন (সাইফ স্পোর্টিং ক্লাব)
- সাজ্জাদ হোসেইন (সাইফ স্পোর্টিং ক্লাব)
- সুজন বিশ্বাস (উত্তর বারিধারা ক্লাব)
- হাবিবুর রহমান সোহাগ (ঢাকা মোহামেডান)
- মোহাম্মদ স্বাধীন (বাংলাদেশ পুলিশ)
- রোহিত সরকার (মুক্তিযোদ্ধা সংসদ)
- তকলিস আহমেদ (শেখ রাসেল ক্রীড়া চক্র)
- রাকিব হোসেন (চট্টগ্রাম আবাহনী)
- মান্নাফ রাব্বি (চট্টগ্রাম আবাহনী)
- নিক্সন গুয়ের্মে (চট্টগ্রাম আবাহনী)
- সিও জুনাপিও (ব্রাদার্স ইউনিয়ন)
- মাহমুদ সায়েদ (উত্তর বারিধারা ক্লাব)
- মোস্তফা কারহাবা (উত্তর বারিধারা ক্লাব)
- পা ওমর জোবে (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)
- কেরভেন্স বেলফোর্ট (ঢাকা আবাহনী লিমিটেড)
- সোলেমান দিয়াবাতে (ঢাকা মোহামেডান)
- উগোচুকু অবি মোনেকে (শেখ রাসেল ক্রীড়া চক্র)
- আকবারালি খোলদারভ (মুক্তিযোদ্ধা সংসদ)
- ইভজেনি কোচনেভ (উত্তর বারিধারা ক্লাব)
আত্মঘাতী গোল
সম্পাদনা† গাঢ় নাম বিজয়ী দলকে নির্দেশ করে
খেলোয়াড় | ক্লাব | প্রতিপক্ষ | ফল | তারিখ |
---|---|---|---|---|
আলাদিন নাসের এল মাগরিবি | রহমতগঞ্জ এমএফএস | বসুন্ধরা কিংস | ০–৩ | ২২ ডিসেম্বর ২০২০ |
মাহমুদ সায়েদ | উত্তর বারিধারা ক্লাব | সাইফ স্পোর্টিং ক্লাব | ০–৩ | ২৩ ডিসেম্বর ২০২০ |
মোহাম্মদ আরিফুল ইসলাম | বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২–২ | ২৭ ডিসেম্বর ২০২০ |
পুরস্কার জয়ীদের পরিসংখ্যান
সম্পাদনাক্যটাগরি | দল | মন্তব্য | সুত্র |
---|---|---|---|
শিরোপাজয়ী | বসুন্ধরা কিংস | দলটির দ্বিতীয় শিরোপা | [৬][১৬] |
রানার্স-আপ | সাইফ স্পোর্টিং ক্লাব | ||
ফেয়ার প্লে ট্রফি | চট্টগ্রাম আবাহনী লিমিটেড | ||
সেরা খেলোয়াড় | কেনেথ ইকোচুকু (সাইফ স্পোর্টিং ক্লাব) | ||
সর্বোচ্চ গোলদাতা | কেনেথ ইকেচুকু (সাইফ স্পোর্টিং ক্লাব)
রাউল বেসেরা (বসুন্ধরা কিংস) |
প্রত্যেকে ৫টি গোল করেছেন |
সম্প্রচার
সম্পাদনাফেডারেশন কাপের বত্রিশতম আসরের সকল খেলা বাংলাদেশের ক্রীড়া চ্যানেল টি স্পোর্টসে সম্প্রচার করা হয়।[১৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ফেডারেশন কাপের টাইটেল স্পন্সর ওয়ালটন"। দৈনিক ইনকিলাব। ২০২০-১২-০৮। ২০২১-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫।
- ↑ "'Logo Unveiling and Draw' program of "Walton Federation Cup 2020""। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-১৩। ২০২১-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৪।
- ↑ "ফেডারেশন কাপ ফুটবল শুরু আজ"। দৈনিক ইত্তেফাক। ২০২০-১২-২২। ২০২১-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২২।
- ↑ "ফুটবল ক্লাবগুলোর লাইসেন্স না থাকাটা দুঃখজনক: সালাউদ্দিন | খেলা"। দৈনিক ইত্তেফাক। ২০২০-১২-২৪। ২০২১-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৪।
- ↑ "ওয়ালটন ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা"। রাইজিংবিডি.কম। ২০২১-০১-১০। ২০২১-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-১০।
- ↑ ক খ "শিরোপা অক্ষুণ্ণ রাখলো বসুন্ধরা কিংস"। দৈনিক মানবজমিন। ২০২১-০১-১০। ২০২১-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-১০।
- ↑ "ওয়ালটন ফেডারেশন কাপে একই গ্রুপে আবাহনী-মোহামেডান"। রাইজিংবিডি.কম। ২০২০-১২-১৩। ২০২১-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৪।
- ↑ "ফিফার নিয়মে হবে ঘরোয়া ফুটবল"। দৈনিক ইত্তেফাক। ২০২০-১২-২২। ২০২১-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২২।
- ↑ "ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপিং চূড়ান্ত"। বাংলাভিশন। ২০২০-১২-১৩। ২০২১-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫।
- ↑ "ফেডারেশন কাপ ফুটবলের টাইটেল স্পনসর ওয়ালটন"। বাংলা ট্রিবিউন। ২০২০-১২-০৮। ২০২১-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫।
- ↑ "ওয়ালটন ফেডারেশন কাপ ২২ ডিসেম্বর থেকে"। দেশ রূপান্তর। ২০২০-১২-০৯। ২০২১-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫।
- ↑ প্রতিবেদক, ক্রীড়া (২০২০-১২-১৩)। "আবাহনীকে নিজেদের গ্রুপে নিলেন মোহামেডানের কোচ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫।
- ↑ "একই গ্রুপে আবাহনী-মোহামেডান"। আরটিভি অনলাইন। ২০২০-১২-১৩। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫।
- ↑ "ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-১২-১৩। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫।
- ↑ "ফেডারেশন কাপে একই গ্রুপে আবাহনী-মোহামেডান"। bdnews24.com। ২৩ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।
- ↑ "সেরা খেলোয়াড়ের পুরস্কার মাইক্রোওভেন"। প্রথম আলো। ২০২১-০১-১১। ২০২১-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-১১।
- ↑ "Bashundhara Kings vs Rahmatgonj MFC | Highlights | Federation Cup | 2020"। টি স্পোর্টস। ২০২০-১২-২২। ২০২১-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২২ – ইউটিউব-এর মাধ্যমে।