আরামবাগ ক্রীড়া সংঘ
বাংলাদেশের একটি ফুটবল ক্লাব
আরামবাগ ক্রীড়া সংঘ বাংলাদেশের একটি ফুটবল ক্লাব। এটি ঢাকার আরামবাগে অবস্থিত। আরামবাগ ক্রীড়া সংস্থা ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়[১]।
পূর্ণ নাম | আরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকা |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৫৮ |
মাঠ | শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম |
ধারণক্ষমতা | ১২,০০০ |
লিগ | বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ |
২০১৭-১৮ | ৮ম |
বর্তমান খেলোয়াড়
সম্পাদনাটীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
অর্জন
সম্পাদনা৪র্থ এবং ৫ম শীতল মহিলা হ্যান্ডবলে এ ক্লাব চ্যাম্পিয়ন হয়। নেপালে আলফা কাপ চ্যাম্পিয়ন। ১৯৯৫ সালে সিকিমে অনুষ্ঠিত অষ্টম চিফ মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ এবং ভারতের নাগজী গোল্ডকাপ টুর্নামেন্টে রানার্সআপ হয়। এছাড়া আরামবাগ ভারতের আগরতলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ফুটবল টুর্নামেন্ট কাপে অংশগ্রহণ করে এবং বাংলাদেশে ফেডারেশন কাপ টুর্নামেন্টে রানার্সআপ হয়[১][২]।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ শফিক আনোয়ার। "ক্রীড়া সংস্থা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "আরামবাগ ক্রীড়া সংঘ"। thedemoz.com। ২০২০-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১।
- ↑ SOMOY TV (২০১৮-০২-১১)। "চ্যাম্পিয়ন হবার পর অভিনন্দনে সিক্ত আরামবাগ ! | Independence Cup Football"।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |