২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ
২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ যা স্পন্সরশীপের কারণে ২০১৮ সাফ সুজুকি কাপ ২০১৮ নামে পরিচিত, দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যা দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপের ১২তম আসর। প্রতিযোগিতাটি ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পিছিয়ে তা ২০১৮ সালের ৪-১৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়।[১][২]
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | বাংলাদেশ |
তারিখ | ৪–১৫ সেপ্টেম্বর |
দল | ৭ (১টি উপ-কনফেডারেশন থেকে) |
মাঠ | ১ (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | মালদ্বীপ (২য় শিরোপা) |
রানার-আপ | ভারত |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১২ |
গোল সংখ্যা | ২৯ (ম্যাচ প্রতি ২.৪২টি) |
শীর্ষ গোলদাতা | মনবীর সিং (৩টি গোল) |
সেরা খেলোয়াড় | মুহাম্মদ ফয়সাল |
ফেয়ার প্লে পুরস্কার | ভুটান |
স্বাগতিক নির্বাচন
সম্পাদনা২০১৬ সালের ২ জানুয়ারি তিরুবনন্তপুরম সাফ কার্যনির্বাহী কমিটির সভায় ২০১৭ সাফ চ্যাম্পিয়শিপের জন্য বাংলাদেশকে স্বাগতিক হিসাবে নির্বাচন করা হয়। ভারত, মালদ্বীপ ও ভুটান দরপত্র ডাকলেও পরে তারা তা প্রত্যাহার করে নেয়।[১]
এটি বাংলাদেশে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপের তৃতীয় আসর। এর আগে বাংলাদেশ ২০০৩ সালে দরপত্রে জিতে এবং ২০০৯ সালে দরপত্রে সেমিফাইনাল বিজয়ী হয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিল।
এ আসরের গ্রুপ নির্ধারণের জন্য লটারির ড্র ১৮ এপ্রিল ২০১৮ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী দেশসমূহ
সম্পাদনাদেশ | উপস্থিতি | পূর্ববর্তী সেরা ফলাফল | প্রতিযোগিতা শুরুতে ফিফা বিশ্ব র্যাঙ্কিং |
---|---|---|---|
ভারত | ১২তম | বিজয়ী (১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫) | ৯৬ |
মালদ্বীপ | ১০ম | বিজয়ী (২০০৮) | ১৫০ |
নেপাল | ১২তম | তৃতীয় স্থান (১৯৯৩) | ১৬১ |
ভুটান | ৮ম | সেমি ফাইনাল (২০০৮) | ১৮৩ |
বাংলাদেশ (আয়োজক) | ১১তম | বিজয়ী (২০০৩) | ১৯৪ |
শ্রীলঙ্কা | ১২তম | বিজয়ী (১৯৯৫) | ২০০ |
পাকিস্তান | ১১তম | তৃতীয় স্থান (১৯৯৭) | ২০১ |
খেলোয়াড়
সম্পাদনামাঠ
সম্পাদনাঢাকা | |
---|---|
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ৩৬,০০০ | |
অফিসিয়াল
সম্পাদনাগ্রুপ পর্ব
সম্পাদনাস্থানীয় বাংলাদেশ মান সময় অনুসারে (ইউটিসি+০৬:০০)
গ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | নেপাল | ৩ | ২ | ০ | ১ | ৭ | ২ | +৫ | ৬ | সেমি-ফাইনালে উন্নীত |
২ | পাকিস্তান | ৩ | ২ | ০ | ১ | ৫ | ২ | +৩ | ৬ | |
৩ | বাংলাদেশ (H) | ৩ | ২ | ০ | ১ | ৩ | ২ | +১ | ৬ | |
৪ | ভুটান | ৩ | ০ | ০ | ৩ | ০ | ৯ | −৯ | ০ |
নেপাল | ৪–০ | ভুটান |
---|---|---|
প্রতিবেদন |
পাকিস্তান | ৩–০ | ভুটান |
---|---|---|
প্রতিবেদন |
বাংলাদেশ | ০–২ | নেপাল |
---|---|---|
প্রতিবেদন |
|
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত | ২ | ২ | ০ | ০ | ৪ | ০ | +৪ | ৬ | সেমি-ফাইনালে উন্নীত |
২ | মালদ্বীপ | ২ | ০ | ১ | ১ | ০ | ২ | −২ | ১[ক] | |
৩ | শ্রীলঙ্কা | ২ | ০ | ১ | ১ | ০ | ২ | −২ | ১[ক] |
টীকা:
ভারত | ২–০ | শ্রীলঙ্কা |
---|---|---|
|
প্রতিবেদন |
মালদ্বীপ | ০–০ | শ্রীলঙ্কা |
---|---|---|
প্রতিবেদন |
ভারত | ২–০ | মালদ্বীপ |
---|---|---|
প্রতিবেদন |
নকআউট পর্ব
সম্পাদনাব্রাকেট
সম্পাদনাসেমি-ফাইনাল | ফাইনাল | |||||
১২ সেপ্টেম্বর | ||||||
নেপাল | ০ | |||||
১৫ সেপ্টেম্বর | ||||||
মালদ্বীপ | ৩ | |||||
মালদ্বীপ | ২ | |||||
১২ সেপ্টেম্বর | ||||||
ভারত | ১ | |||||
ভারত | ৩ | |||||
পাকিস্তান | ১ | |||||
সেমি ফাইনাল
সম্পাদনাফাইনাল
সম্পাদনাপুরস্কার
সম্পাদনা২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপের জন পুরস্কার প্রদান:
ফেয়ার প্লে পুরস্কার[৪] | সবচেয়ে দামী খেলোয়াড়[৫] | সর্বোচ্চ গোলদাতা[৬] | ||||||
---|---|---|---|---|---|---|---|---|
ভুটান | মোহামেদ ফয়সাল | মানভির সিং |
গোলদাতা
সম্পাদনাএই প্রতিযোগিতায় ১২টি ম্যাচে ২৯টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৪২টি গোল।
৩টি গোল
২টি গোল
১টি গোল
মিডিয়া কভারেজ
সম্পাদনাদেশ | সম্প্রচারক | সুত্র |
---|---|---|
বাংলাদেশ | চ্যানেল ৯ | [৭] |
ভারত | ডিস্পোর্ট | [৮] |
মালদ্বীপ | টেলিভিশন মালদ্বীপ | |
নেপাল | AP1 Television | |
United States | Bleacher Report | [৯][১০] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Bangladesh to host 2017 SAFF Championship"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৬।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮।
- ↑ "India 2-0 Maldives" (ইংরেজি ভাষায়)। সাফ। ৯ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Fair Play Award"। ১৫ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Most Valuable Player"। ১৫ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Top Goalscorer"। ১৫ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Bangabandhu Satellite-1 starts operation with Saff Suzuki Cup coverage"। ঢাকা ট্রিবিউন। ৩ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "SAFF Championship 2018: Teams, fixtures, broadcast schedules and more"। Goal.com। ২ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "B/R Live – Watch live sports online"। live.bleacherreport.com। ২০১৮-১০-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২৭।
- ↑ "Bleacher Report Support - Answer Detail"। support.live.bleacherreport.com। ২০২০-০৩-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)