২০১১ সাফ চ্যাম্পিয়নশিপ


ভারতের নতুন দিল্লীতে অনুষ্ঠিত ২০১১ সাফ চ্যাম্পিয়নশিপ সাফ চ্যাম্পিয়নশিপের নবম আসর। ব্যবসায়িক চুক্তিজনিত কারণে প্রতিযোগিতার নামকরণ করা হয় কার্বন সাফ চ্যাম্পিয়নশিপ ২০১১।[] এই প্রতিযোগিতায় ভারত বিজয়ী হয়।

২০১১ সাফ চ্যাম্পিয়নশিপ
২০১১ সাফ চ্যাম্পিয়নশিপের লোগো
বিবরণ
স্বাগতিক দেশভারত
তারিখ২রা ডিসেম্বর - ১১ই ডিসেম্বর
দল
মাঠ১ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ভারত (৬ষ্ঠ শিরোপা)
রানার-আপ আফগানিস্তান
পরিসংখ্যান
ম্যাচ১৫
গোল সংখ্যা৪৪ (ম্যাচ প্রতি ২.৯৩টি)
শীর্ষ গোলদাতাভারত সুনীল ছেত্রী (৭ গোল)
সেরা খেলোয়াড়ভারত সুনীল ছেত্রী

অংশগ্রহণকারী দেশ

সম্পাদনা
দল সাফ চ্যাম্পিয়নশিপে
উপস্থিতি
পূর্ববর্তী সেরা ফলাফল প্রতিযোগিতা শুরুতে
ফিফা র‌্যাঙ্কিং
    নেপাল নবম তৃতীয় স্থান (১৯৯৩) ১৪৩
  আফগানিস্তান পঞ্চম ১৭৮
  বাংলাদেশ অষ্টম বিজয়ী (২০০৩) ১৪২
  ভুটান পঞ্চম সেমি-ফাইনাল ১৯৮
  ভারত নবম বিজয়ী (১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯) ১৬২
  মালদ্বীপ সপ্তম বিজয়ী (২০০৮) ১৬৬
  পাকিস্তান নবম তৃতীয় স্থান (১৯৯৭) ১৭৪
  শ্রীলঙ্কা নবম বিজয়ী (১৯৯৫) ১৭৬

প্রথমে ভারতের উড়িষ্যায় প্রতিযোগিতা হবে বলে ঠিক হলেও [] ২২শে সেপ্টেম্বর, ২০১১ সালে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি প্রতিযোগিতা স্থল নতুন দিল্লীতে স্থানান্তরিত করে।[] নতুন দিল্লীর জওহরলাল নেহরু স্টেডিয়ামকে প্রতিযোগিতার মাঠ হিসেবে স্থির করা হয়।

নতুন দিল্লী
জওহরলাল নেহরু স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৬০,০০০
 

এ বিভাগ

সম্পাদনা
দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় গোল পার্থক্য পয়েন্ট
  আফগানিস্তান ১২ +৯
  ভারত +৮
  শ্রীলঙ্কা −২
  ভুটান ১৬ −১৫
ভারত  ১ – ১  আফগানিস্তান
সুনীল ছেত্রী   ১০' প্রতিবেদন বালাল আরেজো   ৫'
রেফারি: নাগোর আমীর মহম্মদ (MAS)

শ্রীলঙ্কা  ৩ – ০  ভুটান
মহম্মদ জৈন   ২৯'
নিপুণা বান্দারা   ৩৫'৬৫'
প্রতিবেদন
রেফারি: মাসুদ তুফায়লিয়েহ (SYR)


ভুটান  ০ – ৫  ভারত
প্রতিবেদন সৈয়দ রহিম নবী   ২৯'
ক্লিফোর্ড মিরান্ডা   ৪৪'৫৮'
সুনীল ছেত্রী   ৬৯'৮৪'


ভারত  ৩ – ০  শ্রীলঙ্কা
জেজে লালপেখলুয়া   ৫০'
সুনীল ছেত্রী   ৭০'
বান্দারা ওয়ারাকাগোডা   ৯০+৩' (আত্মঘাতী গোল)
প্রতিবেদন

বি বিভাগ

সম্পাদনা
দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় গোল পার্থক্য পয়েন্ট
  মালদ্বীপ +২
    নেপাল +১
  পাকিস্তান
  বাংলাদেশ −৩

বাংলাদেশ  ০ – ০  পাকিস্তান
প্রতিবেদন

মালদ্বীপ  ১ – ১    নেপাল
আলি আশফাক   ৪৫+২' প্রতিবেদন সন্দীপ রাই   ৫১'

নেপাল    ১ – ০  বাংলাদেশ
সাগর থাপা   ৯০+৫' প্রতিবেদন

পাকিস্তান  ০ – ০  মালদ্বীপ
প্রতিবেদন

পাকিস্তান  ১ – ১    নেপাল
সমর ইশাক   ৪৯' (পে.) প্রতিবেদন ভরত খাওয়াস   ৩৭'
রেফারি: নাগোর আমীর মহম্মদ (MAS)

মালদ্বীপ  ৩ – ১  বাংলাদেশ
আহমেদ তারিখ   ৬'১৭'
আলি আশফাক   ৭০'
প্রতিবেদন শাহিদুল আলম শহীদ   ২৯'
রেফারি: মাসুদ তুফায়লিয়েহ (SYR)

নকআউট পর্ব

সম্পাদনা
 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
৯ই ডিসেম্বর — জওহরলাল নেহরু স্টেডিয়াম, নতুন দিল্লী
 
 
  মালদ্বীপ
 
১১ই ডিসেম্বর — জওহরলাল নেহরু স্টেডিয়াম, নতুন দিল্লী
 
  ভারত
 
  ভারত
 
৯ই ডিসেম্বর — জওহরলাল নেহরু স্টেডিয়াম, নতুন দিল্লী
 
  আফগানিস্তান
 
  আফগানিস্তান
 
 
    নেপাল
 

সেমিফাইনাল

সম্পাদনা
মালদ্বীপ  ১ – ৩  ভারত
শামউইল কাশিম   ৬০' প্রতিবেদন সৈয়দ রহিম নবী   ২৪'
সুনীল ছেত্রী   ৭০' (পে.)৯০+১'

আফগানিস্তান  ১ – ০ (অ.স.প.)    নেপাল
বালাল আরেজো   ১০১' প্রতিবেদন
রেফারি: মাসুদ তুফায়লিয়েহ (SYR)

ফাইনাল

সম্পাদনা
ভারত  ৪ – ০  আফগানিস্তান
সুনীল ছেত্রী   ৭১' (পে.)
ক্লিফোর্ড মিরান্ডা   ৭৯'
জেজে লালপেখলুয়া   ৮০'
সুশীল কুমার সিং   ৯০+৫'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩০,০০০
রেফারি: সুখবীর সিং (SIN)

পুরস্কার

সম্পাদনা
 ২০১১ সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী 
 
ভারত
ষষ্ঠ শিরোপা
ফেয়ার প্লে পুরস্কার সর্বোচ্চ গোলদাতা সেরা খেলোয়াড়
  ভারত   সুনীল ছেত্রী   সুনীল ছেত্রী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ""Karbonn mobile becomes title sponsor of SAFF Championship". Indian Football Network. 2 December 2011. Retrieved 2 December 2011."। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৩ 
  2. "AIFF Executive committee meeting"The-AIFF.com। All India Football Federation। ১৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১১ 
  3. "Exe. Committee enthusiastic about AIFF-FIFA Dev. Prog"The-AIFF। All India Football Federation। ২৫ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১১